দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান পররাষ্ট্রনীতির MCQ & SAQ প্রশ্নোত্তর |
আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় অধ্যায় অথবা উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় অধ্যায় বিদেশনীতি বা পররাষ্ট্র নীতি ( Foreign Policy) ( West Bengal Board Class 12 Political Science Question Answer Chapter 3 In Bengali ) থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ 60 টির বেশি MCQ Question Answer And WB Board Class 12 Political Science SAQ Question Answer,Notes And Suggestion তোমাদের সঙ্গে শেয়ার করবো।দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় অধ্যায় বিদেশনীতি বা পররাষ্ট্র নীতির ( Foreign Policy ) বাকি থাকা MCQ Question Answer & SAQ Question Answer গুলো আমরা খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করবো।।
দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় অধ্যায়ের MCQ প্রশ্ন উত্তর সাজেশন || West Bengal Board Class 12 Political Science MCQ Question Answer 2023
দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় অধ্যায়ের MCQ প্রশ্ন উত্তর |
1- The Limits Of Foreign Policy গ্রন্থের লেখক কে?
• চার্লস বার্টন মার্শাল
• জোসেফ ফ্রাঙ্কেল
• হফম্যান
• ই.এইচ.কার
• উওরঃ চার্লস বার্টন মার্শাল
2- The Making Of Foreign Policy গ্রন্থের লেখক কে?
• চার্লস বার্টন মার্শাল
• জোসেফ ফ্রাঙ্কেল
• হফম্যান
• ই.এইচ.কার
• উওরঃ জোসেফ ফ্রাঙ্কেল
3- বিদেশনীতির প্রধান উদ্দেশ্য কী?
• বিশ্বশান্তি
• জাতীয় স্বার্থ রক্ষা করা
• আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেদের ক্ষমতা প্রতিষ্ঠিত করা
• উপরের সবগুলি
• উওরঃ জাতীয় স্বার্থ রক্ষা করা
4- মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কী?
• কংগ্রেস
• পার্লামেন্ট
• ডুমা
• মজলিস
• উওরঃ কংগ্রেস
WB Class 12 Political Science 2nd Chapter এর MCQ And SAQ Question Answer গুলো দেখতে হলে নিচের লিঙ্ক গুলো চেক করো 👇
1- WB Class 12 Political Science MCQ And SAQ Part 1
2- WB Class 12 Political Science MCQ And SAQ Part 2
3- WB Class 12 Political Science MCQ And SAQ Part 3
4- WB Class 12 Political Science MCQ And SAQ Part 4
5- WB Class 12 Political Science Online MCQ Mock Test
6- WB Class 12 Political Science Online MCQ Mock Test
7- WB Class 12 Political Science MCQ And SAQ Part
5- ভারতের এবং ব্রিটেনের আইনসভার নাম কী?
• কংগ্রেস
• পার্লামেন্ট
• ডুমা
• মজলিস
• উওরঃ পার্লামেন্ট
6- রাশিয়ার আইনসভার নাম কী?
• কংগ্রেস
• পার্লামেন্ট
• ডুমা
• মজলিস
• উওরঃ ডুমা
7- ইরানের আইনসভার নাম কী?
• কংগ্রেস
• পার্লামেন্ট
• ডুমা
• মজলিস
• উওরঃ মজলিস
8- ভারতের পররাষ্ট্রনীতির মূল চালিকা শক্তি হল-
• জাতীয় স্বার্থ
• পঞ্চশীল নীতি গ্রহণ
• তাসখন্দ চুক্তি
• জোট নিরপেক্ষতা
• উওরঃ পঞ্চশীল নীতি গ্রহণ
9- কোন কোন দেশের মধ্যে পঞ্চশীল নীতি গৃহীত হয়েছিল?
• ভারত এবং পাকিস্তান
• ভারত এবং চীন
• মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন
• ভারত এবং বাংলাদেশ
• উওরঃ ভারত এবং চীন
10- কত সালে পঞ্চশীল নীতি স্বাক্ষরিত হয়েছিল?
• ১৯৬৬
• ১৯৫৪
• ১৯৪৯
• ১৯৫৫
• উওরঃ ১৯৫৪
11- কত খ্রিস্টাব্দে সুয়েজ সংকট দেখা দিয়েছিল?
• ১৯৬৬
• ১৯৫৪
• ১৯৫৬
• ১৯৫৫
• উওরঃ ১৯৫৬
12- ভারত কত খ্রিস্টাব্দে প্রথম পরীক্ষামুলকভাবে পরমাণু বিস্ফোরণ ঘটিয়েছিল?
• ১৯৬৬
• ১৯৯৮
• ১৯৭৪
• ১৯৭৯
• উওরঃ ১৯৭৪
13- ভারত কত খ্রিস্টাব্দে দ্বিতীয়বারের জন্য পরীক্ষামুলকভাবে পরমাণু বিস্ফোরণ ঘটিয়েছিল?
• ১৯৬৬
• ১৯৯৮
• ১৯৭৪
• ১৯৭৯
• উওরঃ ১৯৯৮
14- ভারতীয় পরমাণু বোমার প্রয়োগের মূলনীতি কি?
• No Strike First
• First Strike
• Last Strike
• ওপরের সবগুলোই
• উওরঃ No Strike First
15- আঞ্চলিক সহযোগিতার প্রশ্নে দক্ষিণ এশিয়ার সংগঠন টির নাম কী?
• NATO
• NAM
• ASEAN
• ASEAR
• উওরঃ ASEAN
16- আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির জন্য গঠিত দক্ষিণ-পূর্ব এশিয়ার সংগঠন টির নাম কী?
• NATO
• NAM
• ASEAN
• ASEAR
• উওরঃ ASEAN
17- SAARC গঠনের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন?
• রাজীব গান্ধী
• জহরলাল নেহেরু
• অটল বিহারি বাজপেয়ি
• ইন্দিরা গান্ধী
• উওরঃ রাজীব গান্ধী
18- কত খ্রিস্টাব্দে সার্ক ( SAARC ) গঠিত হয়েছিল?
• ১৯৬৬
• ১৯৫৫
• ১৯৮৫
• ১৯৪৫
• উওরঃ ১৯৮৫
19- সার্ক ( SAARC ) গঠনের প্রস্তাব কোথায় গৃহীত হয়েছিল?
• শ্রীলঙ্কায়
• ভারতে
• ঢাকায়
• পাকিস্তানে
• উওরঃ ঢাকায়
20- সার্ক গঠনের সময় তার সদস্য রাষ্ট্রের সংখ্যা কত ছিল?
• ৯
• ৭
• ৮
• ৬
• উওরঃ ৭
21- সার্কের বর্তমান সদস্য রাষ্ট্রের সংখ্যা কত?
• ৯
• ৭
• ৮
• ৬
• উওরঃ ৮
22- সার্কের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
• ঢাকায়
• ভারতে
• আফগানিস্থানে
• শ্রীলঙ্কায়
• উওরঃ ঢাকায়
23- সার্কের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সবচেয়ে বড় রাষ্ট্র হলো-
• বাংলাদেশ
• ভারত
• আফগানিস্তান
• শ্রীলঙ্কা
• উওরঃ ভারত
24- দক্ষিণ এশিয়ার অবাধ বাণিজ্য চুক্তির সংগঠন হলো -
• SAFTA
• WARSAW
• ASEAN
• ASEAR
• উওরঃ SAFTA
25- 'তোমার গোপনীয়তা, আমার স্বাধীনতা' এই উক্তিটির বক্তা কে?
• উইস্টন চার্চিল
• জর্জ বুশ
• মার্শাল টিটো
• উড্রো উইলসন
• উওরঃ জর্জ বুশ
26- ভারতে কোন বছর জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয়েছিল?
• ১৯৮৫
• ১৮৮৫
• ১৯৪৭
• ১৯৯৫
• উওরঃ ১৮৮৫
27- ভারতের পররাষ্ট্রনীতির কিসের সমন্বয়ে গড়ে ওঠে?
• আদর্শবাদ বা বাস্তববাদ
• বহুত্ববাদ
• মার্কসবাদ
• কোনোটিই নয়
• উওরঃ আদর্শবাদ বা বাস্তববাদ
28- ভারতের পররাষ্ট্র নীতি কোন জোটকে সমর্থন করে?
• পুঁজিবাদী জোট
• সমাজতান্ত্রিক জোট
• জোট নিরপেক্ষতা
• কোনোটিই নয়
• উওরঃ জোট নিরপেক্ষতা
29- ভারতের জোট নিরপেক্ষ নীতির প্রধান রূপকার কে?
• জহরলাল নেহেরু
• মহাত্মা গান্ধী
• রাজীব গান্ধী
• সরদার বল্লভ ভাই প্যাটেল
• উওরঃ জহরলাল নেহেরু
30- কোন দেশের শ্বেতাঙ্গ শাসনের বিরুদ্ধে আন্দোলনকে সমর্থন করেছিল?
• দক্ষিণ আফ্রিকা
• বাংলাদেশ
• কোরিয়া
দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় অধ্যায়ের MCQ প্রশ্ন উত্তর দ্বিতীয় ভাগ || WB Class 12 Political Science MCQ Question Answer 2023
WB Class 12 Political Science MCQ Question Answer 2023 |
31- কত সালে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল?
• ১৯৬৬
• ১৯৫৬
• ১৯৭২
• ১৯৬৮
• উওরঃ ১৯৭২
32- কোন কোন দেশের মধ্যে শিমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল?
• ভারত এবং পাকিস্তান
• ভারত এবং চীন
• সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র
• ভারত এবং বাংলাদেশ
• উওরঃ ভারত এবং পাকিস্তান
33- ভারতের সঙ্গে চীনের সংঘর্ষ হয়েছিল-
• ১৯৬৬
• ১৯৫৬
• ১৯৬২
• ১৯৬৮
• উওরঃ ১৯৬২
WB Class 12 Political Science 2nd ও 3rd Chapter এর MCQ And SAQ Question Answer গুলো দেখতে হলে নিচের লিঙ্ক গুলো চেক করো 👇
1- WB Class 12 Political Science MCQ And SAQ Part 1
2- WB Class 12 Political Science MCQ And SAQ Part 2
3- WB Class 12 Political Science MCQ And SAQ Part 3
4- WB Class 12 Political Science MCQ And SAQ Part 4
5- WB Class 12 Political Science Online MCQ Mock Test
6- WB Class 12 Political Science Online MCQ Mock Test
7- WB Class 12 Political Science MCQ And SAQ Part
8-WB Class 12 Political Science MCQ And SAQ Part 8
34- ভারত কত খ্রিস্টাব্দে শ্রীলঙ্কায় শান্তিরক্ষায় সামরিক বাহিনী পাঠিয়েছিল?
• ১৯৮৫
• ১৯৮৭
• ১৯৮৬
• ১৯৮৮
• উওরঃ ১৯৮৭
35- ভারত কত খ্রিস্টাব্দে অস্ত্র প্রসার রোধ চুক্তিতে স্বাক্ষর করেছিল?
• ১৯৮৫
• ১৯৬৭
• ১৯৬৬
• ১৯৬৮
• উওরঃ ১৯৬৮
36- সার্বিক পারমাণবিক অস্ত্র পরীক্ষা রোধ চুক্তিতে ভারত কবে স্বাক্ষর করেছিল?
• ১৯৮৫
• ১৯৯৬
• ১৯৬৬
• ১৯৯৮
• উওরঃ ১৯৯৬
37- কত খ্রিস্টাব্দে কার্গিলের যুদ্ধ হয়েছিল?
• ১৯৭২
• ১৯৯৬
• ১৯৭২
• ১৯৯৯
• উওরঃ ১৯৯৯
38- কোন কোন দেশের মধ্যে কারগিলের যুদ্ধ হয়েছিল?
• ভারত এবং পাকিস্তান
• ভারত এবং চীন
• ভারত এবং বাংলাদেশ
• ভারত এবং আফগানিস্তান
• উওরঃ ভারত এবং পাকিস্তান
39- বারাক ওবামা প্রশাসন কবে ফিসা আইনের পরিবর্তন করেছিল?
• ২০১৩
• ২০১২
• ২০১৪
• ২০১৫
• উওরঃ ২০১২
40- কত খ্রিস্টাব্দে সার্ক ( SAARC ) উঠেছিল ?
• ১৯৮৫
• ১৯৯৬
• ১৯৬৬
• ১৯৯৮
• উওরঃ ১৯৮৫
41- প্রতিষ্ঠার পর থেকে এখনো পর্যন্ত সার্কের মোট কয়টি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে?
• ১৮
• ১২
• ১৯
• ২০
• উওরঃ ১৮
42- ভারত এবং বাংলাদেশের মধ্যে কত খ্রিস্টাব্দে গঙ্গার জল বন্টন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল?
• ১৯৯৯
• ১৯৯৬
• ২০১২
• ২০১৮
• উওরঃ ১৯৯৬
43- কোন দেশের বাধা দানের ফলে চীন এখন পর্যন্ত সার্কের সদস্য পদ লাভ করতে পারেনি?
• বাংলাদেশ
• ভারত
• আফগানিস্তান
• উপরের তিনটি দেশেরই
• উওরঃ ভারত
44- 'জাতীয় স্বার্থ হলো বিদেশ নীতির মূল ধারণা'- উক্তিটির বক্তা কে?
• জোসেফ ফ্রাঙ্কেল
• ই.এইচ.কার
• জোসেফ স্টিগলিৎস
• ঐতিহাসিক কার্ল বেকার
• উওরঃ জোসেফ ফ্রাঙ্কেল
45- কোন সম্মেলনের মাধ্যমে জোট নিরপেক্ষ তার জন্ম হয়েছিল?
• বার্লিন সম্মেলন
• বেলগ্রেড সম্মেলন
• বান্দুং সম্মেলন
• সার্ক সম্মেলন
• উওরঃ বান্দুং সম্মেলন
46- জাতীয় স্বার্থের বাস্তববাদী তত্ত্বের প্রবক্তা কে?
• ই.এইচ.কার
• হ্যান্স.জে.মর্গেন্থাউ
• জোসেফ ফ্রাঙ্কেল
• মার্শাল টিটো
• উওরঃ হ্যান্স.জে.মর্গেন্থাউ
47- সার্কের নতুন রাষ্ট্রের নাম কী?
• আফগানিস্তান
• ভারত
• বাংলাদেশ
• শ্রীলঙ্কা
• উওরঃ আফগানিস্তান
48- ভারতের বিদেশনীতির একটি তাত্ত্বিক ভিত্তি কী?
• জোট নিরপেক্ষতা
• পঞ্চশীল নীতির অনুসরণ
• জাতীয় স্বার্থ রক্ষা করা
• বিশ্ব শান্তি প্রতিষ্ঠা
• উওরঃ জোট নিরপেক্ষতা
49- ভারতের 'নো ফার্স্ট স্ট্রাইক' পরমাণু নীতির প্রধান রূপকার কে?
• জহরলাল নেহেরু
• ইন্দিরা গান্ধী
• অটল বিহারি বাজপেয়ি
• ডঃ মনমোহন সিং
• উওরঃ অটল বিহারি বাজপেয়ি
50- Evolution Of Deplomaci গ্রন্থের লেখক কে?
• হ্যারল্ড নিপোলসন
• হফম্যান
• হ্যান্স.জে.মর্গেন্থাও
• জোসেফ ফ্রাঙ্কেল
• উওরঃ হ্যারল্ড নিপোলসন
51- প্রকাশ্য কুটনীতির প্রবক্তা ছিলেন-
• উইনস্টন চার্চিল
• জর্জ বুশ
• উড্রো উইলসন
• বারাক ওবামা
• উওরঃ উড্রো উইলসন
52- Imperialism And Social Changes গ্রন্থের লেখক কে?
• জোসেফ সুমপিটার
• জোসেফ ফ্রাঙ্কেল
• হ্যান্স.জে.মর্গেন্থাও
• ওয়াল্টার লিপম্যান
• উওরঃ জোসেফ সুমপিটার
53- জাতীয় নীতি কত ধরনের হয়?
• দুই ধরনের
• চার ধরনের
• ছয় ধরনের
• তিন ধরনের
• উওরঃ দুই ধরনের
54- কত সালে 123 Agreement সাক্ষরিত হয়েছিল?
• ২০০৮
• ২০০৫
• ২০০৭
• ২০০৬
• উওরঃ ২০০৭
55- সার্কের প্রতিষ্ঠা কে 'ভারতের চাণক্য পরিকল্পনা 'বলে অভিহিত করেছে-
• নেপাল
• পাকিস্তান
• বাংলাদেশ
• চীন
• উওরঃ পাকিস্তান
56- ১৯৯০ সালকে কন্যাবর্ষ (Year of the girl child) হিসেবে চিহ্নিত করার প্রস্তাব গৃহীত হয় সার্কের–
• চতুর্থ শীর্ষ সম্মেলনে ১৯৮৮
• প্রথম শীর্ষ সম্মেলনে ১৯৮৫
• দ্বিতীয় শীর্ষ সম্মেলনে ১৯৮৬
• পঞ্চম শীর্ষ সম্মেলনে ১৯৯০
• উওরঃ চতুর্থ শীর্ষ সম্মেলনে ১৯৮৮
57- সার্ক-এর কোন্ সম্মেলনে 'সার্ক ২০০০' নামে একটি ভবিষ্যৎমুখী প্রকল্প রচিত হয়?
• নতুন দিল্লি
• ঢাকা
• ইসলামাবাদ
• কলম্বো
• উওরঃ ইসলামাবাদ
58- বর্তমানে নিরাপত্তা পরিষদের অন্যতম গুরুত্বপূর্ণ স্থায়ী সদস্য রাষ্ট্র হল-
• আফগানিস্থান
• রাশিয়া
• জাপান
• ভারত
• উওরঃ রাশিয়া
59- ‘দক্ষিণ এশীয় বিশেষ সুবিধাপ্রাপ্ত বাণিজ্যিক এলাকা’ বা ‘সাফটা’
গঠনের প্রস্তাব কোন্ সার্ক শীর্ষ সম্মেলনে গৃহীত হয়?
• ঢাকা
• কলম্বো
• নিউ দিল্লি
• ইসলামাবাদ
উওরঃ কলম্বো
60- ‘সাফটা’ গঠনের প্রস্তাব কত সালের সার্ক সম্মেলনে গৃহীত হয়?
• ১৯৮৯ সালের
• ১৯৯১ সালের
• ১৯৯০ সালের
• ১৯৯২ সালের
• উওরঃ ১৯৯১ সালের
দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর || HS Political Science SAQ Question Answer & Suggestion 2023
দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর |
1- বিদেশ নীতি কাকে বলে?
উওরঃ রাষ্ট্রের জাতীয় স্বার্থ রক্ষার জন্য আন্তর্জাতিক ক্ষেত্রে রাষ্ট্র যে কাজগুলি করে তার সমষ্টি হল বিদেশ নীতি।
2- পঞ্চশীল নীতি কবে এবং কাদের মধ্যে সাক্ষরিত হয়েছিল?
উওরঃ পঞ্চশীল নীতি 1954 সালে ভারত ও চীনের মধ্যে সাক্ষরিত হয়েছিল।
3- ভারতের বিদেশ নীতির মূল উপাদান কী?
উওরঃ জাতীয় মুক্তি আন্দোলনকে সমর্থন করা হলো ভারতের বিদেশ নীতির মূল উপাদান।
4- সার্ক কোন অঞ্চলের সহযোগিতামূলক সংগঠন?
উওরঃ সার্ক দক্ষিণ এশিয়ার সহযোগিতামূলক সংগঠন।
5- সার্ক কবে গঠিত হয়েছিল?
উওরঃ 1985 সালে সার্ক কবে গঠিত হয়েছিল।
উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় অধ্যায়ের বাকি 30+ছোট প্রশ্ন উত্তর দেখতে নিচের লিংকে ক্লিক করো👇
WB Class 12 Political Science SAQ Question Answer
6- সার্ক গঠনের প্রথম প্রস্তাব কে দিয়েছিলেন?
উওরঃ সার্ক গঠনের প্রথম প্রস্তাব দিয়েছিলেন বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
7- একটি নিরপেক্ষ রাষ্ট্রের উদাহরণ দাও।
উত্তরঃ সুইজারল্যান্ড হলো একটি নিরপেক্ষ রাষ্ট্র।
8- ভারতের পররাষ্ট্র নীতির প্রধান স্তম্ভ কী?
উত্তরঃ ভারতের পররাষ্ট্র নীতির প্রধান স্তম্ভ হল জোট নিরপেক্ষতা।
9- পঞ্চশীল নীতি কিসের অনুকরণে গঠিত হয়েছিল?
উওরঃ উত্তর পঞ্চশীল নীতি ইন্দোনেশিয়ার পঞ্চশীলা নীতির অনুকরণে গৃহীত হয়েছিল।
10- মানব সভ্যতার চরম শত্রু কী?
উওরঃ মানব সভ্যতার চরম শত্রু হলো সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদ এবং সন্ত্রাসবাদ।
11- সাম্রাজ্যবাদের সর্বাধুনিক রুপ কী?
উওরঃ সাম্রাজ্যবাদের সর্বাধুনিক রুপ হল উপনিবেশবাদ।
12- সাম্রাজ্যবাদ এবং উপনিবেশবাদের মধ্যে পার্থক্য কী?
উওরঃ অর্থনৈতিক ক্ষেত্রে শোষণ এবং বঞ্চনা হলো সাম্রাজ্যবাদ এবং রাজনৈতিক ক্ষেত্রে একাধিপত্য স্থাপন এবং সামাজিক ক্ষেত্রে বৈষম্য সৃষ্টি করাই হলো উপনিবেশবাদ।
12- ভারতের পররাষ্ট্র নীতির লক্ষ্য কী?
উওরঃ ভারতের পররাষ্ট্র নীতির প্রধান লক্ষ্য হলো বিশ্বশান্তি প্রতিষ্ঠা করা।
13- কবে এবং কাদের মধ্যে সিমলা চুক্তি হয়েছিল?
উওরঃ 172 খ্রিস্টাব্দে ভারত এবং পাকিস্তানের মধ্যে শিমলা চুক্তি হয়েছিল।
14- ভারতের পারমাণবিক শক্তি কী উদ্দেশ্যে ব্যবহারের পক্ষপাতী?
উওরঃ ভারত পারমাণবিক শক্তি শান্তির উদ্দেশ্যে ব্যবহারের পক্ষপাতী।
15- কমনওয়েলথ কী?
উওরঃ কমনওয়েলথ হলো স্বাধীন রাষ্ট্রটির এক স্বেচ্ছামূলক প্রতিষ্ঠান।
16- প্রথম বিশ্ব বলতে কি বোঝো?
উওরঃ প্রথম বিশ্ব বলতে পশ্চিমের শক্তিশালী স্বাধীন এবং উন্নত দেশগুলিকে বোঝায়।
17- দ্বিতীয় বিশ্ব বলতে কী বোঝায়?
উওরঃ দ্বিতীয় বিশ্ব বলতে ইউরোপের পূর্বী দেশগুলি অর্থাৎ কমিউনিস্ট বা সমাজতান্ত্রিক ভাবধারা সম্পন্ন দেশ গুলিকে বোঝায়।
18- তৃতীয় বিশ্ব বলতে কী বোঝায়?
উওরঃ সদ্য স্বাধীনতাপ্রাপ্ত উন্নয়নশীল দেশগুলিতে তৃতীয় বিশ্ব বলা হয়।
19- চতুর্থ বিশ্ব বলতে কী বোঝায়?
উওরঃ পৃথিবীর একেবারে দরিদ্র দেশগুলোকে চতুর্থ বিশ্ব বলে।
20- ভারত-চীন সংঘর্ষ কোন নীতির ব্যর্থতাকে সূচিত করে?
উওরঃ ভারত-চীন সংঘর্ষ পঞ্চশীল নীতির ব্যর্থতাকে সূচিত করে।
21- CTBT এর পুরো নাম কী?
উওরঃ CTBT এর পুরো নাম হলো Comprehenship Test Ban Treaty )
22- GATT এর পুরো নাম কী?
উওরঃ GATT এর পুরো নাম হলো General Agreement On Terives Trade
23- মার্কিন গোয়েন্দা সংস্থার নাম কি?
উওরঃ মার্কিন গোয়েন্দা সংস্থার নাম হল Central Intelligence Agency (সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি)
24- 123 চুক্তি কী?
উওরঃ ভারতের ও মার্কিন যুক্তরাষ্ট্রের অসামরিক পরমাণু চুক্তিকে 123 চুক্তি বলা হয়।
25- কত সালে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে 123 চুক্তি স্বাক্ষরিত হয়েছিল?
উওরঃ 123 সালে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে 123 চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।
26- Brics কী?
উওরঃ ব্রাজিল, রাশিয়া,ইন্ডিয়া চায়না এবং সাউথ আফ্রিকা-দেশ গুলির সমবায় হল Brics।
27- FISA কী?
উওরঃ FISA হলো Foreign Intelligence Service Act.
28- FISA কে প্রণয়ন করেছিলেন?
উওরঃ প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি জর্জ বুশ FISA প্রণয়ন করেছিলেন।
28- মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার একুশ শতকের স্লোগান কী ছিল?
উওরঃ আপনার গোপনীয়তা আমাদের অধিকার।
29- SAARC সার্ক এর পুরো নাম কি?
উওরঃ South Asian Association Co-Operation (সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন রেজিয়নাল কো- অপারেশন)
30- সার্কের কয়টি ধারা রয়েছে?
উওরঃ সার্কের সনদে একটি মুখবন্ধ এবং 10 টি ধারা রয়েছে।
31- সার্কের 1 নং ধারায় কয়টি উদ্দেশ্যের কথা বলা হয়েছে?
উওরঃ সার্কের 1 নং ধারায় 8 টি উদ্দেশ্যের কথা বলা হয়েছে।
উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর || West Bengal Political Science SAQ Question Answer & Suggestion 2023
উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর |
- 31- সার্কের 1 নং ধারায় কয়টি উদ্দেশ্যের কথা বলা হয়েছে?
- উওরঃ সার্কের 1 নং ধারায় 8 টি উদ্দেশ্যের কথা বলা হয়েছে।
- 32- সার্কের মন্ত্রিসভা কাদের নিয়ে গঠিত হয়?
- উওরঃ সার্কের অন্তর্ভুক্ত সদস্য রাষ্ট্রগুলো পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে সার্কের মন্ত্রিসভা গঠিত হয়।
- 33- কত সালকে কোন সম্মেলনে সার্ক কন্যাবর্ষ হিসেবে চিহ্নিত করেছিল?
- উওরঃ 1990 সালে ইসলামাবাদের সম্মেলনে।
- 34- ASEAN এর পুরো নাম কি?
- উওরঃ Association Of South East Asian Nations
- 35- আফগানিস্তান কত সালে সার্কের সদস্য রাষ্ট্র হিসেবে যোগদান করেছিল?
- উওরঃ আফগানিস্তান 2007 সালে সার্কের সদস্য রাষ্ট্র হিসেবে যোগদান করেছিল।
- 36- লুক ইস্ট পলিসি অথবা পূবে তাকাও নীতির রূপকার কে ছিলেন?
- উওরঃ ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং নেতৃত্বে গঠিত ইউপিএ সরকার।
- 37- বিদেশ নীতির দুটি অভ্যন্তরীণ উপাদান কি?
- উওরঃ বিদেশ নীতির দুটি অভ্যন্তরীণ উপাদান হলো ভৌগলিক অবস্থান, জনসংখ্যা,প্রাকৃতিক সম্পদ ইত্যাদি।
- 38- বিদেশনীতির বাহ্যিক উপাদান কি?
- উওরঃ বিদেশিদের বাহ্যিক উপাদান হলো রাজনৈতিক পরিস্থিতি, বিশ্বজনমত, প্রতিবেশী রাষ্ট্রের ক্রিয়া-প্রতিক্রিয়া ইত্যাদি।
- 39- সার্কের প্রথম সভাপতির নাম কী?উওরঃ সার্কের প্রথম সভাপতির নাম হল হোসেন মোহাম্মদ এরশাদ।
- 40- সার্কের একটি দুর্বলতা উল্লেখ করো।
- উওরঃ সার্কের একটি বড় দুর্বলতা হলো সদস্য রাষ্ট্র গুলির মধ্যে অভ্যন্তরীণ বিবাদ।
- 41- বর্তমানে কোন দেশ সার্কের পরিদর্শক হওয়ার জন্য সম্মতি জানিয়েছে?
- উওরঃ বর্তমানে রাশিয়া বা পূর্বতন সোভিয়েত ইউনিয়ন সার্কের পরিদর্শক হওয়ার জন্য সম্মতি জানিয়েছে।
- 42- সার্কের সনদে কতগুলি উদ্দেশ্যের কথা বলা হয়েছে?
- উওরঃ সার্কের সনদে 8 টি উদ্দেশ্যের কথা বলা হয়েছে।
- 43- ভারতের সংবিধানের কত নং ধারায় আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা এবং আন্তর্জাতিক বিবাদ মীমাংসার কথা বলা হয়েছে?
- উওরঃ ভারতীয় সংবিধানের 51 নং ধারায় আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা এবং আন্তর্জাতিক বিবাদ মীমাংসার কথা বলা হয়েছে।
- 44- ভারত কী সি.টি.বি.টি চুক্তি স্বাক্ষর করেছে?
- উওরঃ না। ভারত কী সি.টি.বি.টি চুক্তি স্বাক্ষর করেনি।
- 45- শ্রবণ-দর্শন বিনিময় ব্যাবস্থা কী?
- উওরঃ সার্কের সদস্য রাষ্ট্র গুলির মধ্যে নিবির সংযোগ সম্পর্ক সৃষ্টির ব্যবস্থাকে শ্রবণ-দর্শন বিনিময় ব্যাবস্থা বলা হয়।
- 46- বিদেশ নীতি প্রয়োগের প্রধান তিনটি উপায় কী কী?
- উওরঃ বিদেশ নীতি প্রয়োগের প্রধান তিনটি উপায় হলো কূটনীতি, প্রচারকার্য এবং সামরিক পদ্ধতি।
- 47- মনস্তাত্ত্বিক কাকে বলে?
- উওরঃ যখন প্রচারের মাধ্যমে অন্য কোন দেশের ব্যক্তি বা গোষ্ঠীর চিন্তাধারার, দৃষ্টিভঙ্গি বা সংশোধন করার প্রয়াস চালানো হয়, তখন তাকে মনস্তাত্ত্বিক প্রয়াস বলে।
- 48- আক্রমনাত্মক কূটনীতি কাকে বলে?
- উওরঃ যে কূটনীতি প্রয়োজন সামরিক শক্তির ব্যবহারেও দ্বিধা বোধ করা হয় না নতাকে আক্রমণাত্মক কূটনীতি বলে।
- 49- সার্ক একটি কি ধরনের সংগঠন?
- উওরঃ সার্ক হলো একটি বহুপাক্ষিক আঞ্চলিক সহযোগিতামূলক সংগঠন।
- 50- ডঃ মনমোহন সিংয়ের পূবে তাকাও নীতির প্রধান উদ্দেশ্য কি ছিল?
- উওরঃ ডঃ মনমোহন সিং এর পূর্বে তাকাও নীতির প্রধান উদ্দেশ্য ছিল পূর্ব এশিয়ার সমগ্র এলাকার অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে ভারতকে যুক্ত করা।
- 51- 'ভারত হলো মার্কিন যুক্তরাষ্ট্রীয় কৌশলের অপরিহার্য অঙ্গ'- কথাটি কে বলেছিলেন?
- উওরঃ 'ভারত হলো মার্কিন যুক্তরাষ্ট্রীয় কৌশলের অপরিহার্য অঙ্গ'- কথাটি বলেছিলেন প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামা।
- 52- গঠনের সময় সার্কের মোট কয়টি সদস্য রাষ্ট্র ছিল?
- উওরঃ সার্ক গঠনের সময় তার সদস্য রাষ্ট্রের সংখ্যা ছিল 7।
- 53- বর্তমানে সার্কের সদস্য রাষ্ট্রের সংখ্যা কত?
- উওরঃ বর্তমানে সার্কের সদস্য রাষ্ট্রের সংখ্যা হল 8।
- 54- সার্কের সদস্য রাষ্ট্রগুলোর নাম কি?
- উওরঃ সার্কের সদস্য রাষ্ট্রগুলোর নাম হলো ভারত,পাকিস্তান, বাংলাদেশ, ভুটান, নেপাল, মালদ্বীপ এবং 2007 সালে যুক্ত হওয়া আফগানিস্থান।
- 55- SAFTA এর পুরো নাম কি?
- উওরঃ South Asian Fre Trade Area
- 56- SAPTA এর পুরো নাম কী?
- উওরঃ South Asian Preferciation Trading Arrangement
- 57- কূটনীতি ও পররাষ্ট্রনীতির মধ্যে পার্থক্য কি?
- উওরঃ কূটনীতি হলো পারস্পরিকভাবে আলাপ-আলোচনার মাধ্যমে আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনা করার অন্যতম একটি ব্যবস্থা। অন্যদিকে পররাষ্ট্র নীতি বলতে বোঝায় রাষ্ট্রগুলির জাতীয় স্বার্থ রক্ষা করার জন্য বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যে সম্পর্ক গড়ে ওঠে।
- 58- পররাষ্ট্রনীতির নির্ধারক বলতে কী বোঝায়?
- উওরঃ পররাষ্ট্রনীতির নির্ধারক বলতে সেই সমস্ত উপাদানগুলোকে বোঝায়, যে সমস্ত উপাদানের দ্বারা প্রভাবিত হয়ে রাষ্ট্র তার বিদেশ নীতি গ্রহণ করে।
- 59- তিব্বতকে নিয়ে কত সালে ভারত এবং চীনের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল?
- উওরঃ 2003 সালে তিব্বতকে নিয়ে ভারত এবং চীনের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।
- 60- কত সালে সুয়েজ সংকট দেখা দিয়েছিল?
- উওরঃ 1956 খ্রিস্টাব্দে সুয়েজ সংকট দেখা দিয়েছিল।
- 61- কোন দেশ ভিয়েতনাম আক্রমণ করেছিল?
- উওরঃ মার্কিন যুক্তরাষ্ট্র ভিয়েতনাম আক্রমণ করেছিল।
- 62- NTP এর পুরো নাম কী?
- উওরঃ NTP এর পুরো নাম হল Non Proliferation Treaty (নন-প্রলিফারেশন ট্রিটি)।
আশাকরি, দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় অধ্যায় অথবা উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় অধ্যায় বিদেশনীতি বা পররাষ্ট্র নীতি ( Foreign Policy) ( West Bengal Board Class 12 Political Science Question Answer Chapter 3 In Bengali ) থেকে যে গুরুত্বপূর্ণ 60 টির বেশি MCQ Question Answer And WB Board Class 12 Political Science SAQ Question Answer,Notes And Suggestion তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছে,তা তোমাদের কাজে আসবে।।
Tags :