চিঠি প্রবন্ধের 30টির বেশি MCQ প্রশ্ন উওর ২০২৩|| Chithi Probondher MCQ Questions Answers 2023

0

 

নবম শ্রেণির বাংলা চিঠি প্রবন্ধের MCQ প্রশ্ন উওর || WBBSE Class 9 Bengali MCQ Question Answer & Suggestion 2022
WBBSE Class 9 Bengali MCQ Question Answer

আজকের এই ব্লগের মাধ্যমে আমরা নবম শ্রেণির বাংলা স্বামী বিবেকানন্দের লেখা চিঠি প্রবন্ধের অত্যন্ত গুরুত্বপূর্ণ 30 টির বেশি MCQ প্রশ্ন উত্তর তোমাদের সঙ্গে শেয়ার করবো।। পরবর্তীকালে Class 9 Bangla Chithi Probondher Long Questions Answers গুলো শেয়ার করবো।।

চিঠি প্রবন্ধের 30টির বেশি MCQ প্রশ্ন উওর ২০২৩|| Chithi Probondher MCQ Questions Answers 2023

1- পাঠ্য চিঠিটি যে তারিখে স্বামীজি লিখেছিলেন,তা হলো-

• ২২ জুলাই ১৮৮৭ 

• ২৬ জুন ১৮৯৭

• ২৯ জুলাই ১৮৯৭

• ১২ এপ্রিল ১৮৯৭

• উওর : ২৯ জুলাই ১৮৯৭

2- স্বামী বিবেকানন্দ কাকে উদ্দেশ্য করে এই চিঠিটি লিখেছিলেন? 

• মি. ই টি স্টার্ডিকে

• মিস নোবলকে 

• মিসেস সেভিয়ারকে 

• মিসেস বুলকে

• উওর : মিস নোবলকে 

3- স্বামীজি চিঠিটি মিস নোব্‌কে যেখান থেকে লিখেছিলেন, তা হল- 

• আলমোড়া থেকে

• সিকিম থেকে

• দার্জিলিং থেকে 

• কার্সিয়াং থেকে

• উওর : আলমোড়া থেকে

4- 'কল্যাণীয়া মিস’ বলে স্বামী বিবেকানন্দ সম্বোধন করেছেন— 

• স্টার্ডিকে

• মুলারকে

• ম্যাকলাউডকে 

• নোবলকে

• উওর : নোবলকে

5- মিস নোবল্-এর সম্পূর্ণ নাম কী?

• মিস হেনরিয়েটা নোব্‌ল্  

• মিস মার্গারেট এলিজাবেথ নোব্‌ল্

• মিস জোসেফাইন নোবল 

• মিস জোসেফাইন মার্গারেট নোবল 

• উওর : মিস মার্গারেট এলিজাবেথ নোব্‌ল্

6-মার্গারেট নোবল্ এদেশে কী নামে পরিচিত? 

• ভগিনী নিবেদিতা

• মিস নোবল 

• নিবেদিতা 

• মিস মার্গারেট নোবল

• উওর : ভগিনী নিবেদিতা

7- 'তুমি ভারতে আসতে এবং সবকিছু চাক্ষুষ দেখতে দৃঢ়সংকল্প।'- এখানে কার কথা বলা হয়েছে?

• ভগিনী নিবেদিতার কথা 

• স্বামী বিবেকানন্দের কথা

•  মি. স্টার্ভির কথা 

•  মিসেস সেভিয়ারের কথা

•  উওর : ভগিনী নিবেদিতার কথা 

8- কাল তার উত্তর দিয়েছি'—কাল কীসের উত্তর দিয়েছেন? 

• মিস মুলারের চিঠির

• মিসেস সেভিয়ারের চিঠির 

• ভগিনী নিবেদিতার চিঠির

• মি. স্টার্ডির চিঠির

• উওর : মি. স্টার্ডির চিঠির

9- তোমার কর্মপ্রণালী সম্বন্ধে যা জানতে পারলাম,' কর্মপ্রণালীর কথা কার কাছ থেকে জেনেছিলেন?

• মি. স্টাডির কাছ থেকে 

• মিস মুলারের কাছ থেকে 

• মিসেস সেভিয়ারের কাছ থেকে

• বিবেকানন্দের কাছ থেকে

• উওর : মিস মুলারের কাছ থেকে 

10- 'সরাসরি তোমাকে লেখা ভালো।'—এখানে ‘তোমাকে' বলতে স্বামীজি যাঁর কথা বুঝিয়েছেন, তিনি হলেন— 

• মিস নোবল 

• মিসেস সেভিয়ার

• মিসেস বুল 

• মিস ম্যাকলাউড

• উওর : মিস নোবল

11-শিক্ষার প্রচলনের জন্য কলকাতার বাগবাজারে একটি বালিকা বিদ্যালয় স্থাপন করেন।'—বিদ্যালয়টির নাম- 

• নিবেদিতা বালিকা বিদ্যালয়

• বাগবাজার বালিকা বিদ্যালয় 

• ভগিনী নিবেদিতা বিদ্যালয়

• বাগবাজার মাল্টিপারপাস স্কুল

• উওর : নিবেদিতা বালিকা বিদ্যালয়

12- The Master as I saw him', 'Web of Indian Life'- গ্ৰন্থ দুটির রচয়িতা কে? 

• স্বামী বিবেকানন্দ

• মিস ম্যাকলাউড

• মিসেস বুল 

• মিস নোবল

• উওর : মিস নোবল

13- ‘একজন প্রকৃত সিংহীর প্রয়োজন।'—এখানে লেখক ‘সিংহী' বলতে বুঝিয়েছেন— 

• শিক্ষিকাকে

• মিস নোব্‌ল্‌কে 

• নেত্রীকে 

• মিসেস সেভিয়ারকে

• উওর : মিস নোব্‌ল্‌কে 

14- 'ভয়েই হোক বা ঘৃণাতেই হোক—তারা শ্বেতাঙ্গদের এড়িয়ে চলে-শ্বেতাঙ্গদের এড়িয়ে চলে কারা?

• ইউরোপিয়ানরা 

• ভারতীয়রা

• আমেরিকানরা

• বিবেকানন্দের প্রবাসী বন্ধুরা

• উওর : ভারতীয়রা

15- সর্বদাই আগুনের হলকা চলছে। আগুনের হলকা চলছে— 

• পূর্বাঞ্চলে

• পশ্চিমাঞ্চলে 

• উত্তরাখলে 

• দক্ষিশালে

• উওর : দক্ষিশালে

16- এখানেও তেমনি আমি কেউ নই;'—'আমি' কে?

• নিবেদিতা 

• বিবেকানন্দ 

• মিস নোবল

• মি. স্টার্ডি

• উওর : বিবেকানন্দ

17-  'কর্মে ঝাঁপ দেবার পূর্বে বিশেষভাবে চিন্তা করো'—যাকে চিন্তা করার কথা বলা হয়েছে, তিনি হলেন-

• নিবেদিতা 

• স্বামী বিবেকানন্দ

• মিসেস সেভিয়ার 

• মিসেস বুল 

• উওর : নিবেদিতা

18-"তাঁর মঠাধ্যক্ষাসুলভ সংকল্পটি দুটি কারণে কখনও সফল হবে না'—কারণ দুটি হল— 

• তাঁর রুক্ষ মেজাজ এবং নেত্রীসুলভ মনোভাব 

• অর্থসর্বস্ব মনোভাব এবং সময়ের অভাব 

• রুক্ষ মেজাজ অ এবং অদ্ভূত অস্থিরচিত্ততা

• দুনিয়া ওলট-পালট করে দেওয়ার মানসিকতা এবং পরিচিতির অভাব

• উওর : রুক্ষ মেজাজ অ এবং অদ্ভূত অস্থিরচিত্ততা

19- 'রামকৃষ্ণ সংঘে ‘মাদার' নামে পরিচিত ছিলেন'—'মাদার' নামে পরিচিত ছিলেন- 

• মিস ম্যাকলাউড 

• ভগিনী নিবেদিতা

• মাদার টেরেসা 

• মিসেস সেভিয়ার

• উওর : মিসেস সেভিয়ার

20- মায়াবতী অদ্বৈত আশ্রম প্রতিষ্ঠা করেন'-

• মিস ম্যাকলাউড ও মিসেস বুল

• মিস মুলার ও মিসেস বুল 

• মিসেস সেভিয়ার 

• মিস ম্যাকলাউড ও মি. ই টি স্টাডি

• উওর : মিসেস সেভিয়ার  

21- যাঁরা এদেশীয়দের ঘৃণা করেন না;তারা হলেন—

• স্টার্ডি 

• মিস ম্যাকলাউড 

• মিসেস বুল 

• সেভিয়ার দম্পতি

• উওর : সেভিয়ার দম্পতি

22- 'স্বামীজি তাঁকে 'জো' বলে ডাকতেন'— স্বামীজি 'জো' বলতেন— • মিস ম্যাকলাউডকে

• মিসেস বুলকে

• মিসেস মুলারকে

• মিস নোবলকে 

• উওর : মিস ম্যাকলাউডকে 

 23- মিসেস বুল কোথাকার বাসিন্দা? 

 • লন্ডনের 

 • নিউইয়র্কের 

 • বস্টনের

 • প্যারিসের

 • উওর : বস্টনের

24- ‘অনেক চিঠিতে স্বামীজি তাঁকে 'মা' বা ধীরামাতা বলে সম্বোধন করেছেন।'—কার কথা বলা হয়েছে? 

• মিস ম্যাকলাউড-এর

• মিসেস বুল-এর 

• মিসেস সেভিয়ার-এর 

• মিস মুলার-এর

• উওর : মিসেস বুল-এর

25-'সেই পারি ফ্যাশনের পোশাক পরিহিতা মহিলাটি। —মহিলাটি হল- 

• মিসেস সেভিয়ার 

• মিস বুল 

• মার্গারেট নোবল 

• মিস ম্যাকলাউড 

• উওর : মিস ম্যাকলাউড 

26- মিসেস বুলের বয়স প্রায় কত বছর?–

• চল্লিশ বছর 

• সত্তর বছর

• পঞ্চাশ বছর

• পঞ্চান্ন বছর 

• উওর : পঞ্চাশ বছর তিনি 

27- তাঁরা ইউরোপ হয়ে এদেশে আসছেন’–এখানে ‘তাঁরা’ বলতে বোঝানো হয়েছে—

• মিস ম্যাকলাউড ও মিসেস বুলকে

• মি. সেভিয়ার ও মিসেস সেভিয়ারকে

• মি. স্টার্ডি ও মিস নোবলকে 

• মিস মুলার ও মিসেস বুলকে

• উওর : মিস ম্যাকলাউড ও মিসেস বুলকে

 28- তোমার পথের একঘেয়েমি দূর হতে পারে - পথের একঘেয়েমি দূর হতে পারে- 

 • মিস মুলারের 

 • মিসেস বুলের

 • মি. স্টার্ডির

 • মিস নোবলের 

 • উওর : মিস নোবলের

 29- “চিঠিটি বড়ো শুষ্ক এবং প্রাণহীন।"—যাঁর চিঠি শুষ্ক এবং প্রাণহীন, তিনি হলেন— 

 • স্বামী বিবেকানন্দ

• মিসেস সেভিয়ার 

• মিস স্টার্ডি

• ভগিনী নিবেদিতা

• মিস ম্যাকলাউড 

• উওর : মিস স্টার্ডি

30- "তিনি হতাশ হয়েছেন বলে মনে হয়-হতাশ হওয়ার কারণ- 

• লন্ডনের কাজ পণ্ড হওয়া

• একখানা চিঠি পেয়েছেন বলে

• পথের একঘেয়েমি দূর না হওয়ায

• তার চিঠিটি শুষ্ক ও প্রাণহীন

• উওর : লন্ডনের কাজ পণ্ড হওয়া

31- ‘এই শরৎকালেই ভারত পরিভ্রমণে আসছেন।'—যাঁদের উদ্দেশে এ কথা বলা হয়েছে, তাঁরা হলেন— 

• মিস নোব্‌ল্ ও মিস মুলার 

• মিস ম্যাকলাউড ও স্টার্ডি 

• মিস ম্যাকলাউড ও বস্টনের মিসেস বুল 

• মিস মুলার ও বস্টনের মিসেস বুল

• উওর : মিস ম্যাকলাউড ও বস্টনের মিসেস বুল 


আশাকরি, নবম শ্রেণির বাংলা স্বামী বিবেকানন্দের লেখা চিঠি প্রবন্ধ থেকে যেই কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উওর শেয়ার করা হয়েছে, তা তোমাদের কাজে লাগবে।।

Tags : নবম শ্রেণির বাংলা চিঠি প্রবন্ধের mcq প্রশ্ন উওর | চিঠি প্রবন্ধের MCQ প্রশ্ন উত্তর 2023| Class 9 Bengali Questions And Answers 2023 | Class 9 Bangali Notes 2023

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top