![]() |
WBBSE Class 9 Bengali MCQ Question Answer |
আজকের এই ব্লগের মাধ্যমে আমরা নবম শ্রেণির বাংলা স্বামী বিবেকানন্দের লেখা চিঠি প্রবন্ধের অত্যন্ত গুরুত্বপূর্ণ 30 টির বেশি MCQ প্রশ্ন উত্তর তোমাদের সঙ্গে শেয়ার করবো।। পরবর্তীকালে Class 9 Bangla Chithi Probondher Long Questions Answers গুলো শেয়ার করবো।।
চিঠি প্রবন্ধের 30টির বেশি MCQ প্রশ্ন উওর ২০২৩|| Chithi Probondher MCQ Questions Answers 2023
1- পাঠ্য চিঠিটি যে তারিখে স্বামীজি লিখেছিলেন,তা হলো-
• ২২ জুলাই ১৮৮৭
• ২৬ জুন ১৮৯৭
• ২৯ জুলাই ১৮৯৭
• ১২ এপ্রিল ১৮৯৭
• উওর : ২৯ জুলাই ১৮৯৭
2- স্বামী বিবেকানন্দ কাকে উদ্দেশ্য করে এই চিঠিটি লিখেছিলেন?
• মি. ই টি স্টার্ডিকে
• মিস নোবলকে
• মিসেস সেভিয়ারকে
• মিসেস বুলকে
• উওর : মিস নোবলকে
3- স্বামীজি চিঠিটি মিস নোব্কে যেখান থেকে লিখেছিলেন, তা হল-
• আলমোড়া থেকে
• সিকিম থেকে
• দার্জিলিং থেকে
• কার্সিয়াং থেকে
• উওর : আলমোড়া থেকে
4- 'কল্যাণীয়া মিস’ বলে স্বামী বিবেকানন্দ সম্বোধন করেছেন—
• স্টার্ডিকে
• মুলারকে
• ম্যাকলাউডকে
• নোবলকে
• উওর : নোবলকে
5- মিস নোবল্-এর সম্পূর্ণ নাম কী?
• মিস হেনরিয়েটা নোব্ল্
• মিস মার্গারেট এলিজাবেথ নোব্ল্
• মিস জোসেফাইন নোবল
• মিস জোসেফাইন মার্গারেট নোবল
• উওর : মিস মার্গারেট এলিজাবেথ নোব্ল্
6-মার্গারেট নোবল্ এদেশে কী নামে পরিচিত?
• ভগিনী নিবেদিতা
• মিস নোবল
• নিবেদিতা
• মিস মার্গারেট নোবল
• উওর : ভগিনী নিবেদিতা
7- 'তুমি ভারতে আসতে এবং সবকিছু চাক্ষুষ দেখতে দৃঢ়সংকল্প।'- এখানে কার কথা বলা হয়েছে?
• ভগিনী নিবেদিতার কথা
• স্বামী বিবেকানন্দের কথা
• মি. স্টার্ভির কথা
• মিসেস সেভিয়ারের কথা
• উওর : ভগিনী নিবেদিতার কথা
8- কাল তার উত্তর দিয়েছি'—কাল কীসের উত্তর দিয়েছেন?
• মিস মুলারের চিঠির
• মিসেস সেভিয়ারের চিঠির
• ভগিনী নিবেদিতার চিঠির
• মি. স্টার্ডির চিঠির
• উওর : মি. স্টার্ডির চিঠির
9- তোমার কর্মপ্রণালী সম্বন্ধে যা জানতে পারলাম,' কর্মপ্রণালীর কথা কার কাছ থেকে জেনেছিলেন?
• মি. স্টাডির কাছ থেকে
• মিস মুলারের কাছ থেকে
• মিসেস সেভিয়ারের কাছ থেকে
• বিবেকানন্দের কাছ থেকে
• উওর : মিস মুলারের কাছ থেকে
10- 'সরাসরি তোমাকে লেখা ভালো।'—এখানে ‘তোমাকে' বলতে স্বামীজি যাঁর কথা বুঝিয়েছেন, তিনি হলেন—
• মিস নোবল
• মিসেস সেভিয়ার
• মিসেস বুল
• মিস ম্যাকলাউড
• উওর : মিস নোবল
11-শিক্ষার প্রচলনের জন্য কলকাতার বাগবাজারে একটি বালিকা বিদ্যালয় স্থাপন করেন।'—বিদ্যালয়টির নাম-
• নিবেদিতা বালিকা বিদ্যালয়
• বাগবাজার বালিকা বিদ্যালয়
• ভগিনী নিবেদিতা বিদ্যালয়
• বাগবাজার মাল্টিপারপাস স্কুল
• উওর : নিবেদিতা বালিকা বিদ্যালয়
12- The Master as I saw him', 'Web of Indian Life'- গ্ৰন্থ দুটির রচয়িতা কে?
• স্বামী বিবেকানন্দ
• মিস ম্যাকলাউড
• মিসেস বুল
• মিস নোবল
• উওর : মিস নোবল
13- ‘একজন প্রকৃত সিংহীর প্রয়োজন।'—এখানে লেখক ‘সিংহী' বলতে বুঝিয়েছেন—
• শিক্ষিকাকে
• মিস নোব্ল্কে
• নেত্রীকে
• মিসেস সেভিয়ারকে
• উওর : মিস নোব্ল্কে
14- 'ভয়েই হোক বা ঘৃণাতেই হোক—তারা শ্বেতাঙ্গদের এড়িয়ে চলে-শ্বেতাঙ্গদের এড়িয়ে চলে কারা?
• ইউরোপিয়ানরা
• ভারতীয়রা
• আমেরিকানরা
• বিবেকানন্দের প্রবাসী বন্ধুরা
• উওর : ভারতীয়রা
15- সর্বদাই আগুনের হলকা চলছে। আগুনের হলকা চলছে—
• পূর্বাঞ্চলে
• পশ্চিমাঞ্চলে
• উত্তরাখলে
• দক্ষিশালে
• উওর : দক্ষিশালে
16- এখানেও তেমনি আমি কেউ নই;'—'আমি' কে?
• নিবেদিতা
• বিবেকানন্দ
• মিস নোবল
• মি. স্টার্ডি
• উওর : বিবেকানন্দ
17- 'কর্মে ঝাঁপ দেবার পূর্বে বিশেষভাবে চিন্তা করো'—যাকে চিন্তা করার কথা বলা হয়েছে, তিনি হলেন-
• নিবেদিতা
• স্বামী বিবেকানন্দ
• মিসেস সেভিয়ার
• মিসেস বুল
• উওর : নিবেদিতা
18-"তাঁর মঠাধ্যক্ষাসুলভ সংকল্পটি দুটি কারণে কখনও সফল হবে না'—কারণ দুটি হল—
• তাঁর রুক্ষ মেজাজ এবং নেত্রীসুলভ মনোভাব
• অর্থসর্বস্ব মনোভাব এবং সময়ের অভাব
• রুক্ষ মেজাজ অ এবং অদ্ভূত অস্থিরচিত্ততা
• দুনিয়া ওলট-পালট করে দেওয়ার মানসিকতা এবং পরিচিতির অভাব
• উওর : রুক্ষ মেজাজ অ এবং অদ্ভূত অস্থিরচিত্ততা
19- 'রামকৃষ্ণ সংঘে ‘মাদার' নামে পরিচিত ছিলেন'—'মাদার' নামে পরিচিত ছিলেন-
• মিস ম্যাকলাউড
• ভগিনী নিবেদিতা
• মাদার টেরেসা
• মিসেস সেভিয়ার
• উওর : মিসেস সেভিয়ার
20- মায়াবতী অদ্বৈত আশ্রম প্রতিষ্ঠা করেন'-
• মিস ম্যাকলাউড ও মিসেস বুল
• মিস মুলার ও মিসেস বুল
• মিসেস সেভিয়ার
• মিস ম্যাকলাউড ও মি. ই টি স্টাডি
• উওর : মিসেস সেভিয়ার
21- যাঁরা এদেশীয়দের ঘৃণা করেন না;তারা হলেন—
• স্টার্ডি
• মিস ম্যাকলাউড
• মিসেস বুল
• সেভিয়ার দম্পতি
• উওর : সেভিয়ার দম্পতি
22- 'স্বামীজি তাঁকে 'জো' বলে ডাকতেন'— স্বামীজি 'জো' বলতেন— • মিস ম্যাকলাউডকে
• মিসেস বুলকে
• মিসেস মুলারকে
• মিস নোবলকে
• উওর : মিস ম্যাকলাউডকে
23- মিসেস বুল কোথাকার বাসিন্দা?
• লন্ডনের
• নিউইয়র্কের
• বস্টনের
• প্যারিসের
• উওর : বস্টনের
24- ‘অনেক চিঠিতে স্বামীজি তাঁকে 'মা' বা ধীরামাতা বলে সম্বোধন করেছেন।'—কার কথা বলা হয়েছে?
• মিস ম্যাকলাউড-এর
• মিসেস বুল-এর
• মিসেস সেভিয়ার-এর
• মিস মুলার-এর
• উওর : মিসেস বুল-এর
25-'সেই পারি ফ্যাশনের পোশাক পরিহিতা মহিলাটি। —মহিলাটি হল-
• মিসেস সেভিয়ার
• মিস বুল
• মার্গারেট নোবল
• মিস ম্যাকলাউড
• উওর : মিস ম্যাকলাউড
26- মিসেস বুলের বয়স প্রায় কত বছর?–
• চল্লিশ বছর
• সত্তর বছর
• পঞ্চাশ বছর
• পঞ্চান্ন বছর
• উওর : পঞ্চাশ বছর তিনি
27- তাঁরা ইউরোপ হয়ে এদেশে আসছেন’–এখানে ‘তাঁরা’ বলতে বোঝানো হয়েছে—
• মিস ম্যাকলাউড ও মিসেস বুলকে
• মি. সেভিয়ার ও মিসেস সেভিয়ারকে
• মি. স্টার্ডি ও মিস নোবলকে
• মিস মুলার ও মিসেস বুলকে
• উওর : মিস ম্যাকলাউড ও মিসেস বুলকে
28- তোমার পথের একঘেয়েমি দূর হতে পারে - পথের একঘেয়েমি দূর হতে পারে-
• মিস মুলারের
• মিসেস বুলের
• মি. স্টার্ডির
• মিস নোবলের
• উওর : মিস নোবলের
29- “চিঠিটি বড়ো শুষ্ক এবং প্রাণহীন।"—যাঁর চিঠি শুষ্ক এবং প্রাণহীন, তিনি হলেন—
• স্বামী বিবেকানন্দ
• মিসেস সেভিয়ার
• মিস স্টার্ডি
• ভগিনী নিবেদিতা
• মিস ম্যাকলাউড
• উওর : মিস স্টার্ডি
30- "তিনি হতাশ হয়েছেন বলে মনে হয়-হতাশ হওয়ার কারণ-
• লন্ডনের কাজ পণ্ড হওয়া
• একখানা চিঠি পেয়েছেন বলে
• পথের একঘেয়েমি দূর না হওয়ায
• তার চিঠিটি শুষ্ক ও প্রাণহীন
• উওর : লন্ডনের কাজ পণ্ড হওয়া
31- ‘এই শরৎকালেই ভারত পরিভ্রমণে আসছেন।'—যাঁদের উদ্দেশে এ কথা বলা হয়েছে, তাঁরা হলেন—
• মিস নোব্ল্ ও মিস মুলার
• মিস ম্যাকলাউড ও স্টার্ডি
• মিস ম্যাকলাউড ও বস্টনের মিসেস বুল
• মিস মুলার ও বস্টনের মিসেস বুল
• উওর : মিস ম্যাকলাউড ও বস্টনের মিসেস বুল
আশাকরি, নবম শ্রেণির বাংলা স্বামী বিবেকানন্দের লেখা চিঠি প্রবন্ধ থেকে যেই কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উওর শেয়ার করা হয়েছে, তা তোমাদের কাজে লাগবে।।
Tags : নবম শ্রেণির বাংলা চিঠি প্রবন্ধের mcq প্রশ্ন উওর | চিঠি প্রবন্ধের MCQ প্রশ্ন উত্তর 2023| Class 9 Bengali Questions And Answers 2023 | Class 9 Bangali Notes 2023