WB Class 11 Philosophy MCQ Question Answer Chapter 4 | একাদশ শ্রেণীর দর্শন MCQ প্রশ্নোত্তর

0

একাদশ শ্রেণীর দর্শন কার্যকারণ সম্বন্ধ অধ্যায়ের MCQ প্রশ্ন উত্তর | একাদশ শ্রেণীর দর্শন MCQ প্রশ্ন উত্তর


WB Class 11 Philosophy MCQ Question Answer Chapter 4 | একাদশ শ্রেণীর দর্শন MCQ প্রশ্নোত্তর
একাদশ শ্রেণীর দর্শন MCQ প্রশ্ন উত্তর

আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে  আমরা একাদশ শ্রেণীর দর্শন চতুর্থ অধ্যায়ের ( WB Class 11 Philosophy chapter 4 questions and answers in bengali ) " কার্যকারণ সম্বন্ধ " এর অনেক গুরুত্বপূর্ণ MCQ question answer শেয়ার করবো। আজকে আমরা একাদশ শ্রেণীর দর্শন চতুর্থ অধ্যায় কার্যকারণ সম্বন্ধ থেকে গুরুত্বপূর্ণ 35 টি MCQ প্রশ্ন উওর তোমাদের সঙ্গে শেয়ার করবো।

Table Of Content 

• একাদশ শ্রেণীর দর্শন প্রশ্ন উত্তর
• একাদশ শ্রেণীর দর্শন কার্যকারণ সম্বন্ধ প্রশ্ন উত্তর
• একাদশ শ্রেণীর দর্শন চতুর্থ অধ্যায়ের প্রশ্ন উত্তর
• একাদশ শ্রেণির দশর্ন ছোট প্রশ্ন উত্তর
• একাদশ শ্রেণীর দর্শন তৃতীয় অধ্যায় mcq
• একাদশ শ্রেণির দর্শন চতুর্থ অধ্যায়ের saq question answer
• কার্যকারণ সম্বন্ধ অতিসংক্কিপ্ত প্রশ্নোওর
• কার্যকারণ সম্বন্ধ অধ্যায়ের ছোট প্রশ্নোওর
• কার্যকারণ সম্বন্ধ অধ্যায়ের MCQ প্রশ্নোওর

 

একাদশ শ্রেণীর দর্শন কার্যকারণ সম্বন্ধ অধ্যায়ের MCQ প্রশ্ন উত্তর | একাদশ শ্রেণীর দর্শন MCQ প্রশ্ন উত্তর

সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো (MCQ):

1- সতত-সংযোগ তত্ত্বের প্রবক্তা হলেন - [উ.মা. (XI) 2015, 2016]

(ক) ডেকার্ট 

(খ) হিউম

(গ) কান্ট

(ঘ) লক্

উওর : হিউম


2- প্রসক্তিতত্ত্বের একজন সমর্থক হলেন-

(ক) কান্ট

(খ) হিউম

(গ) ইউয়িং

(ঘ) দেকার্ত

উওর : হিউম


3- কে ঈশ্বরকে একমাত্র কারণ বলেছেন?

(ক) লক্

(খ) দেকার্ত

(গ) বার্কলে

(ঘ) হিউম

উওর : বার্কলে


4 -কে বলেছেন—'কারণ ও কার্যের মধ্যে কোনো অবশ্যম্ভব সম্বন্ধ নেই'?

(ক) হিউম

(খ) লক্

(গ) মিল

(ঘ) দেকার্ত

উওর : হিউম


5- কার মতে, 'কারণ ও কার্য দুটি সম্পূর্ণ পৃথক ঘটনা’? 

(ক) দেকার্ত 

(খ) হিউম 

(গ) স্পিনোজা 

(ঘ) লাইবনিজ

উওর : হিউম


6- কে কারণ ও কার্যের মধ্যে অবশ্যম্ভব সম্বন্ধ স্বীকার করেন?

(ক) দেকার্ত

(খ) স্পিনোজা

(গ) মিল

(ঘ) হিউম

উওর : দেকার্ত


7- কে বলেছেন, কার্যকারণ সম্পর্ক হল পৌনঃপুনিক সম্পর্ক?

(ক) হিউম

(খ) লক্

(গ) বার্কলে

(ঘ) স্পিনোজা

উওর : হিউম।


8- কে বলেছেন, ‘কার্যকারণ সম্বন্ধ হল অভিজ্ঞতা-পূর্ব জ্ঞানের আকার’?

(ক) স্পিনোজা

(খ) কান্ট

(গ) লাইবনিজ 

(ঘ) হিউম

উওর : হিউম

 

9- কারণ হল কার্যের হেতু, এটি কাদের মত?

(ক) অভিজ্ঞতাবাদী

(খ) লৌকিক মত

(গ) বিচারবাদী

(ঘ) প্রসক্তিবাদী

উওর : প্রসক্তিবাদী


10 -'কোনো কার্য ঘটনার পিছনে কোনো সুনির্দিষ্ট কারণ থাকে না, কারণ ও কার্যের সম্পর্ক আকস্মিক,'—কথাটি কে বলেছেন?

(ক) হিউম

(খ) ইউয়িং 

(গ) দেকার্ত

(ঘ) লক্

উওর : হিউম


11- কারণ হলো শক্তিবিশেষ’—উক্তিটি কার?

(ক) হিউম

(খ) লক্

(গ) লৌকিক মত

(ঘ) ‘অভ্যাসগত ধারণাই হল 


12 -কার্যকারণ ধারণার উৎস, – কে বলেছেন?

(ক) লক্

(খ) হিউম

(গ) ইউয়িং

(ঘ) দেকার্ত 

উওর : হিউম


13 - কারণ ও কার্যের সম্বন্ধ অবশ্যম্ভব’ – কে বলেছেন?

(ক) হিউম

(খ) মিল

(গ) দেকার্ত

(ঘ) ইউয়িং

উওর : দেকার্ত


14- 'আমাদের অভ্যাসজাত মানসিক প্রত্যাশা থেকেই কার্যকারণের মধ্যে অনিবার্য সম্বন্ধের ধারণা সৃষ্টি হয়’— কে বলেছেন?

(ক) লক্

(খ) ইউয়িং

(গ) হিউম

(ঘ) দেকার্ত

উওর : হিউম


15- 'কারণ হল কার্যের নিয়ত পূর্ববর্তী ঘটনা,’ –কে বলেছেন?

(ক)-হিউম

(খ) ইউয়িং

(গ) মিল

(ঘ) হিউম

উওর : হিউম

888

16-‘কারণ একটি শক্তিবিশেষ, যা সক্রিয়ভাবে কার্য উৎপন্ন করে’ —উক্তিটি কার?

(ক) ইউয়িং

(খ) মিল 

(গ) লক্ 

(ঘ) হিউম

উওর : লক্


17 - ‘কারণ ও কার্যের মধ্যে আছে যৌক্তিক প্রসক্তি-সদৃশ কোনো অবশ্যম্ভব সম্বন্ধ'—এটি কাদের মত?

(ক) অভিজ্ঞতাবাদী

(খ) বুদ্ধিবাদী

(গ) বিচারবাদী

(ঘ) লৌকিক মত

উওর : বুদ্ধিবাদী


 18-  ‘কারণ ও কার্যের মধ্যে কোনও আবশ্যিক সম্বন্ধ নেই'—এ কথা [উ.মা. (XI) 2014]

(ক) ইউয়িং

(খ) মিল 

(গ) লক্ 

(ঘ) হিউম

উওর : হিউম


19- কারণ-কার্যের অনিবার্যতা হল যৌক্তিক অনিবার্যতা—এ কথা মানেন

[উ.মা. (XI) 2014, 2018 ]

(ক) হিউম

(খ) রাসেল

(গ) ইউয়িং

(ঘ) বার্কলে

উওর : ইউয়িং


20 -কার্যকারণ সম্পর্কের নিয়মটি হল 'নিয়মের আকার’—উক্তিটি কার?

(ক) ব্রড

(খ) ইউয়িং

(গ) উইটগেনস্টাইন

(ঘ) হিউম

উওর : উইটগেনস্টাইন


21- " ঘটনার প্রত্যয় কারণের প্রত্যয়এর উপর অনিবার্যভাবে প্রতিষ্ঠিত " - এই বক্তব্যটি কোন দার্শনিকের নামের সঙ্গে জড়িত?

(ক) কান্ট

(খ) ইউয়িং

(গ) উইটগেনস্টাইন

(ঘ) হিউম

উওর : কান্ট


22- ‘অভিজ্ঞতার সাহায্যে অনিবার্য সম্বন্ধের কোনো জ্ঞান হয় না'— উক্তিটি কার?

(ক) কান্ট

(খ) ইউয়িং

(গ) উইটগেনস্টাইন

(ঘ) হিউম

উওর : হিউম


23- কার্যকারণ সম্পর্কে কোন্ মতবাদের উপর ভিত্তি করে অনিবার্য সম্বন্ধবাদের উৎপত্তি হয়েছে?

(ক) বুদ্ধিবাদী

(খ) অভিজ্ঞতাবাদী

(গ) লৌকিক

(ঘ) ভাববাদী

উওর : লৌকিক


24- কার্যকারণ সম্পর্কে সাধারণ মানুষের মতকে কী বলা হয়?

(ক) ভৌতিক 

(খ) আকস্মিক

(গ) লোকায়ত

(ঘ) কাল্পনিক 

 উওর : লোকায়ত

 

25- লৌকিক মতে, কার্যকারণের মধ্যে কী সম্বন্ধ বর্তমান?

(ক) অবশ্যম্ভব

(খ) আকস্মিক

(গ) নিয়ত সংযোগ

(ঘ) সবকটি ঠিক 

উওর : অবশ্যম্ভব


26- কারণ ও কার্যের মধ্যে কী সম্পর্ক থাকে?

(ক) স্থানগত

(খ) কালগত

(গ) পূর্বাপর

(ঘ) কোনোটিই নয়

উওর : কালগত


27- যার জন্য কোনো কিছু ঘটে, তাকে বলে-

(ক) কার্য

(খ) কারণ

(গ) ঘটনা

(ঘ) সবকটিই ঠিক 

উওর : কারণ


28- 'কারণ' শব্দটি কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়?

(ক) বাক্যের ক্ষেত্রে

(খ) শব্দের ক্ষেত্রে

(গ) যুক্তির ক্ষেত্রে 

(ঘ) ঘটনার ক্ষেত্রে

উওর : ঘটনার ক্ষেত্রে


29- বৈজ্ঞানিক দিক থেকে কারণ ও কার্যের মধ্যে কী সম্বন্ধ রয়েছে?

(ক) গুণগত 

(খ) পরিমাণগত

(গ) আকস্মিক

(ঘ) কোনোটিই নয়

উওর : গুণগত


30-  “কার্যকারণ সম্বন্ধের ধারণাটি পূর্বতঃসিদ্ধ জ্ঞানাকার”—এ কথা বলেছেন [উ.মা. (XI) 2016, 2018

(ক) কান্ট

(খ) লক্

(গ) বার্কলে

(ঘ) হিউম

উওর : কান্ট


31- কার্যকারণ সম্পর্কে প্রসক্তিতত্ত্বের প্রবক্তা হলেন[সংসদ নমুনা প্রশ্ন (XI) 2014)


(ক) হিউম

(খ) ইউয়িং

(গ) ইউয়িং

(ঘ) কান্ট


32 - কারণ ও কার্যের মধ্যে সতত-সংযোগের সম্পর্ক স্বীকার করেছেন (উ.মা. (XI) 2017, 2019)

(ক) লক্

(খ) হিউম

(গ) বার্কলে

(ঘ) দেকার্ত

উওর : হিউম


33- কারণ ও কার্যের মধ্যে প্রসক্তি সম্বন্ধ আছে'—এ কথা বলেছেন [উ.মা. (XI) 2015, 2017]

(ক) লক্

(খ) ইউয়িং

(গ) হিউম

(ঘ) দেকার্ত

উওর : ইউয়িং


35-  কার্য ও কারণের মধ্যে যৌক্তিক প্রসক্তি সম্বন্ধের কথা বলেন—[উ.মা. (XI) 2019]

(ক) হিউম

(খ) রাসেল

(গ) ইউয়িং

(ঘ) বার্কলে

উওর : ইউয়িং


Tags : 

WB Class 11 Philosophy MCQ Question Answer Chapter 4 | একাদশ শ্রেণীর দর্শন MCQ প্রশ্নোত্তর | একাদশ শ্রেণীর দর্শন কার্যকারণ সম্বন্ধ অধ্যায়ের MCQ প্রশ্ন উত্তর | একাদশ শ্রেণীর দর্শন MCQ প্রশ্ন উত্তর | Class 11 Philosophy Notes | Class 11 Philosophy Suggestion | Class 11 Philosophy Question Answer 


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top