বাচনিক জ্ঞান কাকে বলে? বাচনিক জ্ঞানের কয়টি শর্ত ও কি কি?উদাহরণ সহ ব্যাখ্যা করো | একাদশ শ্রেণীর দর্শন দ্বিতীয় অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর
আপনি ব্লগ পোষ্টের মাধ্যমে আমরা একাদশ শ্রেণীর দর্শন দ্বিতীয় অধ্যায় জ্ঞানের স্বরূপ এবং জ্ঞান সংক্রান্ত মতবাদ' এর একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন " বাচনিক জ্ঞান কাকে বলে? বাচনিক জ্ঞানের কয়টি শর্ত ও কি কি? উদাহরণ সহ ব্যাখ্যা করো। " সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করবো।
বাচনিক জ্ঞান কাকে বলে? বাচনিক জ্ঞানের কয়টি শর্ত ও কী কী? || একাদশ শ্রেণীর দর্শন দ্বিতীয় অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর 2024
বাচনিক জ্ঞান কাকে বলে?
উওর : বাচনিক জ্ঞান বলতে সেই প্রকার জ্ঞান কে বোঝায় যা বচন এর মাধ্যমে প্রকাশ হয়। অথবা, যে প্রকার জ্ঞানে কোনো বচন বিষয় হয়,তাকে বাচনিক জ্ঞান বলে।।
• বাচনিক জ্ঞানের তিনটি শর্ত রয়েছে। যথা - ১, বচনটি সত্য হতে হবে, ২-সেই সত্যতায় বিশ্বাস থাকতে হবে এবং ৩- বিশ্বাস এর সমর্থনে পর্যাপ্ত পরিমাণ তথ্য,যুক্তি ও সাক্ষ্যগ্রহণ থাকতে হবে।
◆ বচনের সত্যতা : বাচনিক জ্ঞানের প্রথম শর্ত হলো বচনটির সত্যতা। হঠাৎ বাচনিক জ্ঞানের বিষয়টি অবশ্যই সত্য হতে হবে। যদি বচনটি মিথ্যা হয়,তাহলে সেটি বাচনিক জ্ঞান নয়।
◆ বচনের সততার উপর বিশ্বাস : বাচনিক জ্ঞানের দ্বিতীয় শর্ত হলো বাচনিক জ্ঞানের বিষয়টির ওপর আমাদের বিশ্বাস থাকতে হবে। অর্থাৎ বাচনিক জ্ঞানের বিষয়টি শুধুমাত্র সত্য হলেই চলবে না, আমাদের সেই সত্যতার উপর বিশ্বাস রাখতে হবে।
◆ বাচনিক জ্ঞানের সত্যতায় বিশ্বাস এর সমর্থনে পর্যাপ্ত যুক্তি তথ্য ও সাক্ষ্য - প্রমাণ : বাচনিক জ্ঞানের তৃতীয় এবং অন্যতম গুরুত্বপূর্ণ একটি উপাদান হলো বাচনিক জ্ঞানের বিষয়ের সত্যতার ওপর বিশ্বাসের সমর্থনে আমাদের পর্যাপ্ত পরিমাণ যুক্তি ও সাক্ষ্য প্রমাণ। অর্থাৎ কোনো একটি বচন সত্য এবং সেই বচনের সত্যতায় আমার বিশ্বাস রয়েছে। কিন্তু বচনের উপর আমার কেন বিশ্বাস রয়েছে, তার নির্দিষ্ট কারণ বা সেই বিশ্বাসের স্বপক্ষে যুক্তি থাকা চাই।
উদাহরণ :
- আমি জানি যে, 7 + 3 = 10
• সুতরাং এখানে এই বচনটি সত্য
• এই বচনটির উপর আমার বিশ্বাস রয়েছে।
• এবং এই বিশ্বাস এর স্বপক্ষে আমার কাছে এবং গণিতে যথেষ্ট যুক্তি বা তথ্য প্রমাণ রয়েছে।
• অথবা,
• আমি জানি যে,পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে।
• এখানে এই বচনটি সত্য
• এই বচনটির উপর আমার বিশ্বাস রয়েছে।
• এবং এই বিশ্বাস এর স্বপক্ষে আমার কাছে যথেষ্ট যুক্তি বা তথ্য প্রমাণ রয়েছে।
সুতরাং, বাচনিক জ্ঞানের ক্ষেত্রে তিনটি শর্তই গুরুত্বপূর্ণ। এই তিনটি শর্তের যেকোনো একটিকে ছাড়া বাচনিক জ্ঞান সম্ভব নয়।
সুতরাং,
বচনের সত্যতা + সেই সত্যতায় বিশ্বাস + বিশ্বাসের স্বপক্ষে উপযুক্ত প্রমাণ = বাচনিক জ্ঞানের আবশ্যিক পর্যাপ্ত শর্ত।
আশাকরি যে, আজকের এই ব্লগ পোস্ট থেকে তোমরা একাদশ শ্রেণির দর্শন নোট হিসেবে যে, প্রশ্ন উত্তর পেয়েছো, তা তোমাদের ভালো লেগেছে। আজকে আমরা শুধুমাত্র " বাচনিক জ্ঞান কাকে বলে? বাচনিক জ্ঞানের কয়টি শর্ত ও কি কি?উদাহরণ সহ ব্যাখ্যা করো " প্রশ্নটির উওর শেয়ার করলাম। আমরা পরবর্তীতে ক্লাস ইলেভেনের দর্শন বাকি প্রশ্ন উত্তর শেয়ার করবো। এবং চেষ্টা করবো, ক্লাস 11 দর্শন ( wb class 11 philosophy ) এর সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উওর তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি শেয়ার করবো।
Tags :