ইলিয়াস গল্পের ২৫টি MCQ প্রশ্ন উওর 2023 || Ilias Golper 25+ Questions Answers 2023

0

 

নবম শ্রেণির বাংলা ইলিয়াস গল্পের MCQ প্রশ্ন উওর || WBBSE Class 9 Bengali MCQ Question Answer & Suggestion 2023
নবম শ্রেণির বাংলা ইলিয়াস গল্পের MCQ প্রশ্ন উওর

আজকে নবম শ্রেণির বাংলা ইলিয়াস গল্পের অত্যন্ত গুরুত্বপূর্ণ 25 টি MCQ প্রশ্ন উত্তর তোমাদের সঙ্গে শেয়ার করবো।। পরবর্তীকালে ক্লাস 9 বাংলা ইলিয়াস গল্পের বড় প্রশ্ন উওর গুলো শেয়ার করবো।।

ইলিয়াস গল্পের ২৫টি MCQ প্রশ্ন উওর 2023 || Ilias Golper 25+ Questions Answers 2023 

1- ইলিয়াস' গল্পটির লেখক — 

• লিও তলস্তয় 

• দস্তয়ভস্কি

• গোগোল 

• তুর্গেনেভ 

• উওর : লিও তলস্তয় 

আমাদের গ্রুপে জয়েন করতে ক্লিক করো

2- ইলিয়াস' গল্পটি লেখা হয়েছিল —

• ১৮৮৫ খ্রিস্টাব্দে 

• ১৮৮৬ খ্রিস্টাব্দে

• ১৮৮৭ খ্রিস্টাব্দে

• ১৮৮৮ খ্রিস্টাব্দে

উওর : ১৮৮৫ খ্রিস্টাব্দে 

3- যিনি ইলিয়াস' গল্পটির বাংলা তরজমা করেছেন, তিনি হলেন- 

• অর্ঘ্যকুসুম দত্ত

• সত্যেন্দ্রনাথ রায় 

• মণীন্দ্র দত্ত

• শঙ্খ ঘোষ

• উওর : মণীন্দ্র দত্ত

4- গল্পে ইলিয়াস' ছিল এক —

• মঙ্গোলীয়

• কিরবিজ

• উজবেক

• বাসকির

• উওর : বাসকির

5- ইলিয়াস বাস করত - 

• রাশিয়ায়

• উফা প্রদেশে

• মস্কোয় 

• নেপালে 

• উওর : উফা প্রদেশে

6- প্রথম জীবনে ইলিয়াস ছিল- 

• ধনী

• অতি ধনী

• দরিদ্র 

• না ধনী না গরিব 

• উওর : না ধনী না গরিব 

7- 'যখন তার বাবা মারা গেল তখন সে না ধনী, না দরিদ্র' - কার কথা বলা হয়েছে?

• ইলিয়াস-এর 

• মোল্লা-এর

• মহম্মদ শা-এর 

• ইলিয়াসের ছেলে-মেয়ের

• উওর : ইলিয়াস-এর 

8- যখন ইলিয়াসের বাবা মারা যায় তখন তার সম্পদের পরিমাণ ছিল -

• দুটো গোরু, পনেরোটা ভেড়া ও

সাতটা ঘোটকী 

• সাতটা ঘোটকী, একটা গোরু ও কুড়িটা ভেড়া

• দুটো গোরু, কুড়িটা ভেড়া, ছ-টি ঘোটকী 

• সাতটা ঘোটকী, দুটো গোরু ও কুড়িটা ভেড়া

• উওর : সাতটা ঘোটকী, দুটো গোরু ও কুড়িটা ভেড়া

9- ইলিয়াস কত বছর পরিশ্রম করে সে প্রচুর সম্পত্তি করে ফেলেছিল?'

• তিরিশ

• পঁয়ত্রিশ

• বত্রিশ 

• ছত্রিশ

• উওর : পঁয়ত্রিশ

10- ‘পঁয়ত্রিশ বছর পরিশ্রম করার পর, ইলিয়াসের সম্পত্তি বেড়ে হয়েছিল—

• সাতটা ঘোটকী, দুটো গোরু, আর কুড়িটা ভেড়া 

• দুশো ঘোড়া, দেড়শো গোরু-মোষ, আর বারোশো ভেড়া 

• একশো ঘোড়া, দুশো মোষ, পনেরোশো ভেড়া 

• তিনটে ঘোটকী, পাঁচটা গোরু, হাজারটা ভেড়া

• উওর : দুশো ঘোড়া, দেড়শো গোরু-মোষ, আর বারোশো ভেড়া 

11- ‘কুমিস' নামক পানীয়টি তৈরি হয়

• মোষের দুধ থেকে

• ঘোড়ার দুধ থেকে

• ভেড়ার দুধ থেকে 

• গোরুর দুধ থেকে

• উওর : ঘোড়ার দুধ থেকে

12- 'আশশেপাশের সকলেই তাকে ঈর্ষা করে।'—ঈর্ষা করার কারণ হলো—

• ইলিয়াস প্রচুর সম্পত্তির মালিক 

• ইলিয়াসের নামযশ প্রচুর

• ইলিয়াসের তখন খুব বোলবোলাও

• ইলিয়াস খুন ভাগ্যবান পুরুষ

• উওর : ইলিয়াসের তখন খুব বোলবোলাও

13- বড়লোক হওয়ার পর আয়েশি হয়ে উঠেছিল- 

• ছেলেমেয়েরা 

• অতিথিরা 

• মহম্মদ শা ও তার স্ত্রী 

• ইলিয়াস ও তার স্ত্রী

• উওর : ছেলেমেয়েরা

14- ইলিয়াসের মোড়ক লেগেছিল-

• ভেড়ার পালে 

• মোষের পালে

• ভেড়ার পালে 

• উটের পালে

• উওর : ভেড়ার পালে 

15- ইলিয়াসের সবচাইতে ভালো ঘোড়াগুলো চুরি করেছিল- 

• তুর্কিরা

• কিরবিজরা

• নেপালীরা

• ইলিয়াসের বিতাড়িত পূত্র

• উওর : কিরবিজরা

16- কত বছর বয়সে ইলিয়াসের চরম দুর্দশা নেমে আসে?

• 45 বছর বয়সে 

• 70 বছর বয়সে 

• 60 বছর বয়সে 

• 75 বছর বয়সে

• উওর : 70 বছর বয়সে 

17- সম্পত্তি ধ্বংস হওয়ার পর ইলিয়াস যার বাড়িতে কাজ করতো,তিনি হলেন- 

• মোহাম্মদ শাহ 

• মোহাম্মদ ঘুরী 

• মোল্লা 

• ইলিয়াসের এক কর্মচারীর বাড়িতে

• উওর : মোহাম্মদ শাহ।

আমাদের গ্রুপে জয়েন করতে ক্লিক করো

18- ইলিয়াসের স্ত্রী নাম ছিল-

• শ্যামাসুন্দরী 

• শ্যামাদেবী 

• শাম-শেমাগি

• শ্যামাপ্রভা

• উওর : শাম-শেমাগি

19- বুড়োবুড়িকে রেখে যারা লাভ হয়, তিনি হলেন- 

• মোহাম্মদ শাহ 

• মোহাম্মদ ঘুরী 

• মোল্লা সাহেব 

• ইলিয়াসের এক কর্মচারীর

• উওর : মোহাম্মদ শাহ 

20- 'লোকটিকে কখনো চোখে দেখেনি, কিন্তু তার সুনাম ছড়িয়েছিল বহুদূর।' - লোকটি হলো- 

• ইলিয়াস

• মোহাম্মদ শাহ 

• ইলিয়াসের পূত্র 

• শাম-শেমাগি

• উওর : ইলিয়াস

21- 'এ বিষয়ে তিনিই পুরো সত্য বলতে পারবেন'- বক্তা হলেন -

• ইলিয়াস 

• মোহাম্মদ শাহ 

• অতিথি 

• শাম-শেমাগী

• উওর : ইলিয়াস

22- ইলিয়াস এবং তার স্ত্রী কখনো সুখ পাইনি,যখন তারা- 

• দরিদ্র ছিলেন 

• ধনী ছিলেন 

• না দরিদ্র না ধনী ছিলেন 

• যখন তাদের সম্পত্তি ধ্বংস হয়ে গিয়েছিল

• উওর : ধনী ছিলেন 

23- 'বন্ধুগণ হাসবেন না'- বক্তা হলেন-

• ইলিয়াস

• মোহাম্মদ শাহ 

• ইলিয়াসের পূত্র 

• শাম-শেমাগি

• উওর : ইলিয়াস

24- 'এখনকার দুরাবস্থার কথা ভেবে কি খুব কষ্ট হচ্ছে?'- প্রশ্নটি কাকে করা হয়েছিল?- 

• ইলিয়াসকে

• মোহাম্মদ শাহকে

• ইলিয়াসের পূত্রকে

• শাম-শেমাগিকে

• উওর : ইলিয়াসকে

25- 'এই হল আমার মনের কথা'—মনের কথাটি হল-

• যখন আমরা ভাড়াটে মানুষের মতো বেঁচে আছি, তখন আমরা পেয়েছি সত্যিকারের সুখ 

• বুড়োর বা আমার এক মুহূর্তের জন্যও শান্তি ছিল না 

• ঈশ্বরের কাছে প্রার্থনা করবার সময় নেই 

• একটা দুশ্চিন্তা পেরোতেই আর বেঁচে আছি, একটা এসে মাথাচাড়া দিত

• উওর : যখন আমরা ভাড়াটে মানুষের মতো বেঁচে আছি, তখন আমরা পেয়েছি সত্যিকারের সুখ।

আমাদের গ্রুপে জয়েন করতে ক্লিক করো


আশাকরি, নবম শ্রেণির বাংলা ইলিয়াস গল্পের যে কয়েকটি গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছে, তা তোমাদের কাজে লাগবে।।

Tags : ইলিয়াস গল্পের MCQ প্রশ্ন উত্তর | নবম শ্রেণির বাংলা ইলিয়াস গল্পের MCQ প্রশ্ন উত্তর | ক্লাস 9 বাংলা ইলিয়াস গল্পের MCQ প্রশ্ন উত্তর | wbbse class 9 Bengali question answer 2023 | Class 9 Bangla Ilias Golper 25+ Questions Answers 2023

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top