নবম শ্রেণির বাংলা নিরুদ্দেশ গল্পের MCQ প্রশ্ন উওর || WBBSE Class 9 Bengali MCQ Question Answer & Suggestion 2023

0

 

নবম শ্রেণির বাংলা নিরুদ্দেশ গল্পের MCQ প্রশ্ন উওর || WBBSE Class 9 Bengali MCQ Question Answer & Suggestion 2022
নবম শ্রেণির বাংলা নিরুদ্দেশ গল্পের MCQ প্রশ্ন উওর

আজকের এই ব্লগের মাধ্যমে আমরা নবম শ্রেণির বাংলা (WBBSE Class 9 Bengali Question Answer & Suggestion 2023 ) প্রেমেন্দ্র মিত্রের রচিত নিরুদ্দেশ গল্পের অত্যন্ত গুরুত্বপূর্ণ 30 টির বেশি MCQ প্রশ্ন উত্তর তোমাদের সঙ্গে শেয়ার করবো।। পরবর্তীকালে নবম শ্রেণির বাংলা প্রেমেন্দ্র মিত্রের রচিত নিরুদ্দেশ গল্পের বড় প্রশ্ন উওর গুলো শেয়ার করবো।।

নবম শ্রেণির বাংলা নিরুদ্দেশ গল্পের MCQ প্রশ্ন উওর || WBBSE Class 9 Bengali MCQ Question Answer & Suggestion 2023

1-'নিরুদ্দেশ' গল্পটির লেখক হলেন— 

• নারায়ণ গঙ্গোপাধ্যায় 

• তারকনাথ গঙ্গোপাধ্যায়

• প্রেমেন্দ্র মিত্র 

• সুনীল গঙ্গোপাধ্যায় 

• উওর- প্রেমেন্দ্র মিত্র 


2- দিনটা ছিল—

• ভারী ঠান্ডা 

• ভারী গরম 

• ভারী রৌদ্রকরোজ্জ্বল

• ভারী বিশ্রী

• উওর- ভারী বিশ্রী


3- 'নিরুদ্দেশ' গল্পে বলা হয়েছে—

• শীত ঋতুর কথা 

• বসন্ত ঋতুর কথা 

• বর্ষা ঋতুর কথা

• শরৎ ঋতুর কথা

• উওর- শীত ঋতুর কথা 


4- শোভনের পূর্বপুরুষেরা ছিলেন—

• জমিদার 

• স্বাধীনতা সংগ্রামী 

• কৃষিজীবী 

• কোনোটিই

• উওর- জমিদার


5- আকাশ ও ম্লান পৃথিবী কেমন মৃতের মতো অসাড় হইয়া আছে।'—আকাশের রূপ—

• রৌদ্রোজ্জ্বল 

• মেঘাচ্ছন্ন 

• মেঘে ঢাকা

• জ্যোৎস্নালোকিত

• উওর- মেঘাচ্ছন্ন


6- লেখকের কাছে শীতের দিনে সবচেয়ে অস্বস্তিকর হল— 

• প্রচণ্ড রোদ

• দুর্ঘটনা 

• বাদলা 

• বরফ পড়া

• উওর- বাদলা


7- লেখকের বাড়িতে হঠাৎ দুপুরে এসে উপস্থিত হয়েছিল— 

• মহেশ 

• সোমেশ 

• সুরেশ

• রমেশ

• উওর- সোমেশ


8- 'নিরুদ্দেশ' গল্পে কথক হল – 

• রমেশ 

• সুরেশ 

• বীরেশ 

• সোমেশ

• উওর- সোমেশ


9- একটা আশ্চর্য ব্যাপার দেখেছ?'—আশ্চর্য ব্যাপারটি হল- 

• খবরের কাগজে একসঙ্গে সাত-সাতটা নিরুদ্দেশ-এর বিজ্ঞাপন 

• খবরের কাগজের বেশিরভাগ পাতা বিজ্ঞাপনে ভর্তি 

• খবরের কাগজে সেদিন কোনো নিরুদ্দেশের বিজ্ঞাপন ছিল না 

• কোনোটিই নয়

• উওর- খবরের কাগজে একসঙ্গে সাত-সাতটা নিরুদ্দেশ-এর বিজ্ঞাপন 


10- ‘সোমেশ কোনো কৌতূহলই প্রকাশ করিল না।'— যেটি দেখে সোমেশ কোনো কৌতূহলই প্রকাশ করল না, সেটি হল—

• থিয়েটার

• সিনেমা 

• মেঘলা আকাশ 

• নিরুদ্দেশের বিজ্ঞাপন

• উওর- নিরুদ্দেশের বিজ্ঞাপন


11- 'সোমেশ কোনো কৌতূহলই প্রকাশ করিল না।" —সোমেশের এই কৌতূহল প্রকাশ না করার কারণ- 

• নিরুদ্দেশের বিজ্ঞাপন অতি স্বাভাবিক ঘটনা

• তিনি জানেন এই বিজ্ঞাপনের পিছনে অনেক সত্যকার ট্র্যাজেডি থাকে

• তিনি নিরুদ্দেশের বিজ্ঞাপনটি ইতিমধ্যে দেখেছে

• কোনোটিই নয়

• উওর-তিনি জানেন এই বিজ্ঞাপনের পিছনে অনেক সত্যকার ট্র্যাজেডি থাকে


12- 'বাইরের অসাড়তা যেন আমাদের মনের উপরও চাপিয়া ধরিয়াছে।'—এরূপ হওয়ার কারণ- 

• শীতের তীব্রতা

• বাইরে তুষারপাতের ফলে স্তব্ধ জনজীবন

• শীতের মেঘাচ্ছন্ন নিশ্চল স্তব্ধতা মনে প্রভাব বিস্তার করেছে 

• কথকের কর্মনাশা অবস্থা

• উওর- শীতের মেঘাচ্ছন্ন নিশ্চল স্তব্ধতা মনে প্রভাব বিস্তার করেছে 


'13-'লুকোনো পুঁজি থেকে মা বিকেলে ছেলের পেড়াপিড়িতে টাকা কটা বার করে দিয়েছেন।'—মা, ছেলেকে এই টাকা দিয়েছিলেন, কারণ—

• ছেলেটি কোনো বন্ধুকে সাহায্য করবে

• ছেলেটি থিয়েটার দেখবে 

• ছেলেটি ভালো খাবার খাবে

• ছেলেটি সিনেমা দেখবে

• উওর- ছেলেটি থিয়েটার দেখবে


14-'তিনি জেনে শুনে মিথ্যে আর বলতে পারেন না চুপ করে থাকেন।'—এখানে 'তিনি' হলেন-

• বক্তা

• সোমেশ

• জনৈক মা 

• শোভনের মা

• উওর- জনৈক মা 


15- 'পয়সাগুলো আমার খোলামকুচি কিনা, তাই নবাবপুত্তুর যা খুশি তাই করছেন।'—এখানে যা খুশি তাই' বলতে বোঝানো হয়েছে—

• বেড়াতে যাওয়া

• বই কেনা

• বন্ধুকে সাহায্য করা

• থিয়েটার দেখে রাত করে বাড়ি ফেরা

• উওর- থিয়েটার দেখে রাত করে বাড়ি ফেরা


16- দুর করে দেবো, এবার দুর করে দেবো।'-বাবা ছেলেকে দুর করে দেবেন কারণ-

• ছেলেটি রাত করে বাড়ি ফেরে 

• ছেলেটি নানাভাবে টাকার অপচয় করে

• ছেলেটি গতবার পরীক্ষায় পাস করেনি

•  সবকটি

•  উওর- ছেলেটি রাত করে বাড়ি ফেরে 


17- হয়তো ব্যাপারটা শেষ হতে পারত।'—কীভাবে শেষ হতে পারত? 

• মৌখিক আস্ফালনে 

• কথাবলায় 

• দণ্ড দেখিয়ে 

• অশ্রুসিক্ত স্বরে

• উওর- মৌখিক আস্ফালনে 


18- ‘শেষ পর্যন্ত বাবা বলেন'—শেষপর্যন্ত বাবা যা বলেন, তা হল—

• ‘এত রাত্রেও বাবুর আসবার সময় হল না'

•  'কোথায় গেলেন বাবু! তোমার গুণধর পুত্রটি' 

• 'দূর করে দেবো, এবার দূর করে দেবো'

• 'এমন ছেলের আমার দরকার নেই—বেরিয়ে যা' 

• উওর- 'এমন ছেলের আমার দরকার নেই—বেরিয়ে যা' 


19 'অভিমানী ছেলে আর কিছু না হোক, পিতৃদেবের এ আদেশ তৎক্ষণাৎ পালন করতে উদ্যত হয়।—ছেলেটি পিতৃদেবের যে-আদেশ পালন করতে উদ্যত হয়, তা হল- 

• রাত করে বাড়ি না-ফেরা 

• পড়াশোনায় মন দেওয়া 

• বাড়িতে আর না-থেকে সেই মুহূর্তেই বেরিয়ে যাওয়া 

• সিনেমা না-দেখা

• উওর-বাড়িতে আর না-থেকে সেই মুহূর্তেই বেরিয়ে যাওয়া 


20- ‘পরের দিন ভয়ানক কাণ্ড'— কাণ্ডটি কী? 

• ছেলে অসুস্থ

• মা অসুস্থ 

• মা রাত থেকে দাঁতে কুটি কাটেননি 

• ছেলে নিরুদ্দেশ

• উওর‍- মা রাত থেকে দাঁতে কুটি কাটেননি


21- 'অমন ছেলে যাওয়াই ভালো।'—এখানে বক্তা হলেন—

• জনৈক গৃহিণী 

• রাস্তার একটি ছেলে 

• জনৈক বাবা 

• শোভনের বাবা

• উওর - জনৈক বাবা 


22- 'আমরা কি এতদিন রামযাত্রা বার করেছি।'—উদ্ধৃত উক্তিটির বস্তুা হলেন- 

• খবরের কাগজের অফিসের লোক

• সোমেশের বাবা

• লেখক

• খাজাস্তিমশাই

• উওর- খবরের কাগজের অফিসের লোক


23- 'বাবা একটু হতভম্ব হয়ে একবার অসহায়ভাবে চারিদিকে তাকান।'-বাবা অসহায়ভাবে চারিদিকে তাকান, কারণ- 

• খেতে বসে ছেলের কথা মনে পড়ে গেছে বলে 

• মা শয্যা থেকে আর উঠবেন না পণ করেছেন বলে 

• খবরের কাগজের অফিসে কোথায়, কী করতে হয় তিনি জানেন না বলে 

• বাড়িতে ভয়ানকভাবে চুরি হয়ে গেছে বলে

• উওর- খবরের কাগজের অফিসে কোথায়, কী করতে হয় তিনি জানেন না বলে 


24- আশ্বস্ত হয়ে বাবা ঘরে ফেরেন। বাবা ঘরে ফিরে দেখেন— 

• ছেলে ফিরে এসেছে 

• ছেলে অনুতপ্ত 

• ছেলে ঘরে এসে হাজির

• ছেলে বিপদগ্রস্ত '

• উওর- ছেলে ঘরে এসে হাজির


25- আঃ আর বকাবকি কেন?'—কথাটি হল- 

• জনৈক বাবার 

• জনৈক মায়ের

• গল্পকথকের

• সোমেসের

• উওর- জনৈক বাবার 


26- 'এই বিজ্ঞাপনের পেছনে অনেক সত্যকার ট্র্যাজিডি থাকে।'—বস্তুা হলেন—

• লেখক 

• শোভন 

• সোমেশ

• নায়েমশাই

• উওর‍- সোমেশ


27- 'মনে হইতেছে আমরা যেন—কী মনে হচ্ছে? 

• পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি 

• সমস্ত পৃথিবী হইতে বিচ্ছিন্ন হইয়া গিয়াছি

• ট্র্যাজেডির শিকার 

• সম্পূর্ণ একটি কাহিনি শুনছি 

• উওর- সমস্ত পৃথিবী হইতে বিচ্ছিন্ন হইয়া গিয়াছি


28- সমস্ত পৃথিবী মনে হইতেছে আমরা যেন সমস্ত পৃথিবী হইতে বিচ্ছিন্ন হইয়া গিয়াছি।'—এরূপ মনে হওয়ার কারণ—

• জলমগ্ন প্রকৃতি 

• কাচের জানলার বাইরে বৃষ্টির প্রাবল্য তাঁদের বহির্জগৎ থেকে বিচ্ছিন্ন করেছে

• চারদিকে রাত্রির অন্ধকার 

• বৃষ্টির কারণে তারা ঘরে আটকা পড়েছে

• উওর- কাচের জানলার বাইরে বৃষ্টির প্রাবল্য তাঁদের বহির্জগৎ থেকে বিচ্ছিন্ন করেছে


29- পুরানো খবরের কাগজের ফাইল যদি উলটে দেখো',-পুরোনো খবরের কাগজের ফাইল উলটে দেখলে যা দেখা যাবে, তা হল- • সেখানে কোনো নিরুদ্দেশের খবর থাকত না

• লেখকের একটি বিশেষ লেখা ছাপা হয়েছিল 

• একটি প্রধান সংবাদপত্রের পাতায় দিনের-পর-দিন ধারাবাহিকভাবে একটি নিরুদ্দেশের বিজ্ঞাপন বেরিয়েছে 

• কোনো চাকরির বিজ্ঞাপন থাকত না

• উওর- একটি প্রধান সংবাদপত্রের পাতায় দিনের-পর-দিন ধারাবাহিকভাবে একটি নিরুদ্দেশের বিজ্ঞাপন বেরিয়েছে 


30- 'সে বিজ্ঞাপন নয়, সম্পূর্ণ একটি ইতিহাস।'—এই বিজ্ঞাপনে যার কথা বলা হয়েছে, তিনি হলেন—

• শোভন 

• নায়েবমশাই 

• খাজাঞ্জি মশাই 

• সোমেশ

• উওর- শোভন


আশাকরি, নবম শ্রেণির বাংলা (WBBSE Class 9 Bengali Question Answer & Suggestion 2023 ) প্রেমেন্দ্র মিত্রের রচিত নিরুদ্দেশ গল্প থেকে যে 30 টির বেশি MCQ প্রশ্ন উত্তর শেয়ার করা হয়েছে, তা তোমাদের কাজে লাগবে।।

Tags : নবম শ্রেণির বাংলা নিরুদ্দেশ গল্পের mcq প্রশ্ন উওর | নিরুদ্দেশ গল্পের MCQ প্রশ্ন উত্তর | Class 9 Bengali Question Answer | Class 9 Bangali Notes | Class 11 Bengali Suggestion 2022 | ক্লাস 9 বাংলা নিরুদ্দেশ গল্পের ছোট প্রশ্ন উওর


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top