WB Class 11 Philosophy MCQ Question Answer একাদশ শ্রেণীর দর্শন তৃতীয় অধ্যায়ের mcq প্রশ্ন উওর
আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা একাদশ শ্রেণীর দর্শন তৃতীয় অধ্যায়ের ( Class 11 Philosophy chapter 3 questions and answers in bengali ) " দ্রব্য " এর অনেক গুরুত্বপূর্ণ mcq question answer answer শেয়ার করবো। আজকে আমরা একাদশ শ্রেণীর দর্শন তৃতীয় অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ mcq প্রশ্ন শেয়ার করবো। পরবর্তীতে আমরা দ্রব্য অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ saq প্রশ্ন উওর শেয়ার করবো
Table Of Content
• একাদশ শ্রেণীর দর্শন প্রশ্ন উত্তর
• একাদশ শ্রেণীর দর্শন
• একাদশ শ্রেণীর দর্শন তৃতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর
• একাদশ শ্রেণির দশর্ন mcq প্রশ্ন উত্তর
• একাদশ শ্রেণীর দর্শন তৃতীয় অধ্যায় mcq
• একাদশ শ্রেণির দর্শন তৃতীয় অধ্যায়ের mcq question answer
• একাদশ শ্রেণীর দর্শন
• একাদশ শ্রেণীর দর্শন তৃতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর
• একাদশ শ্রেণির দশর্ন mcq প্রশ্ন উত্তর
• একাদশ শ্রেণীর দর্শন তৃতীয় অধ্যায় mcq
• একাদশ শ্রেণির দর্শন তৃতীয় অধ্যায়ের mcq question answer
WB Class 11 Philosophy MCQ Question Answer একাদশ শ্রেণীর দর্শন তৃতীয় অধ্যায়ের mcq প্রশ্ন উওর
সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো (MCQ):
1- এদের মধ্যে কোন্টি 'চিনি' নামক বস্তুটির গুণ নয়?
(ক) শ্বেতত্ব
(খ) মিষ্টত্ব
(গ) কাঠিন্য
(ঘ) তরলত্ব
উওর : তরলত্ব
2- কার মতে দ্রব্যের ধারণা কাল্পনিক?
(ক) দেকার্ত
(খ) লক
(গ) হিউম
(ঘ) বার্কলে
উওর : হিউম
3- " দ্রব্য হল গুণের অজ্ঞাত আধার " —উক্তিটি কার?
(ক) লক্
(খ) বার্কলে
(গ) হিউম
(ঘ) স্পিনোজা
উওর ; লক্
4 - দ্রব্য হল চিৎপরমাণু ও সংখ্যায়
বহু - উক্তিটি কার?
(ক) লাইবোনিজ
(খ) বার্কলে
(গ) স্পিনোজা
(ঘ) দেকার্ত
উওর : স্পিনোজা।
5- দ্রব্য মতে তিন প্রকার : ঈশ্বর, আত্মা ও জড়"।-উক্তিটি কার?[উ.মা. (XI) 2019 |
(ক) লাইবোজিন
(খ) দেকার্ত
(গ) স্পিনোজা
(ঘ) লক্
উওর : দেকার্ত
6- কার মতে ‘দ্রব্য হল কতকগুলি গুণের সমষ্টি?
(ক) লাইবোজিন
(খ) দেকার্ত
(গ) স্পিনোজা
(ঘ) হিউম
উওর : হিউম
7- ' দ্রব্য সম্পর্কে আমরা পরোক্ষ জ্ঞানলাভ করি।—উক্তিটি কার?
(ক) লক
(খ) লাইবনিজ
(গ) হিউম
(ঘ) বার্কলে
উওর ; লক
8- সকলই ঈশ্বর এবং ঈশ্বরই সকল'—উক্তিটি কার?
(ক) দেকার্ড
(খ) স্পিনোজা
(গ) বার্কলে
(ঘ) লাইবনিজ
উওর : লাইবনিজ
9- বিশেষ বিশেষ বস্তু বা ব্যক্তি আকার ও উপাদানের মিলিত ফল’-এ কথা
বলেছেন—
(ক) প্লেটো
(খ) অ্যারিস্টট্ল
(গ) দেকার্ড
(ঘ) হিউম
উওর : প্লেটো
10 - ঈশ্বরই একমাত্র দ্রব্য'—বলেছেন (ক) দেকার্ত
(খ) স্পিনোজা
(গ) লক
(ঘ) কান্ট
উওর : স্পিনোজা
11 - আত্মসক্রিয়তাই দ্রব্যের প্রধান লক্ষণ। –কে বলেছেন?
(ক) লাইবনিজ
(খ) স্পিনোজা
(গ) প্লেটো
(ঘ) হিউম
উওর : লাইবনিজ।
12- স্পিনোজার দ্রব্য যেন একটি সিংহের গুহা"। –কে বলেন?
(ক) স্পিনোজা
(খ) হিউম
(গ) দেকার্ত
(ঘ) হেগেল
উওর : হেগেল।
13 - কাকে অদ্বৈতবাদী দার্শনিক বলা হয়?
(ক) দেকার্ত
(খ) স্পিনোজা
(গ) লাইবোনিজ
(ঘ) কান্ট
উওর : লাইবোনিজ।
14- ‘দ্রব্য হল সামান্য ও বিশেষের সমন্বয়” - এ কথা বলেছেন -
(ক) প্লেটো
(খ) কান্ট
(গ) অ্যারিস্টটল
(ঘ) দেকার্ত
উওর : অ্যারিস্টটল
15 - দ্রব্য হল অজ্ঞাত গুণের অজ্ঞাত আযার'।- উক্তিটি কার?
(ক) মিল
(খ) লক
(গ) হিউম
(ঘ) দেকার্ত
উওর : লক।
16 - যা স্বনির্ভর, তাই দ্রব্য"।—উক্তিটি কার?
(ক) দেকার্ড
(খ) মিল
(গ) হিউম
(ঘ) স্পিনোজা
উওর : স্পিনোজা
17- কে জড়দ্রব্যের অস্তিত্বকে অস্বীকার করেন?
(ক) দেকার্ত
(খ) বার্কলে
(গ) লক
(ঘ) অ্যারিস্টটল
উওর : বার্কলে
18 - দ্রব্য ও সামান্য ধারণা এক এবং অভিন্ন।-উক্তিটি কার?
(ক) প্লেটো
(খ) লক
(গ) হিউম
(ঘ) বার্কলে
উওর : প্লেটো
19- কে বলেন 'বিস্তৃতি হল জড়ের ধর্ম?
(ক) দেকার্ত
(খ) প্লেটো
(গ) লাইবোনিজ
(ঘ) স্পিনোজা
উওর : দেকার্ত
20 - দ্রব্য = ঈশ্বর = প্রকৃতি -এ কথা কে বলেছেন? [উ.মা. (XI) 2008]
(ক) দেকার্ত
(খ) লাইবনিজ
(গ) স্পিনোজা
(ঘ) প্লেটো
উওর : স্পিনোজা
21- দ্রব্য হল অবিভাজ্য, স্বয়ংক্রিয় এবং চেতন।- কে বলেছেন?[উ.মা. (XI) 2008]
(ক) দেকার্ত
(খ) লাইবনিজ
(গ) লক
(ঘ) স্পিনোজা
উওর : লাইবনিজ
22 - দ্রব্য হল চিৎপরমাণু- কে বলেছেন?/মনাড বা চিৎপরমাণুর অস্তিত্ব মেনেছেন?[উ.মা. (XI) 2008,2014,2018]
(ক) লাইবনিজ
(খ) হিউম
(গ) দেকার্ত
(ঘ) স্পিনোজা
উওর : লাইবনিজ
23 - দ্রব্যকে সাক্ষাৎভাবে জানা যায় না। -কে বলেছেন?
(ক) লক্
(খ) দেকার্ড
(গ) হিউম
(ঘ) স্পিনোজা
উওর : লক্
24 - দ্রব্য হল 'আমি জানি না, এমন কিছু'- কে বলেছেন?
(ক) লক্
(খ) দেকার্ড
(গ) হিউম
(ঘ) স্পিনোজা
উওর : লক্
25- 'জড়দ্রবা বলে কোনো কিছু নেই।—কে বলেছেন?
(ক) বার্কলে
(খ) হিউম
(গ) লক্
(ঘ) প্লেটো
উওর : বার্কলে
26- ‘দ্রব্য হল তাই, যা সরল ও অবিভাজ্য।-কে বলেন?
(ক) স্পিনোজা
(খ) দেকার্ত
(গ) লাইবনিজ
(ঘ) অ্যারিস্টটল
উওর : লাইবনিজ
27- ‘দ্রব্য নেই, আছে কেবল গুণসমষ্টি'।—কে বলেছেন?
(ক) হিউম
(খ) লক্
(গ) বার্কলে
(ঘ) দেকার্ত
উওর : লক্
28- 'চিৎপরমাণু (মনাড) জগতের উপাদান। -কে বলেছেন?
(ক) স্পিনোজা
(খ) লাইবনিজ
(গ) দেকার্ত
(ঘ) হিউম
উওর : লাইবনিজ
29 - দ্রব্যকে সাপেক্ষ ও নিরপেক্ষ দ্রব্য বলে অভিহিত করেছেন—
(ক) দেকার্ত
(খ) স্পিনোজা
(গ) লক্
(ঘ) বার্কলে
উওর : দেকার্ত
30- লকের মতে দ্রব্যের সংখ্যা হল
(ক) একটি
(খ) তিনটি
(গ) পাঁচটি
(ঘ) সাতটি
উওর : তিনটি
31 - দেকার্তের মতে দ্রব্যের ধারণা হল—
(ক) কৃত্রিম
(ক) আগন্তুক
(গ) সহজাত
(ঘ) অভিজ্ঞতালব্ধ
উওর : সহজাত
32- ‘আত্মা বা মন এবং জড় দ্রব্য নয়'। বলেছেন—
(ক) লক্
(খ) স্পিনোজা
(গ) বার্কলে
(ঘ) লাইবনিজ
উওর : বার্কলে
33- দ্রব্য হিসেবে জড়, আত্মা ও ঈশ্বরের অস্তিত্ব অস্বীকার করেন
(ক) বার্কলে
(খ) দেকার্ত
(গ) স্পিনোজা
(ঘ) কেউ নন
উওর : কেউ নন
34- 'দ্রব্য হল মূর্ত বিশিষ্ট'—বলেছেন—
(ক) অ্যারিস্টট্ল
(খ) দেকার্ত
(গ) স্পিনোজা
(ঘ) লক্
উওর : অ্যারিস্টট্ল
35 - হিউমের মতে দ্রব্য হল—
(ক) জড়
(খ) আত্মা
(গ) ঈশ্বর
(ঘ) গুণবিশিষ্ট
উওর : গুণবিশিষ্ট
36- লাইবনিজের মতে, দ্রব্যের লক্ষণ হল
(ক) স্বনির্ভরতা
(খ) আত্মসক্রিয়তা
(গ) মনাড
(ঘ) কোনোটিই নয়
উওর : আত্মসক্রিয়তা
37 -‘গুণের মাধ্যমে দ্রব্য নিজেকে প্রকাশ করে—এ কথা বলেছেন
(ক) দেকার্ত
(খ) স্পিনোজা
(গ) লাইবনিজ
(ঘ) হিউম
উওর : দেকার্ত
38 -ঈশ্বর নিরপেক্ষ দ্রব্য এবং মন ও জড় হল সাপেক্ষ দ্রব্য, বলেছেন—
(ক) দেকার্ত
(খ) বার্কলে
(গ) হিউম
(ঘ) স্পিনোজা
উওর : দেকার্ত
39- রূপ, রস, গন্ধ ইত্যাদি গুণের আধার রূপে লক্ কোন্ দ্রব্যের অস্তিত্ব স্বীকার করেন?
(ক) দেকার্ত
(খ) বার্কলে
(গ) লক্
(ঘ) স্পিনোজা
উওর : লক্
40- দ্রব্য সম্পর্কে স্পিনোজার মতবাদ কী নামে পরিচিত?
(ক) দ্বৈতবাদ
(খ) অদ্বৈতবাদ
(গ) বহুত্ববাদ
(ঘ) একেশ্বরবাদ
উওর : অদ্বৈতবাদ
41- জড়দ্রব্যের অস্তিত্ব অস্বীকার করেন- [ সংসদ নমুনা প্রশ্ন (XI) 2014]
(ক) ডেকার্ট
(খ) লক্
(গ) অ্যারিস্টট্ল
(ঘ) বার্কলে
উওর : লক্
42- দ্রব্যকে সামান্য ও বিশেষের সমন্বয় বলেছেন-[উ.মা. (XI) 2017]
(ক) প্লেটোট
(খ) বার্কলে
(গ) হিউম
(ঘ) অ্যারিস্টট্ল
উওর : অ্যারিস্টট্ল
43- “দ্রব্য সর্বদা বিশেষ্য পদ হয়” – একথা বলেছেন— [উ. ম. (XI) 2017]
(ক) প্লেটো
(খ) অ্যারিস্টটল
(গ) হিউম
(ঘ) কান্ট
উওর : অ্যারিস্টটল।
Tags :