ন্যায় দর্শন অধ্যায়ের ৩৫ টি MCQ প্রশ্ন উওর 2024 || একাদশ শ্রেণির দর্শন চতুর্থ অধ্যায়ের প্রশ্ন উওর 2024

0



ন্যায় দর্শন অধ্যায়ের ৩৫ টি MCQ প্রশ্ন উওর  2024 || একাদশ শ্রেণির দর্শন চতুর্থ অধ্যায়ের প্রশ্ন উওর 2024
ন্যায় দর্শন অধ্যায়ের MCQ প্রশ্ন উওর  2024

আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা একাদশ শ্রেণীর দর্শন ভারতীয় দর্শনের বিভাগের চতুর্থ অধ্যায় ন্যায় দর্শন অধ্যায়ের " সবচেয়ে গুরুত্বপূর্ণ 35 টি MCQ Questions Answers  তোমাদের সঙ্গে শেয়ার করবো। এর আগের পোস্টে একাদশ শ্রেণির দর্শন- পাশ্চাত্য দর্শনের চতুর্থ অধ্যায় দর্শনের ধারণা থেকে গুরুত্বপূর্ণ 30 টি mcq প্রশ্ন উওর তোমাদের সাথে শেয়ার করেছিলাম, যেগুলো তোমাদের সামনের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ওই পোস্টেও থাকছে ভারতীয় দর্শন বিভাগের " ন্যায় দর্শন " অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ 35 টি mcq প্রশ্ন উওর তোমাদের দেবো।। 

Table Of Contents

একাদশ শ্রেণীর দর্শন mcq প্রশ্ন উত্তর 
• ভারতীয় দর্শনের চতুর্থ অধ্যায় দর্শনের ধারণা mcq
• ভারতীয় দর্শন প্রশ্ন উওর 
• ভারতীয় দর্শন mcq প্রশ্ন উওর
• ভারতীয় দর্শন চতুর্থ অধ্যায় প্রশ্ন উওর
• ভারতীয় দর্শন চতুর্থ অধ্যায় mcq 
• একাদশ শ্রেণীর ন্যায় দর্শন অধ্যায়ের mcq question answer 
• একাদশ শ্রেণীর চতুর্থ অধ্যায়ের mcq প্রশ্ন উওর 
• একাদশ শ্রেণীর চতুর্থ অধ্যায় দর্শনের ধারণা mcq
• একাদশ শ্রেণীর দর্শন চতুর্থ অধ্যায়ের mcq প্রশ্ন উওর 
• একাদশ শ্রেণীর দর্শন নোট
• ক্লাস ইলেভেন দর্শন mcq প্রশ্ন উত্তর

 

ন্যায় দর্শন অধ্যায়ের ৩৫ টি MCQ প্রশ্ন উওর  2024 || একাদশ শ্রেণির দর্শন চতুর্থ অধ্যায়ের প্রশ্ন উওর 2024



সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো (MCQ) :

১- ন্যায় দর্শনের প্রবক্তা হলেন—[উ.মা. (XI) 2014]

(ক) গৌতম বুদ্ধ

(খ) কণাদ

(গ) মহর্ষি গৌতম

(ঘ) শংকর

উওর : (গ) মহর্ষি গৌতম


২- ন্যায় দর্শনের মূল গ্রন্থের নাম কী?

(ক) ন্যায়ভাষ্য

(খ) ন্যায়সূত্র

(গ) ন্যায়মঞ্জরী

(ঘ) ন্যায়কন্দলী

উওর : ন্যায়সূত্র।


৩-ন্যায়সূত্রের প্রথম ভাষ্য রচনা করেন কে?

(ক) বাচস্পতি মিশ্র

(খ) বাৎসায়ন 

(গ) জয়ন্ত ভট্ট

(ঘ) শ্রীধর ভট্ট

উওর : বাৎসায়ন।



৪- ন্যায় মতে প্রমাণ-[উ.মা. (XI) 2014, 2018 ]

(ক) তিনটি

(খ) চারটি

(গ) পাঁচটি

(ঘ) ছয়টি

উওর : চারটি


৫- ন্যায় মতে লৌকিক সন্নিকর্ষ কত প্রকার?

(ক) তিনটি

(খ) পাঁচটি

(গ) ছয়টি

(ঘ) চারটি

উওর : ছয়টি


৬- ন্যায় মতে, পরার্থানুমানের অবয়ব কয়টি?

(ক) তিনটি

(খ) চারটি

(গ) পাঁচটি

(ঘ) ছয়টি

উওর : পাঁচটি।


৭- ন্যায় মতে, অলৌকিক সন্নিকর্ষ কয়টি?

(ক) দুইটি

(খ) তিনটি

(গ) চারটি

(ঘ) পাঁচটি

উওর : তিনটি


৮ -নব্য নৈয়ায়িক মর্ত্যে, অনুমিতির করণ কী?

(ক) পরামর্শ

(খ) প্রমা

(গ) প্রমাণ

(ঘ) ব্যাপ্তিজ্ঞান

উওর : প্রমাণ


৯- ন্যায় মতে, ব্যাপ্তি-নির্ণয় প্রক্রিয়া কয়টি? 

(ক) তিনটি

(খ) ছয়টি

(গ) চারটি

(ঘ) সাতটি

উওর : ছয়টি

৯- ন্যায় মতে, জ্ঞান কত প্রকার?

(ক) তিন

(খ) চার

(গ) পাঁচ

(ঘ) দুই

উওর : দুই।


১১- ন্যায় মতে, প্রমা বা যথার্থ জ্ঞান কত প্রকার?

(ক) তিন

(খ) চার

(গ) পাঁচ

(ঘ) ছয়

উওর : চার।


১২ 'তত্ত্বচিন্তামণি' গ্রন্থটি কার লেখা?

(ক) বর্ধমান উপাধ্যায়

(খ) গঙ্গেশ উপাধ্যায়

(গ) জয়ন্ত ভট্ট

(ঘ) শ্রীধর ভট্ট

উওর : গঙ্গেশ উপাধ্যায়।


১৩- 'ন্যায়মশ্বরী' গ্রন্থটি কার লেখা? (ক) শ্রীধর ভট্ট

(খ) উদয়ন

(গ) জয়ন্ত ভট্ট

(ঘ) বাৎস্যায়ন

উওর : জয়ন্ত ভট্ট।


১৪ - ন্যায় মতে অলৌকিক সন্নিকর্ষ হল - [ঊ.মা (X1) 2016]

(ক) তিনটি ১

(খ) চারটি

(গ) দুই

(ঘ) পাঁচ।





১৫- পরামর্শ থেকে যে জ্ঞান উৎপন্ন হয়, তাকে কী বলে? 

(ক) ব্যাপ্তিজ্ঞান

(খ) প্রমা

(গ) অনুমিতি

(ঘ) উপমিতি

উওর : অনুমিতি।


১৫- যে পদার্থে সাধ্যের উপস্থিতি সম্পর্কে সংশয় থাকে, তাকে কী বলে?

(ক) হেতু

(খ) সাধ্য

(গ) পক্ষ

(ঘ) ব্যাপ্তি 

উওর : পক্ষ


১৮- যে পদার্থকে অনুমান করা হয়, তাকে কী বলে?

(ক) পক্ষ

(খ) সাধ্য 

(গ) হেতু

(ঘ) উপমান

উওর : সাধ্য


১৯ - হেতুর অপর নাম কী? 

(ক) পরামর্শ

(খ) লিঙ্গ

(গ) জ্ঞান

(ঘ) ব্যাপ্তি

উওর : লিঙ্গ।


২৪ - ন্যায় দর্শন কোন্ শ্রেণির দর্শন?

(ক) আস্তিক 

(খ) নাস্তিক 

(গ) শৈব 

(ঘ) বৈষ্ণব

উওর : আস্তিক


২৫- ন্যায় মতে, দুই প্রকার জ্ঞান কী কী?

(ক) স্মৃতি ও বিস্মৃতি

(খ) স্মৃতি ও প্রমা

(গ) স্মৃতি ও জ্ঞান

(ঘ) স্মৃতি ও অনুভব 

উওর : স্মৃতি ও অনুভব


২৬ - ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সন্নিকর্ষের ফলে উৎপন্ন জ্ঞানকে কী বলা হয়?

(ক) প্রত্যক্ষ

(খ) অনুমান

(গ) উপমান

(ঘ) শব্দ

উওর : প্রত্যক্ষ


২৭- ন্যায় মতে, প্রত্যক্ষ প্রমাণ কোনটি।

(ক) অনুমান

(খ) ইন্দ্ৰিয়

(গ) অনুভব

(ঘ) শব্দ

উওর : ইন্দ্ৰিয়।


২৮- ন্যায় দর্শনে ‘সন্নিকর্ষ" শব্দটির অর্থ কী?

(ক) প্রত্যক্ষ

(খ) বিষয়

(গ) সম্বন্ধ

(ঘ) জ্ঞান

উওর : সম্বন্ধ।


২৯- ইন্দ্রিয়ার্থ' কথাটির অর্থ কী?

 (ক) ইন্দ্রিয়ের অর্থ

 (খ) ইন্দ্রিয়ের বিষয় 

 (গ) ইন্দ্রিয়ের অনুভব

 (ঘ) ইন্দ্রিয়ের প্রত্যক্ষ

 উওর : ইন্দ্রিয়ের বিষয়।


৩০- পঞ্চাবয়বী বাক্যের প্রথম বাক্যটিকে কী বলা হয়?


(ক) উদাহরণ 

(খ) উপনয়

(গ) নিগমন

(চ) প্রতিজ্ঞা

উওর : প্রতিজ্ঞা।


৩০- ‘ন্যায়সূত্র' গ্রন্থের রচয়িতা হলেন—[উ. ম. (XI) 2017 ]

(ক) মহর্ষি গৌতম

(খ) মহর্ষি বাৎস্যায়ন

(গ) মহর্ষি গঙ্গেশ

(ঘ) মহর্ষি কপিল

উওর : মহর্ষি গৌতম


৩১- ন্যায় মতে ব্যাপ্তি হল এক প্রকারের -[সংসদ নমুনা প্রশ্ন (XI) 2014 ]

(ক) দ্ৰব্য

(খ) গুণ

(গ) কর্ম

(ঘ) সমৃদ্ধ 

উওর : সমৃদ্ধ


৩২- আচার্য বিশ্বনাথ হলেন -[উ.মা. (XI) 2015 ]

(ক) বৈশেষিক

(খ) বেদান্ত

(গ) ন্যায়

(ঘ) সাংখ্য দার্শনিক

উওর : ন্যায়


৩৩- ন্যায়মতে ‘অনুমিতি হল [উ. ম. (XI) 2015, 2018 ]

(ক) প্রমা

(খ) প্রমেয়

(গ) প্রমাণ

(ঘ) প্রমাতা

উওর : প্রমা


৩৪- আচার্য গঙ্গেশ হলেন—[উ. ম. (XI) 2016 ] 

(ক) বৈশেষিক

(খ) বেদান্ত

(গ) ন্যায়

(ঘ) সাংখ্য দার্শনিক

উওর : ন্যায়


৩৫ - পঞ্চাবয়বী ন্যায় মেনেছেন—

(ক) বৌদ্ধ

(খ) চার্বাক

(গ) নৈয়ায়িক 

(ঘ) জৈন 

উওর : নৈয়ায়িক


আশাকরি যে, আজকের এই ব্লগ পোস্ট থেকে তোমরা একাদশ শ্রেণির দর্শন MCQ প্রশ্ন উওর হিসেবে  ভারতীয় দর্শন বিভাগের ন্যায় দর্শন অধ্যায় থেকে যেই গুরুত্বপূর্ণ 35 টি mcq questions answers শেয়ার করা হয়েছে, তা তোমাদের ভালো লেগেছে। আজকে আমরা শুধুমাত্র ন্যায় দর্শন অধ্যায়ের গুরুত্বপূর্ণ 35 টি mcq প্রশ্ন উওর শেয়ার করলাম। আমরা পরবর্তীতে ক্লাস ইলেভেনের দর্শন বাকি প্রশ্ন উত্তর শেয়ার করবো। 


Tags: 

ন্যায় দর্শন mcq ২০২৪ | একাদশ শ্রেণির ন্যায় দর্শন mcq প্রশ্ন উওর 2024 | ক্লাস 11 ন্যায় দর্শন mcq প্রশ্ন উওর  2024 | ক্লাস 11 ভারতীয় দর্শনের MCQ প্রশ্ন উওর | একাদশ শ্রেণীর দর্শন MCQ প্রশ্ন উত্তর | একাদশ শ্রেণীর দর্শন চতুর্থ অধ্যায়ের প্রশ্ন উওর | একাদশ শ্রেণীর দর্শন নোট | ন্যায় দর্শন অধ্যায়ের প্রশ্ন উওর 2024

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top