ক্রন্দনরতা জননীর পাশে কবিতার MCQ || HS Bengali MCQ & SAQ Question Answers

0


ক্রন্দনরতা জননীর পাশে কবিতার MCQ || HS Bengali MCQ & SAQ Question Answers
ক্রন্দনরতা জননীর পাশে কবিতার MCQ

আজকের এই ব্লগে আমরা দ্বাদশ শ্রেণির বাংলা বা উচ্চ মাধ্যমিক বাংলা মৃদুল দাশগুপ্তের লেখা ক্রন্দনরতা জননীর পাশে কবিতার (west bengal class 12 Bengali Question Answer & Suggestion 2023 ) অত্যন্ত গুরুত্বপূর্ণ 21 টি MCQ প্রশ্ন উওর তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক বাংলা ক্রন্দনরতা জননীর পাশে কবিতার MCQ Question Answer গুলো শেয়ার করা হলো। পরবর্তীতে এই কবিতার বড় প্রশ্ন উওর গুলো শেয়ার করবো।

ক্রন্দনরতা জননীর পাশে কবিতার MCQ || HS Bengali MCQ & SAQ Question Answers

1-ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি কার লেখা? 

উওর : মৃদুল দাশগুপ্তের লেখা।

2- ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে?

উওর : 'ধানক্ষেত' নামক কবিতা পুস্তিকা থেকে।

3- কবি যে জননীর পাশে দাঁড়াতে চেয়েছেন তিনি—

উওর : ক্রন্দনরতা।

4- ক্রন্দনরতা জননীর পাশে না থাকলে কবির অর্থহীন মনে হয়েছে -

উওর ; লেখালেখিকে

5- নিহত ভাই-এর শবদেহ কবির মনে জাগিয়েছিল—

উওর : ক্রোধ

6- নিহত ভাই-এর শবদেহ দেখে জেগে ওঠা ক্রোধের সঙ্গে যুক্ত আছে—

উওর : মূল্যবোধ

7- কবিতায় নিখোঁজ ছিন্নভিন্ন মেয়েটিকে পাওয়া গিয়েছিল—

উওর : জঙ্গলে।

8- আকাশের দিকে তাকিয়ে চাওয়া হয়—

উওর : বিধির বিচার 

9- জঙ্গলে নিখোঁজ মেয়েটিকে পাওয়া গিয়েছিল—

উওর : ছিন্নভিন্ন অবস্থায়

10- ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় কী জেগে ওঠে?—

উওর : কবির বিবেক 

11- নিজের বিবেককে কবি যার সঙ্গে তুলনা

করেছেন, তা হল

উওর : বারুদ।

12- ক্রন্দনরতা জননী হলেন—

উওর : কবির স্বদেশ।

13-“না-ই যদি হয় ক্রোধ”—কবির মতে ক্রোধের জাগরণ ঘটা উচিত—

উওর : নিহত ভাইয়ের শবদেহ দেখে

14- কবি কার পাশে থাকতে চেয়েছেন ?

উওর :  ক্রন্দনরতা জননীর।

15- বিধির বিচার চাওয়ার চেয়ে কবির কাছে গুরুত্বপূর্ণ হলো - 

উওর : প্রতিবাদ।

16- “আমি তা পারি না।” যা না পারার কথা বলা হয়েছে— 

উওর : বিধির মুখাপেক্ষী হয়ে থাকা।

17- কবির বিবেক জেগে ওঠার পটভূমি হল—

উওর : কবিতা।

18- ক্রন্দনরতা জননী হলেন-

উওর : তাঁর স্বদেশ।

19- ছিন্নভিন্ন মেয়েটিকে দেখে কবি কোথায় তাকাবেন না

উওর : আকাশের দিকে। 

20- 'বিবেক' বলতে কাকে বোঝানো হয়েছে?

উওর : অন্তরাত্মা।

21- কবির আকাশের দিকে না চাওয়ার কারণ কি? 

উওর : বিধির বিচারের অপেক্ষায় না থাকা।


Tags : ক্রন্দনরতা জননীর পাশে কবিতার প্রশ্ন উত্তর | ক্রন্দনরতা জননীর পাশে কবিতার MCQ | ক্রন্দনরতা জননীর পাশে কবিতার SAQ | উচ্চমাধ্যমিক বাংলা ক্রন্দনরতা জননীর পাশে কবিতার প্রশ্ন উওর

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top