WB Class 11 Philosophy SAQ || একাদশ শ্রেণির ভারতীয় দর্শন || দর্শনের ধারণা প্রশ্ন উওর

0

 

WB Class 11 Philosophy SAQ || একাদশ শ্রেণির ভারতীয় দর্শন || দর্শনের ধারণা প্রশ্ন উওর
একাদশ শ্রেণির ভারতীয় দর্শনের প্রশ্ন উওর


আজকের এই ব্লগে আমরা একাদশ শ্রেণির ভারতীয় দর্শনের প্রথম অধ্যায় (WBCHE Class 11 Indian Philosophy) দর্শনের ধারণা থেকে 20+ Most Important Class 11 Philosophy SAQ Question Answers তোমাদের সঙ্গে শেয়ার করবো।।


WB Class 11 Philosophy SAQ || একাদশ শ্রেণির ভারতীয় দর্শন || দর্শনের ধারণা প্রশ্ন উওর


1- ভারতীয় মতে দর্শন বলতে কি বোঝায়?

উওর : ভারতীয় মতে দর্শন বলতে বোঝায় আত্মদর্শণ। অর্থাৎ নিজেকে দেখা বা জানা। 

2-  ভারতীয় দর্শন সম্প্রদায়কে কয়টি ভাগে ভাগ করা হয়?

উওর : দুটি ধারায়। যথা- আস্তিক সম্প্রদায় এবং নাস্তিক সম্প্রদায়। 

3-  ষড়দর্শন কাকে বলে?

উওর : ভারতীয় দর্শন সম্প্রদায়ের সাংখ্য,যোগ ন্যায়, বৈশেষিক,  মীমাংসা ও বেদান্ত- এই ছয়টি সম্প্রদায়কে একত্রে ষড়দর্শন বলা হয়।

4- ভারতীয় দর্শনে আস্তিক সম্প্রদায় বলতে কী বোঝায়? 

উওর : যে সকল দর্শন সম্প্রদায়ের বেদ এবং ঈশ্বরের অস্তিত্বের বিশ্বাসী তাদের আস্তিক সম্প্রদায় বলা হয়। 

5- ভারতীয় দর্শনে নাস্তিক সম্প্রদায় বলতে কী বোঝায়? 

উওর : যে সকল দর্শন সম্প্রদায়ের বেদ এবং ঈশ্বরের অস্তিত্বের বিশ্বাসী নয়, তাদের নস্তিক সম্প্রদায় বলা হয়। 

6- ভারতীয় দর্শন বিভাগে আস্তিক দার্শনিক সম্প্রদায়ের সংখ্যা কত? 

উওর : ভারতীয় দর্শন বিভাগে আস্তিক দার্শনিক সম্প্রদায়ের সংখ্যা হলো ছয়। যথা - সাংখ্য,যোগ ন্যায়, বৈশেষিক,  মীমাংসা ও বেদান্ত- এই ছয়টি সম্প্রদায়কে একত্রে আস্তিক দার্শনিক সম্প্রদায় বলা হয়।

7- ভারতীয় দর্শনের নাস্তিক দার্শনিক সম্প্রদায়ের সংখ্যা কত?

উওর : তিন। যথা - চার্বাক দর্শন, বৌদ্ধ দর্শন এবং জৈন দর্শন হলো নাস্তিক দার্শনিক সম্প্রদায়। 

8- সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা কে?

উওর : মহাঋষি কপিল হলেন সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা। 

9- ভারতীয় দর্শনের প্রাচীনতম দর্শন শাখা কোনটি?

উওর : ভারতীয় দর্শনে প্রাচীনতম দর্শন শাখা হলো সাংখ্য দর্শন। 

11-যোগ দর্শনের প্রতিষ্ঠাতা কে?

উওর : যোগ দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি পাতঞ্জল বা পাতঞ্জলি। 

12- কোন দর্শনকে সেশ্বর সাংখ্য বলা হয়?

উওর : যোগ দর্শনকে সেশ্বর সাংখ্য বলা হয়।

13- ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা কে?

উত্তর : ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি গৌতম। 

14- বৈশেষিক দর্শনের প্রতিষ্ঠাতা কে?

উত্তর : বৈশেষিক দর্শনের প্রতিষ্ঠাতা হলেন ঋষি কণাদ। 

15- চার্বাক দর্শনের প্রতিষ্ঠাতা কে?

উওর : চার্বাক দর্শনের প্রতিষ্ঠাতা হলেন লোকপুত্র বৃহস্পতি। 

16- কোন দর্শনের অপর নাম লোকায়ত দর্শন?

উওর : চার্বাক দর্শনের অপর নাম হল লোকায়ত দর্শন।

17- বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠাতা কে?

উওর : গৌতম বুদ্ধ হলেন বৌদ্ধ দর্শনের প্রবর্তক।

18- বৌদ্ধ দর্শনে কয়টি আর্য সত্য রয়েছে?

উওর : বৌদ্ধ দর্শনে চারটি আর্য সত্য রয়েছে।

19- বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম কি?

উওর : ত্রিপিটক।

20- তত্ত্বচিন্তামণি গ্রন্থটির রচয়িতা কে?

উওর : তত্ত্বচিন্তামণি গ্রন্থটির রচয়িতা হলেন গঙ্গেশ উপাধ্যায়।।

21- সর্বপ্রথম কে ন্যায় সূত্রের ভাষ্য রচনা করেছিলেন?

উওর : বাৎসায়ন সর্বপ্রথম ন্যায় সূত্রের ভাষ্য রচনা করেছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top