একাদশ শ্রেণীর দর্শন mcq |
আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা একাদশ শ্রেণীর দর্শন প্রথম অধ্যায়" দর্শনের ধারণা অধ্যায়ের 30 টি MCQ প্রশ্ন উওর শেয়ার করবো। একাদশ শ্রেণীর দর্শন প্রথম অধ্যায়ের MCQ বা দর্শনের ধারণা অধ্যায়ের MCQ প্রশ্ন উওর গুলো তোমাদের সামনের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি তোমাদের জন্য, দর্শনের ধারণা অধ্যায়ের যেই 30 টি mcq প্রশ্ন উওর নিয়ে এসেছি, সেগুলো অনেকবার পরীক্ষার এসেছে বা বিভিন্ন স্কুলের পরিক্ষার এসে থাকে। তাই আজকের এই প্রশ্ন উওর গুলো ভালো করে দেখে রেখো।
একাদশ শ্রেণির দর্শন প্রথম অধ্যায়- দর্শনের ধারণা অধ্যায়ের 30+ MCQ প্রশ্ন উওর 2024
1- 'সংশয় থেকেই দর্শনের উৎপত্তি'। - একথা বলেছেন -
• প্লেটো
• অ্যারিস্টট্ল
• দেকার্ত
• রাসেল
উওর : দেকার্ত
2- ‘অধিবিদ্যা সম্ভব নয়’–এ কথা বলেন—
• ডেকার্ত
• স্পিনোজা
• হিউম
• এয়ার
উওর : হিউম
3- 'বিস্ময়ই দর্শনের জনক'- একথা কে বলেছেন ?
• প্লেটো
• অ্যারিস্টট্ল
• ডেকার্ত
• রাসেল
উওর : প্লেটো
4- 'দর্শন হল বিশ্ব সম্বন্ধে সম্পূর্ণ ঐক্যবদ্ধ জ্ঞান'—এটি কার মত? [সংসদ নমুনা প্রশ্ন (XI) 2006)
• কান্ট
• স্পেনসার
• দেকার্ত
• প্লেটো
উওর : স্পেনসার
5- 'Critique of Pure Reason'—গ্রন্থটি কার লেখা?
• লক
• কান্ট
• হিউম
• বার্কলে
উওর : কান্ট
6- ‘Philosopher' কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
• সক্রেটিস
• স্পিনোজা
• কান্ট
• পিথাগোরাস
উওর : পিথাগোরাস
7- যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় হল—[সংসদ নমুনা প্রশ্ন (XI) 2014]
• জ্ঞান
• অনুমান
• সমাজ
• পরমতত্ত্ব
উওর : অনুমান
8- 'Metaphysics' শব্দটি প্রথম ব্যবহার করেন কে?
• প্লেটো
• অ্যারিস্টট্ল
• দেকার্ত
• রাসেল
উওর : অ্যারিস্টটল
9- সক্রেটিস "আমি চিন্তা করি, অতএব আমি আছি- বলেছেন?
• প্লেটো
• অ্যারিস্টট্ল
• দেকার্ত
• রাসেল
উওর : দেকার্ত
10 -সংশয় থেকেই দর্শনের উৎপত্তি'—উক্তিটি করেন-
• প্লেটো
• অ্যারিস্টট্ল
• দেকার্ত
• রাসেল
উওর : দেকার্ত
11- বিস্ময় থেকেই দর্শনের উৎপত্তি'- উক্তিটি করেন-
• প্লেটো
• অ্যারিস্টট্ল
• দেকার্ত
• রাসেল
উওর : প্লেটো
12- দর্শন হল সামগ্রিকভাবে ঐক্যবন্ধ জ্ঞান - কথাটি কে বলেছেন?
• দেকার্ত
• স্পিনোজা
• হার্বাট স্পেনসার
• রাসেল
উওর : হার্বাট স্পেনসার।
13- দর্শনের যে শাখা যুক্তির বৈধতা নিয়ে আলোচনা করে তা হল -.(XT) 2014]
• অধিবিদ্যা
• যুক্তিবিদ্যা
• জ্ঞানবিদ্যা
• ধর্মদর্শন
14- পাশ্চাত্য দর্শনের জনক কাকে বলা হয়?
• দেকার্ত
• অ্যারিস্টট্স
• পিথাগোরাস
• থালেস
উওর : থালেস
15 -আধুনিক দর্শনের জনক হলেন -
• সক্রেটিস
• দেকার্ত
• পিথাগোরাস
• থালেস
উওর : দেকার্ত।
16 - মানুষের আচার-আচরণ বা ব্যক্তির চরিত্র সম্পর্কীয় বিজ্ঞান হল - (.. (XT) 2016, 2018 ]
• যুক্তিবিজ্ঞান
• নীতিবিজ্ঞান
• মনোবিজ্ঞান
• শিক্ষাবিজ্ঞান
উওর : নীতিবিজ্ঞান
17- আমাদের জ্ঞান সম্পর্কিত যাবতীয় প্রশ্ন আলোচিত হয় দর্শনের যে শাখায় তার নাম কী?
• অধিবিদ্যা
• জ্ঞানবিদ্যা
• নীতিবিদ্যা
• তর্কবিদ্যা
উওর : জ্ঞানবিদ্যা।
18 - বন্ধুর সত্বা নিয়ে আলোচনা করে দর্শনের যে শাখা, তার নাম কী?
• অধিবিদ্যা
• জ্ঞানবিদ্যা
• নীতিবিদ্যা
• তর্কবিদ্যা
• উওর : অধিবিদ্যা
19 - অতীন্দ্রিয় নিয়ে আলোচনা করে দর্শনের যে শাখা, তার নাম কী?
• অধিবিদ্যা
• জ্ঞানবিদ্যা
• নীতিবিদ্যা
• তর্কবিদ্যা
• উওর : অধিবিদ্যা
20- কোন শব্দের ধাতুগত অর্থ হল জ্ঞানের প্রতি অনুরাগ?
• philosophy
• Metaphysics
• Knowledge
• Ethics
উওর : philosophy
21- "দর্শন' শব্দটির ইংরেজি প্রতিশব্দ?
• Philos
• Sophia
• metaphysics
• philosophy
উওর : philosophy
22- Philosophy" শব্দটির উৎপত্তি হয়েছে কোন দুটি শব্দ থেকে?
• Meta ও Physics
• Episteme ও Logos
• Ethics ও Sophia
• Philos ও Sophia
• উওর : Philos ও Sophia
23- দর্শনের সমস্যাটি কী?
• আন্তর সমস্যা
• বাহ্যিক সমস্যা
• গঠনগত সমস্যা
• ভাবগত সমস্যা
উওর : আন্তর সমস্যা
24- দর্শন হল বিজ্ঞানের বিজ্ঞান বা সর্বোত্তম বিজ্ঞান -কে বলেছেন?
• লক
• প্লেটো
• কোৎ
• অ্যারিস্টটল
উওর : কোৎ
25- নীতিবিদ্যার আলোচ্য বিষয় কী?
• মানুষের আচরণ
• মানুষের জ্ঞান
• মানুষের দার্শনিক চিন্তাভাবনা
• নোটিই নয়।
• উওর : মানুষের আচরণ
26 - সমাজদর্শন কী নিয়ে আলোচনা করে?
• সমাজ
• সামাজিক জীব
• সামাজিক কর্তব্য
• সামাজিক রীতিনীতি
উওর : সমাজ
27 - ভারতীয় মতে দর্শন বলতে কী বোঝায়?
• আত্ম দর্শন
• স্বপ্ন দর্শন
• চাক্ষুস দর্শন
• কোনোটিই নয়
উওর : আত্ম দর্শন
888
28 - দর্শন হলো ভাষার সমালোচনা - এই উক্তিটি কার?
• কান্ট
• দেকার্ত
• এয়ার
• পলসন
উওর : এয়ার।
29 - ফিলোসফি কথাটির অর্থ কি?
• জ্ঞান
• আগ্রহ
• দেখা
• জ্ঞানের প্রতি আগ্রহ বা অনুরাগ
উওর : জ্ঞানের প্রতি আগ্রহ বা অনুরাগ।
30 - মানুষের ভালো মন্দ বিচার করে দর্শনের কোন শাখা?
• নীতিবিদ্যা
• অধিবিদ্যা
• জ্ঞানবিদ্যা
• তর্কবিদ্যা
উওর : নীতিবিদ্যা।
আশাকরি যে, আজকের এই পোস্ট থেকে তোমরা একাদশ শ্রেণির দর্শন প্রথম অধ্যায়- দর্শনের ধারণা অধ্যায়ের গুরুত্বপূর্ণ 30+ MCQ প্রশ্ন উওর পেয়ে গেছো।।
Tags: