WB Class 11 Philosophy MCQ Question Answer | একাদশ শ্রেণির চার্বাক দর্শন mcq প্রশ্ন উওর

0

WB Class 11 Philosophy MCQ Question Answer | একাদশ শ্রেণির চার্বাক দর্শন mcq প্রশ্ন উওর 


WB Class 11 Philosophy MCQ Question Answer | একাদশ শ্রেণির চার্বাক দর্শন mcq প্রশ্ন উওর
একাদশ শ্রেণীর চার্বাক দর্শন প্রশ্ন উওর


আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা একাদশ শ্রেণীর দর্শন ভারতীয় দর্শনের বিভাগের দ্বিতীয় অধ্যায় " চার্বাক দর্শন " এর ( Class 11 Philosophy chapter 1 questions and answers in bengali ) " সবচেয়ে গুরুত্বপূর্ণ 25 টি mcq question answer তোমাদের সঙ্গে শেয়ার করবো। একাদশ শ্রেণির দর্শন এ চার্বাক দর্শন থেকে অনেক গুরুত্বপূর্ণ mcq question তোমাদের পরিক্ষায় এসে থাকে। তাই আমরা তোমাদের জন্য, পরিক্ষায় আসতে পারে এমন কিছু বাছাই করা প্রশ্ন, চার্বাক দর্শন থেকে তুলে ধরেছি। এর আগের পোস্টে একাদশ শ্রেণির দর্শন- পাশ্চাত্য দর্শনের প্রথম অধ্যায় দর্শনের ধারণা থেকে গুরুত্বপূর্ণ 30 টি mcq question answer তোমাদের সাথে শেয়ার করেছিলাম, যেগুলো তোমাদের সামনের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ওই পোস্টেও থাকছে একাদশ শ্রেণির দর্শন দ্বিতীয় অধ্যায় " চার্বাক দর্শন  " সবচেয়ে গুরুত্বপূর্ণ 26 + টি mcq প্রশ্ন উওর। আজকের এই 26 টি mcq প্রশ্ন গুলো বিভিন্ন স্কুলের পরিক্ষায় এসে থাকে বা এসেছিল, তাই একাদশ শ্রেণির চার্বাক দর্শন থেকে আজকের এই 25+ টি mcq প্রশ্ন উওর গুলো ভালো করে দেখে রেখো।

Table Of Contents

• একাদশ শ্রেণীর দর্শন mcq প্রশ্ন উত্তর 
• চার্বাক দর্শন mcq প্রশ্ন উওর 
• একাদশ শ্রেণীর চার্বাক দর্শন mcq প্রশ্ন উওর
• ভারতীয় দর্শনের দ্বিতীয় অধ্যায় চার্বাক দর্শন question answer 
• ভারতীয় দর্শন প্রশ্ন উওর 
• ভারতীয় দর্শন mcq প্রশ্ন উওর
• ভারতীয় দর্শন দ্বিতীয় অধ্যায় প্রশ্ন উওর
• ভারতীয় দর্শন দ্বিতীয় অধ্যায় mcq 
• একাদশ শ্রেণীর দর্শনের ধারণা অধ্যায়ের mcq question answer 
• একাদশ শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের mcq প্রশ্ন উওর 
• একাদশ শ্রেণীর দ্বিতীয় অধ্যায় দর্শনের ধারণা mcq
• একাদশ শ্রেণীর দর্শন দ্বিতীয় অধ্যায়ের mcq প্রশ্ন উওর 
• একাদশ শ্রেণীর দর্শন নোট
• ক্লাস ইলেভেন দর্শন mcq প্রশ্ন উত্তর

 

WB Class 11 Philosophy MCQ Question Answer | একাদশ শ্রেণির চার্বাক দর্শন mcq প্রশ্ন উওর

সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো (MCQ):

1- কোন্ দর্শন সম্প্রদায় জন্মান্তরে বিশ্বাস করে না?

(ক) বৌদ্ধ

(খ) ন্যায়

(গ) চার্বাক

(ঘ) সাংখ্য

উওর : চার্বাক


2- এদের মধ্যে কোন্ সম্প্রদায় নাস্তিক?

(ক) ন্যায়

(খ) বৈশেষিক

(গ) মীমাংসা 

(ঘ) বৌদ্ধ

উওর : বৌদ্ধ


3- কোন্ সম্প্রদায় জড়বাদী নামে পরিচিত?

(ক) সাংখ্য 

(খ) যোগ

(গ) চার্বাক

(ঘ) বৌদ্ধ

উওর : চার্বাক।


4- চার্বাক মতে 'প্রমাণ' ক-টি?

(ক) তিনটি

(খ) চারটি

(গ) একটি

(ঘ) পাঁচটি

 উওর : একটি


5- কোন্ সম্প্রদায় আস্তিক?

(ক) চার্বাক

(খ) বৌদ্ধ

(গ) ন্যায়

(ঘ) জৈন

উওর : ন্যায়।


6- কোন সম্প্রদায় ঈশ্বরবিশ্বাসী নন? (ক) ন্যায় 

(খ) বৈশেষিক

(গ) যোগ

(ঘ) চার্বাক

উওর : চার্বাক


7- কোন সম্প্রদায়ের মতে ‘শব্দ প্রমাণ নয়?

(ক) বৌদ্ধ 

(খ) ন্যায় 

(গ) চার্বাক

(ঘ) সাংখ্য

উওর : চার্বাক।


8- কোন্ সম্প্রদায় চতুর্ভূতে বিশ্বাসী?

(ক) সাংখ্য

(খ) বৈশেষিক

(গ) বৌদ্ধ

(ঘ) চার্বাক

উওর : চার্বাক


9- 'বেদ' মানে না কোন সম্প্রদায় ?

(ক) সাংখ্য

(খ) ন্যায় 

(গ) চার্বাক

(ঘ) মীমাংসা

উওর : চার্বাক।


10- কোন সম্প্রদায়ের মতে, 'এ জীবনেই মোক্ষলাভ সম্ভব? 

(গ) চার্বাক

(ক) ন্যায়

(খ) চার্বাক

(গ) বৌদ্ধ

উওর : বৌদ্ধ


11- কোন সম্প্রদায়ের মতে, ‘জগৎ হল জড়ের স্বাভাবিক পরিণতি? 

(ক) জৈন

(খ) বৈশেষিক 

(গ) চার্বাক 

(গ) ন্যায়

উওর : চার্বাক


12- ‘চৈতন্যবিশিষ্ট দেহ-ই আত্মা'—এটি

কোন সম্প্রদায়ের মত?

(ক) মীমাংসা

(খ) ন্যায়

(গ) বৌদ্ধ

(ঘ) চার্বাক

উওর : চার্বাক


13- 'প্রত্যক্ষই একমাত্র প্রমাণ'—এই মতটি কোন সম্প্রদায়ের? [.ম. (XI) 2014]

(ক) বৌদ্ধ

(খ) সাংখ্য

(গ) চার্বাক

(ঘ) ন্যায়

উওর : চার্বাক।


14-  অনুমান প্রমাণ নয়' –এ কথা বলেছেন  -

(ক) সাংখ্য

(খ) ন্যায়

(গ) চার্বাক 

(ঘ) ন্যায়

উওর : চার্বাক।


15- কোন সম্প্রদায়ের মতে, 'জড়ই চরম ও পরম তত্ত্ব?

(ক) ন্যায়

(খ) বৈশেষিক

(গ) চার্বাক

(ঘ) জৈন

উওর : চার্বাক


16- চার্বাক দর্শনের প্রতিষ্ঠাতা কে?

(ক) মনু

(খ) পাতঞ্জল

(গ) বৃহস্পতি

(ঘ) শংকর

উওর : বৃহস্পতি।


17- কোন্ দর্শন 'লোকায়ত দর্শন' নামে পরিচিত? 

(ক) ন্যায়

(খ) বৈশেষিক

(গ) চার্বাক

(ঘ) বৌদ্ধ 

 উওর : চার্বাক।

 

18- চার্বাকেরা কোন উপাদানটি অস্বীকার করেন?

(ক) তেজ

(খ) ক্ষিতি

(গ) মরুৎ

(গ) ব্যোম

উওর : ব্যোম।


19- চৈতন্যবিশিষ্ট দেহকে চার্বাকেরা কী নামে অভিহিত করেন?

(ক) ঈশ্বর

(খ) আত্মা

(গ) দেহ

(ঘ) কোনোটাই নয়

উওর : আত্মা।


20- কোন ভারতীয় দার্শনিক সম্প্রদায় মনে করেন, 'বেদ ভণ্ড পুরোহিতদের দ্বারা রচিত?

(ক) ন্যায়

(খ) বৈশেষিক

(গ) সাংখ্য

(ঘ) চার্বাক

উওর : চার্বাক


21- চার্বাকদের আত্মা সম্পর্কিত মতবাদ কী নামে পরিচিত?

(ক) চৈতন্যবাদ

(খ)দেহাত্মবাদ

(গ) আত্মাবাদ

(ঘ) সুখবাদ

উওর : দেহাত্মবাদ।


22- চার্বাক মতে একমাত্র প্রমাণ কী?

(ক) প্রত্যক্ষ

(খ) অনুমান

(গ) উপমান

(ঘ) শব্দ

উওর : প্রত্যক্ষ।


23- সুখলাভকে জীবনের মূল লক্ষ্য বলেছেন কোন দার্শনিক সম্প্রদায়।

(ক) চার্বাক

(খ) বৌদ্ধ 

(গ) জৈন 

(ঘ) ন্যায় 

উওর : চার্বাক।


24- কার্মকে পরম পুরুষার্থ বলেছেন কোন্ দার্শনিক সম্প্রদায় ?

(ক) বৌদ্ধ

(খ) জৈন

(গ) চার্বাক

(ঘ) ন্যায়

উওর : চার্বাক।


25- চার্বাক মতে, শব্দ প্রমাণ নয় কারণ -

(ক) শব্দের প্রত্যক্ষ হয়

(গ) শব্দের অস্তিত্ব নেই

(গ) শব্দ অনুমাননির্ভর

(ঘ) কোনোটিই নয়।

উওর : শব্দ অনুমাননির্ভর।


26-‘ভূতচতুষ্টয়বাদ’ মেনেছেন—

(ক) ন্যায়

(খ) বৌদ্ধ 

(গ) জৈন 

(ঘ) চার্বাক

উওর : চার্বাক।


আশাকরি যে, আজকের এই ব্লগ পোস্ট থেকে তোমরা একাদশ শ্রেণির দর্শন mcq question answer হিসেবে  একাদশ শ্রেণীর দর্শন ভারতীয় দর্শনের বিভাগের দ্বিতীয় অধ্যায় " চার্বাক দর্শন " থেকে যেই গুরুত্বপূর্ণ 26 টি mcq question answer শেয়ার করা হয়েছে, তা তোমাদের ভালো লেগেছে। আজকে আমরা শুধুমাত্র " চার্বাক দর্শন " অধ্যায়ের গুরুত্বপূর্ণ 26 টি mcq প্রশ্ন উওর শেয়ার করলাম। আমরা পরবর্তীতে ক্লাস ইলেভেনের দর্শন বাকি প্রশ্ন উত্তর শেয়ার করবো। এবং চেষ্টা করবো, ক্লাস 11 দর্শন ( wb class 11 philosophy ) এর সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উওর তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি শেয়ার করবো। 


Tags

একাদশ শ্রেণীর দর্শন mcq প্রশ্ন উত্তর 
| চার্বাক দর্শন mcq প্রশ্ন উওর | একাদশ শ্রেণীর চার্বাক দর্শন mcq প্রশ্ন উওর | ভারতীয় দর্শনের দ্বিতীয় অধ্যায় চার্বাক দর্শন question answer | একাদশ শ্রেণীর দর্শন mcq প্রশ্ন উত্তর | একাদশ শ্রেণীর দর্শন দ্বিতীয় অধ্যায়ের mcq প্রশ্ন উওর | একাদশ শ্রেণীর দর্শন নোট | ক্লাস ইলেভেন দর্শন প্রশ্ন উত্তর | একাদশ শ্রেণির দর্শন প্রশ্ন উত্তর | একাদশ শ্রেণির দর্শন প্রশ্ন উত্তর দ্বিতীয় অধ্যায় | একাদশ শ্রেণীর দর্শন দ্বিতীয় অধ্যায় প্রশ্ন উত্তর | class 11 philosophy question answer | wb class 11 philosophy question and answer | class 11 philosophy notes| class 11 philosophy suggestion 2022 | Class 11 philosophy chapter 2 questions and answers in bengali | Wb Class 11 philosophy chapter 1 questions and answers in bengali


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top