ক্লাস টেনের ভৌতবিজ্ঞান পরিবেশের জন্য ভাবনা MCQ & SAQ Question Answer | wb class 10 physical science Chapter 1 question answer in bengali
দশম শ্রেণির ভৌতবিজ্ঞান প্রশ্ন উওর |
আজের এই পোস্টের মাধ্যমে " দশম শ্রেণির ভৌতবিজ্ঞান প্রথম অধ্যায় " পরিবেশের জন্য ভাবনা " ( wb class 10 physical science Chapter 1 question answer in bengali )
এর কিছু গুরুত্বপূর্ণ mcq question answer এবং তার সাথে, পরিবেশের জন্য ভাবনা অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ saq question answer শেয়ার করবো। ক্লাস টেনের ফিজিক্যাল সাইন্স প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনা এর বাকি গুরুত্বপূর্ণ প্রশ্ন উওর গুলো আমরা পরবর্তীতে তোমাদের সঙ্গে শেয়ার করবো।
আজকের বিষয় :
• দশম শ্রেণির ভৌতবিজ্ঞান প্রশ্ন উওর
• দশম শ্রেণির ভৌতবিজ্ঞান mcq প্রশ্ন উওর
• দশম শ্রেণির ভৌতবিজ্ঞান অতিসংক্ষিপ্ত প্রশ্ন উওর
• ক্লাস টেনের অরিবেশের জন্য ভাবনা প্রশ্ন উওর
• পরিবেশের জন্য ভাবনা শর্ট কোশ্চেন
• পরিবেশের জন্য ভাবনা mcq
• পরিবেশের জন্য ভাবনা দশম শ্রেণী
• মাধ্যমিক দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্ন উত্তর
• দশম শ্রেণির ভৌতবিজ্ঞান mcq প্রশ্ন উওর
• দশম শ্রেণির ভৌতবিজ্ঞান অতিসংক্ষিপ্ত প্রশ্ন উওর
• ক্লাস টেনের অরিবেশের জন্য ভাবনা প্রশ্ন উওর
• পরিবেশের জন্য ভাবনা শর্ট কোশ্চেন
• পরিবেশের জন্য ভাবনা mcq
• পরিবেশের জন্য ভাবনা দশম শ্রেণী
• মাধ্যমিক দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্ন উত্তর
ক্লাস টেনের ভৌতবিজ্ঞান পরিবেশের জন্য ভাবনা MCQ & SAQ Question Answer | wb class 10 physical science Chapter 1 question answer in bengali
সঠিক উত্তর নির্বাচনধর্মী প্রশ্ন :
1. বায়ুমণ্ডলে জোন গ্যাস থাকে -
(a) স্ট্যাটোস্ফিয়ারে
(b) মেসোস্ফিয়ার
(c) আয়নোস্ফিয়ার
(d) ট্রোপোস্ফিয়ার স্তরে ঘনীভূত অবস্থায় থাকে।
উওর : স্ট্যাটোস্ফিয়ারে।
2. সাধারণ অবস্থায় সমুদ্রপৃষ্ঠে আদর্শ গ্যাসের বায়ুচাপের পরিমাণ প্রায় -
(a) 1003 মিলবার
(b) 1013 মিলিবার
(c) 1030 মিলিবার
(d) 1300 মিলিবার
উওর : (b) 1013 মিলিবার
3, প্রাপ্ত কোনটি ওজোনস্তরকে ক্ষয় করে না? –
(a) NO
(b) NO
(c) CO2
(d) CFC
উওর : CO2
4. গ্রিনহাউস গ্যাস হিসেবে পৃথিবীর উচ্চতা বৃদ্ধির জন্য কোন গ্যাসটির অবদান সবচেয়ে বেশি? -
(a) NO2
(b) CH4
(c) CO2
(d) জলীয় বাম্প।
উওর : CO2
5- ওজোনস্তরের সবচেয়ে বেশি ক্ষতি করে –
(a) O2
(b) CFC
(c) UV রশ্মি
(d) CH4
উওর : CFC
6. সূর্যের অতিবেগুনি রশ্মি বায়ুমণ্ডলের যে স্তরে শোষিত হয় সেটি হল –
(a) ওজোন স্তর
(b) ট্রোপোস্ফিয়ার
(c) মেসোস্ফিয়ার,
(d) থার্মোস্ফিয়ার।
উওর : ওজোন স্তর।
7- প্রদত্ত কোন্টি গ্রিনহাউস গ্যাস নয়? (a) মিথেন
(b) জলীয়বাষ্প
(c) কার্বন ডাই অক্সাইড
(d), অক্সিজেন।
উওর : অক্সিজেন।
8- গ্রিনহাউস এফেক্টের জন্য দায়ী – (a) y-রশ্মি
(b) UV রশ্মি
(c) ইনফ্রারেড রশ্মি
(d) x-রশ্মি
উওর : ইনফ্রারেড রশ্মি।
9- আদর্শ জ্বালানির অন্যতম বৈশিষ্ট্য – (a) জলীয় বাষ্পযুক্ত
(b) উচ্চ জ্বলানাঙ্ক
(c) উচ্চ তাপনমূল্য
(d) দামে সস্তা।
উওর : (c) উচ্চ তাপনমূল্য।
10. কয়লা খনিতে জমে থাকা কোন গ্যাসটিকে জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। -
(a) ওজোন,
(b) মিথেন
(c) ইথেন
(d) নাইট্রোজেন
উওর : ইথেন।
11. প্রদত্ত কোন্টি জীবাশ্ম জ্বালানি নয়? –
(a) মিথেন
(b) কয়লা
(c) কেরোসিন।
(d) তরল হাইড্রোজন
উওর : তরল হাইড্রোজন।
12. কোন্টি নবীকরণযোগ্য শক্তি নয়? –
(a) সৌরশক্তি
(b) বায়ুশক্তি
(c) নিউক্লিয় শক্তি
(d) জোয়ার-ভাটা শক্তি।
উওর : নিউক্লিয় শক্তি।
13. সূর্যালোকের কোন রশ্মির জন্য সোলার কুকার কাজ করে? –
(a) গামা রশ্মি
(b) অবলোহিত রশ্মি
(c) অতিবেগুনি রশ্মি
(d) দৃশ্যমান আলোকরশ্মি।
উওর : অবলোহিত রশ্মি।
14. সৌরকোশে অর্ধপরিবাহী হিসেবে ব্যবহৃত হয় –
(a) জার্মেনিয়াম
(b) অ্যালুমিনিয়াম
(c) সিলিকন
(d) গ্রাফাইট
উওর : সিলিকন
15. বায়োগ্যাসের মূল উপাদান হল – (a) O2
(b) N2
(c) CH4
(d) CO2
উওর : CH4
16. কোন্টি বায়োমাস শক্তির উৎস নয়। –
(a) কাঠ
(b) চারকোল
(c) গোবর
(d) পারমানবিক বিভাজন।
উওর : পারমানবিক বিভাজন।
17. বায়োফুয়েলের মূল উপাদান হল – (a) কার্বন ডাইঅক্সাইড
(b) ইথান
(c) ইথানল
(d) ইথার।
উওর : ইথানল।
18. মিথেন হাইড্রেট পদার্থ কোন্ ভৌত অবস্থায় থাকে! –
(a) কঠিন
(b) তরল
(c) গ্যাসীয়
(d) যে-কোনো ভৌত অবস্থা
উওর : কঠিন।
19 - মিথেন হাইড্রেডের সংকেত -
(a) 4CH4
(b) 2CH4,23H2O
(c) 4CH4,23H2O
(d) 8CH4,23H2O
উওর : 4CH4,23H2O।
20 - স্প্রে বোতলে থাকা কোন গ্যাস ওজোন স্তর ধ্বংস করে?
(a) CH4
(b) CFC
(c) CO2
(d) NO
উওর : CFC
21 - বায়ুমন্ডলের শীতলতম স্তর -
(a) স্ট্যাটোস্ফিয়ারে
(b) মেসোস্ফিয়ার
(c) আয়নোস্ফিয়ার
(d) ট্রোপোস্ফিয়ার
উওর : মেসোস্ফিয়ার।
22- অতিবেগুনি রশ্মির ক্রিয়া থেকে উৎপন্ন হয় -
(a) সক্রিয় কার্বন পরমাণু
(b) সক্রিয় ক্লোরিন পরমাণু
(c) সক্রিয় হাইড্রোজন পরমাণু
(d) সক্রিয় মিথেন পরমাণু
উওর : সক্রিয় ক্লোরিন পরমাণু।
23 - প্রদত্ত কোন স্তরে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় দেখা যায়?
(a) স্ট্যাটোস্ফিয়ারে
(b) মেসোস্ফিয়ার
(c) ম্যাগনেটোস্ফিয়ার
(d) ট্রোপোস্ফিয়ার
উওর : ম্যাগনেটোস্ফিয়ার।
24 - কৃত্রিম উপগ্রহগুলি কোন স্তরে থেকে পৃথিবীকে আবর্তন করে?
(a) স্ট্যাটোস্ফিয়ারে
(b) এক্সোস্ফিয়ার
(c) ম্যাগনেটোস্ফিয়ার
(d) ট্রোপোস্ফিয়ার
উওর : এক্সোস্ফিয়ার।
25 - জ্বালানির তাপন মূল্যের S.I একক হল-
(a) kj/kg
(b) Cal
(c) Kcal/g
(d) J
উওর : kj/kg
26- বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তরটি হল -
(a) স্ট্যাটোস্ফিয়ারে
(b) আয়োনোস্ফিয়ার
(c) ম্যাগনেটোস্ফিয়ার
(d) ট্রোপোস্ফিয়ার
উওর : ম্যাগনেটোস্ফিয়ার।
27 - বায়ুমন্ডলের কোন দুটি স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কমে? (a) স্ট্যাটোস্ফিয়ারে ও আয়োনোস্ফিয়ার
(b) আয়োনোস্ফিয়ার ও স্ট্যাটোস্ফিয়ারে
(c) ম্যাগনেটোস্ফিয়ার ও স্ট্যাটোস্ফিয়ারে
(d) ট্রোপোস্ফিয়ার ও মেসোস্ফিয়ার।
উওর : ট্রোপোস্ফিয়ার ও মেসোস্ফিয়ার।।
28 - ট্রোপোস্ফিয়ারে প্রতি 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হ্রাস পায় -
(a) 6.4°C হারে
(b) 10.4°C হারে
(c) 5.4°C হারে
(d) 64°C হারে
উওর : 6.4°C হারে।
ক্লাস টেনের ভৌতবিজ্ঞান পরিবেশের জন্য ভাবনা অতিসংক্ষিপ্ত প্রশ্ন উওর | wb class 10 physical science saq question answer in bengali
:
1. ওজোন স্তরে ওজোনের বিয়োজনে NO-এর ভূমিকা কী?
2. নিরক্ষরেখার ওপর ট্রপোস্ফিয়ারের উচ্চতা কত? [ME-200]
উওর : নিরক্ষরেখার ওপর ট্রপোস্ফিয়ারের উচ্চতা 16 থেকে 18 কিমি।
3- বায়ুমণ্ডলের কোন্ স্তরে ঝড় ও বৃষ্টি হয়?
উওর : বায়ুমণ্ডলের ট্রোপোস্ফিয়ার স্তরে ঝড় ও বৃষ্টি হয়।
4. প্লেন চালানো বা বেলুন ওড়ানোর জন্য বায়ুন্ডিলের কোন্ স্তরটি ব্যবহার করা হয়?
উওর : প্লেন চালানো বা বেলুন ওড়ানোর জন্য বায়ুন্ডিলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরটি ব্যবহার করা হয়।
5.কয়লা ও ডিজেলের মধ্যে কোনটির তাপনমূল্য বেশি?[ME-17] অথবা, কয়লা ও কেরোসিনের মধ্যে কোন্টির তাপনমূল্য বেশি?
উওর : কয়লা ও ডিজেলের মধ্যে ডিজেলের তাপনমূল্য বেশি। এবং কয়লা ও কেরোসিনের মধ্যে কেরোসিনের তাপনমূল্য বেশি।
6. জীবাশ্ম জ্বালানির দহনে কোন্ গ্যাস উৎপন্ন হয়?
উওর : জীবাশ্ম জ্বালানির দহনে CO2 গ্যাস উৎপন্ন হয়।
7. পুনর্নবীকরণযোগ্য বা অপ্রচলিত দুটি শক্তি উৎসের নাম।
উওর : পুনর্নবীকরণযোগ্য বা অপ্রচলিত দুটি শক্তি উৎস হলো জোয়ার ভাটা শক্তি এবং সূর্য শক্তি।
8- সৌরকোশ ব্যবহৃত হয় এরূপ একটি যন্ত্রের নাম লেখো
উওর : সৌরকোশ ব্যবহৃত হয় এরূপ একটি যন্ত্র হলো সোলার হিটার।
9 - বায়োগ্যাসের একটি ব্যবহার লেখো।" [ME-18]
উওর : বায়োগ্যাসের একটি ব্যবহার জ্বালানি হিসাবে।
10 - কাঠকয়লা, পেট্রোল ও ইথানলের মধ্যে কোন্টি জীবাশ্ম জ্বালানি সবচেয়ে বেশি? [ME-18]
উওর : কাঠকয়লা, পেট্রোল ও ইথানলের মধ্যে পেট্রোলের জীবাশ্ম জ্বালানি সবচেয়ে বেশি।
11 - বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়?
উওর : বায়ুমণ্ডলের আয়োনোস্ফিয়ার স্তরে বেতারতরঙ্গ প্রতিফলিত হয়।
12- বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়?
উওর : বায়ুমণ্ডলের আয়োনোস্ফিয়ার স্তরে মেরুজ্যোতি দেখা যায়।
13 - ওজোন স্তরের ঘনত্বকে কোন এককে প্রকাশ করা হয়?
উওর : ওজোন স্তরের ঘনত্বকে ডবসন এককে প্রকাশ করা হয়।
14- ওজোন স্তর তড়িৎচুম্বকীয় বিকিরণের কোন্ রশ্মিকে শোষণ করে জীবকুলকে রক্ষা করে? -
উওর : ওজোন স্তর তড়িৎচুম্বকীয় বিকিরণের অতিবেগুনি রশ্মিকে শোষণ করে জীবকুলকে রক্ষা করে।
15- বায়ুকল টারবাইনে কোন শক্তি কোন্ শক্তিতে রূপান্তরিত হয়? অথবা, উইন্ডমিলে বায়ুশক্তি থেকে কী উৎপন্ন হয়?
উওর : বায়ুশক্তি থেকে তড়িৎশক্তি।
16-একটি জৈব গ্রিনহাউস গ্যাসের উদাহরণ দাও।
উওর : একটি জৈব গ্রিনহাউস গ্যাসের উদাহরণ হলো মিথেন।
17- সবচেয়ে বেশি তাপনমূল্যের গ্যাসীয় জীবাশ্ম জ্বালানিটি কী?
উওর : হাইড্রোজেন।
18 - বায়োগ্যাস প্লান্টে যেসব ব্যাকটেরিয়া বায়োমাসকে মিথেন গ্যাসে বিয়োজিত করে,তাদের কি বলা হয়?
উওর : বায়োগ্যাস প্লান্টে যেসব ব্যাকটেরিয়া বায়োমাসকে মিথেন গ্যাসে বিয়োজিত করে,তাদের মিথানোজেনিক ব্যাকটেরিয়া বলা হয়।
19 - একপ্রকার মিথানোজেনিক ব্যাকটেরিয়ার উদাহরণ দাও
উওর : একপ্রকার মিথানোজেনিক ব্যাকটেরিয়ার উদাহরণ হলো মিথানোকক্কাস।
20 - বায়ুমন্ডলের কোন স্তরকে ক্ষুব্ধ মন্ডল এবং কোন স্তরকে শান্ত মন্ডল বলা হয়?
উওর : বায়ুমন্ডলের ট্রপোস্ফিয়ার স্তরকে ক্ষুব্ধ মন্ডল এবং স্ট্র্যাটোস্ফিয়ার স্তরকে শান্ত মন্ডল বলা হয়।
আশাকরি যে, আজকের ক্লাস টেনের ভৌতবিজ্ঞান প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনা থেকে যেই গুরুত্বপূর্ণ mcq question answer & saq question answer শেয়ার করলাম, তা তোমাদের একটু হলেও কাজে লাগবে। যদি আজকের এই পোস্টটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের ওয়েবসাইটের অন্যান্য পোস্ট গুলো পড়ে দেখো।
Tags :