একাদশ শ্রেণির বাংলা নুন কবিতার MCQ & SAQ প্রশ্ন উওর 2024 || Nun Kobitar Questions Answers

0

 

একাদশ শ্রেণির বাংলা নুন কবিতার MCQ & SAQ Question Answer 2023 || WB Class 11 Bengali Question Answer & Suggestion 2023
একাদশ শ্রেণির বাংলা নুন কবিতার MCQ & SAQ Question Answer

আজকের এই ব্লগে আমরা একাদশ শ্রেণির বাংলা ( wb class 11 Bengali Questions Answers 2024 ) জয় গোস্বামীর লেখা নুন কবিতার কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ MCQ & SAQ প্রশ্ন উওর তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই ব্লগের মাধ্যমে আমরা Class 11 Bangla Nun Kobitar 30+ Short Questions Answers শেয়ার করবো। জয় গোস্বামীর লেখা নুন কবিতার বড় প্রশ্ন উত্তর গুলি আগেই আমাদের ওয়েবসাইটে শেয়ার করা হয়েছিল। তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো।।


wb-class-11-bangla-pdf-notes-download

নুন কবিতার 30+ MCQ,SAQ প্রশ্ন উওর || Nun Kobitar Questions Answers 2024

1- নুন কবিতার লেখক হলেন -

• জয় গোস্বামী 

• সতীনাথ ভাদুড়ী 

• প্রেমেন্দ্র মিত্র 

• আশাপূর্ণা দেবী

• উওর : জয় গোস্বামী

2- নীল কবিতাটি নেওয়া হয়েছে-

• চকাচকী থেকে 

• পাতার পাতার পোশাক থেকে 

• ভুতুম ভগবান থেকে

• চিত্রকুট থেকে

• উওর : ভুতুম ভগবান থেকে।

3- 'আমরা তো অল্পে খুশি'- আমরা বলতে কারা?

• সমাজের অবহেলিত সাধারণ মানুষ

• কবির পরিবার 

• সমাজের সমস্ত শ্রেনীর মানুষ

• উচ্চ সমাজের মানুষ 

• উওর : সমাজের অবহেলিত সাধারণ মানুষ

4- আমাদের দিন চলে যায়......।

• সাধারণ ভাত-কাপড়ে 

• তামাশা করে

• নেচে-গেয়ে 

• ঘুরে বেড়িয়ে 

• উওর : সাধারণ ভাত-কাপড়ে।

5- কিন্তু পুঁতব কোথায়?- কি পুঁতব কথা বলা হয়েছে?

• জুই চারা 

• গোলাপ চারা 

• লাউ গাছের চারা

• তুলসীগাছের চারা

• উওর : গোলাপ চারা।

6- কবিতার কথক নিজেদেরকে কি করতে নিষেধ করেছেন?

• আনন্দ

• দুঃখ 

• হাসতে 

• খেলতে

• উওর : দুঃখ

7- 'আমরা তো অল্পে খুশি'- অল্পে খুশি থাকার কারণ কি?

• কারণ তাদের আকাঙ্ক্ষা খুবই সামান্য 

• তারা প্রয়োজনের তুলনায় অনেক বেশি খরচ করে বলে 

• তারা গঞ্জিকা সেবন করে বলে

• ধারদেনাতে তাদের দিন চলে যায় বলে

• উওর : কারণ তাদের আকাঙ্ক্ষা খুবই সামান্য।

8- 'চলে যায় দিন আমাদের'- আমাদের দিন কিভাবে চলে যায়?

• গঞ্জিকা সেবন করে 

• সাধারণ ভাত-কাপড়ে

• আমরা দুই ভাই মিলে ঝগড়া করে

• অসুখে ধারদেনাতে

• উওর : অসুখে ধারদেনাতে

9- রাতে দুই ভাই মিলে কি করে?

• আফিম খায়

• সিগারেট খায়

• ঘুরে বেড়ায়

• গঞ্জিকা টানে

• উওর : গঞ্জিকা টানে

10- নুন কবিতায় সবদিন সাধারণ মানুষের কি না হওয়ার কথা বলা হয়েছে?

• বাজার

• ঝগড়া 

• অশান্তি 

• খাবার

• উওর :বাজার

11- বাড়ি ফেরার পথে কি কিনে আনা হয়?

• পাখির খাঁচা 

• ফুলের টব 

• ফুলের তোড়া 

• গোলাপ চারা

• উওর : গোলাপ চারা

12- 'সে অনেক পরের কথা'- কোন বিষয়টা অনেক পরে কথা?

• ধারের টাকা শোধ হবে কিনা 

• ঠান্ডা ভাতে নুন হবে কিনা 

• গোলাপ চারায় ফুল ফুটবে কিনা

• রাত্রে গঞ্জিকা টাকা হবে কিনা

• উওর : গোলাপ চারায় ফুল ফুটবে কিনা

13- মাঝে মাঝে চলেও না দিন,বাড়ি ফিরি...। 

• সকালবেলায় 

• দুপুর রাতে 

• ভরদুপুরে 

• ভোরবেলা

• উওর : দুপুর রাতে

14- 'খেতে বসে রাগ চলে যায়'-রাগ চড়ে যাওয়ার কারন কি?

• ঠান্ডা ভাতে লবণ নেই

• ধারের টাকা শোধ হয়নি।

• গোলাপচারা নষ্ট হয়ে গেছে।

• বাড়িতে খাবার নেই। 

• উওর : ঠান্ডা ভাতে লবণ নেই

15- রাগ চড়ে মাথায় আমার, আমি তার.... চড়ি।

• মাথায়

• কাঁধে

• কপালে

• সারা শরীরে

• উওর : মাথায়

16- 'আমরা তো সামান্য লোক, আমাদের শুকনো ভাতে.....ব্যবস্থা হোক।

• মাছের 

• মাংসের

• লবণের 

• ঘি -এর

• উওর : লবণের।


একাদশ শ্রেণির বাংলা নুন কবিতার ছোটো প্রশ্ন উওর 2024 || Class 11 Bangla Nun Kobitar SA 2024

1- নুন কবিতায় আমাদের বলতে কাদের বোঝানো হয়েছে?

উওর : নুন কবিতায় আমাদের বলতে কবি সমাজের অবহেলিত সাধারণ শ্রমিক শ্রেণীকে বলেছেন।

2- রাতে দুই ভাই মিলে কি করা হয়?

উওর : রাত্রিরে দুভাই মিলে গঞ্জিকাতে টান দেওয়া হয়।

3- 'সব দিন হয়না বাজার'- এরূপ মন্তব্যের কারন কি?

উওর : সাধারণ মানুষের প্রবল আর্থিক সংকটের কারণে তারা প্রত্যেক দিন বাজার করতে পারেন না। তাই এরুপ মন্তব্য।

4-“আমরা তো অল্পে খুশি;"-অল্পে খুশি হওয়ার কারণ কী? 

উত্তর : ‘নুন’ কবিতায় কবির অল্পে খুশি হওয়ার কারণ দুঃখ করে কোনো লাভ নেই।

5- “আমাদের দিন চলে যায় সাধারণ ভাতকাপড়ে” – এর মধ্য দিয়ে কী প্রকাশিত হয়?

উত্তর : বক্তব্যটির মধ্য দিয়ে প্রকাশিত হয় হতদরিদ্র নিম্নবিত্ত মানুষের প্রতিনিধি কথকের কোনোরকমে দিনযাপনের কথা। 

6- "চলে যায় দিন আমাদের”— দিন কীভাবে চলে যায়?

উত্তর : বক্তার দিন চলে যায় অসুখে এবং ধারদেনাতে, আর রাত্তিরে দুই ভাই

মিলে গাঁজা সেবনের মধ্য দিয়ে।

7- কবির কথায় তাঁদের মতো মানুষের দিন কীভাবে চলে যায়?

উত্তর : কবির কথায় তাঁদের মতো মানুষের সাধারণ ভাতকাপড়ে, অসুখে আর ধারদেনাতে অর্থাৎ কষ্টেসৃষ্টে দিন চলে যায়। 

8-রাত্তিরে দু-ভাই মিলে টান দিই গঞ্জিকাতে”– এই গঞ্জিকাতে টান

দেওয়ার তাৎপর্য কী?

উত্তর : গঞ্জিকাতে টান দেওয়ার তাৎপর্য হল গাঁজার নেশায় জীবনের

যন্ত্রণাকে, কঠোর বাস্তবকে ভুলে থাকার ব্যর্থ চেষ্টা। 

9- সব দিন হয় না বাজার; হলে, হয় মাত্রাছাড়া”—এই 'মাত্রাছাড়া’ কথাটির মাধ্যমে কবি কী বোঝাতে চেয়েছেন?

উত্তর : জয় গোস্বামী তাঁর 'নুন' কবিতায় এই ‘মাত্রাছাড়া' কথাটির মাধ্যমে। গরিব মানুষের বেহিসেবি এবং অসংযমী জীবনোচ্ছ্বাসকে বোঝাতে

চেয়েছেন।

10-"বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপচারা"-বক্তা কেন

গোলাপচারা কিনে আনেন? 

উত্তর : নিম্নবিত্ত মানুষরা অনেক অভাবের মধ্যেও তাদের শখপূরণের জন্য গোলাপচারা কিনে আনে।

11- গোলাপচারা কিনে আনার অর্থ কী?

উত্তর : গোলাপচারা কিনে আনার অর্থ হল দীনদরিদ্র গরিব মানুষেরও সৌন্দর্যবোধ ও বিলাসিতার শখ আছে, যা তারা সুযোগ পেলেই পূরণ করার চেষ্টা করে।

12- “ফুল কি হবেই তাতে?”—বক্তার এই সংশয়ের কারণ কী? 

উত্তর : বক্তার এই সংশয়ের কারণ তাদের অসহায় দরিদ্র জীবনে সঠিকভাবে গোলাপচারাকে পরিচর্যা করার সুযোগ বা সময় নেই।

13- অসুখ করলে তারা কীভাবে দিন কাটায়?

উত্তর : জয় গোস্বামীর 'নুন' কবিতায় দেখা যায়, অসুখ করলে সমাজের নিম্নবিত্ত দরিদ্র মানুষেরা ধারদেনা করে দিন কাটায়।


আশাকরি, একাদশ শ্রেণির বাংলা  জয় গোস্বামীর নুন কবিতার যেই কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ MCQ & SAQ প্রশ্ন উওর শেয়ার করা হয়েছে, তা তোমাদের কাজে লাগবে।।

Tags : একাদশ শ্রেণির বাংলা নুন কবিতার MCQ & SAQ প্রশ্ন উত্তর | Class 11 Bengali Question Answer | Class 11 Bangali Notes | Class 11 Bengali Suggestion 2022 | ক্লাস 11 বাংলা নুন কবিতার কবিতার প্রশ্ন উওর

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top