নবম শ্রেণির বাংলা খেয়া কবিতা MCQ & SAQ প্রশ্ন উওর || WBBSE Class 9 Bengali MCQ Question Answer & Suggestion 2023

0

 

নবম শ্রেণির বাংলা খেয়া কবিতা MCQ & SAQ প্রশ্ন উওর || WBBSE Class 9 Bengali MCQ Question Answer & Suggestion 2023
নবম শ্রেণির বাংলা খেয়া কবিতার MCQ প্রশ্ন উওর 

আজকের এই ব্লগের মাধ্যমে আমরা নবম শ্রেণির বাংলা কবিতা ( WBBSE Class 9 Bengali Question Answer & Suggestion 2023 ) রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা খেয়া কবিতার অত্যন্ত গুরুত্বপূর্ণ 25 টি MCQ & 15 টি SAQ প্রশ্ন উত্তর তোমাদের সঙ্গে শেয়ার করবো।। পরবর্তীকালে ক্লাস 9 বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা খেয়া  কবিতা বড় প্রশ্ন উওর গুলো শেয়ার করবো।।


নবম শ্রেণির বাংলা খেয়া কবিতার MCQ প্রশ্ন উওর || WBBSE Class 9 Bengali MCQ Question Answer & Suggestion 2023 


1- খেয়া' কবিতাটির লেখক হলেন

• নজরুল ইসলাম 

• বলেন্দ্রনাথ ঠাকুর

• নবীনচন্দ্র সেন

• রবীন্দ্রনাথ ঠাকুর

• উওর : রবীন্দ্রনাথ ঠাকুর

2- 'খেয়া' কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?

• চিত্রা

• চৈতালী 

• লিপিকা

• মানসী 

• উওর : চৈতালী

3- 'খেয়া' কবিতাটিতে ক-টি পছত্তি আছে? 

• বারো

• পনেরো

• তেরো

• চোদ্দো

• উওর : চোদ্দো


Read More👇

What Is Car Insurance? Best Car Insurance Plan & Companies সম্পর্কে জানতে হলে নিচের লিঙ্কে ক্লিক করুন।

What Is Car Insurance | Types Of Car Insurance | Best Car Insurance Plan For You

4- 'খেয়া' কবিতায় নদী কীসের প্রতীক? 

• মৃত্যুর 

• আনন্দের

• বন্ধুত্বের

• জীবনের

• উওর : জীবনের

5- যা নদীস্রোতে পারাপার করে, তা হলো - 

• জাহাজ 

• খেয়া নৌকা 

• খেয়া

• ভেলা

• উওর : খেয়া নৌকা 

6- ‘খেয়ানৌকা’-র কাজ হল – 

• মালপত্র বয়ে নিয়ে যাওয়া 

• যাত্রী পারাপার করা 

• সীমান্তে পাহারা দেওয়া 

• মাছ ধরা 

• উওর : যাত্রী পারাপার করা 

• 

7- ‘খেয়ানৌকা পারাপার করে নদীস্রোতে;’ –‘পারাপার' শব্দটির অর্থ হল- 

• লাফঝাঁপ 

• উড়ান

• এক তীর থেকে অন্য তীরে যাওয়া

• হাঁটাচলা

• উওর : এক তীর থেকে অন্য তীরে যাওয়া

8- ‘কেই যায়...কেহ আসে... হতে।'—

• ঘর, ঘরে 

• গৃহে, গেহ 

• ঘরে,ঘর

• বাড়ি, মাঠ

• উওর : ঘরে,ঘর

9- 'কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে'- এখানে যে মূল ভাবনাটি প্রকাশ পেয়েছে,তা হল - 

• মানুষ ঘরে-বাইরে যাতায়াত করে

• মৃত্যুর মধ্য দিয়ে মানুষ চিরকালের আবাসভূমিতে প্রবেশ করে কিংবা সেখান থেকে পুনরায় জীবনে ফিরে আসে

• মানুষ ঘরে-বাইরে অনন্তকাল ধরে যাতায়াত করে

• কোনোটিই নয়

• উওর : মৃত্যুর মধ্য দিয়ে মানুষ চিরকালের আবাসভূমিতে প্রবেশ করে কিংবা সেখান থেকে পুনরায় জীবনে ফিরে আসে

10- নদীর দুই তীরে আছে- 

• দুটি নগর 

• দুটি গ্রাম 

• বাঁশবন 

• আমবাগান 

• উওর : দুটি গ্রাম 

11- ‘আনাগোনা' শব্দটির অর্থ- 

• আসা

• যাওয়া

• আসা-যাওয়া 

• ফেরা

• উওর : আসা-যাওয়া

12- পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ’ — পৃথিবীতে এই দ্বন্দ্ব ও সর্বনাশ ঘটে চলার কারণ হলো "

• ক্রয়বিক্রয় 

• সভ্যতার ধ্বংস ও সৃষ্টি 

• প্রাকৃতিক নিয়ম 

• কোনোটিই নয়

• উওর : সভ্যতার ধ্বংস ও সৃষ্টি

13- নূতন নূতন কত গড়ে ইতিহাস——পৃথিবীতে নানাবিধ নতুন ইতিহাস গড়ে-

• দ্বন্দ্ব ও সর্বনাশ

• নদীস্রোত 

• ঐ দুটি গ্রাম

• রাজপুরুষেরা

• উওর : দ্বন্দ্ব ও সর্বনাশ

14- 'সোনার মুকুট কত ফুটে আর টুটে।'—টুটে' বলতে বোঝায়- 

• মুক্ত হয়

• ছিঁড়ে যায়

• ভেঙে যায় 

• সরে যায় 

• উওর : ভেঙে যায় 

15- সোনার মুকুট কত ফুটে আর টুটে!'—পঙ্ক্তিটিতে বোঝানো হয়েছে- • রাজার অহংকার ও পতনকে

• রাজত্বের গড়ে ওঠাকে 

• কোনো দেশের রাজার রাজ্যাভিষেক ও ধ্বংসকে

• রাজতন্ত্রের উত্থানপতনকে 

• উওর : রাজতন্ত্রের উত্থানপতনকে

16- সোনার....কত ফুটে আর টুটে।' —শূন্যস্থান পূরণ— 

• কুত্তল

• কিরীট 

• মুকুট

• দেউল

• উওর : মুকুট

17- নব নব সভ্যতার বিকাশে প্রেরণা জোগায় কারা? 

• তৃষ্ণা-ক্ষুধা

• দ্বন্দ্ব, সর্বনাশ 

• নদী, স্রোত

• সকাল, সন্ধ্যা 

• উওর : তৃষ্ণা-ক্ষুধা

18- নব নব কত তৃষ্ণা ক্ষুদা—এই লাইনটিতে কীসের কথা বলা হয়েছে? 

• সভ্যতার 

• নগরের

• মানুষের

• যন্ত্রের

• উওর : সভ্যতার

19- সভ্যতার নব নব কত তৃষ্ণা-ক্ষুধা —এখানে বোঝানো হয়েছে- 

• সভ্যতার ধ্বংস ও সৃষ্টির কথা

• সভ্যতার পারস্পরিক বিভিন্নতার কথা

• সভ্যতার নতুন নতুন ইচ্ছা-আকাঙ্ক্ষা-চাহিদা প্রবণতার কথা

• সভ্যতার দ্বন্দ্ব-দুর্যোগের কথা

• উওর : সভ্যতার নতুন নতুন ইচ্ছা-আকাঙ্ক্ষা-চাহিদা প্রবণতার কথা

20- “উঠে কত হলাহল, উঠে কত সুখা'—এখানে 'হলাহল' ও 'সুধা'-র প্রকৃত স্বরুপটি হল—

• বিষ ও অমৃত 

• উত্থানপতন 

• দ্বন্দ্ব সর্বনাশ 

• সভ্যতার কুফল ও সুফল

• উওর : সভ্যতার কুফল ও সুফল

21- “উঠে কত হলাহল’—এখানে 'হলাহল' শব্দের অর্থ হল-

• অমৃত 

• সুধা 

• সমুদ্র 

• গরল

• উওর : গরল

22- 'কেবা জানে নাম,' বলতে কবি বুঝিয়েছেন— 

•মানুষের নাম জানা যায় না 

• গ্রাম দুটির নাম অজানা 

• নদীটির নাম অজানা

• সভ্যতার নাম অজানা 

• উওর : গ্রাম দুটির নাম অজানা 

23-'দোঁহা-পানে চেয়ে আছে—'দোঁহা' কারা? 

• দুটি খেয়া 

• দুটি নৌকা

• দুটি তীর 

• দুটি গ্রাম

• উওর : দুটি গ্রাম

24- 'এই খেয়া চিরদিন চলে নদীস্রোতে—' এখানে 'নদীস্রোত' বলতে আসলে কবি বুঝিয়েছেন—

• নদীর জলস্রোত 

• জীবনপ্রবাহ 

• পৃথিবী 

• কালস্রোত

• উওর : কালস্রোত

25- ‘এই খেয়া চিরদিন চলে নদীস্রোতে—'এখানে 'খেয়া' বলতে কবি বুঝিয়েছেন—

• মানবজীবনপ্রবাহ 

• ছোটো নৌকা 

• ছোটো ছোটো আকাঙ্ক্ষা

• কালস্রোত

• উওর : মানবজীবনপ্রবাহ 

নবম শ্রেণির বাংলা খেয়া কবিতার SAQ প্রশ্ন উওর || WBBSE Class 9 Bengali MCQ Question Answer & Suggestion 2023 

1- খেয়া কবিতাটি কার লেখা?

উওর : খেয়া কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা।

2- খেয়া কবিতাটি কবে লেখা হয়েছিল?

উওর : খেয়া কবিতাটি ১৩০২ বঙ্গাব্দে ১৮ ই চৈত্র লেখা হয়েছিল।

3- খেয়া কবিতায় দুই নদীর তীরে কি রয়েছে?

উওর : খেয়া কবিতায় দুই নদীর তীরে দুটি গ্রাম রয়েছে।

4- 'আছে জানাশোনা' কাদের মধ্যে জানাশোনা রয়েছে?

উওর : খেয়া নদীর তীরে যে দুটি গ্রাম রয়েছে সেই গ্রামের মধ্যে জানাশোনা অর্থাৎ তাদের মধ্যে মানবিকতার নিবিড় সম্পর্ক রয়েছে।

5- 'সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা'- সকাল হতে সন্ধ্যা কারা আনাগোনা করে?

উওর : খেয়া কবিতায় দুটি গ্রামের গ্রামবাসীরা সকাল হতে সন্ধ্যা নদীর এপার ওপার আনাগোনা করে।

6- 'পৃথিবীতে কত দ্বন্দ্ব কত সর্বনাশ'- এই দ্বন্দ্ব ও সর্বনাশের কারণ কী?

উওর : পৃথিবীতে এই দ্বন্দ্ব এবং সর্বনাশের কারণ হলো প্রত্যেকের ক্ষমতার লোভ এবং স্বৈরাচারী বিকৃত মনোভাব।

7- 'নূতন নূতন কত গড়ে ইতিহাস' নূতন ইতিহাস কিভাবে গড়ে ওঠে?

উওর : খেয়া কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন,মানুষের প্রতিনিয়ত ও দণ্ড এবং সর্বনাশ এর মাধ্যমে রক্ত প্রবাহের ফেলিন স্রোতের মাধ্যমে নতুন নতুন ইতিহাসের জন্ম হয়।।

8- 'কেবা জানে নাম'- কাদের নামের কথা বলা হয়েছে?

উওর : খেয়া কবিতায় নদীর তীরে অবস্থিত দুটি গ্রামের নামের কথা এখানে বলা হয়েছে।

9- খেয়া চিরদিন চলে বলতে কবি কী বোঝাতে চেয়েছেন?

উওর : খেয়া চিরদিন চলে বলতে কবি রবীন্দ্রনাথ ঠাকুর অনন্তকাল ধরে বয়ে চলা  মানব জীবনপ্রবাহকে বোঝাতে চেয়েছেন।

10-  'সভ্যতার নব নব কত তৃষ্ণা ক্ষুদা'- কবি তৃষ্ণা-ক্ষুদা শব্দের মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন?

উওর : রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর খেয়া কবিতায় তৃষ্ণা ও ক্ষুদা শব্দের মাধ্যমে নতুন সভ্যতার উন্মেষ যে আসলে মানুষের নিত্য নতুন কামনা, বাসনা আকাঙ্খা জন্ম দেয়,সেটাই তিনি ক্ষুধা-তৃষ্ণা মাধ্যমে বোঝাতে চেয়েছেন।।


আশাকরি, নবম শ্রেণির বাংলা বাংলা কবিতা ( WBBSE Class 9 Bengali Question Answer & Suggestion 2023 ) রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা খেয়া থেকে যে কয়েকটি গুরুত্বপূর্ণ MCQ & SAQ প্রশ্ন উত্তর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছে, তা তোমাদের কাজে লাগবে।।

Tags : খেয়া কবিতার MCQ & SAQ প্রশ্ন উত্তর | খেয়া কবিতার ছোট প্রশ্ন উত্তর | নবম শ্রেণির বাংলা খেয়া কবিতার MCQ প্রশ্ন উত্তর | ক্লাস 9 বাংলা খেয়া কবিতা MCQ & SAQ প্রশ্ন উত্তর | wbbse class 9 Bengali question answer 2023

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top