নবম শ্রেণির ইতিহাস তৃতীয় অধ্যায়ের বড় প্রশ্ন উওর |
আজকের এই পোস্টের মাধ্যমে নবম শ্রেণির ইতিহাস তৃতীয় অধ্যায় উনবিংশ শতকের ইউরোপ রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত (WBBSE Class 9 History Question Answer Chapter 3 in Bengali ) অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ 4 বা 8 মার্কের প্রশ্ন 'ইতালীর ঐক্য আন্দোলনে জোসেফ ম্যাৎসিনির ভূমিকা সম্পর্কে আলোচনা করো' র উওর ( WBBSE Class 9 Question Answer & Suggestion 2023 ) তোমাদের সঙ্গে শেয়ার করবো।
ইতালীর ঐক্য আন্দোলনে জোসেফ ম্যাৎসিনির ভূমিকা সম্পর্কে আলোচনা করো
ভূমিকাঃ- ইউরোপে রেঁনেসাঁস বা নবজাগরণে ইতালী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। নেপোলিয়ন ইতালীকে নিয়ন্ত্রণে আনেন। নেপোলিয়নের বিরুদ্ধে যখন চারিদিকে অসন্তোষ দেখা দিয়েছিল এবং নেপোলিয়নের বিরুদ্ধে জোট বাঁধা শুরু হয়েছিল, তখন ইতালীও পিছিয়ে ছিল না, কিন্তু ইতালির জাতীয় আশা আকাঙ্খার ক্ষেত্রে বিপর্যয় হয় ১৮১৫ সালে। কারণ ইতালির ভাগ্যনিয়ন্তা হিসেবে অস্ট্রিয়া নিজেকে প্রতিষ্ঠা করেছিল। ইতালিও ছিল বহু রাষ্ট্রে বিভক্ত এবং অনৈক্যের এক প্রতিচ্ছবি। অষ্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটারনিক এজন্যই ইতালিকে কেবলমাত্র এক ভৌগোলিক সংজ্ঞা হিসাবে বর্ণনা করেছিলেন। তথাপি ইতালির ঐক্য আন্দোলনের বাসনা একেবারে থেমে যায়নি।
Read More👇
What Is Car Insurance? Best Car Insurance Plan & Companies সম্পর্কে জানতে হলে নিচের লিঙ্কে ক্লিক করুন।
What Is Car Insurance | Types Of Car Insurance | Best Car Insurance Plan For You
১৮৩০ খ্রীঃ বিদ্রোহের গুপ্ত সমিতি গঠনঃ-ইতালির মুক্তি আন্দোলনের প্রথম অগ্রদূত ছিল কার্বোনারি সম্প্রদায়। এই গুপ্ত সমিতির সদস্যরা ইতালির মুক্তিকে নিজেদের জীবনের অন্যতম লক্ষ্য হিসেবে মনে করেন। নেপলস্ শহর তাদের অন্যতম কর্মকেন্দ্র ছিল। ১৮২০ সালে এই গুপ্ত সমিতির সদস্যরা বিদ্রোহী হয়, কিন্তু অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটারনিক অত্যন্ত কঠোর হাতে এই বিদ্রোহ দমন করেছিলেন। ১৮৩০ খ্রীঃ জুলাই মাসে ফ্রান্সে যে বিদ্রোহ দেখা দিয়েছিল তার প্রভাব ইতালিতে দেখা যায়। এ সময় ইতালির জাতীয়তাবাদী আন্দোলনের বা বিদ্রোহের ক্ষেত্রে এই জুলাই বিপ্লব প্রধান ভূমিকা গ্রহণ করেছিল। তবে এই সমস্ত বিদ্রোহ মূলতঃ অস্ট্রিয়ার দমননীতি ছাড়াও বিদ্রোহীদের নিজেদের মধ্যে অনৈক্যের ফলে ব্যর্থ হয়।
জোসেফ ম্যাৎসিনীর ভূমিকাঃ-
ইতালির ঐক্য আন্দোলনের প্রাণপুরুষ ছিলেন জোসেফ ম্যাৎসিনী। তাঁর অন্যতম লক্ষ্য ছিল যে ইতালির অধিবাসীরাই ইতালির ঐক্য আনতে সক্ষম হবে। এজন্য তিনি ইতালির যুবশক্তিকে সু-সংহত করতে চেষ্টা করেন। এইভাবে তিনি ইতালিতে জনগণের মধ্যে এক নতুন শক্তির সঞ্চার করেন। তিনি 'ইয়া ইতালি' নামে একটি শক্তিশালী দল গঠন করেন। এই দলে প্রায় ৩০ হাজার সদস্য যোগ দিয়েছিল। ইতালির জাতীয় জীবনে তাঁর অবদান অনস্বীকার্য। ম্যাৎসিনী রোমান্টিক লেখকদের রচনা দ্বারা বিশেষভাবে প্রভাবিত হন।
শৈশবকাল-স্বাধীনতা সংগ্রামীরূপে প্রতিষ্ঠাঃ-
ম্যাৎসিনের জন্ম হয় ১৮০৫ সালে, শহর জেনোয়ারে চিকিৎসা শাস্ত্রে তাঁর অধ্যয়ণ থাকলেও দার্শনিক, বাল্মী হিসেবে তিনি অধিক সুপরিচিত হন। দেশের মুক্তির পরিকল্পনা তাঁর মনে যৌধনকাল থেকেই দেখা যায়। ১৮৩০ সালের বিদ্রোহে তিনি অংশগ্রহণ করেন এ ১৮৩৩ সালে পিডমন্টের সৈনাবাহিনীর বিদ্রোহের জন্য তিনি উৎসাহ ও অনুপ্রেরণা জুগিয়েছিল। কারাদন্ডে দণ্ডিত হন এবং নির্বাসনে যান।
অস্ট্রিয়ার জয়লাভ-নোভারার যুদ্ধঃ-
অস্ট্রিয়ার সেনাপতি রাডেটস্কী কাসটেজার যুদ্ধে চার্লস আলবার্টকে পরাস্ত করেন। তারপর নোভারার যুদ্ধে তিনিও পরাজিত হন। এরপর ব্যর্থ মনোরথ হয়ে তিনি তাঁর পুত্র ডিটর ইমান্যুয়েলের অনুকূলে পিডমন্টের সিংহাসন ত্যাগ করেন। অস্ট্রিয়ার সৈনাবাহিনী ইতালির বিভিন্ন অঞ্চলে প্রবেশ করে এবং বিপ্লবকে দমন করতে সমর্থ হয়। ভিয়েনা সম্মেলন সর্ত এবং ইতালি ক্ষুদ্র ক্ষুদ্র ৮টি রাজ্যে বিভক্ত হয়। Lipson ইতালিবাসীর নিদারুণ হতাশাকে এই ভাষার প্রকাশ করেছেন- "We have no Hag. no political name, no rank among European nations We have no comtion centre, no common fact, no common market. We are dismem. bered into eight states."
মিলানের বিদ্রোহঃ-
এই সময় ম্যাৎসিনী কিন্তু নীরব দর্শক ছিলেন না, ১৮৪৮ সালে মিলানের বিদ্রোহের তিনি বিদ্রোহে অংশগ্রহণ করেন। প্রথমে তিনি কিছুটা হতাশ হন কারণ মিলানের জনগণ চার্লস বার্টের প্রতি আনুগত্য দেখিয়েছিল। তারপর অ্যালবার্টের পতনের পর ম্যাৎসিনী ঘুরে দাঁড়ান এবং ঘোষণা করেন যে, রাজাদের যুদ্ধের অবসান হয়েছে। এরপর প্রজাদের যুদ্ধ শুরু হবে। এসময়ে ইতালির ঐকা আন্দোলনের অপর নেতা গ্যারিবর্ত্তীও তাঁকে সাহায্য করেন।
রোমে প্রজাতন্ত্র স্থাপন ও পতনঃ-
রোমে কিছুদিনের জন্য প্রজাতন্ত্র স্থাপিত হয়, ম্যাৎসিনী এই প্রজাতন্ত্রের অন্যতম শাসক ছিলেন। নানাবিধ আর্থ সামাজিক এবং রাজনৈতিক সংস্কারের প্রচেষ্টা হয়। কিন্তু রোমে প্রজাতন্ত্র স্থাপন ইউরোপের রাজতন্ত্রীরা সু-নজরে দেখেনি। রোমের প্রজাতন্ত্র স্পেনের দ্বারা আক্রান্ত হয়, আবার ফ্রান্সও দুই নেপোলিয়ানের নেতৃত্বে রোম আক্রমণ করেছিল। একদিকে ম্যাৎসিনীর প্রজাতান্ত্রিক আদর্শ এবং অপরদিকে রাজতন্ত্র ও ক্যাথলিক মতবাদের মধ্যে বিরোধ দেখা দিয়েছিল। রোমের প্রজাতন্ত্রের পতন ঘটলো এবং এরপর ম্যাৎসিনী কিছুকাল বেঁচে ছিলেন, লণ্ডনে তাঁর মৃত্যু হয়।
ম্যাৎসিনীর কৃতিত্বঃ- ম্যাৎসিনী সাফল্য অর্জন করতে পারেননি ঠিক কথা, কিন্তু তাঁর আদর্শ ও দেশপ্রেম এবং ইতালির মুক্তি আন্দোলনের প্রচেষ্টা একেবারে নিরর্থক হয়েছিল একথা বলা যায় না। কোন কোন ঐতিহাসিক তাঁর কার্যকলাপের ভূয়সী প্রশংসা করেছেন। আবার কেউ কেউ সমালোচনাও করেছেন। যারা প্রশংসা করেছেন তাঁদের মতে ম্যাৎসিনী ছিলেন ইতালির প্রাণপুরুষ। তিনি ছিলেন ইতালীর পূর্ণ জাগরণের এক আধ্যাত্মিক শক্তির উৎস এবং অনুপ্রেরণার অন্যতম জ্বলন্ত দৃষ্টান্ত। প্রকৃতপক্ষে ম্যাৎসিনী ছিলেন প্রজাতন্ত্রীবাদী ও মানবতাবাদের পূজারী। তাঁর দৃঢ় বিশ্বাস ছিল যে, ইতালীর ঐক্য ইতালীর জনগণই সম্পাদন করবে। তিনি এজন্য ইতালীর জনগণ তথা যুব সমাজকে এক নতুন চেতনায় উদ্বুদ্ধ রছিলেন। তবে তিনি ছিলেন অত্যন্ত ভাবপ্রবন এবং বাস্তব পরিস্থিতি সম্পর্কে তার অভিজ্ঞতার অভাব তার ব্যর্থতা ডেকে এনেছিল। ১৮৪৮ সালে ইতালীতে জাতীয়তাবাদের সঙ্গে বা ম্যাৎসিনীর প্রগতিশীল নাধারার সঙ্গে প্রাচীনপন্থীদের বিরোধ ঘটেছিল। তবু ম্যাৎসিনী ব্যর্থ হলেও তিনি যে জাতীয় প্রেরণার ভূমি রচনা করেছিলেন, তার ঐতিহাসিক গুরুত্ব অস্বীকার করা যায় না। অদূর ভবিষ্যতে তা কাউন্ট কাভুর, গ্যারিবল্ডীকে উৎসাহ যুগিয়েছিল।
আশাকরি যে, নবম শ্রেণির ইতিহাস তৃতীয় অধ্যায় উনবিংশ শতকের ইউরোপ রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত (WBBSE Class 9 History Question Answer Chapter 3 in Bengali ) অধ্যায় থেকে যে 4 বা 8 মার্কের প্রশ্ন 'ইতালীর ঐক্য আন্দোলনে জোসেফ ম্যাৎসিনির ভূমিকা সম্পর্কে আলোচনা করো'র উওর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছে, তা তোমাদের কাজ লাগবে।।
Tags :
নবম শ্রেণির ইতিহাস তৃতীয় অধ্যায়ের বড় প্রশ্ন উওর | ক্লাস 9 ইতিহাস উনবিংশ শতকের ইউরোপ রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত অধ্যায়ের বড় প্রশ্ন উওর | ক্লাস 9 ইতিহাস তৃতীয় অধ্যায়ের বড় প্রশ্ন উওর | class 9 history first chapter notes | wb class 10 history question answer | wb class 9 history suggestion 2023 | History question answer