What Is Car Insurance? || Best Car Insurance Plan, Company

0

What Is Car Insurance? || Best Car Insurance Plan, Company 

What Is Car Insurance? || Best Car Insurance Plan, Company


Car Insurance বা গাড়ির বীমা হলো এমন একটি ব্যবস্থা বা পদ্ধতি বা চুক্তি, যার মাধ্যমে আপনি প্রতি বছর একটি নির্দিষ্ট কোম্পানিকে কিছু টাকা দেবেন এবং আপনার দেওয়া সেই টাকার বিনিময়ে সেই কোম্পানি এবং আপনার মধ্যে থাকা চুক্তি অনুযায়ী, যদি কখনো আপনার গাড়ির কোনো ক্ষতি হয়ে যায়, বা আপনার মোটর গাড়ির মাধ্যমে অন্যের ক্ষতি হয়, তাহলে সেই কোম্পানি আপনার সেই ক্ষতিপূরণ করবে। Car Insurance বিভিন্ন ধরনের হয়ে থাকে যা গাড়ি চুরি হয়ে যাওয়া,আগুনে পুড়ে যাওয়া? যেকোন ভাবে গাড়ি এক্সিডেন্টের মাধ্যমে ক্ষতি হয় এই সমস্ত বিষয়গুলি কভার করে থাকে।।

Indian Car Insurance Companies 

বর্তমানে ইন্ডিয়াতে প্রায় 25 টারও বেশি Car Insurance কোম্পানি রয়েছে যারা বিভিন্নভাবে তাদের পরিষেবা প্রদান করে থাকে। কার Car Insurance গাড়ির বয়স, মডেল কন্ডিশন ইত্যাদির উপর ডিপেন্ড করে হয়ে থাকে।।

Types Of Car Insurance 

Car Insurance তিন ধরনের হয়ে থাকে। যথা First Party Car Insurance, Second Party Car Insurance & Third Party Car Insurance.এই তিন ধরনের Car Insurance এর মধ্যে Third Party Car Insurance ই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লাভদায়ক। কারণ এই Insurance আপনাকে করতেই হবে। কারণ যদি আপনার মাধ্যমে এমন কোনো ব্যক্তির ক্ষতি হয়ে যায়, যার ক্ষতিপূরণ আপনি দিতে পারবেন না, বা আপনার ই এমন কোনো ক্ষতি হয়ে গেছে যা আপনার জন্য খুবই খারাপ হতে পারে, তাহলে সেই সমস্ত ক্ষেত্রে Insurance Company আপনার হয়ে সেই সমস্ত ক্ষতিপূরণ দেবে এবং যদি আপনার কোনো শারীরিক ক্ষতি হয়ে যায়, তাহলেও আপনি সেই Car Insurance Company থেকে অনেক ক্ষতিপূরণ পাবেন। তাই যদি আপনি কখনো গাড়ি কিনে থাকেন, তাহলে অবশ্যই কোনো Best Car Insurance Company থেকে আপনার পছন্দ মতো একটি Car Insurance করিয়ে নিতে পারেন।।


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top