সকাম কর্ম এবং নিষ্কাম কর্ম কি? সকাম কর্ম এবং নিষ্কাম কর্মের মধ্যে পার্থক্য লেখ || WB Class 11 Philosophy Question Answer & Suggestion 2022

0

সকাম কর্ম এবং নিষ্কাম কর্ম কি? সকাম কর্ম এবং নিষ্কাম কর্মের মধ্যে পার্থক্য লেখ || WB Class 11 Philosophy Question Answer & Suggestion 2022


class 11 philosophy question Answer suggestion 2022 | class 11 philosophy suggestion 2022
wb class 11 philosophy question answer suggestion 2022


আজকের এই ব্লগ পোষ্টের মাধ্যমে আমরা একাদশ শ্রেণীর ভারতীয় দর্শন শেষ অধ্যায় ( wb class 11 philosophy question answer suggestion 2022 ) " সমসাময়িক ভারতীয় দর্শন " এর একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ' সকাম কর্ম এবং নিষ্কাম কর্ম কি? || সকাম কর্ম এবং নিষ্কাম কর্মের মধ্যে পার্থক্য লেখ " প্রশ্নটি তোমাদের সঙ্গে Class 11 Philosophy Question Answer & Suggestion 2022 হিসাবে শেয়ার করবো।। 

সকাম কর্ম এবং নিষ্কাম কর্ম কি? || সকাম কর্ম এবং নিষ্কাম কর্মের মধ্যে পার্থক্য লেখ 

সকাম কর্মঃ আমাদের দ্বারা যা কিছু করা হয় তাই হলো কর্ম। এই কর্ম যখন আমাদের নিজের ইচ্ছায় করি এবং কর্মের পর সেই কর্ম অনুযায়ী কর্মফল আশাকরি, তখন তাকে বলা হয় সকাম কর্ম।  

নিষ্কাম কর্মঃ অপরদিকে, কর্মকর্তা যখন মনে করেন, এই বিশ্বজগৎ স্বয়ং ঈশ্বরের কর্মক্ষেত্র এবং বিশ্বের সমস্ত  কর্মই ঈশ্বরের কর্ম - এবং এই ভাবনার জন্য কর্মকর্তা যখন তার নিজের কোনো কর্মফলের আশা না করে কর্ম করেন, তখন তাকে বলা হয় নিষ্কাম কর্ম।।

সুতরাং, সকাম কর্ম এবং নিষ্কাম কর্মের সংজ্ঞা মধ্যে থেকে আমরা সকাম কর্ম এবং নিষ্কাম কর্মের মধ্যে কিছু পার্থক্য লক্ষ্য করতে পারি। যেমন - 

Read More👇

What Is Car Insurance? Best Car Insurance Plan & Companies সম্পর্কে জানতে হলে নিচের লিঙ্কে ক্লিক করুন।

What Is Car Insurance | Types Of Car Insurance | Best Car Insurance Plan For You

সকাম কর্ম এবং নিষ্কাম কর্মের মধ্যে পার্থক্য

কর্ম করার উদ্দেশ্যঃ

• নিষ্কাম কর্ম হল সেই প্রকার কর্ম যে প্রকার কর্মের উদ্দেশ্য নিজের স্বার্থসিদ্ধির নয়। নিষ্কাম কর্মের অর্থ হল কর্মের জন্য কর্ম করা। এক্ষেত্রে কর্মকর্তা নিজের স্বার্থকে বড় করে না দেখে তিনি মানব কল্যান বা সমাজ কল্যানকে বড় করে দেখেন। নিষ্কাম কর্ম কর্ম করা হয় অন্যের জন্য।

• অপরদিকে সকাম কর্ম হল সেই প্রকার কর্ম, যে প্রকার কর্মের ক্ষেত্রে কর্মকর্তা এটা মনে করেন যে - তিনি সেই কাজটি শুধুমাত্র নিজের জন্য করছেন এবং সেখানে তিনি নিজের স্বার্থকেই বড় করে দেখেন। 


কর্মফলের আকাঙ্ক্ষাঃ 

• নিষ্কাম কর্মের মূলকথা হলো কর্মফলের আশা ত্যাগ করে কর্ম করে যাওয়া হয়। নিষ্কাম কর্মের কর্মকর্তা যে কর্ম করছে, সেই কর্মের ফল কেমন হবে তা, কর্মকর্তা কখনোই আশা করেন না। এক্ষেত্রে কর্মকর্তাকে নিজের কর্মের সমস্ত কর্মফলের আশা ত্যাগ করতে হয়। 

• অপরদিকে সকাম কর্ম হলে সেই প্রকার কর্ম, যে কর্মে কর্মকর্তা তার কর্মের ফলের আশায় কর্ম করে থাকে। এক্ষেত্রে কর্মকর্তার সমস্ত কর্মের পেছনেই তার নিজের স্বার্থ লুকিয়ে থাকে।।

কর্তৃত্বাভিমান ত্যাগঃ 

• কর্তৃত্বাভিমান বলতে বোঝায় - আমার কর্মের জন্য আমাকে এই ফল পেতে হবে - এই ধারনা। নিষ্কাম কর্মের ক্ষেত্রে এই ধারণাকে ত্যাগ করতে হবে। সহজ কথায় কর্মফলের কোনো আশক্তি কর্মে যেন না থাকে। 

• সকাম কর্ম ক্ষেত্রে এরকম কোন ধারণা নেই। এক্ষেত্রে কর্মকর্তা নিজের ইচ্ছায় সকল প্রকার কর্ম করেন এবং নিজেই নিজের কর্মফলের আশা করে থাকেন। এক্ষেত্রে তার কর্মের পেছনে কর্মফলের আশা থাকে।

কর্মফল ভোগকারীঃ 

• নিষ্কাম কর্মের ক্ষেত্রে কর্মকর্তাকে সবসময় এটা মনে রাখতে হবে যে- সে যেই কর্মটি করছে সেটা, তার নিজের ইচ্ছায় নয়। সেটা হল ঈশ্বরের ইচ্ছায় কর্ম সম্পাদন। এক্ষেত্রে কর্মকর্তা শুধু ঈশ্বরের প্রতিনিধি মাত্র। তাই নিষ্কাম কর্ম কামনাশূন্য হলেও তা কখনোই উদ্দেশ্যহীন নয়। এবং এক্ষেত্রে কর্মকর্তাকে সবসময় ই তার কর্মের ফল ঈশ্বরের উপর অর্পণ করতে হয়।।

• অপরদিকে সকাম কর্মের ক্ষেত্রে কর্মকর্তা সবসময় মনে করেন - কর্মক্ষেত্র তার। এবং সে সম্পূর্ণ নিজের ইচ্ছে তার কর্ম করে যাচ্ছে। এবং এক্ষেত্রে সে নিজের স্বার্থেই কর্ম করছে। তাই কর্মের - কর্মফলের অধিকারীও সে একাই।


জগত কল্যাণঃ 

• নিষ্কাম কর্ম হলো জগতের কল্যাণের জন্য কর্মকরা। এই প্রকার কর্মের মাধ্যমে কর্মকর্তা তার নিজের কর্মের  কোনো ফলের আশা করেন না। কর্মকর্তা যে কর্ম করে সেই হয় জগতের কল্যাণের জন্য। 

• অপরদিকে সকাম কর্মের মাধ্যমে কোনো জগত কল্যাণমূলক কর্ম হয় না। এক্ষেত্রে কর্মকর্তা নিজের স্বার্থকেই বড় করে দেখেন। সুতরাং এক্ষেত্রে জগত কল্যাণের সঙ্গে কোনো সম্পর্ক নেই।

মোক্ষলাভঃ 

• আমরা যা কিছু করি তাহলো কর্ম। এবং আমরা যখন সেই কর্ম ঈশ্বরের জন্য করি, তখন তা হয় কর্মযোগ। এবং সঠিক কর্মযোগের মাধ্যমে মোক্ষলাভ সম্ভব  সঠিক কর্ম বলা হয় নিষ্কাম কর্মকে। নিষ্কাম কর্মের মাধ্যমে আমরা জগতের কল্যাণের জন্য কর্ম করি এবং সেই কর্ম হয় ঈশ্বরের ইচ্ছা রূপে। তাই নিষ্কাম কর্মের মাধ্যমেই একমাত্র মোক্ষলাভ সম্ভব। 

• কিন্তু সকাম কর্মের মাধ্যমে কখনোই মোক্ষলাভ করা সম্ভব নয়। কারণ সকাম কর্মের মাধ্যমে কোনো জগত কল্যাণমূলক কর্ম করা হয় না এবং সেই প্রকার কর্মের ফল আমরা নিজেরাই ভোগ। করি সুতরাং সমাক কর্মের মাধ্যমে কখনোই মোক্ষলাভ সম্ভব নয়।

Tags: 

একাদশ শ্রেণির সমসাময়িক ভারতীয় দর্শন বড় প্রশ্ন উওর | ক্লাস xi সমসাময়িক ভারতীয় দর্শন  বড় প্রশ্ন উওর | ক্লাস 11 সমসাময়িক ভারতীয় দর্শন বড় প্রশ্ন উওর | ক্লাস ইলেভেন সমসাময়িক ভারতীয় দর্শন বড় প্রশ্ন উত্তর | class 11 philosophy question answer | wb class 11 philosophy Notes | class 11 philosophy question Answer suggestion 2022 | class 11 philosophy suggestion 2022 


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top