জ্ঞানচক্ষু গল্পের MCQ, SAQ PDF Download || জ্ঞানচক্ষু গল্পের প্রশ্ন উওর PDF ডাউনলোড

0


জ্ঞানচক্ষু গল্পের MCQ, SAQ PDF Download || জ্ঞানচক্ষু গল্পের প্রশ্ন উওর PDF ডাউনলোড
জ্ঞানচক্ষু mcq & saq pdf download

আজকের এই ব্লক পোষ্টের মাধ্যমে আমি মাধ্যমিক বাংলা প্রথম অধ্যায় প্রথর্ম দর্শন শ্রেণীর বাংলা প্রথম অধ্যায় কুমকুম কাব্যগ্রন্থ থেকে নেওয়া আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ MCQ এবং SAQ প্রশ্ন উত্তরের PDF Download Link তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখানে তোমরা জ্ঞানচক্ষু গল্পের mcq pdf পেয়ে যাবে। 

জ্ঞানচক্ষু গল্পের mcq pdf ডাউনলোড লিঙ্ক তোমরা নিচে পাবে।

জ্ঞানচক্ষু গল্পের MCQ, SAQ PDF Download || জ্ঞানচক্ষু গল্পের প্রশ্ন উওর PDF ডাউনলোড

১.১- জ্ঞানচক্ষু গল্পটির উৎস হল -

 (ক) গল্পগুচ্ছ

 (খ) চকাচকি

 (গ) কুমকুম

 (ঘ) পাতার পোষক

 উওর : কুমকুম।

 

 ১.২ ‘এ দেশের কিছু হবে না' – কথাটি কে বলেছিলেন? - 

(ক) তপন

(খ) ছোটো মেসো

(গ) তপনের বাবা

(ঘ) তপনের কাকা। 

 উওর : ছোটো মেসো

 

১.৩ - তপন যে কারণে মামাবাড়িতে এসেছে, তা হল –

(ক) ছোটোমেসোর জন্মদিন

(খ) ছোটো মাসির বিয়ে

(গ) ছোটো মাসির জন্মদিন

(ঘ) ছোটো মামার বিয়ে

উওর : ছোটো মাসির বিয়ে।


১.৪-  ‘সেই বই নাকি ছাপাও হয়— যার লেখা বই ছাপা হয় -

(ক) ছোটোমাসি

(খ) ছোটো মামা

(গ) তপনের বাবা

(ঘ) ছোটো মেসোর

উওর : ছোটো মেসোর


 ১.৫ তপনের মেসোমসাই কোন পত্রিকার সম্পাদককে চিনতেন? –

 (ক) প্রবাসী

 (খ) দেশ

 (গ) সন্ধ্যাতারা

 (ঘ) সোমপ্রকাশ 

 উওর : সন্ধ্যাতারা।

 

১.৬ ‘তপন প্রথমটা ভাবে ঠাট্টা, কিন্তু যখন দেখে মেসোর মুখে করুণার ছাপ, তখন আহ্লাদে ___হয়ে যায়। -

(ক) আনন্দিত

(খ) দুঃখিত

(গ) কাঁদো কাঁদো

(ঘ) বিহ্বল।

উওর : কাঁদো কাঁদো।


১.৭ - চায়ের টেবিলে তপনের গল্প নিয়ে কথা ওঠে – 

(ক) সকালে

(খ) বিকেলে

(গ) সন্ধ্যায়

(ঘ) রাতে

উওর : বিকেলে


 ১.৮ তপনের হাত আছে। – কথাটির অর্থ হল –

 (ক) হস্তক্ষেপ 

 (খ) ভাষার দখল

 (গ) মারামারি

 (ঘ) জবরদস্তি

 উওর : ভাষার দখল

১.৯ "শুধু এইটাই জানা ছিল না – অজানা বিষয়টি হল – 

(ক) মেসো একজন লেখক

(খ) তার গল্প ছাপা হবে

(গ) মানুষ-ই গল্প লেখে

(ঘ) সে গল্প লিখতে পারে।

উওর : মানুষ-ই গল্প লেখে।


১.১০ তপন তার প্রথম গল্পটি লিখেছিল –

(ক) সকালবেলা

(খ) দুপুরবেলা

(গ্র) বিকেলবেলা

(ঘ) রাত্রিবেলা

উওর : দুপুরবেলা। 


১.১১ নিজের গল্প পড়ে তপনের যা হয়েছিল -

(ক) আনন্দে আপ্লুত হয়েছিল

(খ) গায়ে কাঁটা দিয়ে উঠেছিল

(গ) চোখে জল এসে গিয়েছিল।

(ঘ) মন খারাপ 

উওর : গায়ে কাঁটা দিয়ে উঠেছিল।


১.১২ ছোটোমাসি তপনের থেকে বয়সে -

(ক) ছয় বছরের বড়ো

(খ) বছর তিনেকের বড়ো

(গ) বছর আষ্টেকের বড়ো

(ঘ) বছর দশেকের বড়ো।

উওর : বছর আষ্টেকের বড়ো।


১.১৩ বাড়িতে তপনের নাম হয়েছে – (ক) গল্পকার,লেখক

(খ) কবি; সাহিত্যিক; কথাশিল্পী,

(গ) কবি; লেখক

(ঘ) কথাশিল্পী, গল্পকার। 

উওর : কবি; সাহিত্যিক; কথাশিল্পী,


১.১৪ তপনের লেখা গল্পের নাম ছিল – (ক) প্রথম দিন

(খ) স্কুলে প্রথম দিন

(গ) শেষ রাত

(ঘ) শেষ দিন

উওর : প্রথম দিন।


১.১৫ তপনের সম্পূর্ণ নাম কী ছিল? – (ক) তপন কুমার সেন 

(খ) শ্রী তপন কুমার বিশ্বাস

(গ) তপন কুমার পাল

(ঘ) শ্রীতপন কুমার রায়।

উওর : শ্রীতপন কুমার রায়।


১.১৬ - " আজ যেন তাঁর সবচেয়ে দুঃখের দিন " - কার কথা বলা হয়েছে ? 

(ক) তপন

(খ) ছোটো মেসো

(গ) তপনের বাবা

(ঘ) তপনের কাকা। 

 উওর : তপন। 


১.১৭ - কথাটা শুনে তপনের চোখ হয়ে গিয়েছিল - 


(ক) কাচের মতো

(খ) বলের মতো

(গ) আয়নার মতো

(ঘ) মার্বেলের মতো

উওর : মার্বেলের মতো।


১.১৮- কখন তপনের বুকের রক্ত ঝলকে ওঠে -? 

(ক) যখন তার প্রথম গল্প লেখা হয়।

(খ) যখন তপনের মেসো সন্ধ্যাতারা পত্রিকা নিয়ে তার বাড়িতে আসে। 

(গ) যখন তপন প্রথম জানতে পারে যে, তাঁর মেসো একজন লেখক। 

(ঘ) যখন তপন জানতে পারে যে? মানুষই গল্প লেখে। 

উওর :যখন তপনের মেসো সন্ধ্যাতারা পত্রিকা নিয়ে তার বাড়িতে আসে। 


১.১৯- " তপন আর পড়তে পারে না " - তপনের গল্পটি পড়তে না পারার কারণ কী? 

(ক) কারণ সেই গল্পটির ভাষা খুব কঠিন ছিল

(খ) গল্পটি তাঁর নিজের লেখা ছিল না।

(গ) গল্পটি পড়ার সময় তপনের চোখে সমস্যা হচ্ছিল।

(ঘ) সবার সঙ্গে গল্প পড়তে তপনের অসুবিধা হচ্ছিল। 

 উওর : গল্পটি তাঁর নিজের লেখা ছিল না।


১.২০ - " ক্রমশ কথাটাও ছড়িয়ে পড়ে " কোন কথানা ছড়িয়ে পড়ে -?

(ক) গল্প প্রকাশ হওয়ার কথাটা

(খ) গল্প কারেকশনের কথাটা 

(গ) তপনের গল্প লেখার কথাটা

(ঘ) গল্প লেখায় তপনের হাত নেই সেই কথাটা

উওর : গল্প কারেকশনের কথাটা।

জ্ঞানচক্ষু গল্পের ছোট প্রশ্ন উওর | ক্লাস টেনের জ্ঞানচক্ষু গল্পের saq প্রশ্ন উওর 

২। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন :(কমেবেশি ২০টি শব্দে)

২,১ “নতুন মেসোকে দেখে জানল সেটা”— নতুন মোসোকে দেখে উদ্দিষ্ট ব্যক্তি কী জানতে পারল

উওর : আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্পের মূল চরিত্র তপন " তার নতুন মেসোকে দেখে এটা জানতে পেরেছিল যে তার মেসো একজন লেখক যিনি বই লেখেন। এবং লেখকরা কোনো ভিনগ্রহের প্রাণী নয়। লেখকরাও তাঁর মতোই সাধারণ মানুষ।

২.২- তপনের লেখা গল্প পড়ে ছোটোমাসি কী বলেছিল? [ME [17]

উওর : আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্পে তপনের লেখা গল্পটি পড়ে ছোট মাসি তপনকে জিজ্ঞেস করেছিল, সে এই গল্পটি কোথাও থেকে নকল করেছে কিনা। 

২.৩- " ক্রমশ কথাটাও ছড়িয়ে পড়ে " - কোন কথাটা ছড়িয়ে পড়ার কথা বলা হয়েছে? 

উওর : জ্ঞানচক্ষু গল্পে মূল চরিত্র তপন যেই গল্পটি লিখেছিল,সেটা তার নতুন মেসো কারেকশন করে পত্রিকায় ছাপিয়ে দিয়েছে। এই কথাটাই ক্রমশ ছড়িয়ে পড়ার কথা বলা হয়েছে।

২.৪ - " একটু কারেকশন করে ইয়ে করে দিলে ছাপাতে দেওয়া চলে "  কে, কি ছাপানোর কথা বলেছেন? মাধ্যমিক 2018 

উওর : আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্পে তপনের নতুন মেসো,তপনের লেখা গল্পটি কারেকশন করে ছাপতে দেওয়ার কথা বলেছেন।

২.৫ - " তার চেয়ে দুঃখের কিছু নেই " -  কোন বিষয়ে কথা বলা হয়েছে? 

উওর : জ্ঞানচক্ষু গল্পের মূল পর্বে তপনের দিক থেকে এই বক্তব্য তুলে ধরা হয়েছে। এখানে একজন লেখক হয়ে নিজের লেখা পড়তে গিয়ে অন্য একজন লেখকের গল্প পড়াটাই হচ্ছে সবচেয়ে দুঃখের। 

২.৬- " গল্পটা ছাপা হলে যে ভয়ঙ্কর আল্লাহ টা হবার কথা,সে আল্লাহ খুঁজে পায়না " - উদ্দিষ্ট ব্যক্তির আল্লাহদিত না হতে পারার কারণ কি? 

উওর : জ্ঞানচক্ষু গল্পের মূল চরিত্র তপনের নিজের লেখা গল্প প্রকাশিত হলে যে আল্লাহটা তপন খুঁজে পেত, সেটা খুঁজে না পাওয়ার কারণ হলো,  সবার কাছে তপনের লেখা গল্প প্রকাশিত হওয়ার থেকে, তাঁর মেসোমশাইয়ের গল্প ছাপিয়ে দেওয়ার বিষয়েটাই বড় হয়ে দাঁড়িয়েছিল।

২.৭ - " এ বিষয়ে সন্দেহ ছিল তপনের "  - কোন বিষয়ে তপনের সন্দেহ ছিল? 

উওর : জ্ঞানচক্ষু গল্পের মূল চরিত্র তপনের সন্দেহ যে, লেখকরা তার মতোই সাধারণ মানুষ কিনা। তপনের মতে লেখকরা ছিল ভিনগ্রহের প্রাণী। তাদের যে কখনো চোখের সামনে দেখা যেতে পারে বা লেখকরা যে তার বাবা, ছোট মামা এবং মেজোকাকার মতোই সাধারণ মানুষ,সে বিষয়ে সন্দেহ ছিল তপনের।

২.৮ - " রত্নের মূল্য জহুরির কাছেই " -  কথাটির তাৎপর্য কি..

উওর : কথাটি সাধারণ অর্থে বোঝায় কেবল জ্ঞানীব্যক্তিই ওপর গুণের কদর করতে জানে। জ্ঞাচক্ষু গল্প এখানে রত্ন বলতে বোঝানো হয়েছে তপনকে এবং জরুরি বলতে বোঝানো হয়েছে তপনের নতুন মেসোমশাইকে। তপনের লেখা গল্পের মূল্য যদি সত্যিই কেউ বুঝে থাকেন তাহলে সেটা তপনের মেসোমশাই। এখানে সেই কথাই বলা হয়েছে।

২.৯ - " পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে? " এখানে কোন ঘটনাকে বল কি বলা হয়েছে? 

উওর : আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্পের প্রধান চরিত্র " তপন " এর লেখা একটি গল্প তার নতুন মেসোর মাধ্যমে সন্ধ্যাতারা পত্রিকায় প্রকাশিত হওয়ার ঘটনাকে এখানে অলৌকিক ঘটনা বলা হয়েছে। 

২.১০ - " তপন আর পড়তে পারেনা "- তপনের আর পড়তে পারার না পারার কারণ কী? 

উওর : নতুন মেসোমশাই যখন সন্ধ্যাতার পত্রিকাটি তপনের হাতে, দিয়েছিল তখন তপনকে নিজের গল্প পড়তে গিয়ে তার মেসোমশাইয়ের লেখা গল্প পড়তে হয়েছিল। যার ফলে তপনের মনে আঘাত লাগে। এবং সেই কষ্টেই তপন আর পড়তে পারে না।


আশাকরি যে, আজকের ক্লাস টেনের বাংলা প্রথম অধ্যায় জ্ঞানচক্ষু গল্প থেকে যেই গুরুত্বপূর্ণ mcq question answer & saq question answer শেয়ার করলাম, তা তোমাদের একটু হলেও কাজে লাগবে। যদি আজকের এই পোস্টটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের ওয়েবসাইটের অন্যান্য পোস্ট গুলো পড়ে দেখো।

## জ্ঞানচক্ষু গল্পের mcq pdf ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করো👉 : Download 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top