ক্লাস টেনের অসুখী একজন কবিতার প্রশ্ন উত্তর | WB Class 10 Bengali অসুখী একজন কবিতার mcq & saq question answer

0


ক্লাস টেনের অসুখী একজন কবিতার প্রশ্ন উত্তর | WB Class 10 Bengali অসুখী একজন কবিতার mcq & saq question answer


ক্লাস টেনের অসুখী একজন কবিতার mcq, saq প্রশ্ন উওর | অসুখী একজন কবিতার ছোট প্রশ্ন উওর
অসুখী একজন কবিতার mcq & saq question answer

আজকের ব্লগ পোস্টের মাধ্যমে আমি দশম শ্রেণির বাংলা অসুখী একজন কবিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর এবং সেইসঙ্গে কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ( WB Class 10 Bengali অসুখী একজন কবিতার mcq & saq question answer ) তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকের এই ব্লগ পোস্টে ক্লাস টেনের বাংলা অসুখী একজন কবিতা থেকে যে সমস্ত এমসিকিউ এবং অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর তোমাদের করে দেওয়া হয়েছে,সেখান থেকেই মাধ্যমিক পরীক্ষায় এবং বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। তাই ক্লাস টেনের বাংলা অসুখী একজন কবিতার এই mcq question answer & saq question answer গুলো তোমাদের ভালো করে পড়া উচিত। অসুখী একজন কবিতার যে সমস্ত বাকি বড় প্রশ্ন উত্তর গুলো রয়েছে, সেগুলো আমরা পরবর্তী পোস্টে তোমাদের সঙ্গে শেয়ার করবো। 

Table Of Contents 

• ক্লাস টেনের অসুখী একজন কবিতার প্রশ্ন উওর 
• অসুখী একজন কবিতার ছোট প্রশ্ন উওর 
• অসুখী একজন কবিতার অতিসংক্ষিপ্ত প্রশ্ন উওর 
• ক্লাস টেনের অসুখী একজন কবিতার ছোট প্রশ্ন 
• ক্লাস 10 অসুখী একজন কবিতার mcq প্রশ্ন উওর 
• ক্লাস 10 অসুখী একজন কবিতার saq প্রশ্ন
• দশম শ্রেণির অসুখী একজন কবিতার অতিসংক্ষিপ্ত প্রশ্ন উওর 


ক্লাস টেনের অসুখী একজন কবিতার প্রশ্ন উত্তর | WB Class 10 Bengali অসুখী একজন কবিতার mcq & saq question answer


১.১ 'অসুখী একজন' কবিতাটি মূল কোন ভাষায় রচিত? – 

(ক) ফরাসি, 

(খ) আরবি

(গ) স্প্যানিশ

(ঘ) ইংরেজি

উওর : স্প্যানিশ।


১.২ পাবলো নেরুদা ছিলেন -

(ক) চিলিয়ান কবি ও রাজনীতিবিদ (খ) জার্মান কবি ও চিত্রকর

(গ) রাশিয়ান লেখক ও ভাস্কর্য শিল্পী, (ঘ) ইউরোপিয়ান কবি ও ঔপন্যাসিক।

উওর : চিলিয়ান কবি ও রাজনীতিবিদ।


১.৩. পাবলো নেরুদার আসল নাম - 

(ক) নেফতালি রেয়েস বাসোয়াসতে

(খ) নেকতালি রিকার্দো রেয়েন্স বাসোয়ালতো

(গ) নেফতালি রিকার্দো পাবলো নেরুদা

(ঘ) নেফতালি রিকার্দোঁ পাবলো রেয়েন্স নেরুদা বাসোয়ালতো।

উওর : নেকতালি রিকার্দো রেয়েন্স বাসোয়ালতো।


১.৪ - পাবলো নেরুদা নোবেল পুরস্কার পেয়েছেন – 

(ক) ১৯৭০ সালে

(খ) ১৯৭১ সালে

(গ) ১৯৭২ সালে

(ঘ) ১৯৭৩ সালে

উওর : ১৯৭১ সালে।


১.৫ " অসুখী একজন" কবিতাটি কবি পাবলো নেরুদার যে কাব্যগ্রন্থের অন্তর্গত, সেটি হল –

(ক) Intimacles Poems of Love

(খ) Extravagaria 

(গ) The Captain's Verses 

(ঘ) On the Blue Share of Silence Poems of the Seat

উওর : Extravagaria


১.৬ নেমে এল তার মাথার উপর" - কী নেমে এলো? –

(ক) মেঘ

(খ) বছর

(গ) মাস

(ঘ) দিন 

উওর : বছর


১.৭ -" ধরে গেল আগুন'- কোথায়? – (ক) ঘন অরণ্যে

(খ) জনবসতিতে

(গ) ফসলের খেতে

(ঘ) সমস্ত সমতলে

উওর : সমস্ত সমতলে


১.৮ শান্ত হলুদ দেবতারা হাজার বছর ধরে – 

(ক) ধ্যানে ডুবে থেকে স্বপ্ন দেখছিলেন। (খ) জীবনের প্রতি উদাসীন ও নির্লিপ্ত ছিলেন।

(গ) মানুষকে ধৈর্য ও সহনশীলতার শিক্ষা নিচ্ছিলেন।

(ঘ) অহিংস হতে মানুষকে উদ্বুদ্ধ করছিলেন। 

উওর : ধ্যানে ডুবে থেকে স্বপ্ন দেখছিলেন


১.৯ পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে – 

(ক) পুজার সামগ্রী

(খ) মন্দির চুড়া

(গ) শান্ত হলুদ দেবতারা

(গ) সবকটিই

উওর : শান্ত হলুদ দেবতারা


১.১০ কারা আর স্বপ্ন দেখতে পারল না" - কারা স্বপ্ন দেখতে পারল না।

(ক) দেবতারা

(খ) যুদ্ধবাজরা

(গ) মানুষেরা

(ঘ) শান্ত হলুদ দেবতারা।

উওর : শান্ত হলুদ দেবতারা।


১.১১- “তারা আর স্বপ্ন দেখতে পারল না।" - "তারা" বলতে এখানে – 

(ক) মানুষ

(খ) শিশুরা

(গ) শান্ত পুরোহিতরা

(ঘ) শান্ত হলুদ দেবতারা।

উওর : শান্ত হলুদ দেবতারা।।


১.১২ 'অসুখী একজন' কবিতায় জানা যায় যে বাদ্যযন্ত্রের কথা-

(ক) হারমোনিয়াম 

(খ) বীণা

(গ) সেতার

(ঘ) জলতরঙ্গ।

উওর : জলতরঙ্গ।


১.১৩ - যুদ্ধের আগুনে কী জ্বলে চূর্ণ হয়ে গোল? – 

(ক) প্রাচীন পোড়ামাটির মূর্তি

(খ) প্রাচীন

(গ) নতুন প্রাসাদ

(ঘ) প্রাচীন জলতরঙ্গ

উওর : প্রাচীন জলতরঙ্গ


১.১৪ - 'অসুখী একজন' কবিতায় কবির ঝুলন্ত বিছানার ধারের গাছটি হল –

(ক) গোলাপি

(খ) হলুদ

(গ) নীল

(ঘ) সবুজ।

উওর : গোলাপি


১.১৫ - "অসুখী একজন" কবিতায় শহর ফাসের সঙ্গে সঙ্গে রঙের দাগ্যের রং হয়েছিল–

(ক) নীল

(খ) সবুজ

(গ) হলুদ

(ঘ) কালো

উওর : কালো


১.১৬ “আর সেই মেয়েটি আমার অপেক্ষায়।” – সেই মেয়েটি আমার অপেক্ষায়, কারণ- 

(ক) সে জানতই না,কখনও আর ফিরে যাব না তার কাছে।

(খ) তার জীবনের সব অবলম্বন যুদ্ধে ধ্বংস হয়ে গেছে।

(গ) সে দুঃখ পেতে ভালোবাসে।

(ঘ) সে জানত যুদ্ধ শেষ হলেই কথক তার কাছে ফিরে যাবে।

উওর : সে জানতই না,কখনও আর ফিরে যাব না তার কাছে।


১.১৭ ‘আমি’ চরিত্রটি কোথায় ঘুমিয়েছিল? -

(ক) ঝুলন্ত বিছানায়

(খ) গাছের ছায়ায়

(গ) নাটমন্দিরে

(ঘ) রাস্তায়। 


১.১৮ ‘অসুখী একজন’ কবিতাটির ইংরেজি তরজমাটি হল – of The

(ক) The Unhappy 

 (খ) The Unhappy Person

 (g) The Unhappy One

 (ঘ) The Unhappy man

 উওর : The Unhappy One


১.১৯- অসুখী একজন কবিতাটি কে বাংলায় তরজমা করেছেন? 

(ক) অর্ঘ্য কুসুম দত্তগুপ্ত 

(খ) নবারুণ ভট্টাচার্য

(গ) মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়

(ঘ) উৎপল কুমার ঘোষ

উওর : নবারুণ ভট্টাচার্য।


১.২০- তারপর যুদ্ধ এলো - 

(ক) পাহাড়ের আগুনের মতো

(খ) মত রক্তের সমুদ্রের মতো

(গ) আগ্নেয় পাহাড়ের মতো

(ঘ) রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো

উওর : রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো।।

ক্লাস টেনের অসুখী একজন কবিতার প্রশ্ন উওর | অসুখী একজন কবিতার ছোট প্রশ্ন উওর 

1 " অসুখী একজন " কবিতায় কে,কাকে, কোথায় ছেড়ে দিয়েছিল?

উওর : অসুখী একজন কবিতায়,কবি নিজে তার ভালোবাসার মানুষটিকে, তার ফিরে আসার অপেক্ষায় দরজায় ছেড়ে দিয়েছিল।


2 - " সে জানতো না " - এখানে কার, কি না জানা কথা বলা হয়েছে?

উওর : পাবলো নেরুদার রচিত অসুখী একজন কবিতায় এখানে গল্পকথকের ভালোবাসার মানুষটির কথা বলা হয়েছে। কবির ভালোবাসার মানুষটি, এটা জানতেন না যে, কবি আর কখনো ফিরে আসবেন না। এখানে তাঁর সেই বিষয়টি না জানার কথাই বলা হয়েছে।


3 - " শিশু আর বাড়িরা খুন হলো " -  শিশু  আর বাড়িরা খুন হয়েছিল কেন? (মাধ্যমিক-২০১৭)

উওর : অসুখী একজন কবিতায় শিশু তার বাড়িরা খুন হয়েছিলন যুদ্ধের কারণে। অর্থাৎ যুদ্ধের ভয়াবহ কড়াল থাবা থেকে কেউই রেহাই পায়নি।


4 - শান্ত হলুদ দেবতারা কত বছর ধরে ধ্যানে ডুবেছিল?

উওর : অসুখী একজন কবিতায় শান্ত হলুদ দেবতারা বছর ধরে ধ্যানে ডুবেছিল।


5 - . "ছড়ানো রয়েছে কাছে দূরে !"—কী ছড়ানো রয়েছে ?(মাধ্যমিক-২০১৯)

উওর : অসুখী একজন কবিতায় শিশুদের শব ছড়ানো রয়েছে কাছে দূরে। 

6- " তারা আর স্বপ্ন দেখতে পারলো না " -  এখানে কাদের কথা বলা হয়েছে? 

উওর : অসুখী একজন কবিতায় হাজার বছর ধ্যানে ডুবে থাকা শান্ত হলুদ দেবতাদের,স্বপ্ন দেখতে না পাওয়ার কথা বলা হয়েছে।


7 - অসুখী একজন কবিতায় কবি পরিত্যক্ত রাস্তায় কথা জন্মানোর কথা  বলা হয়েছে? 

উওর ; অসুখী একজন কবিতায় কবি পরিত্যক্ত রাস্তায় ঘাস জন্মানোর কথা বলা হয়েছে।


8 - অসুখী একজন কবিতায় কবির ঝুলন্ত বিছানাটি কোথায় ছিল?

উওর : অসুখী একজন কবিতায় কবির ঝুলন্ত বিছানাটি ছিল কবির বারান্দায়।


9 - যেখানে ছিল শহর সেখানে পড়ে রইল___? বাক্যটি করে পূরণ করো

উওর : অসুখী একজন কবিতার এই উদ্ধৃতিতে সম্পূর্ণ বাক্যটি হলো " যেখানে ছিল শহর সেখানে পড়ে রইলো কাঠ কয়লা। 


10 - " আর সেই মেয়েটি আমার অপেক্ষায় " -সেই মেয়েটি বলতে কার কথা বলা হয়েছে? সে কার অপেক্ষায় রয়েছে? 

উওর : অসুখী একজন কবিতার এই উদ্ধৃতিতে সেই মেয়েটি বলতে কবির ভালোবাসার মানুষটির কথা বলা হয়েছে। এবং সে তাঁর ভালোবাসার মানুষ কবির আসার অপেক্ষায় রয়েছে। 


 আশাকরি যে, আজকের ক্লাস টেনের অসুখী একজন কবিতা থেকে যেই গুরুত্বপূর্ণ mcq question answer & saq question answer শেয়ার করলাম, তা তোমাদের একটু হলেও কাজে লাগবে। যদি আজকের এই পোস্টটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের ওয়েবসাইটের অন্যান্য পোস্ট গুলো পড়ে দেখো।

Tags : 

ক্লাস টেনের অসুখী একজন কবিতার mcq question answer |  মাধ্যমিক বাংলা প্রশ্ন উওর | অসুখী একজন কবিতার গল্পের mcq & saq প্রশ্ন উত্তর | ক্লাস টেনের অসুখী একজন কবিতার ছোট প্রশ্ন উওর | ক্লাস টেনের অসুখী একজন কবিতার বড় প্রশ্ন উওর | ক্লাস টেনের অসুখী একজন কবিতার অতি সংক্ষিপ্ত প্রশ্ন উওর |wb class 10 Bengali mcq question answer | wb class 10 Bangla question answer in bengali | class 10 Bangla question answer | class 10 Bangla short question answer | wb class 10 Bangla Chapter 1 mcq & saq question answer in bengali 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top