নবম শ্রেণির বাংলা খেয়া কবিতা MCQ & SAQ প্রশ্ন উওর || WBBSE Class 9 Bengali MCQ Question Answer & Suggestion 2023

0

 

নবম শ্রেণির বাংলা খেয়া কবিতা MCQ & SAQ প্রশ্ন উওর || WBBSE Class 9 Bengali MCQ Question Answer & Suggestion 2023
আকাশে সাতটি তারা কবিতার MCQ & SAQ প্রশ্ন উওর


আজকের এই ব্লগের মাধ্যমে আমরা নবম শ্রেণির বাংলা কবিতা ( WBBSE Class 9 Bengali Question Answer & Suggestion 2023 ) জীবনানন্দ দাশের আকাশে সাতটি তারা কবিতার অত্যন্ত গুরুত্বপূর্ণ 20 টি MCQ & 10 টি SAQ প্রশ্ন উত্তর তোমাদের সঙ্গে শেয়ার করবো।। পরবর্তীকালে ক্লাস 9 বাংলা জীবনানন্দ দাশের আকাশে সাতটি তারা কবিতার বড় প্রশ্ন উওর গুলো শেয়ার করবো।।

নবম শ্রেণির বাংলা আকাশে সাতটি তারা কবিতার MCQ & SAQ প্রশ্ন উওর || WBBSE Class 9 Bengali MCQ & SAQ Question Answer & Suggestion 2023 


1- ‘আকাশে সাতটি তারা' কবিতাটির রচয়িতা- 

• দীনেশ দাস 

• জীবানন্দ দাশ 

• গোবিন্দ দাস

• জীবনানন্দ দাশ

• উওর : জীবনানন্দ দাশ

2- আকাশে সাতটি তারা' যে-কাব্যগ্রন্থ থেকে সংকলিত, সেটি হল-

• সাতটি তারার তিমির 

• বনলতা সেন

• রূপসী বাংলা 

• ঝরা পালক

• উওর : রূপসী বাংলা 

3- ‘আকাশে সাতটি তারা' কবিতায় পক্তিসংখ্যা- 

• 12 

• 14

• 9 

• 18

• উওর : 14

4- আকাশে তারা উঠেছে—

• ১০টি

• ৭টি 

• ৫টি

• অসংখ্য

• উওর : ৭টি


Read More👇

What Is Car Insurance? Best Car Insurance Plan & Companies সম্পর্কে জানতে হলে নিচের লিঙ্কে ক্লিক করুন।

What Is Car Insurance | Types Of Car Insurance | Best Car Insurance Plan For You


5- কবি যেখানে বসে আছেন, তা হলো- 

• ঘাসে 

• পাহাড়ে 

• নদীর তীরে 

• ছাদে

• উওর : ঘাসে

6- 'কামরাঙা-লাল মেঘ।' কীসের মতো?

• মৃত মনিয়ার মতো 

• শান্ত ও অনুগত

• চাঁদের জ্যোৎস্নার মতো

• মৃত ঢেউয়ের মতো

• উওর : মৃত মনিয়ার মতো 

7-  কামরাঙা-লাল মেঘ যেখানে ডুবে গেছে, তা হলো - 

• গঙ্গাসাগরে 

• ব্রহ্মপূত্রে 

• ধানসিড়ি নদীতে

• উওর : গঙ্গাসাগরে

8- কবির মতে নীল সন্ধ্যা হল –

• অনুগত

• শান্ত 

• শান্ত অনুগত

• চঞ্চল

• উওর : শান্ত অনুগত

9- সন্ধ্যাকে তুলনা করা হয়েছে-

• মনিয়ার সঙ্গে

• কামরাঙা মেঘের সঙ্গে

• কেশবতী কন্যার সঙ্গে 

• রুপসীর চুলের সঙ্গে 

• উওর : কেশবতী কন্যার সঙ্গে

10- কবির কল্পনায় কেশবর্তী কন্যা হচ্ছে- 

• আকাশের সাতটি তারা

• বাংলার নীল সন্ধ্যা

• গঙ্গাসাগরের ঢেউ

• মৃত মনিয়া

• উওর : বাংলার নীল সন্ধ্যা

11- আমার চোখের পরে আমার মুখের 'পরে চুল তার ভাসে; এখানে আমার বলতে কবি বুঝিয়েছেন- 

• গ্রামবাংলার 

• সন্ধ্যার আকাশের 

• কিশোরীর 

• কবিতার কথকের 

• উওর : কবিতার কথকের 

12- 'চুল তার ভাসে'- কোথায় তার চুল ভাসে।?

• গঙ্গাসাগরের ঢেউয়ে 

• কবির চোখ, মুখের ওপর

• পৃথিবীর পরে 

• ঘাসের ওপর

• উওর : কবির চোখ, মুখের ওপর

 13- 'পৃথিবীর কোনো পথ এ -দেখে নি কো–...(শূন্যস্থান পূরণ) 

 • মুথাঘাস 

 • নরম ধান 

 • সাতটি তারা

 • কন্যারে

 • উওর : কন্যারে

14- ‘পৃথিবীর কোনো পথ কন্যারে দেখে নি কো'—পদ্ধিটিতে যে-ভাবনাটি প্রকাশ পেয়েছে, তা হল-

• কেউ এই রূপসীকে দেখেনি 

• কেউ এই কেশবর্তী কন্যাকে দেখেনি

• সন্ধ্যা সমাগমে এই অন্ধকারকে কেউ দেখেনি 

• সন্ধ্যা সমাগমে অন্ধকারের এই সৌন্দর্যকে কেউ দেখেনি

• উওর : সন্ধ্যা সমাগমে অন্ধকারের এই সৌন্দর্যকে কেউ দেখেনি

15- 'অজস্র চুলের চুমা' বলতে কবি এখানে বুঝিয়েছেন— 

• চুলের এলোমেলো আলোড়ন

• চুলের ছায়া

• সন্ধ্যার অন্ধকার 

• কোনোটিই নয়

• উওর : চুলের ছায়া

16- হিজলে কাঁঠালে জামে অবিরত ঝরে-

• নীল সন্ধ্যা

• চুলের চুমা 

• রূপসীর চুল 

• ক্লান্ত নীরবতা

• উওর : চুলের চুমা 

17- জানি নাই এত লিগ্য গণন্ধ করে রূপসীর চুলের বিন্যাসে - রূপসী হল-

• কেশবর্তী কন্যা

• আকাশে সাতটি তারা

• চুলের চুমা 

• বাংলার নীল সন্ধ্যা

• উওর : বাংলার নীল সন্ধ্যা

18- হিজলে কাঁঠালে জামে করে অবিরত, এখানে কবি করে অবিরত বলতে বুঝিয়েছেন—

• রাতের শিশির 

• লাল বটের ফল 

• অজস্র চুলের চুমা 

• কলমির ঘ্রাণ

• উওর : অজস্র চুলের চুমা 

19- কিশোরীর চালধোয়া ভিজে হাত’-এর অনুভূতি কবির কাছে তুলনীয়—

• বর্ষার সঙ্গে 

• গ্রীষ্মের সঙ্গে 

• শরতের সঙ্গে 

• শীতের সঙ্গে

• উওর : শীতের সঙ্গে

20- কিশোরের পায়ে দলা মুথাঘাস— কথাটিতে যে-ভাবনাটি প্রকাশ পেয়েছে, তা হল – 

• কিশোরের দুরন্তপনা

• মুথাঘাসের ক্লান্ত নীরবতা 

• বেদনা ও বিষাদ

• কোনোটিই নয়

• উওর : বেদনা ও বিষাদ

নবম শ্রেণির বাংলা আকাশে সাতটি তারা কবিতার MCQ প্রশ্ন উওর || WBBSE Class 9 Bengali MCQ Question Answer & Suggestion 2023 

1- ‘আকাশে সাতটি তারা' কবিতাটি কার লেখা?

উত্তর : ‘আকাশে সাতটি তারা’ কবিতাটি কবি জীবনানন্দ দাশের লেখা। 

2-  কোন্ কাব্যগ্রন্থ থেকে ‘আকাশে সাতটি তারা কবিতাটি সংকলিত হয়েছে?

উত্তর : কবিতাটি ‘রূপসী বাংলা’ নামক কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে।

3- ‘আকাশে সাতটি তারা’ কবিতাটির মূল সুর কী বলে তোমার মনে হয়?

উত্তর : কবিতাটিতে কবি সন্ধ্যার আঁধারের বিভিন্ন অনুষঙ্গের মধ্য দিয়ে বঙ্গপ্রকৃতির নৈসর্গিক সৌন্দর্যের মধ্যে লুকিয়ে থাকা সৌন্দর্যের বিষাদকে তুলে ধরেছেন।

4- আকাশে সাতটি তারা কবিতার কাকে মৃত মনিয়ার মতো মনে হয়েছে?

উওর : আকাশে সাতটি তারা কবিতার কামরাঙা লাল রং মেঘকে মৃত মনিয়ার মতো মনে হয়েছে।

5- আকাশে সাতটি তারা উঠার সময় কবি কোথায় বসে থাকেন?

উওর : আকাশে যখন সাতটি তারা ওঠে তখন কবি ঘাসের উপর বসে থাকেন।।

6- আকাশে সাতটি তারা কবিতার কেশবতী কন্যা বলতে কাকে বোঝানো হয়েছে?

উওর : আকাশে সাতটি তারা কবিতার কেশবতী কন্যা বলতে কবি জীবনানন্দ দাস-বাংলার নীল সন্ধ্যাকে বুঝিয়েছেন।

7-  'পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখি নি কো' -কবি এমন বলেছেন কেন?

উওর : আকাশে সাতটি তারা কবিতার কবি জীবনানন্দ দাশ বাংলার নীল সন্ধ্যার যে অপরূপ সৌন্দর্য তিনি দেখেছেন, তা তিনি অন্য কোথাও দেখেননি  তিনি বাংলার প্রকৃতির অতুলনীয় সন্ধ্যাকালীন এই সৌন্দর্যকদ ফুটিয়ে তোলার জন্যই তিনি এমন বলেছেন।।

8- 'এরই মাঝে বাংলার বাংলার প্রাণ'- কবি কোথায় বাংলার প্রাণের স্পর্শ খুঁজে পেয়েছেন? 

উত্তর :  কবি নরম ধান, কলমি, হাঁসের পালক, শর, পুকুরের জল, কিশোরীর চালধোয়া ভিজে শীতল হাত, পায়ে-দলা মুখাঘাস ও ব্যথিত বটফলের ক্লান্ত নীরবতার মাঝে বাংলার প্রাণের স্পর্শ খুঁজে পান।

9- ‘আমি পাই টের’—কে, কী টের পান?

উত্তর : কবি জীবনানন্দ দাশ যখন আকাশে সাতটি তারা ফুটে ওঠে, তখন বঙ্গপ্রকৃতির প্রাণময় উপস্থিতি টের পান। 

10- ‘আকাশে সাতটি তারা কবিতায় কবি মেঘকে কীসের সঙ্গে তুলনা করেছেন? 

উত্তর : আকাশে সাতটি তারা' কবিতায় কবি কামরাঙা-লাল মেঘকে মৃত মনিয়া পাখির সঙ্গে তুলনা করেছেন।


আশাকরি, নবম শ্রেণির বাংলা বাংলা কবিতা ( WBBSE Class 9 Bengali Question Answer & Suggestion 2023 ) জীবনানন্দ দাশের আকাশে সাতটি তারা থেকে যে কয়েকটি গুরুত্বপূর্ণ MCQ & SAQ প্রশ্ন উত্তর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছে, তা তোমাদের কাজে লাগবে।।

Tags : আকাশে সাতটি তারা কবিতার MCQ & SAQ প্রশ্ন উত্তর | আকাশে সাতটি তারা কবিতার ছোট প্রশ্ন উত্তর | নবম শ্রেণির বাংলা আকাশে সাতটি তারা কবিতার MCQ প্রশ্ন উত্তর | ক্লাস 9 বাংলা আকাশে সাতটি তারা কবিতা MCQ & SAQ প্রশ্ন উত্তর | wbbse class 9 Bengali question answer 2023

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top