উচ্চ মাধ্যমিক বাংলা শিকার কবিতার MCQ প্রশ্ন উওর || WB Class 12 Bengali Question Answer & Suggestion 2023

0

 

উচ্চ মাধ্যমিক বাংলা শিকার কবিতার MCQ প্রশ্ন উওর || WB Class 12 Bengali Question Answer & Suggestion 2023
উচ্চ মাধ্যমিক বাংলা শিকার কবিতার MCQ প্রশ্ন উত্তর


আজকের এই ব্লগে আমরা দ্বাদশ শ্রেণির বাংলা বা উচ্চ মাধ্যমিক বাংলা জীবনানন্দ দাশের শিকার কবিতার (wb class 11 Bengali Question Answer & Suggestion 2023 ) অত্যন্ত গুরুত্বপূর্ণ 20 টি MCQ প্রশ্ন উওর তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক বাংলা জীবনানন্দ দাশের শিকার কবিতার MCQ Question Answer গুলো শেয়ার করা হলো। পরবর্তীতে আমরা দ্বাদশ শ্রেণির বাংলা শিকার কবিতার বাকি বড় প্রধন উওর গুলো শেয়ার করবো।

উচ্চ মাধ্যমিক বাংলা শিকার কবিতার MCQ প্রশ্ন উওর || WB Class 12 Bengali Question Answer & Suggestion 2023

1- শিকার কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল- 

• ১৩৪৩ বঙ্গাব্দে

• ১৩৪৪ বঙ্গাব্দে

• ১৩২৪ বঙ্গাব্দে

• ১৩৩৪ বঙ্গাব্দে

• উওর : ১৩৪৩ বঙ্গাব্দে


2- শিকার কবিতায় আকাশের রংকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে?

• সমুদ্রের জল 

• মোমের আলো 

• বিকেলের রোদ 

• ঘাসফড়িং এর দেহ

• উওর : ঘাসফড়িং এর দেহ


3- চারিদিকের পেয়ারা ও নোনার গাছ যার সঙ্গে তুলনা করা হয়েছে,তা হলো- 

• টিয়ার সবুজ পালকের মতো

• ঘাসফড়িঙের দেহের মতো 

• মোরগ ফুলের লালের মতো 

• উপরের সবগুলি

• উওর : টিয়ার সবুজ পালকের মতো।


4- এখনো আকাশে যা রয়েছে,তা হলো-

• চাঁদ 

• ভোরের আলো 

• একটি তারা 

• গোধূলির রং

• উওর : একটি তারা 


5- শরীর গরম রাখার জন্য দেশোয়ালিরা যা করে, তা হল- 

• শীকার করতে যায় 

• সারারাত মাঠে আগুন জ্বেলে রাখে

• জ্বলতে থাকা আগুন নিভিয়ে দেয়

• কোনোটাই নয়

• উওর : সারারাত মাঠে আগুন জ্বেলে রাখে


6- যা মোরগ ফুলের মতো লাল, তা হল- 

• আগুন

• শিকারীর চোখ

• গোধুলীর রঙ 

• আকাশে জ্বলতে থাকা সেই তারার রং

• উওর : আগুন


7- যে মেয়েটিকে কবি পাড়াগাঁয়ে লক্ষ্য করেছিলেন, সেই মেয়েটি ছিল- 

• সাহসী সুন্দরী 

• গোধূলি মদির 

• মায়াবিনি 

• অদ্ভুত সুন্দর

• উওর : গোধূলি মদির 


8- কারা সারারাত মাঠে আগুন জেলে রেখেছিল?

• শিকারীরা 

• দেশোয়ালিরা 

• কৃষক রমণীরা 

• কৃষকেরা

• উওর : দেশোয়ালিরা


9- শিকার কবিতায় মূলত যে সময়ের কথা তুলে ধরা হয়েছে,তা হলো- 

• ভোরের কথা 

• সন্ধ্যার কথা 

• সকালের কথা 

• দুপুরের কথা

• উওর : ভোরের কথা 


10- চারিদিকে বন ও আকাশ যার মত ঝলমল করছিল,তা হল- 

• ঘাসফড়িং এর দেহের মতো

• টিয়ার পালকের সবুজের মতো 

• ময়ূরের সবুজ নীল ডানার মতো

• জোনাকির সবুজ আলোর মতো

• উওর : ময়ূরের সবুজ নীল ডানার মতো


11- হরিণ সারারাত ধরে নিজেকে বাঁচিয়ে ছিল- 

• বাঘিনীর হাত থেকে

• চিতা বাঘিনীর হাত থেকে 

• একটি সিংহের হাত থেকে 

• একজন শিকারি হাত থেকে

• উওর : চিতা বাঘিনীর হাত থেকে 


12- হরিণটি সারারাত ধরে যেই বনে ঘুরেছিল- 

• শাহ শিয়ালের বনে 

• মহুয়ার বনে

• শিমুলের বনে 

• অর্জুন সুন্দরীর বনে

• উওর : অর্জুন সুন্দরীর বনে


13- হরিণের রং ছিল- 

• সুন্দর লাল 

• সুন্দর হলুদ 

• সুন্দর বাদামি

• সুন্দর ফ্যাকাশে 

• উওর : সুন্দর বাদামি


14- সুন্দর বাদামি হরিণটি যার জন্য অপেক্ষা করছিল, তা হল- 

• শিকারির চলে যাওয়ার জন্য 

• ভোরের জন্য 

• সবুজ ঘাসের জন্য 

• চিতাবাঘ বাঘটি চলে যাওয়ার জন্য

• উওর : ভোরের জন্য 


15- সবুজ সগন্ধি ঘাসকে কবি যার সঙ্গে তুলনা করেছেন, তাহল- 

• নতুন ধানের সঙ্গে 

• কচি বাতাবিলেবুর সঙ্গে 

• ভোরের আলোর সঙ্গে 

• গোধূলিলগ্নের সঙ্গে

• উওর : কচি বাতাবিলেবুর সঙ্গে


16- হরিণটি নেমেছিল -

• নদীর জলে 

• ঝর্ণার জলে 

• সমুদ্রের জলে 

• পুকুরের জলে

• উওর : নদীর জলে 


17- নদীর জল কীসের মতো লাল হয়ে উঠেছিল?

• মোরগফুলের মতো

• জবাফুলের মতো

• মচকাফুলের মতো

• নারীর পায়ের আলতার মতো

• উওর : মচকাফুলের মতো


 18-‘শিকার’ কবিতায় দ্বিতীয়বার আগুন জ্বলেছিল কেন?

 • হরিণের মাংস তৈরি করার জন্য

 • কৃষকদের উৎসবের জন্য 

 • নক্ষত্রের আলোর কারণে

 • দেশোয়ালিদের পরবের জন্য

 • উওর : হরিণের মাংস তৈরি করার জন্য


19- যে মানুষগুলোকে ঘাসের বিছানায় দেখা গিয়েছিল তারা ছিল—

• রক্ত চক্ষু

• সজ্জন স্বভাব

• উন্মাদ

• টেরিকাটা

• উওর : টেরিকাটা


20- “নক্ষত্রের নীচে ঘাসের বিছানায়” যা হয়েছিল—

• চকোরের জ্যোৎস্না পান 

• অনেক পুরোনো শিশিরভেজা গল্প

• নবান্নের আয়োজন

• অনন্ত ঘুম

• উওর : অনন্ত ঘুম


আশাকরি, উচ্চ মাধ্যমিক বাংলা জীবনানন্দ দাশের শিকার কবিতার (WB Class 12 Bengali Question Answer & Suggestion 2023 ) যে কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উওর শেয়ার করা হয়েছে, তা তোমাদের কাজে লাগবে।।

Tags : উচ্চ মাধ্যমিক বাংলা শিকার কবিতার MCQ প্রশ্ন উত্তর | উচ্চ মাধ্যমিক শিকার কবিতার MCQ প্রশ্ন উওর | WB Class 12 Bengali Question Answer | HS Bengali Suggestion 2023 | দ্বাদশ শ্রেণির বাংলা শিকার কবিতার প্রশ্নোত্তর


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top