উচ্চ মাধ্যমিক বাংলা মহুয়ার দেশ কবিতার MCQ প্রশ্ন উওর |
আজকের এই ব্লগে আমরা দ্বাদশ শ্রেণির বাংলা বা উচ্চ মাধ্যমিক বাংলা সমর সেনের মহুয়ার দেশ কবিতার (wb class 12 Bengali Question Answer & Suggestion 2023 ) অত্যন্ত গুরুত্বপূর্ণ 20 টি MCQ প্রশ্ন উওর তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক বাংলা সমর সেনের মহুয়ার দেশ কবিতার MCQ Question Answer গুলো শেয়ার করা হলো। পরবর্তীতে আমরা দ্বাদশ শ্রেণির বাংলা শিকার কবিতার বাকি বড় প্রশ্ন উওর গুলো শেয়ার করবো।
উচ্চ মাধ্যমিক বাংলা মহুয়ার দেশ কবিতার MCQ প্রশ্ন উওর || WB Class 12 Bengali Question Answer & Suggestion 2023
1- মহুয়ার দেশ কবিতাটি নেওয়া হয়েছে-
• শেষের কবিতা কাব্যগ্রন্থ থেকে
• কয়েকটি কবিতা কাব্যগ্রন্থ থেকে
• লিপিকা থেকে
• চিত্রকূট থেকে
• উওর : কয়েকটি কবিতা কাব্যগ্রন্থ থেকে
2- মাঝেমাঝে সন্ধ্যার জনশ্রোতে যা ছবি একে দেয়, তাহল-
• পূর্ণিমার চাঁদ
• অলস সূর্য
• ঘন অন্ধকার
• গোধূলির রং
• উওর : অলস সূর্য
3- উজ্জ্বল আলোর স্তম্ভ -
• গলিত সোনার মতো
• তুলির রঙের মতো
• সন্ধ্যার আভার মতো
• প্রকৃতির সবুজের মতো
• উওর : গলিত সোনার মতো
4- জলের অন্ধকারে ধূসর ফেনায়—
• জ্যোৎস্না পড়ে
• রুপোলি মাছেদের দেখা যায়
• নৌকা ভাসে
• আগুন লাগে
• উওর : আগুন লাগে
5- ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে-ফিরে আসে—
• শিশিরের ফোঁটার মতো
• শীতের দুঃস্বপ্নের মতো
• রুপোলি রেখার মতো
• ভোরের কুয়াশার মতো
• উওর : শীতের দুঃস্বপ্নের মতো
6- মহুয়ার দেশ হল—
• মেঘ-মদির
• চিরসবুজ
• নৃত্যচঞ্চল
• আলোকদীপ্ত
• উওর : মেঘ-মদির
7- মহুয়ার দেশে পথের দু-ধারে ছায়া ফেলে—
• হিজলের বন
• সজিনার গাছ
• শালের সারি
• দেবদারু গাছ
• উওর : দেবদারু গাছ
8- দেবদারু গাছের সঙ্গে জড়িত
• বনের পথ
• বিশাল ছায়া
• দীর্ঘ রহস্য
• ইতিহাসের সাক্ষ্য
• উওর : দীর্ঘ রহস্য
9- রাত্রের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে -
• দূর সমুদ্রের দীর্ঘশ্বাস
• মহুয়া ফুল
• পাখিদের ডানার বাতাস
• কয়লাখনির শব্দ
• উওর : দূর সমুদ্রের দীর্ঘশ্বাস
10- নিজের ক্লান্তির উপরে যা ঝরে
পড়ার কথা বলেছে কবি-
• সমুদ্রের উচ্ছ্বাস
• বিকেলের বাতাস
• মহুয়া ফুল
• নিশ্চিন্ত ঘুম
• উওর : মহুয়া ফুল
11- মহুয়ার গন্ধ অবসান ঘটাবে -
• বিষণ্নতার
• উৎকণ্ঠার
• আনন্দের
• ক্লান্তির
• উওর : ক্লান্তির
12- কয়লাখনির শব্দ কবি শুনতে পান-
• এক নির্জন দুপুরে
• নিবিড় অন্ধকারে
• শিশিরভেজা সকালে
• শীতের সন্ধ্যায়
• উওর : নিবিড় অন্ধকারে
13- সবুজ সকাল ছিল—
• শিশিরে ভেজা
• স্বপ্নমদির
• ফুলের গন্ধে ভরা
• ধুলোমাখা
• উওর : শিশিরে ভেজা
14- ধুলোর কলঙ্ক ছিল -
• শীতার্ত মানুষের শরীরে
• অবসন্ন মানুষের শরীরে
• মুগ্ধ মানুষের শরীরে
• অবসন্ন প্রাণীদের শরীরে
• উওর : অবসন্ন প্রাণীদের শরীরে
15- ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয়—
• মহুয়ার দেশে
• মানুষের হৃদয়ে
• ঘুমহীন চোখে
• ঘুমের ঘোরে
• উওর : ঘুমহীন চোখে
16-‘অলস সূর্য’ বলতে কী বোঝানো হয়েছে?
• অর্ধেক সূর্য
• অস্তগামী সূর্য
• অকেজো সূর্য
• কোনোটিই নয়
• উওর : অস্তগামী সূর্য
17- অলস সূর্য কী এঁকে দিয়ে যায়?
• সৌরকিরণ
• আলোকরেখা
• আলোর স্তম্ভ
• ছায়াপথ
• উওর : আলোর স্তম্ভ
18- 'তার আগুন লাগে’—কোথায় আগুন লাগে?
• জলের ওপরে
• জলের অন্ধকারে
• নদীতে
• ঝরনার জলস্রোতে
• উওর : জলের অন্ধকারে
19- ‘অনেক দূরে আছে'—অনেক দূরে কী আছে?
• মহুয়ার দেশ
• কয়লাখনি
• সূর্য
• কবির ঘর
• উওর : মহুয়ার দেশ
20- মহুয়া বনের ধারে কী আছে?
• কয়লাখনি
• সূর্যের দেশ
• অবসন্ন মানুষ
• জলস্রোত
• উওর : কয়লাখনি
আশাকরি, উচ্চ মাধ্যমিক বাংলা সমর সেনের মহুয়ার দেশ কবিতার (WB Class 12 Bengali Question Answer & Suggestion 2023 ) যে কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উওর শেয়ার করা হয়েছে, তা তোমাদের কাজে লাগবে।।
Tags : উচ্চ মাধ্যমিক বাংলা মহুয়ার দেশ কবিতার MCQ প্রশ্ন উত্তর | উচ্চ মাধ্যমিক মহুয়ার দেশ কবিতার MCQ প্রশ্ন উওর | WB Class 12 Bengali Question Answer | HS Bengali Suggestion 2023 | দ্বাদশ শ্রেণির বাংলা মহুয়ার দেশ কবিতার প্রশ্নোত্তর