উচ্চ মাধ্যমিক বাংলা অলৌকিক গল্পের বড় প্রশ্ন উওর || HS Bengali Question Answer & Suggestion 2023
উচ্চমাধ্যমিক অলৌকিক গল্পের বড় প্রশ্ন উওর 2023 |
আজকের এই ব্লগে আমরা দ্বাদশ শ্রেণির বাংলা বা উচ্চ মাধ্যমিক বাংলা কর্তার সিং দুগ্গালের অলৌকিক গল্পের ( wb class 11 Bengali Question Answer & Suggestion 2023 ) অত্যন্ত গুরুত্বপূর্ণ 3 টি বড় প্রশ্নের উওর তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক বাংলা কর্তার সিং দুগ্গালের অলৌকিক গল্পের LA Question Answer গুলো শেয়ার করা হলো। পরবর্তীতে আমরা দ্বাদশ শ্রেণির বাংলা অলৌকিক গল্পের বাকি MCQ & SAQ প্রশ্ন উওর গুলো শেয়ার করবো।
উচ্চ মাধ্যমিক বাংলা অলৌকিক গল্পের বড় প্রশ্ন উওর || HS Bengali Question Answer & Suggestion 2023
"মায়ের বান্ধবী আমাদের সমস্ত ঘটনাটা শোনালেন"- ঘটনাটি উল্লেখ করো। এতে বক্তার কি প্রতিক্রিয়া হয়েছিল।
উওরঃ- সর্বভারতীয় লেখক কর্তার সিং দুজ্ঞালের লেখা অলৌকিক গল্পের অন্যতম চরিত্র হলো গল্পের শ্রোতা। গল্পের লেখক পাঞ্জা সাহেবে গিয়ে তার মায়ের বান্ধবীর কাছ থেকে পাঞ্জাবের এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারেন।
গল্প শ্রোতা তার মায়ের বান্ধবীর কাছ থেকে জানতে পারে যে,ভারতের স্বাধীনতা সংগ্রামীদের ওপর ইংরেজরা নির্দয়ভাবে গুলি চালিয়েছিল এবং যারা তারপরও বেঁচে ছিল, তাদেরকেও দূরের জেলে নিয়ে যাওয়া হচ্ছিল। মুক্তি সংগ্রামীদের মধ্যে যাদের প্রাণ বেঁচে ছিল এবং যাদেরকে সেই ট্রেনে করে দূরে নিয়ে যাওয়া হচ্ছিল, তাদের তৃষ্ণার প্রাণ যায় যায় অবস্থা হলেও ট্রেনটি যেন কোথাও না দাঁড়ায় তার আদেশ দেওয়া হয়েছিল। এই কথা শুনে পাঞ্জাসাহেবের লোকেরা উত্তেজিত হয়ে পড়ে। কারণ সেখান থেকে গুরু নানক তার এক শীর্ষ মর্দানাকে জল খাইয়ে ছিলেন। তাই পাঞ্জা সাহেবের লোকেরা গুরু নানককে স্মরণ করে যেকোনো মূল্যে সেই মুক্তি সংগ্রামীদের জল খাওয়ার অর্থাৎ প্রাণ বাঁচানোর জন্য মনে মনে প্রতিজ্ঞা করেন। ট্রেনে করে যখন মুক্তিসংগ্রামী ধরে নিয়ে যাওয়া হয়, তখন ঝড়ের বেগে ছুটে আসা ট্রেনটি থামানোর জন্য শহরবাসীরা রেললাইনে শুয়ে পড়েছিল। ট্রেনটি রেললাইনে শুয়ে থাকা লোকজনকে সরানোর জন্য চেষ্টা করলেও, সেখান থেকে কেউ সরেনি। ফলে অনেক লোকের বুকের উপর দিয়েই ট্রেনটি চলে যায়।। মুক্তিযোদ্ধাদের বাঁচানোর জন্য অনেক মানুষ এভাবে নিজেদের প্রাণ দিয়ে দেয়। অসংখ্য মানুষের বুকের উপর দিয়ে এরপর ট্রেন চলে যাওয়ার, সমস্ত রেল লাইন রক্তে ভেসে যায়। কিন্তু তবুও কেউ নিজে জায়গা ছেড়ে যায়না। মুক্তিযোদ্ধাদের খিদে এবং তৃষ্ণা নিবারণ করার জন্য তারা সেখানেই শুয়ে থাকে। এবং এভাবে ট্রেনটি অনেক মানুষের প্রাণ নেওয়ার পর অবশেষে ট্রেনটি থামতে বাধ্য হয়।। এই ঘটনার পরেই গল্পের লেখকের, যারা নিজের জীবন দিয়ে দেশ প্রেমিকদের জীবন রক্ষা করেছিল, তাদের কথা ভেবে নিজের চোখের জল চলে আসে। এবং লেখক এটাও বুঝতে পেরেছিলেন যে, ইচ্ছাশক্তি থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায়।
প্রশ্নঃ- অলৌকিক গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো
উওরঃ- ইংরেজি সাহিত্যের বিখ্যাত লেখকে উইলিয়ামসের বলেছিলেন - "নামে কি এসে যায়, গোলাপকে যে নামেই ডাকি না কেন, তাতেই সে সুন্দর''। কিন্তু কোনো বস্তুর ক্ষেত্রে নামকরণ গুরুত্বপূর্ণ না হলেও সাহিত্যের ক্ষেত্রে নামকরণ খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে বাংলা সাহিত্যের নামকরণ একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়। তাই আমাদের আলোচ্য বিষয় হল কর্তার সিং দুগগালের অলৌকিক গল্পটির নামকরণের সার্থকতা বিচার করা।
অলৌকিক গল্পের আমরা দুটি অলৌকিক ঘটনা দেখতে পাই।
প্রথমতঃ- অলৌকিক গল্পের প্রথম অলৌকিক গল্পটি হল, প্রচন্ড রোদের মধ্যে গুরু নানক ও তার এক শীর্ষ মর্দানা কোথাও যাত্রাকালে মর্দানার প্রচন্ড জল তেষ্টা পেয়েছিল। গুরু নানক যখন তার শিষ্যকে বলি কান্ডারী দরবেশে জল পানের জন্য পাঠিয়ে ছিলেন, তখন মর্দানা অনেক চেষ্টা করেও সেখান থেকে জল পান করতে পারেনি। তাই গুনানক বাধ্য হয়েই এক অলৌকিক উপায় তার শিষ্যকের তেষ্টা নির্ধারণ করেছিলেন। বলি কান্ডারীর কাছে বারবার জল চেয়ে যখন মর্দানা জল পায়নি,তখন গুরু নানক তার শিষ্যের তেষ্টা নিবারণের জন্য যেখানে শুধুমাত্র শুকনো গাছপালা ও বালি ছিল, সেখান থেকে গুরু নানক এক অলৌকিক উপায় জলের ধারা বইয়ে দিয়েছিলেন।
দ্বিতীয়তঃ অলৌকিক গল্পে আমরা যে দ্বিতীয় অলৌকিক ঘটনার কথা জানতে পারি, তা হলো- ইংরেজের হাতে বন্দি স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে যাওয়ার সময়ে ক্ষুধার্ত বন্দিদের খাবার দেওয়ার জন্য রেললাইনে শুয়ে মানুষেরা ট্রেন থামায়। মারা যায় বহু মানুষ। এবারও গল্পের কেন্দ্র সেই পাঞ্জা সাহেব। এই দুটি কাহিনিকে অদ্ভুত কৌশলে একসুতোয় গেঁথে দেওয়া হয় কিশোর মনে। “ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন থামানো গেল, পাথরের চাঁই থামানো যাবে না কেন?” বর্তমান এভাবেই অতীতকে বিশ্বাসযোগ্য করে তোলে। গল্পে চরিত্রপ্রাধান্য নেই, দুটি কাহিনিতেই নাটকীয়তার উপাদান আছে, আর আছে বলিষ্ঠ জীবনধর্ম।
সুতরাং অলৌকিক গল্পে প্রথম এবং দ্বিতীয় ঘটনা যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে, সেই দুটি দিক বিচার বিশ্লেষণ করে আমরা খুব সহজেই বলতে পারি যে? কর্তার সিং দুগ্গালের অলৌকিক গল্পের নামকর যথাযথ সার্থক হয়েছে।
'ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন থামানো গেল,পাথরের চাঁই থামানো যাবেনা কেন?' - কে,কখন,কাকে উদ্দেশ্য করে এই মন্তব্যটি করেছিলেন? মন্তব্যটির পরিপ্রেক্ষিত আলোচনা করো।
উওরঃ- কর্তার সিং দুগগাল এর অলৌকিক গল্পের লেখক বা আমাদের গল্পের কথক তার বোনকে উদ্দেশ্য করে আলোচ্য মন্তব্যটি করেছিলেন। গল্পকথক এবং তার বোন যখন তাদের মায়ের কাছে গুরু নানকের হাত দিয়ে পাথরের চাঁই থামানোর বা আটকানোর গল্পটা শুনে ছিলেন, তখন লেখকের বোন যখন সেই কথাটি অবিশ্বাস করেন, তখন গল্পকথক তার বোনকে উদ্দেশ্য করে আলোচ্য মন্তব্য করেছিলেন।।
গল্পকথক অথবা লেখকের মা লেখককে এবং তার বোনকে গুরু নানকের একটি অলৌকিক গল্প শোনান। গল্পটি হলো - একবার গুরু নানক এবং তার শিষ্য কোথাও একটি যাওয়ার সময় গুরু নানকের শিষ্য মর্দানার তেষ্টা পেয়েছিল। তখন আশেপাশে কোথাও জল না থাকায় গুরু নানক তাকে বলী কান্ডারীর কুয়োতে যেতে বলেন। কিন্তু বলী কান্ডারী কিছুতেই গুরু নানকের শিষ্যকে জল পান করতে দেয় না বলে? মর্দানাকে বারবার গুরু নানকের কাছে ফিরে আসতে হয়। যখন শিষ্যের অবস্থা খারাপ হয়ে যায়,তখন গুরু নানক অলৌকিকভাবে যেখানে বালি গাছপালা ইত্যাদি ছিল,সেখান থেকেই জল বের করে তার শিষ্যের প্রাণ রক্ষা করেন।। এই ঘটনা লেখকের বিশ্বাষ হলেও লেখকের বোনের কিছুতেই বিশ্বাস হয়না। লেখক এর এই ঘটনাটি বিশ্বাস করার পেছনে কারণ হলো, লেখক তাঁর মায়ের বান্ধবীর কাছে একটি গল্প শুনেছিলেন। যেখানে অনেকে নিজের জীবনের বলিদান দিয়ে,ট্রেন থামানো, স্বাধীনতা সংগ্রামীদের কাছে ট্রেনের মধ্যে রুটি, ডাল, লুচি, পায়েস পৌঁছে দিতে গিয়েছিলেন। এইভাবে সাধারণ মানুষেরাই যেখানে অসম্ভবকে সম্ভব করে তুলেছিল, সেখানে গুরু নানকের হাত দিয়ে পাথরের চাঁই ঠেকানো অবাস্তব হতে পারে না। এইভাবেই দেশচেতনার পরিপ্রেক্ষিতে পাঞ্জা সাহেবের 'অলৌকিক ঘটনার মধ্যে যৌক্তিকতা খুঁজে পেয়েছেন লেখক।
আশাকরি, উচ্চ মাধ্যমিক বাংলা কর্তার সিং দুগ্গালের অলৌকিক গল্পের (WB Class 12 Bengali Question Answer & Suggestion 2023 ) যে কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন উওর শেয়ার করা হয়েছে, তা তোমাদের কাজে লাগবে।।
Tags : উচ্চমাধ্যমিক বাংলা অলৌকিক বড় প্রশ্ন উত্তর | দ্বাদশ শ্রেণির অলৌকিক গল্পের বড় প্রশ্ন উওর 2023 | WB Class 12 Bengali Question Answer | HS Bengali Suggestion 2023 | অলৌকিক কবিতার প্রশ্নোত্তর