উচ্চ মাধ্যমিক বাংলা অলৌকিক গল্পের MCQ প্রশ্ন উওর || HS Bengali Question Answer & Suggestion 2023

0

 

উচ্চ মাধ্যমিক বাংলা অলৌকিক গল্পের MCQ প্রশ্ন উওর || HS Bengali Question Answer & Suggestion 2023
উচ্চ মাধ্যমিক বাংলা অলৌকিক গল্পের MCQ প্রশ্ন উওর

আজকের এই ব্লগে আমরা দ্বাদশ শ্রেণির বাংলা বা উচ্চ মাধ্যমিক বাংলা কর্তার সিং দুগ্গালের অলৌকিক গল্পের ( wb class 11 Bengali Question Answer & Suggestion 2023 ) অত্যন্ত গুরুত্বপূর্ণ 21 টি MCQ প্রশ্নের উওর তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক বাংলা কর্তার সিং দুগ্গালের অলৌকিক গল্পের MCQ Question Answer গুলো শেয়ার করা হলো। পরবর্তীতে আমরা দ্বাদশ শ্রেণির বাংলা অলৌকিক গল্পের বাকি SAQ প্রশ্ন উওর গুলো শেয়ার করবো।

উচ্চ মাধ্যমিক বাংলা অলৌকিক গল্পের MCQ প্রশ্ন উওর || HS Bengali MCQ Question Answer & Suggestion 2023

1- গুরু নানক যেখানে ঘুরতে এসেছিলেন, তা হলো-

• হাসান আব্দালের জঙ্গলে

• স্বর্ণ মন্দিরের 

• বামন পাহাড়ে 

• আরব সাগরের তীরে

• উওর : হাসান আব্দালের জঙ্গলে

2- 'তারপর কী হল মা?' বক্তা কে?

• গল্পের লেখক

• গল্প লেখকের ঠাকুরদা

• গল্প লেখকের বোন

• প্রত্যককে

• উওর : গল্পের লেখক

3-'...... আত্মমগ্ন হয়ে হাটছেন।।

• গুরু নানক 

• শিষ্য মর্দানা 

• গল্পের লেখক

• গল্পের লেখকের বোন

• উওর : গুরু নানক 

4- হাসান আব্দালের জঙ্গলে, যার জলতেষ্টা পেয়েছিল, সে হলো- 

• গুরু নানকের

• শিষ্য মর্দানার

• গল্পের লেখকের

• গল্পের লেখকের বোনের

• উওর : শিষ্য মর্দানা  

5- কোথাও জল না পাওয়াটাকে গুরু নানক বলেছিলেন-

• প্রকৃতির খেলা

•  ঈশ্বরের খেলা 

• ঈশ্বরের অভিশাপ 

• ভগবানের অভিপ্রায়

• উওর : ভগবানের অভিপ্রায়

6- 'মর্দানা শুনেই ছুটে গেল'- কোথায়?

• বলী কান্ডারীর কুয়োর দিকে

• বলী কান্ডারীর বাগানের দিকে

• বলী কান্ডারীর প্রাসাদের দিকে

• বলী কান্ডারীর অতিথশালার দিকে

• উওর : বলী কান্ডারীর কুয়োর দিকে

7- 'আমি নানক দরবেশের অনুচর।'- কথাটি বলা হয়েছিল - 

• বলী কান্ডারীকে

• বলী কান্ডারীর প্রহরিকে

• বলী কান্ডারীর স্ত্রীকে

• বলী কান্ডারীর মাতাকে

• উওর : বলী কান্ডারীকে

8- 'আমি কাফেরের শিষ্যকে এক গন্ডুষ জলও দেবো না।' বক্তা হলেন-

• • বলী কান্ডারী

• বলী কান্ডারীর প্রহরি

• বলী কান্ডারীর স্ত্রী

• বলী কান্ডারীর সেনাপতি

• উওর : বলী কান্ডারী

9- যার উপর গুরু নানকের হাতের ছাপ আজও লেগে রয়েছে,তা হলো- 

• একটি পাথরের ওপর 

• বলী কান্ডারীর সেই কুয়োর ওপর 

• হাসান আব্দালের জঙ্গলের একটি গাছের ওপর 

• হাসান আব্দালের জঙ্গলের একটি কুয়োর ওপর 

• উওর : একটি পাথরের ওপর

10- 'তখন রীতিমত করুন অবস্থা'- কার?

• গুরু নানকের

• শিষ্য মর্দানার

• গল্পের লেখকের

• গল্পের লেখকের বোনের

• উওর : শিষ্য মর্দানার

11- বলী কান্ধারীর জলের উৎস ছিল

• ঝরনা 

• সরোবর

• কুয়ো

• সমুদ্র

• উওর : কুয়ো

12- নানক সম্পর্কে নীচের কোন্ বিশেষণটি গল্পে পাওয়া যায়—

• সাধু

• ফকির

• মহাত্যাগী

• পির

• উওর : পির

13- বলী কান্ধারী নানককে বলেছিলেন— 

• নিষ্ঠুর 

• ভগবান

• কাফের

• সদ্গুরু

• উওর : কাফের

14- গুরু নানক ঈশ্বরকে যেভাবে সম্বোধন করেছিলেন—

• জয় নিরঙ্কার

• জয় সত্যসাঁই

• জয় ভবানীশংকর

• জয় শ্রীভগবান

• উওর : জয় নিরঙ্কার

15- পাথর সরানোর পরে মর্দানা কী দেখতে পেয়েছিল? 

• জলের ঝরনা

• গুপ্তধন

• বিষধর সাপ

• গুহামুখ

• উওর : জলের ঝরনা

16- নানককে অনুচরসহ বসে থাকতে দেখা গিয়েছিল—

• বাবলাতলায়

• নদীর ধারে

• পাথরের উপরে

• কুটির প্রাঙ্গণে

• উওর : বাবলাতলায়

17- হাসান আব্দালের বর্তমান নাম-

• অমৃতসর

• গ্রন্থসাহেব

• চণ্ডীগড়

• পাঞ্জা সাহেব

• উওর : পাঞ্জা সাহেব

18- নানকের গল্প নিয়ে গল্পের কথক

কার সঙ্গে তর্ক করেছিলেন—

• মাস্টারমশাই-এর সঙ্গে

• মা-এর সঙ্গে

• বন্ধুর সঙ্গে

• গুরু নানকের সঙ্গে

• উওর : মাস্টারমশাই-এর সঙ্গে

19- পাঞ্জা সাহেবে কী হয়েছিল—

• অনশন

• সাকা

• ধর্মঘট

• আন্দোলন

• উওর : সাকা

20- ‘সাকা' হলেই যা অনিবার্য ছিল—

• সত্যাগ্রহ 

• উপবাস

• অরন্ধন

• প্রার্থনা

• উওর : প্রার্থনা

21- নিরস্ত্র ভারতীয়দের উপরে গুলি চালিয়েছিল কারা?

• পুলিশরা 

• ফিরিঙ্গিরা

• ডাকাতরা

• স্বদেশীরা

• উওর : ফিরিঙ্গিরা


আশাকরি, উচ্চ মাধ্যমিক বাংলা কর্তার সিং দুগ্গালের অলৌকিক গল্পের (WB Class 12 Bengali Question Answer & Suggestion 2023 ) যে কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উওর শেয়ার করা হয়েছে, তা তোমাদের কাজে লাগবে।।

Tags : উচ্চ মাধ্যমিক বাংলা অলৌকক MCQ প্রশ্ন উত্তর | উচ্চমাধ্যমিক অলৌকিক গল্পের MCQ প্রশ্ন উওর 2023 | WB Class 12 Bengali Question Answer | HS Bengali Suggestion 2023 | দ্বাদশ শ্রেণির বাংলা অলৌকিক গল্পের প্রশ্নোত্তর

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top