নবম শ্রেণির বাংলা-কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি কবিতার MCQ প্রশ্ন উত্তর ২০২৩ | Kalingadeshe Jhor Brishti MCQ 2023

0

 

নবম শ্রেণির বাংলা কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি কবিতার MCQ প্রশ্ন উত্তর || WBBSE Class 9 Bengali MCQ Question Answer & Suggestion 2023
কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি কবিতার MCQ প্রশ্ন উত্তর


আজকের এই ব্লগের মাধ্যমে আমরা নবম শ্রেণির বাংলা কবিতা মুকুন্দরাম চক্রবর্তীর কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি কবিতার অত্যন্ত গুরুত্বপূর্ণ 20 টি MCQ প্রশ্ন উত্তর তোমাদের সঙ্গে শেয়ার করবো।। পরবর্তীকালে ক্লাস 9 বাংলা প্রথম অধ্যায় কলিঙ্গদেশের ঝড়-বৃষ্টি কবিতার বড় প্রশ্ন উওর গুলো শেয়ার করবো।।

নবম শ্রেণির বাংলা-কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি কবিতার MCQ প্রশ্ন উত্তর ২০২৩ || Kalingadeshe Jhor Brishti MCQ 2023

1- কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি কবিতাটি লেখক হলেন-

• মাইকেল মধুসূদন দত্ত 

• রবীন্দ্রনাথ ঠাকুর 

• মুকুন্দরাম চক্রবর্তী 

• ঘনরাম চক্রবর্তী

• উওর : মুকুন্দরাম চক্রবর্তী

2- কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি কবিতাটি নেওয়া হয়েছে- 

• ধর্মমঙ্গল কাব্য থেকে 

• চন্ডীমঙ্গল থেকে 

• মনসামঙ্গল থেকে 

• অম্বিকামঙ্গল থেকে

• উওর : চন্ডীমঙ্গল থেকে

3- কলিঙ্গদেশের ঝড়-বৃষ্টি কবিতাটির মূল কাব্যগ্রন্থের প্রকৃত নাম হল- 

• মনসামঙ্গল 

• চণ্ডীমঙ্গল 

• ধর্মমঙ্গল 

• অভয়ামঙ্গল

• উওর : অভয়ামঙ্গল

4-'মেঘে কৈল অন্ধকার'- বাক্যটি কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি কবিতায় কতবার ব্যবহার করা হয়েছে?

• দুই বার 

• চারবার 

• ছয়বার 

• আট বার

• উওর : দুই বার

5- 'দেখিতে না পায় কেউ'- যা দেখতে পায় না, তাহলো - 

• আপন অঙ্গ 

• রাস্তাঘাট

• ঘরবাড়ি

• ঝড়জল

• উওর : আপন অঙ্গ 

6- ঈশানে উড়িল মেঘ সঘনে......।

• বায়ু 

• চিকুর 

• বরিষণ 

• জল

• উওর : চিকুর

7- চিকুর শব্দের অর্থ কি?

• আকাশ 

• বিদ্যুৎ 

• বায়ু 

• মেঘ

• উওর : বিদ্যুৎ

8- পবন শব্দের অর্থ কি?

• বাতাস 

• অগ্নি 

• মেঘ

• বিদ্যুত

উওর ; বাতাস

9-নিমিষেকে বলতে যা বোঝায়,তা হল-

• এক মুহুর্তে 

• অন্ধকারে 

• ঝড়-বৃষ্টিতে 

• অতিবৃষ্টিতে

• উওর : এক মুহুর্তে

10- বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল-

• রড়

• জয়ধ্বনি

• চিৎকার

• ওপরের সবগুলোই 

• উওর : রড়

11-রড় শব্দের অর্থ কি?

• ঝাপ

• দৌড় 

• আর্তনাদ 

• অভিশাপ 

• উওর : দৌড়

আরও পড়ে দেখো👉 ; কলিঙ্গদেশে ঝড়বৃষ্টি কবিতার প্রশ্ন উওর

12- 'না পাই দেখিতে কেহ'- কী দেখতে পায়না? 

• পথঘাট 

• রবির কিরণ 

• কলিঙ্গ দেশ 

• ঘরগুলি

• উওর : রবির কিরণ

13- ধুলে আচ্ছাদিত হইল যে.... 

• হরিত

• প্রজা

• ধরা

• ওপরের কোনোটাই নয়

• উওর : হরিত

14- বুলে শব্দের অর্থ কি?

• বেড়ায় 

• খেলা করে 

• হাটে 

• লাফায়

• উওর : বেড়ায়

15- কতদিন ধরে কলিঙ্গে বৃষ্টি হয়েছিল?

• দশ দিন 

• সাত দিন 

• নয় দিন 

• ছয় দিন

• উওর : সাতদিন

16- কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি কবিতায় যে মাসের উল্লেখ রয়েছে,তা হলো-

• বৈশাখ

• জ্যৈষ্ঠ 

• আষাঢ় 

• শ্রাবণ

• উওর : জ্যৈষ্ঠ

17- হরিৎ রং বলতে বোঝায়- 

• সবুজ রং কে

• কালো রং কে

• আবছা-কালো রংকে

• নীল রংকে

• উওর : সবুজ রং কে

18- প্রলয় গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ - কোথাকার প্রজা?

• গুজরাটের 

• বঙ্গের 

• কলিঙ্গের 

• মহারাষ্ট্রের

• উওর : কলিঙ্গের

19- করি-কর সমান বরিষে......

• জলধারা 

• মুষলধারা 

• বৃষ্টিধারা 

• বারিধারা

• উওর : জলধারা

20- 'পথ হইল হারা'- পথ হারা হওয়ার কারণ কী?

• অন্ধকারের জন্য 

• পৃথিবী জলমগ্ন হওয়ার জন্য 

• প্রচুর পরিমাণে বৃষ্টির জন্য 

• ওপরের কোনোটাই নয়

• উওর : পৃথিবী জলমগ্ন হওয়ার জন্য 


আশাকরি, নবম শ্রেণির বাংলা মুকুন্দরাম চক্রবর্তীর লেখা কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি কবিতার যে কয়েকটি গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছে, তা তোমাদের কাজে লাগবে।।

Tags : কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি কবিতার MCQ প্রশ্ন উত্তর 2023| নবম শ্রেণির বাংলা কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি কবিতার ছোট প্রশ্ন উত্তর 2023| ক্লাস 9 বাংলা কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি কবিতার MCQ প্রশ্ন উত্তর 2023 |wb class 9 Bengali questions and answers 2023



একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top