![]() |
কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি কবিতার প্রশ্ন উত্তর |
আজকের এই ব্লগের মাধ্যমে আমরা নবম শ্রেণির বাংলা কবিতা মুকুন্দরাম চক্রবর্তীর কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি কবিতার অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি ছোট প্রশ্ন উত্তর তোমাদের সঙ্গে শেয়ার করবো।।
কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি কবিতার ছোটো প্রশ্ন উত্তর || Kalingadeshe Jhorbrishti Kobitar Most Important SAQ 2023
1-কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি কবিতাটি কার লেখা?
উওর : কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি কবিতাটি কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর লেখা।
2- কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
উওর : কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি কবিতাটি কবিকঙ্কন মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্য অন্তর্গত।
3- মুকুন্দ চক্রবর্তী কোন শতকের কবি ছিলেন?
উওর : কবি মুকুন্দরাম চক্রবর্তী ষোড়শ শতকের কবি ছিলেন।
4- ‘দেখিতে না পায় কেহ'— কেউ কী দেখতে পায় না?
উত্তর : কলিঙ্গের আকাশ মেঘাচ্ছন্ন হওয়াতে সমগ্র কলিঙ্গদেশ অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। তাই কলিঙ্গবাসী নিজেদের অঙ্গ দেখতে পায় না।
আরও পড়ো👉 ; কলিঙ্গদেশে ঝড়বৃষ্টি কবিতার গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উওর
5- ‘ঈশানে উড়িল মেঘ'— ‘ঈশান’ বলতে কোন্ দিককে বোঝানো হয়?
উত্তর : ‘ঈশান’ বলতে আকাশের উত্তর-পূর্ব কোণকে বোঝানো হয়।
6- ‘নিমিষেকে জোড়ে মেঘ’ – ‘নিমিষেকে’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘নিমিষেকে’ শব্দের অর্থ হল মুহূর্তের মধ্যে।
6- ‘নিমিষেকে জোড়ে মেঘ গগন-মণ্ডল উদ্ধৃতাংশের সরলার্থ লেখো।
উত্তর : দেবী চণ্ডীর ছলনায় কলিঙ্গদেশে আকাশের ঈশানকোণে ঘন কালো মেঘ দেখা দেয় এবং বাতাসের ধাক্কায় মুহূর্তের মধ্যে সেই মেঘ কলিঙ্গের সমগ্র আকাশকে ছেয়ে ফেলে।
7- 'বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড়'- প্রজাদের রড়ের কারণ কী?
উওর : দেবী চণ্ডী ছলনায় কলিঙ্গদেশে হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হওয়ায় প্রকৃতি যে ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল,সেই প্রকৃতির ভয়ানক রূপ দেখেই প্রজারা ভয়ে রড় অর্থাৎ দৌড় দিয়েছিল।
8- ‘ধূলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত— উদ্ধৃতাংশটি কোন্ প্রসঙ্গে ব্যবহৃত হয়েছে?
উত্তর : দেবী চণ্ডীর ছলনায় সারা আকাশ কালো মেঘ করে, কলিঙ্গদেশে প্রবল ঝড় বইতে শুরু করে। তার ফলে ধুলোয় ঢেকে যায় সবুজ গাছপালা। এই প্রসঙ্গেই উদ্ধৃতিটি ব্যবহৃত হয়েছে।
9- ‘উলটিয়া পড়ে শস্য'—শস্য কেন উলটিয়া পড়ে?
উত্তর : দেবী চণ্ডীর ছলনায় কলিঙ্গদেশের বুকে নেমে আসে প্রবল ঝড়-বৃষ্টি। সেই ঝড়-বৃষ্টির আঘাতেই জমির শস্য বা খেতের ফসল উলটে পড়তে থাকে।
10- ‘চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ - অষ্ট গজরাজের নাম লেখো।
উত্তর : ‘অমরকোষ’ অনুসারে চারপ্রকার মেঘের বাহন হল অষ্ট গজরাজ। এদের ‘দিক্হস্তি’ বলা হয়। আটটি দিক্হস্তি হল ঐরাবত, পুণ্ডরীক, বামন, কুমুদ, অঞ্জন, পুষ্পদন্ত, সার্বভৌম ও সুপ্রতীক।
11- ‘বেঙ্গ-তড়কা বাজ— কোন্ প্রসঙ্গে এই উপমাটি করা হয়েছে?
উত্তর : কলিঙ্গদেশের সমগ্র আকাশ ঘন কালো মেঘে আবৃত হয়, কিছু সময়ের মধ্যে প্রবল ঝড়-বৃষ্টি ও তার সঙ্গে ঘন ঘন বিদ্যুৎ চমকাতে থাকে। বিদ্যুৎ চমকানোর প্রসঙ্গেই ‘বেঙ্গ-তড়কা বাজ’ উপমাটি করা হয়েছে।
12- ‘করি-কর সমান .../-‘করি-কর’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘করি’ অর্থাৎ ‘হাতি'। ‘কর' অর্থাৎ ‘হাত, এখানে ‘শুঁড়'। সুতরাং ‘করি-কর' বলতে হাতির শুঁড়কে বোঝানো হয়েছে।
13-‘শুনিতে না পায় কোনো জন।।– কী, কেন শুনতে পায় না?
উত্তর : কলিঙ্গদেশের প্রজারা কেউ কারও কথা শুনতে পাচ্ছিল না। কলিঙ্গের আকাশে কালো মেঘের ঘন ঘন গর্জন হচ্ছিল। এই কারণেই কেউ কারও কথা শুনতে পাচ্ছিল না।
14- "উঠে পড়ে ঘরগুলা করে দলমল ঘরগুলো দলমল করে কেন?
উত্তর : নিরন্তর সাত দিনের বৃষ্টির কারণে কলিঙ্গদেশে প্রবল বন্যা দেখা দেয়। নদনদীগুলি সেদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়। এবং পর্বতসম ঢেউ বইতে থাকে। সেকারণেই ঘরগুলো দলমল করতে থাকে।
15-'গত ছাড়ি ভুজঙ্গ’— ‘ভুজঙ্গ’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘ভুজঙ্গ' শব্দের অর্থ হল সাপ।
16- ‘নাহি জানি জলস্থল—বাক্যাংশটির অর্থ লেখো।
উত্তর : নিরন্তর সাত দিন বৃষ্টির ফলে কলিঙ্গদেশের জলস্থলের বিভেদ মুছে যায়, বাক্যাংশটির অর্থ এটাই
আশাকরি, নবম শ্রেণির বাংলা মুকুন্দরাম চক্রবর্তীর লেখা কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি কবিতার যে কয়েকটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন উত্তর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছে, তা তোমাদের কাজে লাগবে।।
Tags : কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি কবিতার প্রশ্ন উত্তর ২০২৩ | নবম শ্রেণির বাংলা কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি কবিতার ছোট প্রশ্ন উত্তর ২০২৩ | ক্লাস 9 বাংলা কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি কবিতার প্রশ্ন উত্তর | Class 9 Bangla Kalingadeshe Jhorbrishti Kobitar Questions And Answers