ভাত গল্পের MCQ PDF Download || ভাত গল্পের MCQ প্রশ্নোওর PDF ডাউনলোড

0

 

ভাত গল্পের MCQ PDF Download || ভাত গল্পের MCQ প্রশ্নোওর PDF ডাউনলোড

আজকের এই ব্লগে আমরা দ্বাদশ শ্রেণির বাংলা বা উচ্চ মাধ্যমিক বাংলা দ্বিতীয় অধ্যায় মহাশ্বেতা দেবীর ভাত গল্পের 26 টি MCQ প্রশ্ন উওর PDF Download Link তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক বাংলা ভাত গল্পের MCQ Questions Answers pdf ডাউনলোড লিঙ্ক গুলো শেয়ার করা হলো। আগামীকালের পোস্টে বাকি প্রশ্ন উওর গুলো শেয়ার করা হবে। 

ভাত গল্পের MCQ PDF Download || ভাত গল্পের MCQ প্রশ্নোওর PDF ডাউনলোড

1- ভাত গল্পটি নেওয়া হয়েছে -
• কুমকুম থেকে 
• শ্রেষ্ঠ গল্প সংকলন থেকে
• পাতার পোষক থেকে 
• লিপিকা থেকে
• উওর : শ্রেষ্ঠ গল্প সংকলন থেকে।


2- ভাত গল্পটি সর্বপ্রথম প্রকাশিত হয়েছিল- 
• 1982 খ্রিস্টাব্দে ম্যানিফেস্টো পত্রিকায় 
• 1990 খ্রিস্টাব্দে দেশ পত্রিকায়
• 1992 খ্রিস্টাব্দে ম্যানিফেস্টো পত্রিকায় 
• 1996 খ্রিস্টাব্দে আনন্দ বাজার পত্রিকায় 
• উওর : 1982 খ্রিস্টাব্দে ম্যানিফেস্টো পত্রিকায়।


3- ভাত গল্পের প্রধান চরিত্র হলেন- 
• উচ্ছব 
• বুড়ো কর্তা 
• বড় পিসিমা 
• বাসিনী
• উওর : উচ্ছব।


4- উচ্ছবের চাহনি দেখে যার ভালো লাগেনি, সে হলো -  
• বুড়ো কর্তা 
• বড় পিসিমা 
• বাসিনী
• বড়ো বউ 
• উওর : বড়ো বউ 


5- উচ্ছবের চাহনিটা কেমন ছিল? 
• উগ্র
• ভয়ানক 
• মায়া ভরা
• আবেগি
• উওর : উগ্র


6- উচ্ছব যে জন্য কলকাতায় এসেছিল,তা হল - 
• চাকরি করার জন্য 
• থাকার জন্য 
• ভাত খাওয়ার জন্য 
• টাকা নেওয়ার জন্য 
• উওর : ভাত খাওয়ার জন্য।


7-বড় বাড়িতে যেখান থেকে চাল আসে, তা হল - 
• গুদাম ঘর
• বাজার
• খাজনা হিসেবে 
• বাদা অঞ্চল 
• উওর : বাদা অঞ্চল


8- 'ভাত খাবে, কাজ করবে।- যাকে উদ্দেশ্য করে কথাটা বলা হয়েছে, সে হলো- 
• উচ্ছব 
• বুড়ো কর্তা 
• বড় পিসিমা 
• বাসিনী
• উওর : উচ্ছব।


9- 'তাঁর বিয়ে হয়নি।' কার বিয়ে না হওয়ার কথা বলা হয়েছে?
• উচ্ছব 
• বুড়ো কর্তা 
• বড় পিসিমা 
• ওপরের সবারই
• উওর : বড় পিসিমা।


10- বড় বাড়িতে তার ক্যান্সার ছিল, সে হলো- 
• বুড়ো কর্তা 
• বড় পিসিমা 
• ছোটো ছেলে
• বড়ো বউ
• উওর : বুড়ো কর্তা।


11- বুড়ো কর্তাকে বেশি দিন বাঁচিয়ে রাখার জন্য যা করা হয়েছিল, তা হল- 
• গরিবদের অন্নদান 
• গরিবদের অর্থপ্রদান 
• হোম যজ্ঞি
• ডাক্তার বৈদ‍্য
• উওর : হোম যজ্ঞি।


12- বুড়োকর্তার কত বছর বয়স হয়েছিল?
• আটাওর
• আশি
• বিরাশি
• পঁচাশি
• উওর : বিরাশি।


13- 'তার আসার কথা উঠে না'- কার আসার কথা উঠে না?
• বড়ো ছেলে 
• মেজো ছেলে 
• সেজো ছেলে 
• ছোট ছেলে
• উওর : সেজো ছেলে।


14- বাড়িতে যার বাবা তান্ত্রিক এনেছিল, সে হলো- 
• বড়ো বউ
• মেজো বউ
• সেজো বউ
• ছোট বউ
• উওর : ছোট বউ।


15- উচ্ছব এর মেয়ের নাম কি?
• চন্নুনী 
• মাধব
• সতীশ
• সীতা
• উওর : চন্নুনী


16-“কার্তিক মাসেই ধান....হয়ে গেল।”
• পচে
• নষ্ট
• পাকা
• খড়

• উওর : খড়


17- “চেহারাটা বুনো বুনো।”—যার ‘চেহারা'র কথা বলা হয়েছে, সে হলো-
• বুড়ো কৰ্তা
• উচ্ছব
• বাসিনী
• সতীশ
• উওর : উচ্ছব


18-“উনি হলেন দেবতার সেবিকা।” ‘দেবতার সেবিকা’ বলার কারণ—
• তিনি প্রতিদিনই দেবতার পুজো করতেন।
• বাড়ির গৃহদেবতা শিব-এর অত্যন্ত ভক্ত ছিলেন।
•  মনে করা হয় শিব ঠাকুরের সঙ্গে ওঁর বিয়ে হয়েছিল।
• তিনি একজন সেবিকার মতো দেবতাকে দেখাশোনা করতেন।
• উওর : মনে করা হয় শিব ঠাকুরের সঙ্গে ওঁর বিয়ে হয়েছিল।


19- “চোখ ঠিকরে বেরিয়ে আসে তার।” বাদার লোকটির এমন
অবস্থার কারণ— 
• সে প্রচুর কাঠ কাটার যন্ত্রণায় ছটপট করছিল।
•  বাবুদের বাড়ির নানা রকমের চালের রান্না হতে দেখেছিল।
•  সে বাবুদের বাড়ির বড়ো কর্তার ওপর রেগে গিয়েছিল
• বড়ো পিসি তার সঙ্গে দুর্ব্যবহার করেছিল
• উওর : বাবুদের বাড়ির নানা রকমের চালের রান্না হতে দেখেছিল।


20- “টিনের বেশ একটা মুখবন্ধ কৌটো ছিল ঘরে।” কৌটোটিতে ছিল—• বেশ পুরোনো কয়েকটি কড়ি।
একটা মুখবন্ধ খাম।
• উচ্ছব দাসের জন্মঠিকুজি।
• একটি দরখাস্তের প্রতিলিপি
• উওর : একটি দরখাস্তের প্রতিলিপি।


21-“দেহে ক্ষমতা ছিল না।” – দেহের ক্ষমতাকে ছাপিয়ে উৎসবের কাঠ কাটার কারণ—
• একমুঠো ভাতের আশা।
• সামান্য কিছু টাকা পাওয়া যাবে।
• সে তার গ্রামে ফিরতে পারবে।
• আর কেউ এই কাজটি করতে রাজি ছিল না।
• উওর : একমুঠো ভাতের আশা।


22- “উচ্ছবের চোখের কোলে জল গড়ায়।” — তার এমন পরিস্থিতির কারণ— 
• সে সতীশবাবুর দুঃখের কথা শুনেছে।
• যজ্ঞের ধোঁয়া তার চোখে এসে লেগেছে।
• স্ত্রী-ছেলেমেয়ের কথা তার মনে পড়ে গেছে।
• মন্দিরের চাতালের ছেলেরা তাকে অপমান করেছে। 
• উওর : স্ত্রী-ছেলেমেয়ের কথা তার মনে পড়ে গেছে।


23-“সে অত্যন্ত ঘাবড়ে যায়।”—উৎসবের ঘাবড়ে যাওয়ারকারণ—
• কর্তা বুড়ো হঠাৎ মারা গেল
• পায়ের ধাক্কায় লোকে তার ঘুম ভাঙিয়ে দিল।
• রাস্তায় বেশ কয়েকটা গাড়ি সে দেখতে পেল 
• বড়ো পিসির কান্নার শব্দ তার কানে এল।
• উওর : রাস্তায় বেশ কয়েকটা গাড়ি সে দেখতে পেল 


24- “উচ্ছবের মাথায় এখন বুদ্ধি স্থির।” –উচ্ছর যে বুদ্ধিটি করেছিল, তা হল—
• ভাতগুলোকে সে ছেলেমেয়েদের জন্য নিয়ে যাবে।
• ভাতগুলো দূরে ফেলার নাম করে তা নিজেই খেয়ে নেবে।
• অনেক না খেতে পাওয়া লোকের সঙ্গে ভাগ করে খাবে।
• ভাতগুলো নিয়ে গ্রামে ফিরে যাবে।
• উওর : ভাতগুলো দূরে ফেলার নাম করে তা নিজেই খেয়ে নেবে।


25-“বাসিনী থমকে দাঁড়ায়।”—কারণ সে দেখল— 
• পিছন থেকে বড়ো পিসি তাকে ডাকছে।
• একদল পুলিশ আসছে
• উচ্ছব হিংস্রভাবে তার দাঁত বের করছে।
• উৎসব বসে ভাত খাচ্ছে।
• উওর : উচ্ছব হিংস্রভাবে তার দাঁত বের করছে।


26- “সে স্বর্গসুখ পায় ভাতের স্পর্শে।”—ভাতের স্পর্শে উচ্ছবের স্বর্গসুখ লাভের কারণ—
• বহুদিন সে ভাত খেতে পায়নি।
• এতো ভালো চালের ভাত আগে কখনো সে খায়নি।
• সে রুটির থেকেও ভাত খেতে বেশি ভালোবাসে।
• প্রচুর খাটাখাটনির পর সে একমুঠো ভাত পেয়েছিল।
• উওর : বহুদিন সে ভাত খেতে পায়নি।


27- ‘লোকজন উচ্ছবকে সেখানেই ধরে ফেলে।”—উচ্ছবকে ‘ধরে ফেলা’র কারণ—
• সে ভাতের ডেকচি চুরি করেছে।
• সে ভাতসহ ডেকচি নিয়ে পালিয়েছে
• সে বড়ো কর্তার টাকা সরিয়েছে
• সে চুরি করা ভাত খেয়ে স্টেশনে ঘুমিয়ে পড়েছিল।
• উওর : সে চুরি করা ভাত খেয়ে স্টেশনে ঘুমিয়ে পড়েছিল।

আশাকরি, উচ্চ মাধ্যমিক বাংলা ভাত গল্পের 26 টি MCQ প্রশ্ন উওর PDF টি তোমাদের কাজে লাগবে।।

ভাত গল্পের mcq pdf ফাইলটি ডাউনলোড করার জন্য ডাউনলোডে ক্লিক করো👉  Download

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top