পরিক্ষার জন্য গুরুত্বপূর্ণ-দাম গল্পের বড় প্রশ্ন উত্তর ২০২৩ || Class 9 Daam Golper Long Questions Answers 2023

0

 

নবম শ্রেণির বাংলা দাম গল্পের বড় প্রশ্ন উত্তর || WBBSE Class 9 Bengali Question Answer & Suggestion 2023

আজকের এই ব্লগের মাধ্যমে আমরা নবম শ্রেণির বাংলা নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত দাম গল্পের বড়ো প্রশ্ন উওর তোমাদের সঙ্গে শেয়ার করবো। Class 9 Bangla Daam Golper Boro Proshno Uttar হিসাবে দুটো নোট নিচে দেওয়া হলো।।


পরিক্ষার জন্য গুরুত্বপূর্ণ-দাম গল্পের বড় প্রশ্ন উত্তর ২০২৩ || Class 9 Daam Golper Long Questions Answers 2023


'আর বলতে পারলেন না... চোখ দিয়ে জল পড়ছে।'- কার চোখ দিয়ে জল পড়ছিল? গল্পকথকের সঙ্গে মাস্টার মশায়ের সাক্ষাতের সেই ঘটনাটি সম্পর্কে আলোচনা করো।

উওরঃ-  নারায়ন গঙ্গোপাধ্যায় রচিত দাম গল্পে গল্পকথক বাংলাদেশের এক কলেজে আমন্ত্রণ পাওয়ার পর সেখানে গিয়ে তিনি অদ্ভুত ভাবে শৈশবের সেই অঙ্কের মাস্টার মশায়ের দেখা পান।মাস্টারমশাই সুকুমারকে দেখতে পেয়ে এবং তার সঙ্গে কিছুক্ষণ কথা বলার পর খুবই আবেগপ্রবণ হয়ে পড়েন। এবং আবেগপ্রবণ হয়ে পড়ায়  মাস্টারমশাইয়ের চোখ দিয়ে জল পড়ছিল।।

স্কুলের মাস্টার মশাইকে নিয়ে একটি গল্প লেখার পর সেই গল্পটি ভালোই জনপ্রিয়তা লাভ করে। গল্পের জনপ্রিয়তার হাত ধরে গল্পকথক বাংলাদেশের একটি কলেজে বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ পান। সেখানে আমন্ত্রণ রক্ষা করতে গিয়ে বক্তৃতা শেষে একটি ছেলে গল্পকথককে জানায় যে,কেউ একজন তার সঙ্গে দেখা করতে এসেছেন। এরপর ছেলেটিকে যেতে বলে গল্পকথক কিছুক্ষণ পরেই সেই অচেনা ব্যক্তির সঙ্গে দেখা করতে চলে যান। অন্ধকারে মুখটা চেনা না গেলেও, গল্পকথকের মনে সেই ব্যক্তি সম্পর্কে এক অদ্ভুত সাড়া জেগে ওঠে। কিছুক্ষণ পরেই শোনা যায়,'‘—আমাকে চিনতে পারছ না সুকুমার? আমি ...।'- একথা শুনেই গল্পকথক এক মুহূর্তেই বুঝেযান যে, যেই মানুষটার ভয় এতদিনেও মন থেকে যাইনি ন সেই মানুষটাই তার সামনে এসে দাঁড়িয়েছেন।।ছাত্রকে কাছে পেয়ে মাস্টারমশাই হৃদয়-উজাড় করে ছাত্রকে মনের কথাগুলি বলতে থাকেন। ছাত্র একদা তাঁকে নিয়ে বিদ্রুপাত্মক রচনা লিখেছে, অথচ সেই প্রসঙ্গে মাস্টারমশাই বলেন— “আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে।” কথকের উদ্দেশে তিনি বলেন— তার (সুকুমারের) সেই লেখাটা তিনি সব সময় সঙ্গে’ রাখেন।

আরও পড়ো👉 ; দাম গল্পের 26টি গুরুত্বপূর্ণ ছোটো প্রশ্ন উওর

দু-একজন তাঁকে বলেছে যে, তিনি যেমন ছাত্রদের ধরে র ধরে মারতেন, তেমনই ছাত্রও তাঁকে বেশ করে কথা শুনিয়ে —য় দিয়েছে। এ কথার উত্তরে মাস্টারমশাই বলেছেন—“শোনাবে র কেন—কত শ্রদ্ধা নিয়ে লিখেছে।” তিনি তাদের এ কথাও বলেছেন যে— তিনি যদি অন্যায় করে থাকেন, ছাত্ররা হল সন্তানতুল্য, তারা বড়ো হয়েছে। তাই বড়ো হলে ছাত্র তাঁর অন্যায় শুধরে দিতেই পারে। আবেগাপ্লুত মাস্টারমশাই আরও বলেন যে, আনন্দে তিনি কথককে একটি চিঠিও লিখেছিলেন কিন্তু কথকরা (ছাত্ররা) বড়ো হয়ে গেছে এই সংকোচে সেটা আর পাঠাতে সাহস পাননি তিনি। এর পরে তিনি আর কিছু বলতে পারলেন না। তাঁর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। এরূপ একটি পরিস্থিতিতে পড়ে আমাদের গল্পকথকও কিছুই বলতে পারেন না।  শুধু তার মনে হয় ‘মনে হলো, স্নেহ-মমতা-ক্ষমার এক মহাসমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছি।"

'মনে হল স্নেহ-মমতা-ক্ষমার এক মহা সমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছে'- কার সম্পর্কে এরূপ মন্তব্য করা হয়েছে? উদ্দিষ্ট ব্যক্তিকে এমন উপমায় ভূষিত করা হয়েছে কেন?

উওরঃ- নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত দাম গল্প গল্প থেকে আলোচ্য বিষয়টি নেওয়া হয়েছে।। আলোচ্য অংশে গল্পকথকের ছোটবেলার স্কুলে যিনি অঙ্কের মাস্টারমশাই,ছিলেন তার সম্পর্কে গল্পকথক এরুপ উক্তিটি করেছিলেন।।স্কুলের সেই অঙ্কের মাস্টার মশাই সম্পর্কে গল্পকথকের এরূপ মন্তব্য করার অথবা স্কুলের মাস্টার মশাইকে এরূপ উপমায় ভূষিত করার পেছনে কারণ হলো - 

একবার গল্পকথকের কাছে তাঁর জীবনের কোনো একটি ঘটনা নিয়ে গল্প লেখার সুযোগা আসে। গল্পকথক অনেক ভেবে স্কুলের মাষ্টারমশাইকে  নিয়ে একটি গল্প লিখে ফেলেন। এবং সেই গল্প লেখার পরেই তা বিপুল জনপ্রিয়তা লাভ করে। সেই গল্পের হাত ধরেই সুযোগে তিনি বাংলাদেশের একটি প্রান্তিক কলেজে আমন্ত্রণ পান।। যেখানে যাওয়ার পর অদ্ভুত ভাবে সেখানেই শৈশবের অঙ্কের মাস্টারমশাইয়ের সাক্ষাৎ পান। তাঁর সঙ্গে কথোপকথনের সময়েই মাস্টারমশাই সম্পর্কে কথক মনে মনে উদ্ধৃত কথাটি বলেন। কথকদের কাছে শৈশবে অঙ্কের মাস্টারমশাই ছিলেন বিভীষিকাস্বরূপ। অথচ প্রৌঢ় বয়সে এসে কথক মাস্টারমশাইয়ের মধ্যে অন্য রূপ আবিষ্কার করলেন। কথকের চোখে পড়েছে ছাত্রের গর্বে মাস্টারমশাইয়ের চোখ দিয়ে ঝরে পড়ছে আনন্দাশ্রু। ছাত্র মাস্টারমশাইকে বিদ্রুপ করে, তাঁর সমালোচনা করে গল্প লিখেছে। অথচ মাস্টারমশাই তাতে বিন্দুমাত্র ক্ষুব্ধ না-হয়ে সকলকে সেই লেখা দেখিয়ে বলেছেন- 'আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে। শুধু তাই নয় ছাত্রের অন্তঃসারশূন্য বক্তব্যের ভূয়সী প্রশংসা করেন তিনি। মাস্টারমশাইয়ের মুখ থেকে এমন কথা শোনার পরে কথক যেমন আত্মগ্লানিতে দগ্ধ হয়েছে, তেমনই তার মনে হয়েছে মাস্টারমশাইয়ের হৃদয়ে অন্তঃসলিলা ফল্গুধারার মতোই প্রবাহিত হচ্ছে ছাত্রদের প্রতি পরম স্নেহস্রোত, যা কোটি মণিমাণিক্য বা সংসারের সকল ঐশ্বর্যের থেকেও মূল্যবান। এমন অনুভূতির কারণেই কথক শৈশবের মাস্টারমশাইকে আলোচ্য উপমায় ভূষিত করেছেন।


আশাকরি, নবম শ্রেণির বাংলা নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা দাম গল্পের যে কয়েকটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন উত্তর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছে, তা তোমাদের কাজে লাগবে।।

Tags : দাম গল্পের বড় প্রশ্ন উত্তর ২০২৩| নবম শ্রেণির বাংলা দাম গল্পের ছোট প্রশ্ন উত্তর ২০২৩| ক্লাস 9 বাংলা দাম গল্পের বড় প্রশ্ন উত্তর ২০২৩ | wbbse class 9 Bengali question answer 2023 | Daam Golper Boro Proshno Uttor 2023 | Daam Golper Long Questions Answers 2023

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top