সমসাময়িক ভারতীয় দর্শন অধ্যায়ের প্রশ্ন উওর- মানবতাবাদ কী? রবীন্দ্রনাথ ঠাকুরের মানবতাবাদ সম্পর্কে আলোচনা করো

0

মানবতাবাদ কী? রবীন্দ্রনাথ ঠাকুরের মানবতাবাদ সম্পর্কে আলোচনা করো

মানবতাবাদ কী? রবীন্দ্রনাথ ঠাকুরের মানবতাবাদ সম্পর্কে আলোচনা করো 2024
মানবতাবাদ কী? রবীন্দ্রনাথ ঠাকুরের মানবতাবাদ সম্পর্কে আলোচনা করো


আজকের এই ব্লগ পোষ্টের মাধ্যমে আমরা একাদশ শ্রেণীর ভারতীয় দর্শন শেষ অধ্যায় সমসাময়িক ভারতীয় দর্শন " অধ্যায়ের "মানবতাবাদ কী? রবীন্দ্রনাথ ঠাকুরের মানবতাবাদ সম্পর্কে আলোচনা করো" প্রশ্নটি তোমাদের সঙ্গে Class 11 Philosophy Question Answer & Suggestion 2024  হিসাবে শেয়ার করবো।। 


মানবতাবাদ কী? রবীন্দ্রনাথ ঠাকুরের মানবতাবাদ সম্পর্কে আলোচনা করো || মানুষের ধর্ম সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের বক্তব্য ব্যাখ্যা করো

উওরঃ রবীন্দ্রনাথ ঠাকুরের মতে মানবের যে ধর্ম তাই হল মানব ধর্ম। ধর্ম হল তাই যা বিশেষ পরিবেশ ও পরিস্থিতি মানুষকে ঘিরে থাকে মনুষ্যত্বের সমার্থক শব্দ হলো মানবতাবাদ মানুষের মধ্যে যে দয়ামায়া প্রেম ভালোবাসার অনুভূতি বিভিন্ন বর্তমান থাকে, তাকে বলা হয় মানবতাবাদ। 

রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর " মানুষের ধর্ম " গ্রন্থে মানুষের দুটি দিক তুলে ধরেছেন।  প্রথম দিকটি হলো মানুষের সেইদিক - যেইদিকে মানুষ শুধুমাত্র নিজেদের কথা ভেবে নিজেদের স্বার্থসিদ্ধি খোঁজে। অন্যদিকে অপর দিকটি হলো সেই দিক- যেখানে মানুষ নিজেদের ব্যক্তিস্বার্থকে ত্যাগ করে নিজের ব্যক্তিগত জীবনের চেয়েও আর বড়ো জীবনে বাঁচতে চায়।। আর স্বার্থ আমাদের যেদিকে ঠেলে নিয়ে যায়, তার মূল প্রেরণা মেলে সমস্ত জীব- প্রকৃতিতে। কিন্তু মানুষ মরণশীল বলেই  বোঝে যে, যা আমাদের ত্যাগ এবং তপস্যার দিকে নিয়ে যায়, তা-ই মনুষ্যত্ব বা মানুষের আসল ধর্ম।।

এখানে ক্লিক করো👉 : মানবতাবাদ - PDF 

রবীন্দ্রনাথ ঠাকুরের মতে আমাদের অন্তরে এমন কেউ বসবাস করেন যিনি মানব কিন্তু তিনি ব্যক্তিগত মানবকে অতিক্রম করেন। এবং তিনি হলেন সর্বকালীন সর্বজনীন মানব। তারই আকর্ষণে মানুষের চিন্তায়,ভাবে ও কর্মে সর্বজনীনতার আবির্ভাব দেখা যায়।।রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর সুবিশাল মানবতাবোধ দিয়ে আমাদের ভৌগলিক গন্ডির বাঁধন ছিন্ন করেছেন এবং আমাদের মনকে উদার করেছেন। রবীনাথ ঠাকুর মানবতাবাদকে দেবত্বের আসনে বসিয়েছেন। এবং এজন্যই তিনি বলেছেন - আমাদের অন্তরাত্মাকে মানুষ বিভিন্ন নামে পূজা করছে।

রবীন্দ্রনাথ ঠাকুরের মানবতাবাদের প্রধান উদ্দেশ্য ও গুরুত্ব হলো

• মানুষের ব্যথা - বেদনার অনেক কারণ রয়েছে। মানুষের দুঃখ-বেদনা  শুধুমাত্র সরকারি আইন প্রণয়ন করে দূর করা সম্ভব নয়। এজন্য আমাদের প্রয়োজন ভালো মানুষের। ভালো মানুষের সেবার মাধ্যমেই মানুষের সমস্ত দুঃখ বেদনা দূর হবে। কিন্তু  ভালো মানুষে সৃষ্টিই তখনই হবে, যখন মানবতাবাদের প্রসার ঘটবে। তাই তা মানুষের দুঃখ-বেদনা দূর করতে আমাদের মানবতাবাদ গ্রহণ করতে হবে।


• মানুষের সঠিক চরিত্র গঠনের ক্ষেত্রে মানবতাবাদের যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যেমন- 

• মানবতাবাদ মানুষের প্রকৃত সত্যকে প্রকাশ করে।

• সঠিক মানবতাবাদ ই মানুষের অহংকার ধ্বংস করে মানুষকে বিশ্বমানবতার গন্ডিতে নিয়ে যায়।।

• মানবতাবাদ ই হলো মানুষের আদর্শ ধর্ম। রবীন্দ্রনাথ ঠাকুরের মতে মানবতাবাদ ই মানুষের প্রধান ধর্ম হওয়া উচিত।

• মানবতাবাদ হলো সেই ধারনা যা মানুষের আধ্যাত্মিক দিকের উত্তোলন ঘটায়। 

• বর্তমানে মানুষের সসীম ক্ষমতা কে অতিক্রম করে অসীম ক্ষমতায় পৌঁছানোর একমাত্র পথ হল মানবতাবাদ। তাই মানবতার মাধ্যমেই সেই অসীম ক্ষমতায় পৌঁছানো সম্ভব।


Tags:-  

মানবতাবাদ কী? | রবীন্দ্রনাথ ঠাকুরের মানবতাবাদ সম্পর্কে আলোচনা করো | একাদশ শ্রেণির সমসাময়িক ভারতীয় দর্শন বড় প্রশ্ন উওর 2024 | ক্লাস xi সমসাময়িক ভারতীয় দর্শন  বড় প্রশ্ন উওর | ক্লাস 11 সমসাময়িক ভারতীয় দর্শন বড় প্রশ্ন উওর | ক্লাস ইলেভেন সমসাময়িক ভারতীয় দর্শন বড় প্রশ্ন উত্তর 2024

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top