একাদশ শ্রেণির বাংলা সাহিত্যের ইতিহাসের প্রশ্ন উত্তর || WB WB Class 11 Bengali Question Answer 2023

0

 

একাদশ শ্রেণির বাংলা সাহিত্যের ইতিহাসের প্রশ্ন উত্তর || WB WB Class 11 Bengali Question Answer 2023
একাদশ শ্রেণির সাহিত্যের ইতিহাসের প্রশ্ন উওর

আজকের এই ব্লগের মাধ্যমে আমরা একাদশ শ্রেণির সাহিত্যের ইতিহাস (WB Class 11 Bengali Question Answer 2023) অনুবাদ সাহিত্য,মঙ্গলকাব্য এবং চৈতন্য জীবনী সাহিত্য থেকে যে সমস্ত প্রশ্ন উত্তর তোমাদের পরিক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো।।

একাদশ শ্রেণির বাংলা সাহিত্যের ইতিহাসের প্রশ্ন উত্তর || WB WB Class 11 Bengali Question Answer 2023

একাদশ শ্রেণির সাহিত্যের ইতিহাস অনুবাদ কাব্যধারা থেকে প্রশ্ন উওর

1 - শ্রীকৃষ্ণবিজয় এর রচয়িতা কে?

উওর : শ্রীকৃষ্ণবিজয় এর রচয়িতা

হলেন মালাধর বসু।

2 - বাংলা ভাষায় রামায়ণের প্রথম অনুবাদক কে ছিলেন?

উওর : বাংলা ভাষায় রামায়ণের প্রথম অনুবাদক ছিলেন কৃত্তিবাস ওঝা।

3 - শ্রীরাম পাঁচালী কার রচনা?

 উওর : কৃত্তিবাস ওঝার অনুবাদিত রামায়ণের নাম শ্রীরাম পাঁচালী

4 - বাংলায় সংস্কৃত মহাভারতের প্রথম কবি কে ছিলেন?

উওর : পরমেশ্বর দাস ছিলেন বাংলায় সংস্কৃত মহাভারতের প্রথম কবি।।

5 - পান্ডবিজয় পাঞ্চালিকা কার রচনা?

উওর : পান্ডবিজয় পাঞ্চালিকা কবি পরমেশ্বর দাসের রচনান

6 - বাংলা ভাষায় মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক এর নাম কী?

উওর : বাংলা ভাষায় মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক হলেন কাশীরাম দাস।

7 - যিনি অভিনব জয়দেব নামে পরিচিত, তিনি কে?

উওর : যিনি অভিনব জয়দেব নামে পরিচিত, তিনি হলেন বিদ্যাপতি।।

8 - শ্রীমদভাগবতের প্রথম অনুবাদকের নাম লেখো

উওর : শ্রীমদভাগবতের প্রথম অনুবাদকের নাম হলো মালাধর বসু।।

9 - ভারত পাঁচালী কার রচনা?

উওর : কাশীরাম দাসের রচিত কাব্যের নাম ভারত পাঁচালী।।

10- প্রথম অনুবাদিত কাব্যের নাম কি? উত্তর : প্রথম অনুবাদিত কাব্যের নাম হল রামায়ন।

একাদশ শ্রেণির সাহিত্যের ইতিহাস মঙ্গলকাব্য থেকে প্রশ্ন উওর 

1 - মনসামঙ্গল কাব্যের আদি কবির নাম লেখো।

উওর : মনসামঙ্গল কাব্যের আদি কবির নাম কানাহরি দও।

2- মনসামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি এবং তার কাব্যের নাম কি?

উওর : মনসামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবির নাম হল নারায়ণ দেব। এবং নারায়ণ দেবের কাব্যের নাম হল পদ্মপুরাণ।

3 - চন্ডীমঙ্গল কাব্যের আদি কবির নাম লেখো

উওর : মানিক দও ছিলেন চন্ডীমঙ্গল কাব্যের আদি কবি।।

4 - ধর্মমঙ্গল কাব্যের আদি কবি কে?

উওর : ধর্মমঙ্গল কাব্যের আদি কবি ছিলেন ময়ূরভট্ট।।

5 - ধর্মমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কে?

উওর : ঘনরাম চক্রবর্তী ছিলেন ধর্মমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ।।

6 - বৈষ্ণব পদাবলী কার রচনা?

উওর : বৈষ্ণব পদাবলী বিদ্যাপতির রচনা।।

7- বিজয় গুপ্তের লেখা মঙ্গল কাব্যের নাম কি? 

উত্তর : বিজয় গুপ্তের লেখা মঙ্গলকাব্যের নাম হল পদ্মপুরাণ।

8- চন্ডীমঙ্গল কাব্যের আখেটিক খন্ডের বিষয়বস্তু কী?

উওর : চন্ডীমঙ্গল কাব্যের আখেটিক খন্ডের বিষয়বস্তু হলো কালকেতু ও ফুল্লরার কাহিনী।

9- চন্ডীমঙ্গল কাব্যের আদি কবি মানিক দত্ত কোন সময়ের কবি ছিলেন?

উওর : চন্ডীমঙ্গল কাব্যের আদি কবি মানিক দত্ত চতুর্দশ শতক সময়ের কবি ছিলেন।

10- চন্ডীমঙ্গলের একজন কবির নাম লেখ।

উত্তর : চন্ডীমঙ্গলের একজন কবির নাম হল দ্বিজমাধব।।

একাদশ শ্রেণির সাহিত্যের ইতিহাস চৈতন্যজীবনী সাহিত্য থেকে প্রশ্ন উওর

1 - সংস্কৃত ভাষায় রচিত প্রথম চৈতন্য জীবনী সাহিত্যের নাম লেখো

উওর : সংস্কৃত ভাষায় রচিত প্রথম চৈতন্য জীবনী সাহিত্যের নাম হলো শ্রীশ্রীকৃষ্ণচৈতন্যচরিতামৃত।

2 - শ্রীশ্রীকৃষ্ণচৈতন্যচরিতামৃত কার লেখা?

উওর : শ্রীশ্রীকৃষ্ণচৈতন্যচরিতামৃত মুরারি গুপ্তের লেখা।

3 - বাংলা ভাষায় রচিত শ্রেষ্ঠ চৈতন্য জীবনীর নাম কী?

উওর : বাংলা ভাষায় রচিত শ্রেষ্ঠ চৈতন্য জীবনীর নাম হলল চৈতন্যভাগবত।

4 - চৈতন্যভাগবত এর রচয়িতা কে?

উওর : চৈতন্যভাগবত এর রচয়িতা হলেন বৃন্দাবন দাস।

5 - শ্রীচৈতন্যচরিতামৃত কার রচনা?উওর : শ্রীচৈতন্যচরিতামৃত কৃষ্ণদাস কবিরাজের রচনা

6- কত সালে চৈতন্যদেবের জন্ম হয়েছিল?

উওর : ১৪৮৬ খ্রিস্টাব্দে চৈতন্যদেবের জন্ম হয়েছিল।

7- চৈতন্য জীবনী সাহিত্যের আদি গ্রন্থের নাম কী?

উওর : চৈতন্য জীবনী সাহিত্যের আদি গ্রন্থের নাম হল মুরারি গুপ্তের শ্রীকৃষ্ণচৈতন্যচরিতামৃতম

8- অনুরাগবল্লি গ্রন্থটির রচয়িতা কে?

উওর : অনুরাগবল্লি গ্রন্থটির রচয়িতা হলেন মনোহর দাস।

9- চৈতন্যভাগবত গ্রন্থটির রচয়িতা কে?

উওর : চৈতন্য ভাগবত কাব্যের রচয়িতা হলেন বৃন্দাবন দাস।

10- চৈতন্য মঙ্গল কাব্যের রচয়িতা কে?

উওর : চৈতন্য মঙ্গল কাব্যের রচয়িতা হলেন লোচন দাস।।

আশাকরি, একাদশ শ্রেণির সাহিত্যের ইতিহাস (WB Class 11 Bengali Question Answer 2023) অনুবাদ সাহিত্য,মঙ্গলকাব্য এবং চৈতন্য জীবনী সাহিত্য থেকে যে সমস্ত প্রশ্ন উত্তর তোমাদের সাথে শেয়ার করা হয়েছে, তা তোমাদের কাজে লাগবে।।

Tags : একাদশ শ্রেণির সাহিত্যের ইতিহাসের প্রশ্ন উওর  | ক্লাস 11 সাহিত্যের ইতিহাসের প্রশ্ন উওর | একাদশ শ্রেণির সাহিত্যের ইতিহাসের saq | একাদশ শ্রেণির সাহিত্যের ইতিহাসের প্রাচীন যুগ, মধ্যে যুগের প্রশ্ন উত্তর 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top