নবম শ্রেণির বাংলা নব নব সৃষ্টি প্রবন্ধের MCQ & SAQ প্রশ্ন উওর || WBBSE Class 9 Bengali MCQ Question Answer & Suggestion 2023

0

 

নবম শ্রেণির বাংলা নব নব সৃষ্টি প্রবন্ধের MCQ & SAQ প্রশ্ন উওর || WBBSE Class 9 Bengali MCQ Question Answer & Suggestion 2023
 নব নব সৃষ্টি প্রবন্ধের MCQ & SAQ প্রশ্ন উওর

আজকের এই ব্লগের মাধ্যমে আমরা নবম শ্রেণির বাংলা ( WBBSE Class 9 Bengali Question Answer & Suggestion 2023 ) নব নব সৃষ্টি প্রবন্ধের অত্যন্ত গুরুত্বপূর্ণ 15 টি MCQ & 15 টি SAQ প্রশ্ন উত্তর তোমাদের সঙ্গে শেয়ার করবো।। পরবর্তীকালে ক্লাস 9 বাংলা নব নব সৃষ্টি প্রবন্ধের বড় প্রশ্ন উওর গুলো শেয়ার করবো।।

নবম শ্রেণির বাংলা নব নব সৃষ্টি প্রবন্ধের MCQ & SAQ প্রশ্ন উওর || WBBSE Class 9 Bengali MCQ Question Answer & Suggestion 2023 

1- নব নব সৃষ্টি কার লেখা?

• সৈয়দ সিরাজ 

• মুস্তাফা আলী 

• সৈয়দ মুজতবা আলী 

• সৈয়দ মুস্তাফা সিরাজ

• উওর : সৈয়দ মুজতবা আলী

2- নব নব সৃষ্টি প্রবন্ধটি যেখান থেকে নেওয়া হয়েছে, তা হলো -

• টুটি মেম 

• পঞ্চতন্ত্র 

• দেশে-বিদেশে 

• চতুরঙ্গ

• উওর : চতুরঙ্গ

3- নিম্নলিখিত ভাষা গুলির মধ্যে কোনটি একটি আন্তনির্ভরশীল ভাষা?

• বাংলা

• ফরাসি 

• সংস্কৃত 

• ইংরেজি

• উওর : সংস্কৃত

4- নতুন শব্দ প্রয়োজন হলে সংস্কৃত ভাষা যা করে,তা হল -

• অন্য ভাষা থেকে শব্দ ধার করে 

• অন্য ভাষা থেকে শব্দ নিয়ে তাকে বদলে নেয় 

• নিজের শব্দ ভান্ডারে শব্দ অনুসন্ধান করে 

• নতুন শব্দ তৈরি করে নেয়

• উওর : নিজের শব্দ ভান্ডারে শব্দ অনুসন্ধান করে।

5- নিম্নলিখিত ভাষাগুলির মধ্যে যেটি একটি আত্মনির্ভরশীল ভাষা নয়,সেটি হলো -

• হিব্রু 

• গ্রিক 

• সংস্কৃতি 

• ইংরেজি

• উওর : ইংরেজি

6- রান্নাঘর থেকে যা তাড়ানো মুশকিল, তাহলো- 

• আলু-বেগুন 

• পটল-কপি 

• আলু-কপি 

• বেগুন-উচ্ছে

• উওর : আলু-কপি

7- 'নতুন... আমদানিও বন্ধ করা যাবে না'।- কি আমদানি বন্ধ করা যাবে না?

• আলু-কপি 

• বিদেশি শব্দ 

• বিদেশি ওষুধ 

• নতুন সাহিত্য

• উওর : বিদেশি শব্দ 

8- লেখালেখির ক্ষেত্রে বিদ্যাসাগর যে এই ভাষাটি ব্যবহার করতেন,তাহল- 

• আধুনিক বাংলা ভাষা 

• প্রাচীন অপভ্রংশ ভাষা 

• প্রাচীন মাগধী ভাষা 

• সাধু ভাষা

• উওর : সাধু ভাষা

9- আরবি-ফারসি শব্দ বিদ্যাসাগর চুটিয়ে ব্যবহার করেছেন-

• সাধু ভাষায়

• অনুবাদে 

• অসাধু রচনায় 

• উপরে সবগুলিতেই

• উওর : অসাধু রচনায় 

10- যিনি আরবি-ফারসি শব্দের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা আহাম্মুখি বলে মনে করতেন, তিনি হলেন- 

• ইশ্বরচন্দ্র বিদ্যাসার 

• কাজী নজরুল ইসলাম 

• হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়

• সুনীতিকুমার চট্টোপাধ্যায়

• উওর : হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়

11- বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্যসৃষ্টি কোনটি? -

• পদাবলি কীর্তন 

• ভাটিয়ালি 

• বাউল 

• অনুবাদ

• উওর : পদাবলি কীর্তন 

12- পদাবলি কীর্তনে প্রাণ এবং দেহ উভয়ই হল- 

• বিদেশি

• খাঁটি বাঙালি 

• কৃত্রিম

• কোনোটিই নয়

• উওর : খাঁটি বাঙালি

13- খাঁটি বাঙালি মেয়ের রূপ ধারণ করেছেন- 

• কুম্ভী 

• দ্রৌপদী

• গান্ধারী

• শ্রীরাধা 

• উওর : শ্রীরাধা

14- ‘নব নব সৃষ্টি' প্রবন্ধে উল্লিখিত ভাটিয়ালি হল একটি বিশেষ ধরনের -

• জাতি 

• কবিত

• নাচ 

• পল্লিগীতি 

• উওর : পল্লিগীতি

15- 'নব নব সৃষ্টি' প্রবন্ধে যে-মহাকাব্যের উল্লেখ আছে, তা হল- 

• রামায়ণ 

• ধর্মমতা 

• মহাভারত

• সবকটি

• উওর : মহাভারত


নবম শ্রেণির বাংলা নব নব সৃষ্টি প্রবন্ধের অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর


1- সংস্কৃত ভাষাকে আত্মনির্ভরশীল ভাষা বলা হয় কেন?

উওর : কারণ সংস্কৃত ভাষা হল এমন একটি ভাষার যে ভাষার নতুন শব্দের প্রয়োজন হলে অন্য কোনো ভাষার কাছ থেকে শব্দ ধার না করে নিজেই নিজের শব্দভাণ্ডারের পুরনো শব্দ খুঁজে তা ব্যবহার করার চেষ্টা করে তাই সংস্কৃত ভাষায়কে আত্মনির্ভরশীল ভাষা বলা হয়।।

2- প্রাচীন যুগের কয়েকটি আত্মনির্ভরশীল ভাষার নাম লেখ।

উত্তর : প্রাচীন যুগের কয়েকটি আত্মনির্ভরশীল ভাষা হলো হিব্রু, গ্রীক আবেস্তা, সংস্কৃত প্রভৃতি।

3- বাংলা একটি আত্মনির্ভরশীল ভাষা নয় কেন?

উওর : বাংলা ভাষায় কি আত্মনির্ভরশীল ভাষা না হওয়ার প্রধান কারণ হলো, বাংলা ভাষা এমন একটি যে ভাষা নিজে থেকে কোনো শব্দ তৈরি করতে পারে না। এবং বাংলার মধ্যে বেশিরভাগই অন্যান্য শব্দের মিশ্রণ ঘটেছে এবং প্রয়োজনে বাংলা ভাষা অন্য কোনো ভাষা থেকে প্রচুর পরিমাণে শব্দ ধার করে। তাই বাংলা একটি আত্মনির্ভরশীল ভাষা নয়।।

4- আমরা কোন সময়ে আরবি-ফারসি থেকে প্রচুর পরিমাণে শব্দ গ্রহণ করেছি?

উত্তর : আমরা পাঠান এবং মোঘল যুগে প্রচুর পরিমাণে আরবি এবং ফারসি শব্দ গ্রহণ করেছি।।

5- লেখক কোন প্রশ্নকে অবান্তর বলে মনে করেছেন?

উওর : কোন একটি ভাষার ক্ষেত্রে বিদেশি শব্দ গ্রহণ করা ভালো নাকি মন্দ,সেই প্রশ্নকে লেখক অবান্তর বলে মনে করেছেন।

6- রান্নাঘর থেকে কি তাড়ানো মুশকিল বলে লেখক মনে করেছেন?

উওর : লেখক মনে করেছেন যে রান্নাঘর থেকে আলু-কপি তাড়ানো মুশকিল।।

7- 'নতুন আমদানিও বন্ধ করা যাবে না'- কোথায় কী আমদানি বন্ধ করা যাবে না?

উওর : এখানে কোথায় বলতে বাংলা ভাষার কথা বলা হয়েছে। লেখকের মতে বাংলা ভাষায় নতুন শব্দ আমদানি বন্ধ করা যাবে না।।

8-‘হিন্দি উপস্থিত সেই চেষ্টাটা করছে।– হিন্দি কোন্ চেষ্টা করছে?

উত্তর : ‘চেষ্টাটা’ হল আরবি, ফারসি ও ইংরেজি শব্দকে হিন্দি সাহিত্য থেকে নির্বাসন দেওয়া।

9- ‘বহু সাহিত্যিক উঠে পড়ে সাহিত্যিক কেন উঠে পড়ে লেগেছেন?

উত্তর : বহু সাহিত্যিক হিন্দি থেকে আরবি, ফারসি এবং ইংরেজি শব্দ তাড়াবার জন্য উঠে পড়ে লেগেছেন।

10- ‘বলা বাহুল্য, রবীন্দ্রনাথ স্বচ্ছন্দে রবীন্দ্রনাথ স্বচ্ছন্দে কী লিখেছেন?

উত্তর : রবীন্দ্রনাথ স্বচ্ছন্দে লিখেছেন—“আৱু দিয়ে, ইজ্জৎ দিয়ে, ইমান দিয়ে, বুকের রক্ত দিয়ে।”

11- ‘তার উল্লেখ এ স্থলে নিষ্প্রয়োজন— কাদের কথা বলা হয়েছে? 

উত্তর: ‘নব নব সৃষ্টি’ প্রবন্ধে ‘আলাল’ ও ‘হুতোম’-এর গদ্য ভাষার উল্লেখ প্রসঙ্গে এ কথা বলা হয়েছে।

12-‘এ স্থলে আর একটি কথা বলে রাখা ভালো কথাটি কী?

উত্তর : কথাটি হল রচনার ভাষা বিষয়বস্তু-নির্ভর। শংকরদর্শন, মোগলাই রেস্তোরাঁ, বসুমতীর সম্পাদকীয় ও ‘বাঁকা চোখ’-এর ভাষা কখনোই একইরকম হবে না।

13- ‘যতদিন থাকবে ততদিন আরও ঢুকবে বলে আশা করতে পারি।'—কোন্ প্রসঙ্গে প্রাবন্ধিক এ কথা বলেছেন? 

উত্তর : প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলী স্কুলকলেজ থেকে সংস্কৃত তুলে দেওয়া প্রসঙ্গে এ কথা বলেছেন।

14- ‘সুতরাং ইংরেজি চর্চা বন্ধ করার সময় এখনও আসেনি।'—এ কথার অর্থ কী?

উত্তর : দর্শন, নন্দনশাস্ত্র, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, রেলইঞ্জিন চালানো প্রভৃতি ক্ষেত্রে ব্যবহৃত টেকনিক্যাল শব্দগুলি বাংলার চেয়ে ইংরেজিতে বেশি প্রচলিত। তাই ইংরেজিচর্চা বন্ধ করার সময় এখনও আসেনি।

15- ‘অচলিত অনেক আরবি-ফার্সি শব্দ নূতন মেয়াদ পাবে।- কেন?

উত্তর : বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্রছাত্রী পুরোনো বাংলা পড়তে গিয়ে বিভিন্ন আরবি-ফারসি শব্দ পায়, যা তারা সহজেই বুঝতে পারে। এভাবেই অচলিত অনেক আরবি-ফারসি শব্দ নতুন মেয়াদ পাবে বলে লেখক মনে করেন।


আশাকরি, নবম শ্রেণির বাংলা (WBBSE Class 9 Bengali Question Answer & Suggestion 2023 ) নব নব সৃষ্টি প্রবন্ধের  যে কয়েকটি গুরুত্বপূর্ণ MCQ & SAQ প্রশ্ন উত্তর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছে, তা তোমাদের কাজে লাগবে।।

Tags : নব নব সৃষ্টি প্রবন্ধের MCQ & SAQ প্রশ্ন উত্তর | নবম শ্রেণির বাংলা নব নব সৃষ্টি প্রবন্ধের MCQ প্রশ্ন উত্তর | ক্লাস 9 বাংলা নব নব সৃষ্টি প্রবন্ধের  MCQ & SAQ প্রশ্ন উত্তর | wbbse class 9 Bengali question answer 2023

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top