নবম শ্রেণির ইতিহাস তৃতীয় অধ্যায়ের MCQ প্রশ্ন উওর || WBBSE Class 9 History MCQ Question Answer Bengali 2023

0

 

নবম শ্রেণির ইতিহাস তৃতীয় অধ্যায়ের MCQ প্রশ্ন উওর || WBBSE Class 9 History MCQ Question Answer Bengali 2023
নবম শ্রেণির ইতিহাস তৃতীয় অধ্যায়ের MCQ প্রশ্ন উওর

আজকের এই পোস্টের মাধ্যমে নবম শ্রেণির ইতিহাস তৃতীয় অধ্যায় উনবিংশ শতকের ইউরোপ রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত (WBBSE Class 9 History Question Answer & Notes in Bengali ) অধ্যায়ের 27 টি অত্যন্ত গুরুত্বপূর্ণ MCQ Question Answer ( WBBSE Class 9 Question Answer & Suggestion 2023 ) তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আমরা প্রতিদিন তোমাদের জন্য নোটস শেয়ার করে যাবো। তাই তোমরা আমাদের ওয়েবসাইট প্রতিদিন ভিজিট করতে থাকো।।

নবম শ্রেণির ইতিহাস তৃতীয় অধ্যায়ের MCQ প্রশ্ন উওর || WBBSE Class 9 History MCQ Question Answer Bengali 2023

1- ভিয়েনা সম্মেলন কবে হয়েছিল?

• ১৯১৫ খ্রিষ্টাব্দে

• ১৮১৫ খ্রিষ্টাব্দে

• ১৮১৩ খ্রিষ্টাব্দে

• ১৯১৪ খ্রিষ্টাব্দে

• উওর : ১৮১৫ খ্রিষ্টাব্দে

2- কাকে কূটনীতির বরপূত্র হলা হয়?

• প্রিন্স মেটারনিককে

• বিসমার্ককে

• হিটলারকে 

• নেপোলিয়ন বোনাপার্টকে

• উওর : প্রিন্স মেটারনিককে

3- ভিয়েনা সম্মেলনের সভাপতি ছিলেন-

• ট্যালিরান্ড

• ক্যাসালরি

• জার প্রথম আলেকজান্ডার

• প্রিন্স মেটারনিক

• উওর : প্রিন্স মেটারনিক

4- প্রিন্স মেটারনিক যেখানকার প্রধানমন্ত্রী ছিলেন, তা হলো-

• ফ্রান্সের

• অস্ট্রিয়ার 

• প্রাশিয়ার

• পিডমন্টের

• উওর : অস্ট্রিয়ার

5- ভিয়েনা বন্দোবস্ত অনুসারে

ফ্রান্সে প্রতিষ্ঠিত হয়েছিল-

• অরেঞ্জ রাজবংশের শাসন 

• বুঝবোঁ রাজবংশের শাসন

• রোমানভ বংশের শাসন

• অটোমান বংশের শাসন

• উওর : বুঝবোঁ রাজবংশের শাসন

6- যিনি নিজেকে 'নেপোলিয়ন বিজেতা' বলে ঘোষণা করেছিলেন, তিনি হলেন - 

• ট্যালিরান্ড

• ক্যাসালরি

• জার প্রথম আলেকজান্ডার

• প্রিন্স মেটারনিক

• উওর : প্রিন্স মেটারনিক

7- ১৮১৯ খ্রিষ্টাব্দে যেখানে 

“কার্লসবাড ডিক্রি” জারি করা হয়েছিল, তা হলো -

• ফ্রান্সে

• জার্মানিতে

• গ্রিসে

• বেলজিয়ামে

• উওর : জার্মানিতে

8- মেটারনিক তন্ত্রের পতন ঘটেছিল- 

• ১৮৩০ খ্রিস্টাব্দে 

• ১৮৪৮ খ্রিস্টাব্দে

• ১৮৫১ খ্রিস্টাব্দে 

• ১৮৭১ খ্রিস্টাব্দে

• উওর : ১৮৪৮ খ্রিস্টাব্দে

9- ফ্রান্সে জুলাই বিপ্লব হয়েছিল-

• ১৮২৯ খ্রিস্টাব্দে 

• ১৮৩০ খ্রিস্টাব্দে

• ১৮৩১ খ্রিস্টাব্দে 

• ১৮৪৮ খ্রিস্টাব্দে

• উওর : ১৮৩০ খ্রিস্টাব্দে

10- জুলাই বিপ্লবের পর ফ্রান্সের সিংহাসনে বসে ছিলেন -

• দশম চার্লস 

• অষ্টাদশ লুই 

• লুই ফিলিপ 

• লুই নেপোলিয়ন

• উওর : লুই ফিলিপ 

12- অর্গানিজেশন অব লেবার'

গ্রন্থটির রচয়িতা কে?

• লুই ব্র্যাঙ্ক

• সেন্ট সাইমন 

• লুই কসুথ 

• লুই নেপোলিয়ন

• উওর : লুই ব্র্যাঙ্ক

13- ইউরোপে ফেব্রুয়ারি বিপ্লব হয়েছিল-

• ১৮৩০ খ্রিস্টাব্দে

• ১৮৩৬ খ্রিস্টাব্দে

• ১৮৪৮ খ্রিস্টাব্দে

• ১৮৪৯ খ্রিস্টাব্দে

• উওর : ১৮৪৮ খ্রিস্টাব্দে

14- “কার্বোনারি” হল—

• ইটালির একটি চার্চ

• ইটালির রাজপ্রাসাদ

• ইটালির একটি গুপ্ত সমিতি

• ইটালির একটি সাংস্কৃতিক সংস্থা

• উওর : ইটালির একটি গুপ্ত সমিতি

15- জোফেস ম্যাসিনি বিশ্বাসী করতেন-

• গণতন্ত্রে

• রাজতন্ত্রে

• অভিজাততন্ত্রে

• প্রজাতন্ত্রে

• উওর : গণতন্ত্রে

16- বিসমার্ক কবে প্রাশিয়ার প্রধানমন্ত্রী

হিসাবে নিযুক্ত হয়েছিলেন? 

• ১৮৫৫ খ্রিস্টাব্দে

• ১৮৬০ খ্রিস্টাব্দে

• ১৮৬২ খ্রিস্টাব্দে 

• ১৮৬৬ খ্রিস্টাব্দে

• উওর : ১৮৬২ খ্রিস্টাব্দে

17- বিসমার্ক জার্মানির ঐক্য সম্পন্ন করেন—

• ১৮৬৪ খ্রিষ্টাব্দে

• ১৮৭০ খ্রিস্টাব্দে 

• ১৮৭১ খ্রিস্টাব্দে 

• ১৮৬৬ খ্রিস্টাব্দে

• উওর : ১৮৭১ খ্রিস্টাব্দে

18- 'রক্ত ও লৌহ গ্যারিবল্ডি

নীতি'র প্রবর্তক ছিলেন— 

• হিটলার

• বিসমার্ক

• কাউন্ট কাভুর

• ম্যাৎসিনি

• উওর : বিসমার্ক

19-প্রাগের সন্ধি (১৮৬৬ খ্রি.) অনুসারে জার্মানি থেকে যে দেশের আধিপত্য লোপ পায়, তা হলো -

• ফ্রান্স 

• প্ৰাশিয়া 

• অস্ট্রিয়া 

• ডেনমার্ক 

• উওর : অস্ট্রিয়া

20- কত খ্রিষ্টাব্দের

 ক্রিমিয়ার যুদ্ধ শুরু হয়েছিল- 

 • ১৮৫০ খ্রিস্টাব্দে

 • ১৮৫৩ খ্রিস্টাব্দে

 • ১৮৫৪ খ্রিস্টাব্দে

 • ১৮৫৭ খ্রিস্টাব্দে

 • উওর : ১৮৫৪ খ্রিস্টাব্দে

21- ক্রিমিয়ার যুদ্ধ সমাপ্ত হয় প্যারিসের সন্ধির মাধ্যমে, যা সম্পাদিত হয়েছিল

 • ১৮৫৫ খ্রিস্টাব্দে

 • ১৮৫৬ খ্রিস্টাব্দে

 • ১৮৫৪ খ্রিস্টাব্দে

 • ১৮৫৭ খ্রিস্টাব্দে

 • উওর : ১৮৫৬ খ্রিস্টাব্দে

22- বার্লিন কংগ্রেসের সভাপতি ছিলেন-

• বিসমার্ক 

• ডিসরেলি

• জার দ্বিতীয় আলেকজান্ডার

• তুরস্কের সুলতান

• উওর : বিসমার্ক

23- জার্মানির সঙ্গে রাশিয়ার রি-ইনসিওরেন্স চুক্তি হয়েছিল—

• ১৮৮৬ খ্রিস্টাব্দে 

• ১৮৮৭ খ্রিস্টাব্দে

• ১৮৮৮ খ্রিস্টাব্দে

• ১৮৮৯ খ্রিস্টাব্দে

• উওর : ১৮৮৭ খ্রিস্টাব্দে

24- "জার্মানি একটি পরিতৃপ্ত দেশ”—একথা বলেছিলেন—

• বিসমার্ক 

• ডিসরেলি

• জার দ্বিতীয় আলেকজান্ডার

• তুরস্কের সুলতান

• উওর : বিসমার্ক

25-‘মুক্তিদাতা জার' নামে পরিচিতি ছিলেন-

• প্রথম নিকোলাস 

• দ্বিতীয় আলেকজান্ডার 

• পিটার দি গ্রেট

• তৃতীয় আলেকজান্ডার

• উওর : দ্বিতীয় আলেকজান্ডার

26- রাশিয়ার ভূমিদাসদের মুক্তি ঘোষণা জারি হয়- 

• ১৮৫৬ খ্রিস্টাব্দে

• ১৮৫৮ খ্রিস্টাব্দে

• ১৮৬১ খ্রিস্টাব্দে

• ১৮৬৩ খ্রিস্টাব্দে

• উওর : ১৮৬১ খ্রিস্টাব্দে

27- 'মির' শব্দের অর্থ হল- 

• শাসন পরিষদ

• গ্রামসভা

• পৌরসভা

• বিচারসভা

• উওর : গ্রামসভা

আশাকরি, নবম শ্রেণির ইতিহাস তৃতীয় অধ্যায় উনবিংশ শতকের ইউরোপ রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত (WBBSE Class 9 History Question Answer & Notes in Bengali ) অধ্যায় থেকে  যেই কয়েকটি গুরুত্বপূর্ণ 27 টি MCQ প্রশ্ন উওর (WBBSE Class 9 Question Answer & Suggestion 2023 ) তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছে, তা তোমাদের কাজে লাগবে।

Tags :

নবম শ্রেণির ইতিহাস তৃতীয় অধ্যায়ের MCQ প্রশ্ন উওর | ক্লাস 9 ইতিহাস উনবিংশ শতকের ইউরোপ রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত অধ্যায়ের বড় প্রশ্ন উওর | ক্লাস 9 ইতিহাস তৃতীয় অধ্যায়ের বড় প্রশ্ন উওর | class 9 history MCQ Question Answer |  wb class 10 history question answer | wb class 9 history suggestion 2023 | History question answer

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top