হারিয়ে যাওয়া কালি কলম অধ্যায়ের MCQ & SAQ | WB Class 10 Bengali MCQ & SAQ Question Answer

0


হারিয়ে যাওয়া কালি কলম অধ্যায়ের MCQ & SAQ | WB Class 10 Bengali MCQ & SAQ Question Answer


হারিয়ে যাওয়া কালি কলম অধ্যায়ের MCQ & SAQ | WB Class 10 Bengali MCQ & SAQ Question Answer
হারিয়ে যাওয়া কালি কলম অধ্যায়ের প্রশ্ন উওর

আজকের ব্লগ পোস্টের মাধ্যমে আমি দশম শ্রেণির বাংলা হারিয়ে যাওয়া কালি কলম অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর এবং সেইসঙ্গে কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ( WB Class 10 Bengali - জ্ঞানচক্ষু mcq & saq question answer ) তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকের এই ব্লগ পোস্টে ক্লাস টেনের বাংলা হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধের থেকে যে সমস্ত এমসিকিউ এবং অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর তোমাদের করে দেওয়া হয়েছে,সেখান থেকেই মাধ্যমিক পরীক্ষায় এবং বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। তাই ক্লাস টেনের বাংলা হারিয়ে যাওয়া কালি কলম অধ্যায়ের এই mcq question answer & saq question answer গুলো তোমাদের ভালো করে পড়া উচিত। হারিয়ে যাওয়া কালি কলম অধ্যায়ের যে সমস্ত বাকি বড় প্রশ্ন উত্তর গুলো রয়েছে, সেগুলো আমরা পরবর্তী পোস্টে তোমাদের সঙ্গে শেয়ার করবো।

Table Of Contents

• ক্লাস টেনের হারিয়ে যাওয়া কালি কলম অধ্যায়ের প্রশ্ন উওর
• হারিয়ে যাওয়া কালি কলম ছোট প্রশ্ন উওর
• হারিয়ে যাওয়া কালি কলম অতিসংক্ষিপ্ত প্রশ্ন উওর
• ক্লাস টেনের হারিয়ে যাওয়া কালি কলম অধ্যায়ের ছোট প্রশ্ন
• ক্লাস 10 হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধের mcq প্রশ্ন উওর
• ক্লাস 10 হারিয়ে যাওয়া কালি কলম অধ্যায়ের saq প্রশ্ন
• দশম শ্রেণির হারিয়ে যাওয়া কালি কলম অধ্যায়ের অতিসংক্ষিপ্ত প্রশ্ন উওর

হারিয়ে যাওয়া কালি কলম অধ্যায়ের MCQ & SAQ | WB Class 10 Bengali MCQ & SAQ Question Answer

১.১ শ্রীপান্থ' ছদ্মনামে লিখেছেন –
(ক) অন্নদাশংকর রায়
(খ) বলাইচাঁদ মুখোপাধ্যায়
(গ) সুনীল গঙ্গোপাধ্যায়
(ঘ) নিখিল সরকার।
উওর : নিখিল সরকার।

১.২ “কালি কলম মন, লেখে তিনজন।" — এটি হল একটি –
(ক) ধাঁধা
(খ) প্রবাদ
(গ) রুপকথা
(ঘ) উপকথা
উওর : প্রবাদ
১.৩ বাংলা প্রবাদটি হল, কালি নেই কলম নেই, বলে আমি –
(ক) মুনসি
(খ) রাখাল
(গ) লেখক
(ঘ) কবি।
উওর : মুনসি

১.৪ একসময় বলা হত “কলমে কায়স্থ চিনি, গোঁফেতে -
(ক) ব্রাহ্মণ
(খ) কায়স্ত
(গ) রাজপুত
(ঘ) গোয়ালা
উওর : রাজপুত

১.৫ - বাঙালি সাংবাদিকদের ‘বাবু কুইল ড্রাইভারস’ – বলেছিলেন কে? (ক) লর্ড আমহার্স্ট, (খ) লর্ড কার্জন, (গ) লর্ড ওয়েলেসলি, (ঘ) লর্ড ক্যানিং।

১.৬ - 'কুইল' হ'ল -
(ক) পালকের কলম
(খ) ছাপার কালি
(গ) খাগের কলম
(ঘ) বলপেন
উওর : পালকের কলম।

১.৭- " যার পোশাকি নাম স্টাইলাস "– কার পোশাকি নাম? –
(ক) কুইল
(খ) নলখাগড়া
(গ) খাগের কলম
(ঘ) ব্রোঞ্জের শলাকা।
উওর : ব্রোঞ্জের শলাকা।।

১.৮-  কালির অক্ষর নাইকো পেটে, চণ্ডী পড়েন -
(ক) বাবুঘাটে
(খ) কালীঘাটে
(গ) গঙ্গাঘাটে
(ঘ) খেয়াঘাটে
উওর : কালীঘাটে।

১.৯ ত্রিফলা বলতে যে তিনটি ফলকে বোঝায় সেগুলি হল –
(ক) হরীতকী, জায়ফল, এলাচ,
(খ) হরীতকী, সুপারি, আমলকী,
(গ) আমলকী, হরীতকী, বহেড়া,
(ঘ) সুপারি, হরীতকী, বহেড়া।
উওর : আমলকী, হরীতকী, বহেড়া,

১.১০ “সিজার যে কলমটি দিয়ে কাসকাকে আঘাত করেছিলেন" তার পোশাকি নাম –
(ক) রিজার্ভার,
(খ) স্টাইলাস
(গ) পার্কার
(ঘ) পাইলট
উওর : স্টাইলাস।

১.১১ উন্নতমানের ফাউন্টেন পেনের নির্মাতা ছিলেন –
(ক) জন স্টিফেনসন
(খ) অ্যান্ডারসন
(গ) ওয়াটারম্যান
(ঘ) লুইস ওয়াল্টার
উওর : ওয়াটারম্যান।

১.১২ লেখক যে অফিসে কাজ করতেন, সেটি হ'ল –
(ক) সরকারি অফিস
(খ) পত্রিকা অফিস
(গ) সওদাগরি অফিস
(ঘ) বেসরকারি অফিস
উওর : পত্রিকা অফিস

১.১৩ ‘লুইস অ্যাডসন ওয়াটারম্যান' নামটি কোন্‌টার সঙ্গে যুক্ত? –
(ক) কম্পিউটার
(খ) পুস্তক
(গ) অভিধান
(ঘ) ফাউন্টেন পেন
উওর : ফাউন্টেন পেন।

১.১৪ কেরি সাহেবের মুনশি নামে কোন ব্যক্তি খ্যাত ছিলেন?
(ক) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
(খ) চণ্ডীচরণ মুনশি
(গ) রামরাম বসু
(ঘ) গোলকনাথ শৰ্মা
উওর : রামরাম বসু।

১.১৫ ফাউন্টেন পেন সংগ্রহ করতেন – (ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) শৈলজানন্দ মুখোপাধ্যায়
(গ) জীবনানন্দ দাশ
(ঘ) সত্যজিৎ রায়
উওর : শৈলজানন্দ মুখোপাধ্যায়।

১.১৬ যাঁরা ওস্তাদ কলমবাজ তাদের বলা হল –
(ক) টেলিগ্রাফিস্ট
(খ) ক্যালিগ্রাফিস্ট
(গ) পলিগ্রাফিস্ট
(ঘ) কালিগ্রাফিস্ট
উওর : ক্যালিগ্রাফিস্ট

১.১৭ একজন বিখ্যাত দোয়াত সংগ্রাহকের নাম –
(ক) অবন ঠাকুর
(ঘ) সুভো ঠাকুর
(গ) গুনু ঠাকুর
(ঘ) রবি ঠাকুর
উওর : সুভো ঠাকুর।

১.১৮ আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল –
(ক) ঝরনা কলম
(খ) কালির কলম
(গ) রিজার্ভার পেন
(ঘ) বল পেন
উওর : রিজার্ভার পেন।

১.১৯ রোম সাম্রাজ্যে ব্রোঞ্জের শলাকার পোশাকি নাম –
(ক) স্টাইলাস
(খ) ফাউন্টেন
(গ) স্টাইলাস
(ঘ) বলপেন
উওর : স্টাইলাস

১.২০ নিজের হাতের কলমের আঘাতে মৃত্যু হয়েছিল যে লেখকের, তার নাম – (ক) বনফুল
(খ) পরশুরাম
(গ) ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
(ঘ) শৈলজানন্দ।
উওর : ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়।

১,২১ অনেক ধরে ধরে টাইপ রাইটারে লিখে গেছেন মাত্র একজন। তিনি হলেন -
(ক) সত্যজিৎ রায়
(গ) অন্নদাশঙ্কর রায়
(গ) রাজশেখর বসু
(ঘ) সুবোধ ঘোষ
উওর : অন্নদাশঙ্কর রায়।

১.২২ ‘কঙ্কাবতী’ ও ‘ডমরুধর'-এর স্বনামধন্য লেখক –
(ক) মাইকেল মধুসূদন দত্ত
(খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
(গ) ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
(ঘ) শিবরাম চক্রবর্তী
উওর : ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়।

১.২৩ চারখণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কত টাকা পেয়েছিলেন? -
(ক) সাত টাকা
(খ) আট টাকা
(গ) ন-টাকা
(ঘ) দশ টাকা
উওর : সাত টাকা

১.২৪- ফাউন্টেন পেন এর বাংলা নাম কি?
(ক) বলপেন
(খ) স্টাইলাশ
(গ) কুইল
(ঘ) ঝড়না কলম
উওর : ঝড়না কলম

১.২৫- " ঝরনা কলম " - নামটি কার দেওয়া?
(ক) ওয়াটারম্যান
(খ) নিখিল সরকার
(গ) রবীন্দ্রনাথ ঠাকুর
(ঘ) শুভো ঠাকুর
উওর : রবীন্দ্রনাথ ঠাকুর।

১.২৬ - চিনারা লেখার জন্য ব্যবহার করে আসছে -
(ক) নলখাগড়া
(খ) তুলি
(গ) স্টাইলাশ
(ঘ) কুইল
উওর : তুলি

১.২৭ - প্রথম দিকে কী দিয়ে লেখা শুকোনো হতো?
(ক) চক দিয়ে
(খ) ব্লটিং পেপার দিয়ে
(গ) শুকনো বালি দিয়ে
(ঘ) কাপড়ের টুকরো দিয়ে
উওর : শুকনো বালি দিয়ে।

১.২৮ - শেষপর্যন্ত নিবের কলমের মানমর্যাদা বাচিয়ে রেখেছিলেন -
(ক) সত্যজিত রায়
(খ) শুভো ঠাকুর
(গ) শৈলজানন্দ মুখোপাধ্যায়
(ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
উওর : সত্যজিত রায়।

১.২৯ - উনিশ শতকে 32 হাজার অক্ষর লেখার পারিশ্রমিক কত ছিল?
(ক) বারো টাকা
(খ) সাত টাকা
(গ) আট টাকা
(ঘ) বারো আনা
উওর : বারো আনা।

১.৩০ - কলমের শক্তির সঙ্গে কিসের শক্তির তুলনা করা হয়ে থাকে?
(ক) বন্দুক
(খ) কামান
(গ) তলোয়ার
(ঘ) কটুকথা
উওর : তলোয়ার।

হারিয়ে যাওয়া কালি কলম অতি সংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্ন উত্তর | হারিয়ে যাওয়া কালি কলম SAQ প্রশ্ন উত্তর

১.১- হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধের লেখক কে?
উওর : হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধের লেখক হলেন শ্রীপান্থ। যার আসল নাম নিখিল সরকার।

১.২- হারিয়ে যাওয়া কালি কলম এ বর্ণিত সবচেয়ে দামি কলমটির দাম কত?
উওর : হারিয়ে যাওয়া কালি কলম এ বর্ণিত সবচেয়ে দামি কলমটির দাম হল আড়াই হাজার পাউন্ড বা 187500 টাকা।

১.৩- " আমরা ফেরার পথে কোনো পুকুরে তা ফেলে দিয়ে আসতাম "- বক্তা কেন তা পুকুরে ফেলে দিয়ে আসতেন?
উওর : হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধের এই উক্তিটি লেখোকের।। কলাপাতায় করা হোমটাস্ক যদি গুরু  খেয়ে নিত, তাহলে অমঙ্গল নাকি হতো।সেকারণেই তারা তা পুকুরে ফেলে দিয়ে আসতেন।

১.৪- " এই নেশা পেয়েছি আমি শরৎদার কাছ থেকে "- এখানে বক্তাকে, কোন নেশার কথা বলা হয়েছে?
উওর : হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে এই উক্তিটি হল শৈলজানন্দ মুখোপাধ্যায়ের।। এখানে শৈলজানন্দ মুখোপাধ্যায়ের ফাউন্টেনপেন সংগ্রহের নেশার কথা বলা হয়েছে।

১.৫- " সেই আঘাতেরই পরিণতি নাকি তাঁর মৃত্যু "- - কোন আঘাতের পরিণতির কথা বলা হয়েছে?
উওর : বাংলা সাহিত্যের " কঙ্কাবতী ও ডমরুধর " এর রচয়িতা শ্রী ঐলোক‍্যনাথ মুখোপাধ্যায়ের  অসাবধানতায় নিজের বুকে বিধে যায়।  যার পরিণতি হয়েছিল তাঁর মৃত্যু।  এখানে সেই আঘাতের পরিণতির কথাই বলা হয়েছে।

১.৬- " কলম সেদিন খুনিও হতে পারে বইকি " -  বক্তব্যটি স্পষ্ট করে লেখ।
উওর : হারিয়ে যাওয়া কালি প্রবন্ধের এই উদ্ধৃতিতে জুলিয়াস সিজার স্টাইলা দিয়ে কাসকাকে আঘাত করেছিলেন। এখানে সেই আঘাতের কথাই বলা হয়েছে।

১.৬-  "কলম তাদের কাছে আজ অস্পৃশ্য " - কলম কাদের কাছে?কেন অস্পৃশ্য?

উওর : বর্তমানের ডটপেন এবং বলপেনের এর যুগে কলম অত্যন্ত সস্তা হয়ে পড়ায় সর্বভোগ্য হয়ে পড়েছে। তাই পকেট আজকাল পকেটমারদের কাছেও কলম অস্পৃশ্য।

১.৭- পালকের কলম এখন কোথায় দেখতে পাওয়া যায়?
উওর : পালকের কলম এখন শুধু মাত্র পুরোনো দিনের তৈলচিত্র বা ছবিতেই দেখা যায়।

১.৮- দুজন সাহিত্যিকের নাম করো যাদের ফাউন্টেনপেন সংগ্রহের নেশা ছিল।
উওর : শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং শৈলজানন্দ মুখোপাধ্যায় হলেন এমন দুজন সাহিত্যিক,যাদের ফাউন্টেনপেন সংগ্রহের নেশা ছিল।

১.৯- লিপি কুশলী অথবা ক্যালিগ্রাফির কাদের বলা হত?
উওর : প্রাচীনকালে যারা লেখার বিষয়ে অত্যন্ত দক্ষ ছিলেন তাদের,বলা হতো লিপিকুশলী অথবা ক্যালিগ্রাফিস্ট।

১.১০- সোনার দোয়াত যে সত্যি হতো, তা লেখক কিভাবে জানতে পেরেছিলেন?
উওর : লেখক শুভ ঠাকুরের দোয়াত সংগ্রহ দেখতে গিয়ে, তিনি সেখানে শুভো ঠাকুরের দোয়াত সংগ্রহে সোনার দোয়াত দেখতে পেয়েছিলেন। এবং তার ফলেই তিনি এটা জানতে পেরেছিলেন।

১.১১- দোকানদার লেখককে কী যাদু দেখেছিলেন?
উওর : দোকানদার লেখক শ্রীপান্থক্র একটা জাপানি কলম বিক্রি করার আগে সেই কলমটির ভালো-মন্দ দেখানোর জন্য কলমটির খাপ খুলে তার সামনে রাখা একটি কার্ডবোর্ডের দিকে ছুড়ে মারেন। এবং কার্ডবোর্ড থেকে খুলে নেওয়ার পর দোকানদার লেখককে দু-এক লাইন লিখে দেখান যে কলমটি এখনো অক্ষত রয়েছে।  এখানে সেই যাদুর কথাই বলা হয়েছে।

১.১২ -"  লাঠি তোমার দিন ফুরাইয়াছে " -  মূল উক্তিটির উৎস নির্ণয় করো।

উওর : লাঠি তোমার দিন ফুরাইয়াছে উক্তিটি হলো সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত " দেবী চৌধুরানী " উপন্যাসের দ্বিতীয় খন্ডের প্রথম পরিচ্ছদ।

১.১৫ - ব্রোঞ্জের শলাকা পোশাকি নাম কি?
উওর : ব্রোঞ্জের শলাকার পোশাকি নাম হল স্টাইলাশ।

১.১৬- " বাবু কুইল ড্রাইভার " কথাটি কে বলেছিলেন?
উওর : তৎকালীন সময়ে বাঙালি সাংবাদিকদের গরম গরম ইংরেজি ব্যবহার দেখে লর্ড কার্জন,বাঙালি সাংবাদিকদের বাবু কুইল ড্রাইভার বলেছিলেন।

১.১৭- " ___, ___ ও ___,লেখে তিনজন।  এখানে কোন তিন জনের কথা বলা হয়েছে?
উওর : এখানে তিনজন বলতে লেখালেখির তিনটি উপাদান কালি, কলম ও মনের একাগ্রতাকে বোঝানো হয়েছে। অর্থাৎ কালি,কলম ও মন লেখে তিনজন।

১.১৮- " যন্ত্রটা এক ধরনের পেন্সিল সার্পনারের মত " কোন যন্ত্রের কথা বলা হয়েছে?
উওর : ইংরেজ সাহেবটা পালক কেটে কলম তৈরির জন্য এক ধরনের যন্ত্র আবিষ্কার করেছিলেন, যা অনেকটা পেন্সিলের সার্পনারের মতো। যেখানে পালক ঢুকিয়ে চাপ দিলেই নতুন কলম তৈরি হয়ে যেত। এখানে সেই যন্ত্রের কথাই বলা হয়েছে।

১.১৯- " তোমার সোনার দোয়াত হোক " - কারা কাদের উদ্দেশ্যে বলতেন?
উওর : গ্রামের বয়স্ক লোকেরা বা বড়োরা দু,একটা পাস দিতে পারলে আশীর্বাদ করে বলতেন - " বেঁচে থাকো বাবা।তোমার সোনার দোয়াত হোক "।

১.২০-  বড়ােরা শিখিয়ে দিয়েছিলেন’- বড়োরা কাদের কী শিখিয়েছিলেন?

উত্তরঃ হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে বড়োরা লেখকদের ছোটবেলায় শিখিয়ে দিয়েছিলেন যে " কলম শুধু সুঁচলো হলে চলবে না, কালি যাতে একসঙ্গে গড়িয়ে না পড়ে তার জন্য মুখটা চিরে ভালোভাবে চিরে দিতে হবে। "

১.২১ - ফাউন্টেন পেন এর আবিষ্কর্তা কে?
উওর : ফাউন্টেন পেনের আবিষ্কর্তা হলেন লুইস অ্যাডসন ওয়াটারম্যান।

১.২২- " ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম " -  বক্তা কে? তার ভ্যাবাচ্যাকা খাওয়ার কারন কি?
উওর : হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধের এই উদ্ধৃতিতে বক্তা হলেন লেখক শ্রীপান্থ। লেখক যখন প্রথমবার কিনতে গিয়েছিলেন,,তখন দোকানদার হঠাৎ করেই লেখক কী কলম কিনতে চান,সেই সম্পর্কে জিজ্ঞেস করায়, লেখক একটু ভ্যাবাচ্যাকা খেয়েছিলেন।।

১.২৩- " আবার তিনি ছুটলেন কালির সন্ধানে "- কে,কেন কালির সন্ধানে ছুটে ছিলেন?
উওর : যার,আবার কালির সন্ধানে ছুটে যাওয়ার কথা বলা হয়েছে?তিনি হলেন ফাউন্টেন পেন এর আবিষ্কর্তা ওয়াটারম্যান। ওয়াটারম্যান একবার একজন ব্যবসায়ীর সঙ্গে চুক্তিপত্র সই করার সময় হঠাৎ করেই কালির দোয়াত অর্ধেক লেখা চুক্তির উপরে পড়ে যায়। এবং সেকারণেই তিনি আবারও নতুন কালির সন্ধানে ছুটে গিয়েছিলেন।

১.২৪ - " তাই নিয়েই আমাদের প্রথম লেখালেখি " - কাদের কী নিয়ে প্রথম লেখালেখি?
উওর : হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধের এই উদ্ধৃতিটি হল লেখক শ্রীপান্থের।  বাঁশের কঞ্চির কলম,মাটির দোয়াত কালি এবং কলাপাতা নিয়েই লেখকের জীবনের প্রথম লেখালেখি।

১.২৫- " আশ্চর্য, সবই আজ অবিলুপ্তির পথে। " -এখানে কোন জিনিসের বিলুপ্তির কথা বলা হয়েছে?
উওর : বর্তমানে ব্যাপক হারে কম্পিউটারের ব্যবহার বেড়ে যাওয়ার কারণে, লেখালেখির জন্য সর্বএ সেরকম ভাবেও কলমের প্রয়োজন হয়না। সেকারণেই আজ নানা ধরনের ফাউন্টেনপেন,বল পেন, কালির দোয়াত,কলম দানি ইত্যাদি অবলুপ্তির পথে। এখানে সেই কথাই বলা হয়েছে।


আশাকরি যে, আজকের ক্লাস টেনের বাংলা হারিয়ে যাওয়া কালি কলম অধ্যায় থেকে যেই গুরুত্বপূর্ণ mcq question answer & saq question answer শেয়ার করলাম, তা তোমাদের একটু হলেও কাজে লাগবে। যদি আজকের এই পোস্টটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের ওয়েবসাইটের অন্যান্য পোস্ট গুলো পড়ে দেখো।

Tags :

হারিয়ে যাওয়া কালি কলম mcq question answer |  মাধ্যমিক বাংলা প্রশ্ন উওর | ক্লাস টেনের হারিয়ে যাওয়া কালি কলম mcq & saq প্রশ্ন উত্তর |
দশম শ্রেণির হারিয়ে যাওয়া কালি কলম ছোট প্রশ্ন উওর | দশম শ্রেণির হারিয়ে যাওয়া কালি কলম অধ্যায়ের অতি সংক্ষিপ্ত প্রশ্ন উওর | wb class 10 Bengali mcq question answer | wb class 10 Bangla question answer in bengali | class 10 Bangla question answer | class 10 Bangla short question answer | wb class 10 Bangla Chapter 5 mcq & saq question answer in bengali



একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top