আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা " - বক্তার প্রথম ফাউন্টেনপেন কেনার অভিজ্ঞতা বিবৃত করো। | হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধের বড় প্রশ্ন উত্তর

0

আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা " - বক্তার প্রথম ফাউন্টেনপেন কেনার অভিজ্ঞতা বিবৃত করো। | হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধের বড় প্রশ্ন উত্তর

ক্লাস টেনের বাংলা প্রশ্নোত্তর | হারিয়ে যাওয়া কালি কলম অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর
ক্লাস টেনের হারিয়ে যাওয়া কালি কলম বড় প্রশ্ন উত্তর 


আজকের এই ব্লগ পোষ্টের মাধ্যমে ক্লাস টেনের হারিয়ে যাওয়া কালি কলম বড় প্রশ্ন উত্তর হিসেবে,, শ্রীপান্থ রচিত " হারিয়ে যাওয়া কালি কলম " প্রবন্ধের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটি বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষা এসে থাকে এবং মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ,তার উত্তর তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই প্রশ্নটি হল " আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা " - বক্তার প্রথম ফাউন্টেনপেন কেনার অভিজ্ঞতা বিবৃত করো। এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় এভাবেও আসতে পারে যে - " আমার মনে পরে ফাউন্টেনপেন কেনার কথা। " - এখানে আমার বলতে কার কথা বোঝানো হয়েছে? বক্তার ফাউন্টেন পেন কেনার অভিজ্ঞতা আলোচনা করো "। আজকের এই ব্লগে এই প্রশ্নটির খুব সহজ ও সুন্দর একটি নোট তোমাদের সঙ্গে শেয়ার করবো। এবং চেষ্টা করবো এই প্রশ্নটি নিয়ে, যদি তোমাদের কোনো অসুবিধা থাকে, সেটা দূর করা।

আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা " - বক্তার প্রথম ফাউন্টেনপেন কেনার অভিজ্ঞতা বিবৃত করো।

উওর : নিখিল সরকারের রচিত হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধের এই উদ্ধৃতিতে এখানে বক্তা হলেন লেখক নিজেই।

লেখকের প্রথম ফাউন্টেনপেন কেনার অভিজ্ঞতাটা খুব স্পষ্ট করেই তাঁর  মনে রয়ে গেছে। এবং তিনি খুব স্পষ্টভাবেই তা আমাদের সামনে তুলে ধরেছেন। 

তখন সময়টা ছিল দ্বিতীয় মহাযুদ্ধের পর। লেখক শ্রীপান্থ কলম কিনতে গিয়েছিলেন কলকাতার কলেজ স্ট্রীটে অবস্থিত একটি নামী কলমের দোকানে। লেখকের উদ্দেশ্য ছিল ফাউন্টেন পেন কেনা। দোকানে যাওয়ার পর দোকানি লেখককে দেখতে পেয়ে হঠাৎ করে জিজ্ঞেস করেন তিনি কী কলম কিনতে চান। এই প্রশ্নটা করায় লেখক হঠাৎ করেই ভ্যাবাচাকা খেয়ে যান। লেখকের অবস্থা বুঝতে পেরে দোকানদার নিজে থেকেই কিছু কলমের নাম এবং কোন কলমের কত দাম তা আউড়াতে থাকেজম যেমন-পার্কার,শেফার্ড, ওয়াটারম্যান সোয়ান ইত্যাদি। লেখকের মুখের দিকে তাকিয়ে, অভিজ্ঞতার মাধ্যমে দোকানি তার পকেটের অবস্থা বুঝতে পেরেছিলেন। তাই দোকানদার লেখককে একটি সস্তার জাপানি পাইলট নিয়ে যাওয়ার কথা বলেন। জাপানি পাইলটের মুখ থেকে তার খাপটা সরিয়ে, সামনে রাখা একটি কার্ডবোর্ডে ছুড়ে মারেন। যেমন সার্কাসে একটি জ্যান্ত মানুষকে দাঁড় করিয়ে তার দিকে ছুড়ই মারা হয়, ঠিক সেই ভাবে। সার্কাসের খেলায় লোকটি যেমন শেষ পর্যন্ত অক্ষত থাকে। ঠিক সেরকমই দোকানদার তাকে অবাক করে দিয়ে বোর্ড থেকে কলমটি খুলে নিয়ে লেখককে দেখান যে, পাইলটের নিব এখনো ঠিক আছে। এরপর তিনি দু-এক লাইন লিখে সেটা প্রমাণও করেন। এরপর আর কী.. নিজের পকেটের অবস্থা বুঝে সেদিন জাপানি পাইলটকে নিয়েই লেখক তার ঘরে ফেলেছিলেন। এবং কিছুটা এরকমই ছিল লেখকের প্রথম ফাউন্টেন পেন কেনার অভিজ্ঞতা।


আশা করছি ক্লাস টেনের হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধের এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি তোমাদের ভালো লেগেছে। " আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা " - বক্তার প্রথম ফাউন্টেনপেন কেনার অভিজ্ঞতা বিবৃত করো। অথবা " আমার মনে পরে ফাউন্টেনপেন কেনার কথা। " - এখানে আমার বলতে কার কথা বোঝানো হয়েছে? বক্তার ফাউন্টেন পেন কেনার অভিজ্ঞতা আলোচনা করো " প্রশ্নটির উত্তর আমরা খুব সহজভাবে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তাই যদি প্রশ্নটির উওর তোমাদের ভালো লাগে, তাহলে আমাদের ওয়েবসাইটের অন্যান্য পোস্ট পড়ে দেখো।


Tags : 

হারিয়ে যাওয়া কালি কলম বড়ো প্রশ্ন উওর |  মাধ্যমিক বাংলা প্রশ্ন উওর | ক্লাস টেনের হারিয়ে যাওয়া কালি প্রশ্ন উত্তর | দশম শ্রেণির হারিয়ে যাওয়া কালি কলম ছোট প্রশ্ন উওর | দশম শ্রেণির হারিয়ে যাওয়া কালি কলম অধ্যায়ের অতি সংক্ষিপ্ত প্রশ্ন উওর | wb class 10 Bengali question answer | wb class 10 Bangla question answer in bengali | class 10 Bangla question answer | class 10 Bangla short question answer | wb class 10 Bangla Chapter 5 question answer in bengali | class 10 bangla notes | class 10 bangla suggestion | Madhyanik bangla question answer 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top