বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ ষোলোআনাই বজায় আছে " - বাবুটি কে? তার শখের পরিচয় দাও। | ক্লাস টেনের পথের দাবী গল্পের বড় প্রশ্ন উত্তর
আজকের এই ব্লগ পোষ্টের মাধ্যমে ক্লাস টেনের পথের দাবী গল্পের বড় প্রশ্ন উত্তর হিসেবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত " পথের দাবী " গল্পের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটি বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষা এসে থাকে এবং মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ,তার উত্তর তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই প্রশ্নটি হল গিরিশ মহাপাত্রকে উদ্দেশ্য করে নিমাইবাবুর বলা " বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ ষোলোআনাই বজায় আছে " - বাবুটি কে? তার শখের পরিচয় দাও "। আজকের এই ব্লগে এই প্রশ্নটির খুব সহজ ও সুন্দর একটি নোট তোমাদের সঙ্গে শেয়ার করবো। এবং চেষ্টা করবো এই প্রশ্নটি নিয়ে, যদি তোমাদের কোনো অসুবিধা থাকে, সেটা দূর করা।
বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ ষোলোআনাই বজায় আছে " - বাবুটি কে? তার শখের পরিচয় দাও।
উওর : শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত পথের দাবী গল্পে এই বক্তব্যটি হলো নিমাই বাবুর। এবং এখানে বাবুটি হলেন গিরিশ মহাপাত্রের ছদ্মবেশধারী সব্যসাচী মল্লিক। পুলিশ স্টেশনে প্রবেশ করার পর গিরিশ মহাপাত্রের অদ্ভুত বেশভূষা দেখেই নিমাইবাবু এরুপ মন্তব্য করেছিলেন।
পুলিশ স্টেশনে প্রবেশ করার পর 30- 32 বছরের রোগা চেহারার গিরিশ মহাপাত্র যে অত্যন্ত সৌখিন মানুষ, তা আমরা তার বেশভূষা থেকেই বুঝতে পারি। তার ছিল অদ্ভুত সব আধুনিক শখ। যেমন -
• প্রথমেই গিরীশ মহাপাত্রের মাথায় ছিল চুলের বাহারি ছাট। এবং তাতে ছিল অত্যধিক পরিমান সুগন্ধি লেবুর তেল।
• গিরীশ মহাপাত্রের গায়ে ছিল জাপানি সিল্কের চুড়িদার পাঞ্জাবি। এবং সেইসঙ্গে পকেটে ছিল একটা বাঘ রুমাল।
• গিরীশ মহাপাত্রের পরনে ছিল একটি কালো শাড়ি সেই সঙ্গে ছিল হাঁটু পর্যন্ত লাল মোজা।
• গিরীশ মহাপাত্রের পায়ের ছিল লাল রিবন দিয়ে বানানো এবং নাল লাগানো বার্নিশ করা পাম্প শু।
• এবং সবশেষে হাতে একটি হরিণের শিং দিয়ে বাঁধানো বেতের ছড়ি।
গিরীশ মহাপাত্রের রুগ্ন স্বাস্থ্যে এরকম অদ্ভুত সাজশয্যা দেখেই নিমাইবাবু হঠাৎ করে রসিকতার ছলে তাকে উদ্দেশ্য করে বলেছিলেন - " বাবুটির স্বাস্থ্য গেছে,কিন্তু শখ ষোলোআনাই বজায় আছে। "
আশা করছি ক্লাস টেনের পথের দাবী গল্পের এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি তোমাদের ভালো লেগেছে। " বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ ষোলোআনাই বজায় আছে " - বাবুটি কে? তার শখের পরিচয় দাও " প্রশ্নটির উত্তর আমরা খুব সহজভাবে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তাই যদি প্রশ্নটির উওর তোমাদের ভালো লাগে, তাহলে আমাদের ওয়েবসাইটের অন্যান্য পোস্ট পড়ে দেখো।
Tags :