জন্ম নিল ফাউন্টেন পেন " - ফাউন্টেন পেনের আবিষ্কর্তা কে? ফাউন্টেন পেনের জন্ম বৃত্তান্তটি আলোচনা করো | হারিয়ে যাওয়া কালি কলম বড় প্রশ্ন উত্তর
হারিয়ে যাওয়া কালি কলম বড় প্রশ্ন উত্তর | ক্লাস টেনের বাংলা প্রশ্ন উওর |
আজকের এই ব্লগ পোষ্টের মাধ্যমে ক্লাস টেনের হারিয়ে যাওয়া কালি কলম বড় প্রশ্ন উত্তর হিসেবে,, শ্রীপান্থ রচিত " হারিয়ে যাওয়া কালি কলম " প্রবন্ধের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটি বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষা এসে থাকে এবং মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ,তার উত্তর তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই প্রশ্নটি হল " জন্ম নিল ফাউন্টেন পেন " - ফাউন্টেন পেনের আবিষ্কর্তা কে? ফাউন্টেন পেনের জন্ম বৃত্তান্তটি আলোচনা করো।। " আজকের এই ব্লগে এই প্রশ্নটির খুব সহজ ও সুন্দর একটি নোট তোমাদের সঙ্গে শেয়ার করবো। এবং চেষ্টা করবো এই প্রশ্নটি নিয়ে, যদি তোমাদের কোনো অসুবিধা থাকে, সেটা দূর করা।
জন্ম নিল ফাউন্টেন পেন " - ফাউন্টেন পেনের আবিষ্কর্তা কে? ফাউন্টেন পেনের জন্ম বৃত্তান্তটি আলোচনা
উওর : প্রাবন্ধিক শ্রীপান্থ অথিবা নিখিল সরকারের রচিত " হারিয়ে যাওয়া কালি কলম " থেকে আমরা ফাউন্টেন পেনের আবিষ্কর্তা এবং ফাউন্টেন পেনের জন্ম বৃত্তান্ত সম্পর্কে জানতে পারি।
• ফাউন্টেন পেনের আবিষ্কর্তা হলেন লুইস এডসন ওয়াটারম্যান।
• ফাউন্টেন পেনের জন্ম বৃত্তান্ত - পৃথিবীর প্রতিটি আবিষ্কারের পেছনে কোনো না কোন একটি গল্প থাকে। এবং সেই গল্পটি হয় সত্যিই অসাধারণ। অন্যান্য আবিষ্কারের মতো ফাউন্টেনপেন অথবা রিজার্ভার পেনের এর আবিষ্কারের পেছনেও একটি গল্প রয়েছে। গল্পটি হলো লুইস অ্যাডসন নামের একজন ব্যবসায়ীর। সেই সময়ে অন্যান্য ব্যবসায়ীর মতো লুইস অ্যাডসন ওয়াটারম্যানও তার কাজের ক্ষেত্রে দোয়াত এবং কলম নিয়ে বের হতেন।অন্যান্য বারের মতো তিনি একবার এক ব্যবসায়ীর সঙ্গে কোনো একটি চুক্তিপত্র সই করতে গিয়েছিলেন। কাজ করার সময় চুক্তিপত্র অর্ধেক লেখা হয়েছে ঠিক এমন সময় চুক্তিপত্রের উপর দোয়াত কোনো ভাবে পড়ে যায়। যার ফলে দোয়াতের কালি সেই কাগজে পড়ে সমস্ত চুক্তিপত্রে নষ্ট হয়ে যায়। এমন সময় কাজের অভাব দেখা দেওয়ায় ওয়াটারম্যান আবার নতুন কালির সন্ধানে ছুটলেন। কিন্তু তিনি ফিরে এসে দেখেন, ইতিমধ্যেই অন্য এক ব্যবসায়ী চুক্তিপত্র পাকা করে ফেলেছে। এই ঘটনার পর ওয়াটারম্যান মনে মনে প্রতিজ্ঞা করেন তিনি এর একটা বিহিত করেই ছাড়বেই। লুইস অ্যাডসন ওয়াটারম্যানের এই প্রতিজ্ঞার হাত ধরেই সৃষ্টি হয় রিজার্ভার পেন বা ফাউন্টেন পেনের। এবং এটিই হল ফাউন্টেন পেনের জন্ম বৃত্তান্ত।
আশা করছি ক্লাস টেনের হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধের এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি তোমাদের ভালো লেগেছে। " জন্ম নিল ফাউন্টেন পেন " - ফাউন্টেন পেনের আবিষ্কর্তা কে? ফাউন্টেন পেনের জন্ম বৃত্তান্তটি আলোচনা করো " প্রশ্নটির উত্তর আমরা খুব সহজভাবে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তাই যদি প্রশ্নটির উওর তোমাদের ভালো লাগে, তাহলে আমাদের ওয়েবসাইটের অন্যান্য পোস্ট পড়ে দেখো।
Tags :