দর্শনের ধারণা অধ্যায়ের 50+ MCQ প্রশ্ন উওর 2024 || Dorshaner Dharona MCQ || একাদশ শ্রেণীর দর্শন ভারতীয় দর্শন MCQ

0


ভারতীয় দর্শন " দর্শনের ধারণা " অধ্যায়ের 50 টি গুরুত্বপূর্ণ MCQ প্রথম অধ্যায় | WB Class 11 Philosophy MCQ Question Answer
একাদশ শ্রেণীর দর্শন প্রশ্ন উওর

আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা একাদশ শ্রেণীর দর্শন ভারতীয় দর্শনের বিভাগের প্রথম অধ্যায় দর্শনের ধারণা অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ 50 টি MCQ প্রশ্ন উওর তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভারতীয় দর্শন বিভাগের দর্শনের ধারণা অধ্যায়ের এই 50 টি MCQ প্রশ্ন উওর তোমাদের অবশ্যই ভালো করে পড়া উচিত।।

দর্শনের ধারণা অধ্যায়ের 50+ MCQ প্রশ্ন উওর 2024 || Dorshaner Dharona MCQ || একাদশ শ্রেণীর দর্শন ভারতীয় দর্শন MCQ

সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো (MCQ): 

1- সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা কে? 

• পতঞ্জলি বা পাতল 

• মহর্ষি কপিল

• ঋষি কণাদ

• মহর্ষি গৌতম

• উওর : মহর্ষি কপিল।

 

2-যোগ দর্শনের প্রতিষ্ঠাতা কে?

• মহর্ষি কপিল

• ঋষি কণাদ

• পতঞ্চলি বা পাতঞ্জল 

• মহর্ষি গৌতম

• উওর : পতঞ্চলি বা পাতঞ্জল।


3- ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা কে?

• মহর্ষি গৌতম

• মহর্ষি কপিল

• মহর্ষি গৌতম

• গৌতম বুদ্ধ 

• উওর : মহর্ষি গৌতম


4- বৈশেষিক দর্শনের প্রতিষ্ঠাতা কে?

• ঋষি কণাদ

• মহর্ষি গৌতম 

• ঋষি কণাদ

• গৌতম বুদ্ধ 

• উওর : ঋষি কণাদ।


5- বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠাতা কে?

• লোকপুত্র বৃহস্পতি

• মহর্ষি গৌতম 

• গৌতম বুদ্ধ

• মহর্ষি কপিল

• উওর : গৌতম বুদ্ধ।


6-  এদের মধ্যে কোন্‌টি বেদ নয়?

• সাম 

• ঋক

• উপনিষদ 

• অথর্ব 

• উওর : উপনিষদ।


7- একটি বেদবিরোধী দর্শন হল-

• ন্যায় 

• বৌদ্ধ

• অদ্বৈত বেদান্ত 

• বৈশেষিক

• উওর : বৌদ্ধ।


8- এদের মধ্যে কোনটি 'ষড়দর্শন'-এর অন্তর্ভুক্ত নয়? 

• সাংখ্য 

• মীমাংসা 

• বৈশেষিক

• সংহিতা

• উওর : সংহিতা


9- এদের কোন্‌টি নাস্তিক দর্শন সম্প্রদায় নয়? 

• চার্বাক 

• বৌদ্ধ 

• জৈন

• ন্যায় 

• উওর : চার্বাক।


10-ভারতীয় দর্শনে পুরুষার্থ নয় কোনটি? [.. (X1) 2014|

• ধর্ম

• অর্থ

• আত্মা

• মোক্ষ

• উওর : মোক্ষ।


11- ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞানকে কী বলা হয়?

• প্রমাণ 

• প্রমা 

• প্রমাতা 

• প্রমেয়

• উওর : প্রমা।


12-. কোন মতে এই জীবনেই মোক্ষলাভ সম্ভব? [উ.মা (XI) 2017

• ন্যায় 

• বৌদ্ধ 

•  চার্বাক

•  বৈশেষিক 

•  উওর : বৌদ্ধ


13 - ভারতীয় দর্শনে পরম পুরুষার্থ হল-

• অর্থ

• কাম

• মোক্ষ

• ধর্ম

• উওর : মোক্ষ


14-  এদের মধ্যে আস্তিক দর্শন সম্প্রদায় নয় কোনটি?

• ন্যায় 

• বৈশেষিক 

• সাংখ্য 

• চার্বাক 

• উওর : চার্বাক।


15 - বেদের কোন্ অংশকে ভিত্তি করে জ্ঞানকাণ্ড গড়ে উঠেছে?

• ব্রাহ্মণ 

• সংহিতা

• উপনিষদ

• আরণ্যক

• উওর : উপনিষদ


16 - কোন্ দুটু দর্শনকে ‘সমানতন্ত্র দর্শন' বলা হয়? 

• বৌদ্ধ ও সাংখ্যদর্শন 

• যোগ ও ন্যায় দর্শন

• বৈশেষিক ও ন্যায়

• ন্যায় ও চার্বাক দর্শন

• উওর : বৈশেষিক ও ন্যায়।


17-  কোন্ দর্শনকে প্রমাণশাস্ত্র বলা হয়? 

• যোগ দর্শন 

• সাংখ্য দর্শন

• বৈশেষিক 

• ন্যায় দর্শন

• উওর : ন্যায় দর্শন


18- চার্বাক মতে প্রমাণ -

•  তিনটি

• একটি

•  দুটি

• চারটি 

• উওর : একটি 


19 - চার্বাকগণ হলেন -

• আস্তিক

• নাস্তিক

• ভাববাদী

• প্রয়োগবাদী

• উওর : নাস্তিক


20- জৈনদের প্রথম তীর্থঙ্কর - 

• মহাবীর

• ঋষভদেব

• লোকপুত্র বৃহস্পতি

• মহর্ষি গৌতম

• উওর : ঋষভদেব


20- ভারতীয় দর্শনে আস্তিক সম্প্রদায়ের সংখ্যা হল—[উ. মা. (XI) 2014, 2016]

• তিনটি

• আটটি

• ছয়টি

• চারটি 

• উওর : ছয়টি


21 - ভারতীয় দর্শনে নাস্তিক সম্প্রদায়ের সংখ্যা হল—[উ.মা. (XI) 2015,]

•  তিনটি

• আটটি

• ছয়টি

• চারটি 

• উওর : তিনটি।

 

22- ঈশ্বরে বিশ্বাস করেন না কিন্তু বেদে বিশ্বাসী আস্তিকের সংখ্যা ক-টি,

• তিনটি

• দুইটি

• ছয়টি

• চারটি 

• উওর : দুটি


23- আত্মবাদী দার্শনিক সম্প্রদায় হল - 

• চার্বাক ও জৈন 

• বৈশেষিক ও সাংখ্য

• ষড়দর্শন ও জৈন

• বৌদ্ধ ও জৈন

• উওর : ষড়দর্শন ও জৈন।


24- অনাত্মবাদী বলা হয় কাদের?

• চার্বাক ও জৈন

• চার্বাক ও বৌদ্ধ

• বৌদ্ধ ও জৈন

• কোনোটিই নয়

• উওর : চার্বাক ও বৌদ্ধ।


25-  'এ জীবনেই মোক্ষলাভ সম্ভব' মনে করেন ক-টি দার্শনিক সম্প্রদায়

• তিনটি

• পাঁচটি

• সাতটি

• ছয়টি

• উওর : পাঁচটি


26- ভারতীয় দর্শনের মূল উৎস হল - 

• মহাভারত

• গীতা

• রামায়ণ

• বেদ

• উওর : বেদ।


27-  ভারতীয় দর্শনে কয়টি পুরুষার্থের কথা বলা হয়েছে?[উ.মা. (XI) 2015)

• তিনটি

• চারটি

• পাঁচটি

• ছয়টি

• চারটি।

28- বেদের অংশ নয় -

• উপনিষদ

• আরণ্যক 

• সাম 

• ব্রাহ্মণ 

• উওর : ব্রাহ্মণ।


29- ভারতীয় দর্শনের বিভাগ হল -

• দুটি

• তিনটি 

• চারটি 

• ছয়টি

• উওর : দুটি


30- বেদের অপর নাম - 

• বেদান্ত 

• উপনিষদ্

• স্মৃতি

• শ্রুতি

• উওর : উপনিষদ


31- প্রমা' কাকে বলে?

• যথার্থ জ্ঞানের বিষয়কে বলা হয় প্রমা।

• যথার্থ জ্ঞানকে বলা হয় প্রমা।

• যথার্থ জ্ঞানের জ্ঞাতাকে বলা হয় প্রমা। 

• যথার্থ জ্ঞানলাভের প্রণালীকে বলা হয় প্রমা।

• উওর : যথার্থ জ্ঞানকে বলা হয় প্রমা।


32- ভারতীয় দর্শনে ‘প্রমাণ’ কাকে বলে?

• যথার্থ জ্ঞানের জ্ঞাতাকে প্রমাণ বলা হয়।

• যথার্থ জ্ঞানের বিষয়কে প্রমাণ বলা হয়।

• যথার্থ জ্ঞানলাভের প্রণালীকে বলা হয় প্রমাণ।

• যথার্থ জ্ঞানকে বলা হয় প্রমাণ।

• উওর : যথার্থ জ্ঞানলাভের প্রণালীকে বলা হয় প্রমাণ।


33- ভারতীয় মতে 'দর্শন' বলতে কী বোঝায়?

• জ্ঞানের উপলব্ধি।

• সত্যের সাক্ষাৎ উপলব্ধি।

• বুদ্ধির যথার্থ উপলব্ধি।

• যথার্থ কর্মের উপলব্ধি।

• উওর : সত্যের সাক্ষাৎ উপলব্ধি।


34- সাধারণ অর্থে 'আস্তিক' বলতে কী বোঝায়?

• বেদের প্রামাণ্য বিশ্বাসী। 

• ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসী।

• বেদের প্রামাণ্য অবিশ্বাসী। 

• ঈশ্বরের অস্তিত্বে অবিশ্বাসী।

• উওর : ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসী।


35- সাধারণ অর্থে 'নাস্তিক' বলতে কী বোঝায়?

• বেদের প্রামাণ্য বিশ্বাসী।

• ঈশ্বরের অস্তিত্বে অবিশ্বাসী। 

• বেদের প্রামাণ্য অবিশ্বাসী।

• ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসী।

• উওর : ঈশ্বরের অস্তিত্বে অবিশ্বাসী।


36- বেদের 'সংহিতা' অংশে কী আছে?

• বৈদিক যাগযজ্ঞের নিয়মাবলি।

• দেবতাদের উদ্দেশে আর্যদের রচিত মন্ত্র।

• বানপ্রস্থ অবলম্বনের পর অরণ্যে কীভাবে জীবনযাপন করতে হবে তার নিয়মাবলি।

• জীবন ও জগৎ সম্বন্ধে ঋষিদের উচ্চতর দার্শনিক চিন্তা। 

• উওর : দেবতাদের উদ্দেশে আর্যদের রচিত মন্ত্র।


37- বেদের ‘ব্রাক্ষ্মণ' অংশে কী নিয়ে আলোচনা হয়েছে?

• দেবতাদের উদ্দেশে আর্যদের রচিত মন্ত্র।

• বানপ্রস্থ অবলম্বন করার পর অরণ্যে কীভাবে জীবনযাপন হবে, তার নিয়মাবলি।

• জীবন ও জগৎ সম্বন্ধে ঋষিদের উচ্চতর দার্শনিক চিন্তা।

• বৈদিক যাগযজ্ঞের নিয়মাবলি।

• উওর : বৈদিক যাগযজ্ঞের নিয়মাবলি।


38- বেদের ‘আরণ্যক' অংশে কী নিয়ে আলোচনা হয়েছে?

• জীবন ও জগৎ সম্বন্ধে ঋষিদের উচ্চতর দার্শনিক চিন্তা। 

• বানপ্রস্থ অবলম্বন করার পর অরণ্যে কীভাবে জীবনযাপন করতে হবে, তার নিয়মাবলি।

• দেবতাদের উদ্দেশে আর্যদের রচিত মন্ত্ৰ।

•  বৈদিক যাগযজ্ঞের নিয়মাবলি।

•  উওর ; বানপ্রস্থ অবলম্বন করার পর অরণ্যে কীভাবে জীবনযাপন করতে হবে, তার নিয়মাবলি।


39- বেদের 'উপনিষদ' অংশে কী নিয়ে আলোচনা হয়েছে? 

• বানপ্রস্থ অবলম্বন করার পর অরণ্যে কীভাবে জীবনযাপন করতে হবে, তার নিয়মাবলি। 

• দেবতাদের উদ্দেশে আর্যদের রচিত মন্ত্র।

• বৈদিক যাগযজ্ঞের নিয়মাবলি। 

• জীবন ও জগৎ সম্বন্ধে ঋষিদের উচ্চতর দার্শনিক চিন্তা।

• উওর : জীবন ও জগৎ সম্বন্ধে ঋষিদের উচ্চতর দার্শনিক চিন্তা।


40-  'ধর্ম' কথার অর্থ কী?

• বিদ্যা, ভূমি, ধানা প্রভৃতির অর্জন এবং অর্জিতের বিবর্ধনকে বলা হয় ধর্ম।

• ইন্দ্রিয়াদি, মন এবং বুদ্ধি উপভোগ্য বিষয়কে পেয়ে যে সুখলাভ।

• আত্যন্তিক দুঃখ-মুক্তিলাভ বা নির্বাণ।

• ধর্ম হল তাই, যা ধারণ করে।

• উওর : ধর্ম হল তাই, যা ধারণ করে।


41- 'অর্থ' কথার অর্থ কী?

• ইন্দ্রিয়াদি, মন এবং বুদ্ধির উপভোগ্য বিষয়কে পেয়ে যে সুখলাভ।

• বিদ্যা, ভূমি, ধান্য প্রভৃতির অর্জন এবং অর্জিতের বিবর্ধনকে বলা হয় অর্থ।

• যার থেকে পার্থিব ও অপার্থিব সম্পদ উভয়ই পাওয়া যায়।।

• আত্যন্তিক দুঃখ-মুক্তিলাভ বা নির্বাণ। 'কাম' কথার অর্থ কী?

• উওর : বিদ্যা, ভূমি, ধান্য প্রভৃতির অর্জন এবং অর্জিতের বিবর্ধনকে বলা হয় অর্থ।


42 - কাম কথার অর্থ কী?

• আত্যন্তিক দুঃখ-মুক্তিলাভ বা নির্বাণ।

• যার থেকে পার্থিব এবং অপার্থিব সম্পদ উভয়ই পাওয়া যায়।

•  ইন্দ্রিয়াদি, মন এবং বুদ্ধির উপভোগ্য বিষয়কে পেয়ে যে সুখলাভ।

• বিদ্যা, ভূমি, ধান্য প্রভৃতির অর্জন এবং অর্জিতের বিবর্ধনকে কাম বলা হয়।

• উওর : ইন্দ্রিয়াদি, মন এবং বুদ্ধির উপভোগ্য বিষয়কে পেয়ে যে সুখলাভ।


43- ‘মোক্ষ' কথার অর্থ কী?

• যার থেকে পার্থিব ও অপার্থিব উভয়ই পাওয়া যায়।

• কাম্যবস্তুর উপভোগ।

• ধর্ম যা ধারণ করে।

• আত্যন্তিক দুঃখ-মুক্তিলাভ বা নির্বাণ।

• উওর : আত্যন্তিক দুঃখ-মুক্তিলাভ বা নির্বাণ।


44- ভারতীয় দর্শনের মূল লক্ষ্য কী?

• জ্ঞানলাভ করা

• অর্থলাভ করা

• ধর্মলাভ করা

• মোক্ষলাভ করা

• উওর : মোক্ষলাভ করা


45-  ‘আত্মবাদী' কাদের বলা হয়?

• শাশ্বত আত্মার অস্তিত্বে বিশ্বাসী 

• ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসী

• জন্মান্তরে বিশ্বাসী

• বেদের অস্তিত্বে বিশ্বাসী

• উওর : শাশ্বত আত্মার অস্তিত্বে বিশ্বাসী।


46- ‘অনাত্মবাদী' কাদের বলা হয়?

• ঈশ্বরের অস্তিত্ব যাঁরা অস্বীকার করেন।

• বেদের অস্তিত্ব যাঁরা অস্বীকার করেন।

• সনাতন আত্মার অস্তিত্ব যাঁরা অস্বীকার করেন।

• সবকটিই ঠিক।

• উওর : সবকটিই ঠিক।


47-  ‘পুরুষার্থ’ কী?

• মানবিক ধর্মবোধ 

• মানবিক জীবনবোধ

• মানবিক কর্মবোধ

• মানবিক মূল্যবোধ 

• উওর : মানবিক জীবনবোধ।


48 - ধর্ম, অর্থ, কাম ও মোক্ষকে একত্রে কী বলা হয়?

• চতুর্বর্গ কর্মবোধ

•  চতুর্বর্গ জীবনবোধ

•  চতুর্বর্গ মূল্যবোধ

•  চতুবর্গ পুরুষার্থ

•  উওর : চতুবর্গ পুরুষার্থ


49- জৈন ধর্মের প্রধান দুটি তত্ত্ব কী কী?

• ধর্ম ও কর্ম

• হিংসা ও অহিংসা 

• কোনোটিই নয়

• জীব ও অজীব 

• উওর : জীব ও অজীব।


50- ভারতীয় দর্শনের ইতিহাসে প্রাচীনতম দর্শন কোনটি?

• চার্বাক

• বৌদ্ধ

• সাংখ্য

• ন্যায়

• উওর : সাংখ্য


আশাকরি যে, ভারতীয় দর্শন বিভাগের দর্শনের ধারণা অধ্যায়ের এই 50 টি MCQ প্রশ্ন উওর তোমাদের কাজে লাগবে।।


Tags: 

দর্শনের ধারণা অধ্যায়ের mcq 2024| একাদশ শ্রেণির দর্শনের ধারণা mcq প্রশ্ন উওর | ক্লাস 11 দর্শনের ধারণা mcq প্রশ্ন উওর 2024 | ক্লাস 11 ভারতীয় দর্শন mcq প্রশ্ন উওর 2024| একাদশ শ্রেণির দর্শন MCQ প্রশ্ন উত্তর 2024 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top