আজকের এই ব্লগের মাধ্যমে আমরা নবম শ্রেণির বাংলা কবিতা ( WBBSE Class 9 Bengali Question Answer & Suggestion 2023 ) বেগম রোকেয়ার রচিত হিমালয় দর্শন গল্পের অত্যন্ত গুরুত্বপূর্ণ 25 টি MCQ প্রশ্ন উত্তর তোমাদের সঙ্গে শেয়ার করবো।। পরবর্তীকালে ক্লাস 9 বাংলা বেগম রোকেয়ার রচিত হিমালয় দর্শন গল্পের বড় প্রশ্ন উওর গুলো শেয়ার করবো।।
হিমালয় দর্শন প্রশ্ন উত্তর mcq || নবম শ্রেণির বাংলা হিমালয় দর্শন MCQ
1- ‘হিমালয় দর্শন’-এর রচয়িতা-
• তসলিমা নাসরিন
• সেলিনা হোসেন
• নীলিমা ইব্রাহিম
• বেগম রোকেয়া
• উওর : বেগম রোকেয়া
2- 'হিমালয় দর্শন' রচনাটির প্রকৃত নাম—
• 'হিমালয় দর্পণ'
• '‘আশা জ্যোতি'
• কূপমণ্ডুকের হিমালয় দর্শন'
• পদ্মরাগ'
• উওর : কূপমণ্ডুকের হিমালয় দর্শন
3- যথা সময় যাত্রা করিয়া লেখিকা যেখানে পৌঁছেছিলেন-
• ধূপগুড়ি
• ময়নাগুড়ি
• শিলিগুড়ি
• জলপাইগুড়ি
• উওর : শিলিগুড়ি
4- গাড়িগুলি এঁকেবেঁকে চলার সময় একটি বিশেষ ধরনের শব্দ করে। শব্দটি হল –
• কটাকট
• ঝিকমিক
• কটাটটা
• কটাইটা
• উওর : কটাটটা
Read More👇
What Is Car Insurance? Best Car Insurance Plan & Companies সম্পর্কে জানতে হলে নিচের লিঙ্কে ক্লিক করুন।
What Is Car Insurance | Types Of Car Insurance | Best Car Insurance Plan For You
4- লেখিকা ক্রমে সমুদ্র হতে যত হাজার ফিট ওপরে উঠে ছিলেন,তা হল-
• তিন
• চার
• দুই
• এক
• উওর : তিন
5- নিম্ন উপত্যকায় 'নির্মল শ্বেত কুঞ্ঝাটিকা দেখে লেখিকার যা মনে হচ্ছিল, তা হলো
• সমুদ্র
• জলাশয়
• ঝীল আকাশ
• নদী
• উওর : নদী
6- ‘আমি পূর্বে দেখি নাই।'—লেখিকা পূর্বে কী দেখেননি?
• বড়ো বড়ো ঘাস
• পার্বত্য অঞ্চলের চা বাগান
• পার্বত্য ঝরনা
• টয়ট্রেন
• উওর : বড়ো বড়ো ঘাস
7- লেখিকা বেগম রোকেয়া চায়ের খেতগুলির বর্ণনায় যে- রঙের উল্লেখ করেছেন, তা হল—
8- লেখিকার মতে যা প্রাকৃতিক শোভা শতগুণ বৃদ্ধি করেছিল, তা হল-
• হরিদবর্ণ চায়ের খেত
• ধীরগতিতে চলা ট্রেন
• নিবিড় শ্যামল বন
• পাহাড়ি ঝরনা
• উওর : হরিদবর্ণ চায়ের খেত
9- মাঝে মাঝে মানুষের চলার সংকীর্ণ পথগুলিকে লেখিকা যার সঙ্গে তুলনা করেছেন, তা হল-
• প্রন্তরের সঙ্গে
• সীমান্তের সঙ্গে
• নদীর সঙ্গে
• উওর : সীমান্তের সঙ্গে
10- একটি বড়ো ঝরনার কাছে ট্রেন থেমেছিল কেন?
• জলপ্রবাহ দেখবার জন্য
• বিশ্রাম নেওয়ার জন্য
• জল পরিবর্তনের জন্য
• প্রাকৃতিক সৌন্দর্য দেখবার জন্য
• উওর : জল পরিবর্তনের জন্য
11- চার হাজার ফিট উপরে উঠে লেখিকার অনুভূতি কেমন ছিল?
• গরম অনুভব করেছিলেন
• বৃষ্টির দাপট সহ্য করেছিলেন
• চারদিকে কুয়াশা দেখতে পেয়েছিলেন
• আরাম অনুভব করছিলেন
• উওর : আরাম অনুভব করছিলেন
11- কারসিয়ং স্টেশনের উচ্চতা হলো-
• ৪,৬৬৪ ফুট
• ৪,৭৬৪ ফুট
• ৪,৮৬৪ ফুট
• ৪,৯৬৪ ফুট
• উওর : ৪,৮৬৪ ফুট
12- লেখিকা যে কারণে গৃহসুখ অনুভব করতে পারেননি, তা হলো-
• জিনিসপত্রের অভাব ছিল
• থাকবার ভালো ব্যবস্থা ছিল না
• আবহাওয়া ভালো ছিল না
• জামাকাপড়ের অভাব ছিল
• উওর : জিনিসপত্রের অভাব ছিল
13- 'এখানে এখনও শীতের বৃদ্ধি হয় নাই, গ্রীষ্মও নাই।'- লেখিকা পর্বতের এই সময়কালকে বলেছেন -
• শরৎকাল
• হেমন্তকাল
• বর্ষাকাল
• বসন্তকাল
• উওর : বসন্তকাল
14- কারসিয়ং যাওয়ার কয়দিন পর বৃষ্টি হয়েছিল?
• চার দিন
• তিন দিন
• দু-দিন
• একদিন
• উওর : একদিন
15- লেখিকা কারসিয়ং-এ ব্যবহার করতেন-
• কুয়োর জল
• নদীর জল
• ঝরনার জল
• পুকুরের জল
• উওর : ঝরনার জল
16- ‘একবার 'মহিলা'য় ঢেঁকির শাকের কথা পাঠ করিয়াছি।'- 'মহিলা' বলতে লেখিকা বুঝিয়েছেন -
• পত্রিকার নাম
• কাব্যগ্রন্থের নাম
• উপন্যাসের নাম
• প্রবন্ধের নাম
• উওর : পত্রিকার নাম
17- লেখিকা কোন পত্রিকায় ঢেঁকিশাকের কথা তিনি পড়েছিলেন?
• 'দেশ' পত্রিকায়
• ‘মহিলা' পত্রিকায়
• 'ভারতবর্ষ পত্রিকায়
• ‘স্বদেশ' পত্রিকায়
• উওর : ‘মহিলা' পত্রিকায়
18- লেখিকা ঢেঁকিশাককে যা বলে জানতেন, তা হলো-
• বৃক্ষ বলে
• ক্ষুদ্র গুগ্ম বলে
• আগাছা বলে
• ঘাস বলে
• উওর : ক্ষুদ্র গুগ্ম বলে
19- 'নির্ভয়ে বেড়াইতে পারি, —নির্ভয়ে বেড়াতে যাওয়ার কারণ হলো-
• জঙ্গলে সাপ নেই
• অরণ্য ঘন নয়
• বাঘ-ভালুক নেই
• বাঘ নেই
• উওর : বাঘ নেই
20- এদেশের স্ত্রীলোকেরা যাকে ভয় পায় না, তা হলো -
• বাঘকে
• ভালুককে
• জোঁককে
• সাপকে
• উওর : জোঁককে
21- 'ঐরূপে উহারা অন্যান্য জাতির সহিত মিশিতেছে।'—যেভাবে ভূটিয়ানিরা অন্যান্য জাতির সঙ্গে মিশছে, তা হল –
• বিবাহসূত্রে
• পড়াশোনাসূত্রে
• ভ্রমণসূত্রে
• কোনোটিই নয়
• উওর : বিবাহসূত্রে
22- ঝরনার কল্লোলগীতি শুনে যার প্রতি ভক্তির উচ্ছ্বাস দ্বিগুণ ত্রিগুণ বেড়ে যায়, সে হলো
• ঈশ্বরের প্রতি
• প্রকৃতির প্রতি
• পাহাড়ের প্রতি
• ঝরনার প্রতি
• উওর : ঈশ্বরের প্রতি
23- লেখিকা পূর্বে দেখেছিলেন—
• ভারতমহাসাগর
• বঙ্গোপসাগর
• আরব সাগর
• গঙ্গানদী
• উওর : বঙ্গোপসাগর
24- 'এখন সে সাবও পূর্ণ হইল।'—এখানে যে-সাধের কথা বলা হয়েছে, তা হল-
• পাহাড় দেখার সাধ
• সমুদ্র দেখার সাধ
• নির্ঝর দেখার সাধ
• অরণ্য দেখার সাধ
• উওর : পাহাড় দেখার সাধ
25- 'বালুকাকণা বলিলেও বড়ো বলা হয়।'—'বালুকাকণা' বলতে বোঝানো হয়েছে-
• সমুদ্র
• হিমালয়
• সাগর
• শৃঙ্গ
• উওর : হিমালয়
26- চিত্র দেখিয়া চিত্রকরের নৈপুণা বুঝা যায়। এখানে চিত্রকর হলেন—
• লেখিকা
• ঈশ্বর
• উপাসক
• ঈশ্বর
• উওর : ঈশ্বর
আশাকরি, নবম শ্রেণির বাংলা (wbbse class 9 Bengali Question Answer & Suggestion 2023 ) বেগম রোকেয়ার রচিত হিমালয় দর্শন গল্প থেকে যেই কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উওর শেয়ার করা হয়েছে, তা তোমাদের কাজে লাগবে।।
Tags : Class 9 bengali himalaya darshan question answer | হিমালয় দর্শন প্রশ্ন উত্তর mcq | নবম শ্রেণির বাংলা হিমালয় দর্শন MCQ | Class 9 Bengali Question Answer | Class 9 Bangali Notes | Class 9 Bengali Suggestion 2022 | ক্লাস 9 বাংলা হিমালয় দর্শনের ছোট প্রশ্ন উওর