দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর || WB Class 12 Political Science Short Question Answer & Suggestion 2023

0

 

দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর || WB Class 12 Political Science Short Question Answer & Suggestion 2023

আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায় বা উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায় আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন এবং কয়েকটি মৌলিক ধারণা অধ্যায়ের (WBBSE Class 12 Political Science Question Answer Chapter 1 In Bengali )

অত্যন্ত গুরুত্বপূর্ণ 25 টি ছোটো বা সংক্ষিপ্ত রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন উওর তোমাদের সঙ্গে শেয়ার করবো। উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায় বা দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায়ে অনেক SAQ Question Answer হয়। তাই আমি এই অধ্যায়ের বাকি গুরুত্বপূর্ণ Short Question Answer গুলো পরের পোস্টে শেয়ার করবো।। এবং পরবর্তীতে আমরা উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান সহ আরও অন্যান্য বিষয়ের সমস্ত নোটস + অনলাইন মকটেস্ট তোমাদের সঙ্গে শেয়ার করবো।।

দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর || WB Class 12 Political Science Short Question Answer & Suggestion 2023


1- একমেরু বিশ্বের প্রধান শক্তির নাম কি?

উত্তর : একমেরু বিশ্বের প্রধান শক্তির নাম হলো মার্কিন যুক্তরাষ্ট্র।

2- বিশ্বায়নের অর্থ কি?

উত্তর : বিশ্বায়নের অর্থ হলো পূঁজির বিকেন্দ্রীকরণ।

3- কে প্রথম শক্তির উপর গুরুত্ব দিয়েছিলেন?

উওর : টমাস নিকোলো ম্যাকিয়াভেলি সর্বপ্রথম শক্তির ওপর গুরুত্ব দেন।।

4- বিশ্বায়নের ফলে তৃতীয় বিশ্বের উপর এর কী প্রভাব পড়েছে?

উওর : বিশ্বায়নের ফলে তৃতীয় বিশ্বের দেশগুলির উপর এর যে প্রভাব পড়েছে, তা হলো তৃতীয় বিশ্বের দেশগুলোর দারিদ্রতা প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে।

5- 'রাজনৈতিক ক্ষমতা হলো সম্পর্ক'- এই কথাটি কে বলেছিলেন?

উওর : রাজনৈতিক ক্ষমতা হলো সম্পর্ক'- এই কথাটি বলেছিলেন হ্যারল্ড ল্যাসওয়েল।

6- আন্তর্জাতিকতা মূলত কাকে কেন্দ্র করে আবর্তিত হয়ে থাকে?

উওর : আন্তর্জাতিকতা মূলত অহিংসাকে কেন্দ্র করে আবর্তিত হয়ে থাকে।

7- contemporary theory in international relations এই গ্রন্থটির রচয়িতা কে? 

উত্তর : কনটেম্পোরারি থিওরি ইন ইন্টার্নেশনাল রেলেশনস গ্রন্থের রচয়িতা হলেন স্টোনলি হোফম্যান

8- কত খ্রিস্টাব্দে ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল?

উত্তর : 1648 সালে ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।

9- Politics Among Nations গ্রন্থের রচয়িতা কে?

উওর : Politics Among Nations গ্রন্থের রচয়িতা হলেন হ্যান্স.জে. মর্গেন্থাউ।

10-  বিশ্বায়নের ধারণা একমাত্রিক নাকি বহুমাত্রিক? 

উত্তর : বিশ্বায়নের ধারণা হলো বহুমাত্রিক।

11- আরব রাষ্ট্রগুলোর রাজনীতির প্রধান হাতিয়ার কি?

উত্তর : আরব রাষ্ট্রগুলোর রাজনীতির প্রধান হাতিয়ার হল খনিজ সম্পদ বা খনিজ তেল।

12- কত খ্রিস্টাব্দে রুশ বিপ্লব হয়েছিল? 

উত্তর : 1917 খ্রিস্টাব্দে রুশ বিপ্লব হয়েছিল।

13- 'রুশ বিপ্লব বিপ্লবে নতুন অধ্যায়ের সৃষ্টি করেছে' উক্তিটি কার-

উওর : এই উক্তিটি হল লেনিনের।

14- 'জাতীয় মূল্যবোধের যোগফল হল জাতীয় স্বার্থ'- এই উক্তিটি কার?

উত্তর :  'জাতীয় মূল্যবোধের যোগফল হল জাতীয় স্বার্থ'- এই উক্তিটি হলো জোসেফ ফ্রাঙ্কেলের।

15-  An Introduction To International Relations গ্রন্থটির রচয়িতা কে?

উওর : An Introduction To International Relations গ্রন্থটির রচয়িতা হলেন কৌলমবিস ও উলফ 

16-  জাতীয় স্বার্থ রক্ষার একটি প্রাচীন পন্থা লেখো।

উওর : জাতীয় স্বার্থ রক্ষার একটি প্রাচীন পন্থা হলো কূটনৈতিক আচরণ।

17- বিশ্বায়ন বর্তমান বিশ্বে কিসের সৃষ্টি করেছে?

উওর : বিশ্বায়ন বর্তমান বিশ্বের বৈষম্যের সৃষ্টি করেছে।

18- জোট নিরপেক্ষ আন্দোলনের অন্যতম নেতার নাম কি?

উওর : জোট নিরপেক্ষ আন্দোলনের অন্যতম নেতার নাম হল মার্শাল টিটো।

19- ওয়ার্ল্ড ট্রিটি অর্গানাইজেশন বা বিশ্ব বাণিজ্য সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?

উওর : বিশ্ব বাণিজ্য সংস্থার প্রধান কার্যালয় জেনেভাতে অবস্থিত।

20- কখন জোট নিরপেক্ষ আন্দোলন শুরু হয়েছিল?

উওর : মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জোট নিরপেক্ষ আন্দোলন গড়ে ওঠে।

21- জোট নিরপেক্ষ নীতির প্রধান প্রবক্তা কে?

উত্তর : জোট নিরপেক্ষ নীতির প্রধান প্রবক্তা হলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু।

22- ইন্টারন্যাশনাল রিলেশন ( International Relations ) গ্রন্থটির রচয়িতা কে?

উওর : ইন্টারন্যাশনাল রিলেশন ( International Relations ) গ্রন্থটির রচয়িতা হলেন পামার ও পারকিনস।

23- International Relations In A Changing World গ্রন্থের রচয়িতা কে?

উওর : International Relations In A Changing World গ্রন্থের রচয়িতা হলেন জোসেফ ফ্রাঙ্কেল।

24- আচরণ বাদের অন্যতম প্রবক্তা কে?

উওর : অধ্যাপক E.H.Carr হলেন আচরণ বাদের অন্যতম প্রবক্তা।

25- একজন চৈনিক দার্শনিকের নাম লেখ।

উওর : মেনসিয়াস ছিলেন একজন চৈনিক দার্শনিক।

 

আশাকরি, আজকের এই ব্লগে আমরা দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায় বা উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায় আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন এবং কয়েকটি মৌলিক ধারণা অধ্যায়ের (WBBSE Class 12 Political Science Question Answer Chapter 1 In Bengali ) যে 25 টি Short Question Answer তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তা তোমাদের পরিক্ষায় আসতে পারে বা কাজে লাগবে।।

Tags : দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায়ের SAQ প্রশ্ন উত্তর | উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায়ের ছোটো প্রশ্ন উওর | দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায় আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন এবং কয়েকটি মৌলিক ধারণা অধ্যায়ের ছোটো প্রশ্ন উত্তর | wb class 12 political science question answer  | wb class xii political science question answer | hs political science  question answer & notes in Bengali | wbbse class 12 political science chapter 1 question answer in Bengali 


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top