উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর || WB HS Political Science Short Question Answer & Suggestion 2023

0


উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর || WB HS Political Science Short Question Answer & Suggestion 2023
উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায় বা উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায় আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন এবং কয়েকটি মৌলিক ধারণা অধ্যায়ের ( WBBSE Class 12 Political Science Question Answer Chapter 1 In Bengali )  অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও 25 টি ছোটো বা সংক্ষিপ্ত রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন উওর তোমাদের সঙ্গে শেয়ার করবো। উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায় বা দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায়ে অনেক SAQ Question Answer পর্বের এটি দ্বিতীয় ভাগ। এর আগে আমরা আরও 25 টি প্রশ্ন উওর শেয়ার করেছিলাম। তোমরা চাইলে তা দেখে নিতে পারো।। 

উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর || WB Class 12 Political Science Short Question Answer & Suggestion 2023


26- 'শক্তি থেকে রাজনীতিকে পৃথক করা যায় না'- এই উক্তিটি কার?

উওর : এই উক্তিটি হলো ঐতিহাসিক কার্ল বেকারের।

27- জোট-নিরপেক্ষ ধারণাটি সর্বপ্রথম কোথায় জন্ম লাভ করেছিল?

উত্তরঃ জোট-নিরপেক্ষ ধারণাটি সর্বপ্রথম ভারতে জন্ম লাভ করেছিল।

28- 'Twenty Years Crisis' টুয়েন্টি ইয়ার্স ক্রাইসিস গ্রন্থটির রচয়িতা কে?

উওর : Twenty Years Crisis' টুয়েন্টি ইয়ার্স ক্রাইসিস গ্রন্থটির রচয়িতা হলেন E.H.Carr

29- জাতীয় স্বার্থের প্রধান রূপকার কে?

উওর :  জাতীয় স্বার্থে প্রধান রূপকার হলেন প্লেটো।

30- আন্তর্জাতিক সম্পর্কের বাস্তববাদী ধারণার প্রধান প্রবক্তা কে?

উওর : আন্তর্জাতিক সম্পর্কের বাস্তববাদী ধারণার প্রধান প্রবক্তা হলেন  হ্যান্স.জে. মর্গেন্থাউ।

31- জোট নিরপেক্ষতার অর্থ কি?

উত্তর : জোট নিরপেক্ তার অর্থ হলো সামরিক জোট থেকে দূরে থাকা।

32- কূটনীতিকে, কে জাতীয় ক্ষমতার চক্ষু ও কর্ণ হিসেবে চিহ্নিত করেছেন?

উওর : কূটনীতিকে, পামার ও পারকিনস জাতীয় ক্ষমতার চক্ষু ও কর্ণ হিসেবে চিহ্নিত করেছেন।

33- বিশ্বায়নের বিকল্প ব্যবস্থা কি?উত্তর : বিশ্বায়নের বিকল্প ব্যবস্থা হল সমাজতন্ত্র।

34- বিশ্বায়ন ধারণার প্রবর্তক কে?

উওর : অধ্যাপক রোনাল্ড রবার্টসন হলেন বিশ্বায়ন ধারণার প্রবর্তক।

35- কোন বিশ্বযুদ্ধের পর জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল?

উওর : প্রথম বিশ্বযুদ্ধের পর জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল।

36- কোন বিশ্বযুদ্ধের পর সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠা করা হয়েছিল?

উওর : দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়েছিল।

35- কত খ্রিস্টাব্দে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল?

উওর : 1920 খ্রিস্টাব্দের 10 ই জানুয়ারি জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল।

36- কত খ্রিস্টাব্দে সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়েছিল?

উওর : দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1945 খ্রিস্টাব্দে 24 অক্টোবর সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়েছিল।

37- জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হওয়ার সময় সদস্য রাষ্ট্রের সংখ্যা কত ছিল?

উওর : জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হওয়ার সময় সদস্য রাষ্ট্রের সংখ্যা ছিল 51 টি।

38- 'The Prince' দ্য প্রিন্স গ্রন্থের লেখক কে?

উওর : দ্য প্রিন্স গ্রন্থের রচয়িতা হলেন টমাস নিকালো ম্যাকিয়াভেলি।

39- কে বিশ্বায়নকে দরিদ্রের বিশ্বায়নকে বলে অভিহিত করেছিলেন?

উওর : জোসেফ স্টিভলিৎস বিশ্বায়নকে দরিদ্রের বিশ্বায়নকে বলে অভিহিত করেছিলেন।

40-  আন্তর্জাতিক সম্পর্কের নয়া বাস্তববাদী তত্ত্বের প্রবক্তা কে?

উওর : আন্তর্জাতিক সম্পর্কের নয়া বাস্তববাদী তত্ত্বের প্রবক্তা হলেন কোনেত ওয়ালাজ।

41- আন্তর্জাতিক সম্পর্কের আদর্শবাদী ধারণার প্রধান প্রবক্তা কে?

উওর : আন্তর্জাতিক সম্পর্কের আদর্শবাদী ধারণার প্রধান প্রবক্তা হলেন উড্রো উইলসন।

42- কোন শতাব্দীতে উদারনীতিবাদের উদ্ভব হয়েছিল?

উওর : মূলত ষষ্ঠদশ শতাব্দীতে উদারনীতি বাদের উদ্ভব হয়েছিল।

43- কোন সময় থেকে ভারতে বিশ্বায়ন প্রক্রিয়া শুরু হয়েছিল?

উওর : 1991 সাল থেকে ভারতে বিশ্বায়ন প্রক্রিয়া শুরু হয়েছিল।

44- 14 দফা নীতি কে ঘোষণা করেছিলেন?

উওর : 14 দফা নীতি ঘোষণা করেছিলেন উড্রো উইলসন।

45- ক্ষমতার এলিট তত্ত্বের একজন প্রবক্তার নাম লেখ।

উওর : ক্ষমতার এলিট তত্ত্বের একজন প্রবক্তার নাম হলো প্যারেটো।

46- ক্ষমতার চক্রাকার আবর্তনে কারা বিশ্বাস করেন?

উওর : এলিট তত্ত্বের প্রবক্তা যেমন- মস্কা,প্যারেটো,মিচেল প্রমুখ ব্যক্তিগণ ক্ষমতার চক্রাকার আবর্তনে বিশ্বাষ করেন।

47- রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা কত প্রকার এবং কি কি?

উওর : রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার দুই প্রকার। যথা অভ্যন্তরীণ সার্বভৌমিকতা এবং বাহ্যিক সার্বভৌমিকতা।

48- অভ্যন্তরীণ সার্বভৌমিতার অর্থ কি?

উওর : অভ্যন্তরীণ সার্বভৌমিকতা বলতে রাষ্ট্রের অভ্যন্তরীন সীমানার মধ্যে রাষ্ট্রের চরম ও চূড়ান্ত ক্ষমতার অধিকারকে বোঝায়।

49- তৈল কূটনীতি বলতে কী বোঝো?

উওর : হ্যান্স.জে. মর্গেন্থাউ এর মতে আরব দেশগুলির তৈল সম্পদের ওপর নিজেদের আধিপত্য বিস্তার এবং সেগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য গ্রেট ব্রিটেন,মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের মধ্যেকার যে প্রতিযোগিতা তাকেই তৈল কূটনীতি বলা হয়।

50- ক্ষমতা 3 টি দৃষ্টিভঙ্গি লেখো।

উওর : ক্ষমতার তিনটি দৃষ্টিভঙ্গি হল এলিট দৃষ্টিভঙ্গি,ক্ষমতার বহুত্ববাদী দৃষ্টিভঙ্গি এবং ক্ষমতার মার্কসবাদী দৃষ্টিভঙ্গি।

51- একজন বহুত্ববাদী তাত্ত্বিকের নাম লেখ।

উত্তর : রবার্ট কিউহান হলেন একজন বহুত্ববাদী তাত্ত্বিক।


আশাকরি, আজকের এই ব্লগে আমরা দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায় বা উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায়  আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন এবং কয়েকটি মৌলিক ধারণা অধ্যায়ের ( WBBSE Class 12 Political Science Question Answer Chapter 1 In Bengali) যে 25 টি Short Question Answer তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তা তোমাদের পরিক্ষায় আসতে পারে বা কাজে লাগবে।

Tags : দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায়ের SAQ প্রশ্ন উত্তর | উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায়ের ছোটো প্রশ্ন উওর | দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায় আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন এবং কয়েকটি মৌলিক ধারণা অধ্যায়ের ছোটো প্রশ্ন উত্তর | wb class 12 political science question answer  | wb class xii political science question answer | hs political science  question answer & notes in Bengali | wbbse class 12 political science chapter 1 question answer in Bengali 


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top