দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায়ের অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর |
আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায় আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন এবং কয়েকটি মৌলিক ধারণা অধ্যায়ের ( WBBSE Class 12 Political Science Question Answer Chapter 1 In Bengali ) অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও 30 টির ছোটো বা সংক্ষিপ্ত রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন উওর তোমাদের সঙ্গে শেয়ার করবো। উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায় বা দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায়ে অনেক SAQ Question Answer পর্বের এটি তৃতীয় ভাগ। এর আগে আমরা আরও 25 টি 25 টি করে মোট 50 টি প্রশ্ন উওর শেয়ার করেছিলাম। তোমরা চাইলে তা দেখে নিতে পারো।।
উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর || দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায়ের অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
50- ক্ষমতা 3 টি দৃষ্টিভঙ্গি লেখো।
উওর : ক্ষমতার তিনটি দৃষ্টিভঙ্গি হল এলিট দৃষ্টিভঙ্গি,ক্ষমতার বহুত্ববাদী দৃষ্টিভঙ্গি এবং ক্ষমতার মার্কসবাদী দৃষ্টিভঙ্গি।
দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায়ের প্রথম 25 টি প্রশ্ন উওরের লিঙ্ক👇👇
HS Political Science Shot Question Answer 2023
দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায়ের দ্বিতীয় পর্বের 25 টি প্রশ্ন উওরের লিঙ্ক👇👇
WB Class 12 Political Science Question Answer
51- একজন বহুত্ববাদী তাত্ত্বিকের নাম লেখ।
উত্তর : রবার্ট কিউহান হলেন একজন বহুত্ববাদী তাত্ত্বিক।
52- ক্ষমতা ও বল প্রয়োগের মধ্যে পার্থক্য লেখ।
উওর : বলপ্রয়োগের সঙ্গে সামরিক সামর্থ অর্থাৎ হিংসা জড়িত থাকে। কিন্তু ক্ষমতার ধারণার সঙ্গে আলাপ-আলোচনা,সাহায্য,অর্থনৈতিক সহায়তা,মতাদর্শগত প্রভৃতি বিভিন্ন অহিংস মাধ্যমে যুক্ত থাকে।
53- বল প্রয়োগ বলতে কী বোঝো উত্তর : যে প্রক্রিয়ায় ভীতিপ্রদর্শন বস শাস্তি প্রদানের মাধ্যমে তার নিজের ইচ্ছার বিরুদ্ধে কাজ করতে বাধ্য করা, হয় তাকে বলপ্রয়োগ বলে।।
54- কত খ্রিস্টাব্দে জোট নিরপেক্ষ আন্দোলনের সূচনা হয়?
উওর : 1961 সালে জোট নিরপেক্ষ আন্দোলনের সূচনা হয়।
55- উদারীকরণ কথার অর্থ কি?
উওর : আর্থিক বিষয়ে উদারনীতি বলতে বোঝায়,দেশের সকল বৈশরিক বিষয়ে সরকারের নিয়ন্ত্রণ তুলে দিয়ে একটা খোলামেলা সুসঙ্গত বিশ্ব অর্থনীতি গড়ে তোলা।।
56- কত সালে সোভিয়েত রাশিয়ার পতন হয়?
উওর : 1991 সালে সোভিয়েত রাশিয়ার পতন হয়।
57- জাতীয় স্বার্থ রক্ষার দুটি নির্ধারক কি কি?
উওর : জাতীয় স্বার্থ রক্ষার দুটি অন্যতম নির্ধারক হলো কূটনীতি এবং পররাষ্ট্র নীতি।
58- কত খ্রিস্টাব্দে এবং কোথায় আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞানের সম্মেলন হয়েছিল?
উওর : 1948 খ্রিস্টাব্দে, প্যারিসে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞানের সম্মেলন হয়েছিল।
59- SEATO কথার অর্থ কী?
উওর : SEATO কথার অর্থ হলো South East Asia Treaty Organization।
60- Hire and Fire নীতি কী?
উওর : হায়ার এবং ফায়ার নীতিটি বিশ্বায়নের সঙ্গে সম্পর্কিত। এর মুল কথা হলো কাজ থাকলে শ্রমিকদের ডাকো আর কাজ না থাকলে শ্রমিকদের তাড়িয়ে দাও।।
61- বৈধ ক্ষমতাকে কি বলে?
উত্তর : বৈধ ক্ষমতাকে কর্তৃত্ব বলে।
62- পলিশ শব্দের অর্থ কি?
উত্তর : গ্রিক শব্দ পলিশের অর্থ হলো নগর।
63- ক্ষমতায়নের দুটি উপাদানের নাম লেখ।
উওর : ক্ষমতার দু'টি প্রধান উপাদানের নাম হল ভৌগলিক উপাদান এবং সামরিক শক্তি।
64- বৈদেশিক নীতির মূল ধারণা কি?
উওর : বৈদেশিক নীতির মূল ধারণা হলো জাতীয় স্বার্থ।
65- পুঁজিবাদী বিশ্বায়নের উদ্দেশ্য কি?
উওর : পুঁজিবাদী বিশ্বায়নের মূল লক্ষ্য হলো মুনাফা লাভ করা।
66- জাতীয় স্বার্থ কাকে বলে?
উত্তর : জাতীয় নিরপেক্ষতা,জাতীয় উন্নয়ন,জাতীয় অখন্ডতা, বিশ্ব শান্তি রক্ষার জন্য কোনো রাষ্ট্র যে প্রচেষ্টা চালায়, তাকে জাতীয় স্বার্থ বলে।
67- জাতীয় ক্ষমতা কাকে বলে?
উত্তর : আন্তর্জাতিক ক্ষেত্রে একটি রাষ্ট্র কর্তৃক কোনো রাষ্ট্রের সামগ্রিক বিষয়কে প্রভাবিত ও নিয়ন্ত্রিত করার ক্ষমতা বা সামর্থ্যকে জাতীয় ক্ষমতা বলে।
68- ক্ষমতার প্রধান উৎস কি?
উওর : অধ্যাপক ই.এইচ.কারের মতে ক্ষমতার প্রধান উৎস হল অর্থনৈতিক এবং সামরিক সম্পদ।
69- ক্ষমতা ও প্রভাব এর মধ্যে পার্থক্য কি?
উওর : ক্ষমতার সঙ্গে ভীতিপ্রদর্শন, শাস্তিমূলক ব্যবস্থা,বলপ্রয়োগ ইত্যাদি যুক্ত থাকে। কিন্তু প্রভাবের সঙ্গে বলপ্রয়োগের পরিবর্তে স্বতঃস্ফূর্ততার বিষয়টি যুক্ত থাকে।।
70- আন্তর্জাতিক সম্পর্কের উদ্দেশ্য কি?
উওর : আন্তর্জাতিক সম্পর্কের প্রধান লক্ষ্য হলো বিশ্ব শান্তি প্রতিষ্ঠার অনুকূল পরিবেশ গড়ে তোলা।
71- সীমান্ত লোপ করা কথার অর্থ কি?উওর : রাষ্ট্রের ভূকেন্দ্রিকতার বিলোপ সাধন করা যা বিশ্বায়নে আরেক নাম।।
72- কোন দেশের নেতৃত্বে NATO গড়ে ওঠে?
উওর : মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে NATO গড়ে উঠেছিল।
73- NATO কথার পুরো অর্থ কী?
উওর : North Atlantic Treaty Organization
74- কোন রাষ্ট্রের নেতৃত্বে ওয়ারশ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল?
উওর : সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলির মধ্যে মূলত সোভিয়েত ইউনিয়নের উদ্যোগেই WARSAW চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।
75- কবে WARSAW চুক্তি স্বাক্ষরিত হয়েছিল?
উওর : 1955 সালের 14 ই মে WARSAW চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।
76- NATO কবে গড়ে উঠেছিল?
উওর : 1949 সালের 4 ঠা এপ্রিল NATO গড়ে উঠেছিল।।
77- সিসিল.ভি.ক্র্যাব আন্তর্জাতিক রাজনীতির আলোচ্য বিষয় গুলিকে কয়টি ভাগে ভাগ করেছেন?
উওর : সিসিল.ভি.ক্র্যাব আন্তর্জাতিক রাজনীতির আলোচ্য বিষয় গুলিকে সাতটি ভাগে ভাগ করেছেন।।
এগুলি হল—[১] রাষ্ট্রের অস্তিত্ব বজায় রাখার উপায়, [২] রাষ্ট্রের লক্ষ্য নির্ধারণের উপায়, [৩] নিজেদের লক্ষ্যপূরণের জন্য রাষ্ট্রসমূহ কর্তৃক অনুসৃত পদ্ধতি, [৪] নিজেদের লক্ষ্যপূরণের জন্য রাষ্ট্রসমূহ কর্তৃক অনুসৃত কর্মসূচি নির্ধারণের প্রক্রিয়া, [৫] নিজের লক্ষ্যপূরণের পথে প্রতিবন্ধকতাগুলি অপসারণের পদ্ধতি,[৬] জাতীয় লক্ষ্য পূরণের জন্য রাষ্ট্রসমূহের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও বিরোধিতামূলক সম্পর্ক স্থাপনের প্রক্রিয়া এবং [৭] সমাজের লক্ষ্যপূরণের জন্য রাষ্ট্রের ভূমিকার পরিবর্তন প্রক্রিয়া।
78- আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতির মধ্যে কোনটির আলোচনার পরিধি অনেক বৃহৎ?
উওর : আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতির মধ্যে আন্তর্জাতিক সম্পর্কের আলোচনার পরিধি অনেক বৃহৎ।
79- ই.এইচ.কার ক্ষমতাকে কয়টি ভাগে ভাগ করেছেন ও কী কী?
উওর : ই.এইচ.কার ক্ষমতাকে কয়টি ভাগে ভাগ করেছেন। যথা- সামরিক ক্ষমতা,অর্থনৈতিক ক্ষমতা এবং জনমত গঠনের ক্ষমতা।
80- কে জাতীয় স্বার্থের ধারণাটিকে অস্পৃষ্য বলে চিহ্নিত করেছেন?
উওর : জোসেফ ফ্রাঙ্কেল;জাতীয় স্বার্থের ধারণাটিকে অস্পৃষ্য বলে চিহ্নিত করেছেন।।
81- WTO এর পুরো কথা কী?
উওর : WTO এর পুরো কথা হলো World Treaty Organization।
82- IMF এর পুরো কথা কী?
উওর : IMF এর পুরো কথা হলো International Monetary Fund।
83- UNESCO এর পুরো কথা কী?
উওর : UNESCO এর পুরো কথা হলো
উওর : UNESCO এর পুরো কথা হলো
United Nations Educational, Scientific and Cultural Organization
আশাকরি, আজকের এই ব্লগে আমরা দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায় আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন এবং কয়েকটি মৌলিক ধারণা অধ্যায়ের ( WBBSE Class 12 Political Science Question Answer Chapter 1 In Bengali ) যে 25 টি Short Question Answer তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তা তোমাদের পরিক্ষায় আসতে পারে বা কাজে লাগবে।।
Tags : দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায়ের SAQ প্রশ্ন উত্তর | উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায়ের ছোটো প্রশ্ন উওর | দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায় আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন এবং কয়েকটি মৌলিক ধারণা অধ্যায়ের ছোটো প্রশ্ন উত্তর | wb class 12 political science question answer | wb class xii political science question answer | hs political science question answer & notes in Bengali | wbbse class 12 political science chapter 1 question answer in Bengali