বাড়ির কাছে আরশিনগর কবিতার 27+ প্রশ্ন উওর 2024 || Barir Kache Arshinagar Kobitar Questions Answers

0

 

একাদশ শ্রেণির বাংলা বাড়ির কাছে আরশিনগর কবিতার MCQ & SAQ Question Answer 2023 || একাদশ শ্রেণির বাংলা প্রশ্ন উওর এবং সাজেশন 2023
wb class 11 Bengali Question Answer & Suggestion 2023 

আজকের এই ব্লগে আমরা একাদশ শ্রেণির বাংলা লালন ফকিরের লেখা 'বাড়ির কাছে আরশিনগর কবিতার' কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ MCQ & SAQ প্রশ্ন উওর তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই ব্লগের মাধ্যমে আমরা একাদশ শ্রেণির বাংলা - WB Class 11 Bangla Barir Kache Arshinagar Kobitar 27+ Short Questions Answers শেয়ার করবো।লালন ফকিরের বাড়ির কাছে আরশিনগর কবিতার বড় প্রশ্ন উত্তর গুলি আগেই আমাদের ওয়েবসাইটে শেয়ার করা হয়েছিল। তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো।।

বাড়ির কাছে আরশিনগর কবিতার 27+ প্রশ্ন উওর 2024 | Barir Kache Arshinagar  Kobitar Questions Answers

1-বাউল শব্দটি কোথা থেকে এসেছে?

• বাংলা বাতুল

• হিন্দি বাহুল

• সংস্কৃত বাতুল 

• অসমীয়া বাতুল

• উওর : সংস্কৃত বাতুল 

2- বাড়ির কাছে আরশিনগর কবিতাটির লেখক - 

• রবীন্দ্রনাথ ঠাকুর

• লালন ফকির

• কাজী নজরুল ইসলাম 

• মাইকেল মুধুসুদন দও

• উওর : লালন ফকির

3- বাড়ির কাছে আরশিনগর কবিতাটি আসলে একটি- 

• বাউল গান

• মারফতি গান

• কবিগান

• গজল

• উওর : বাউল গান


বাড়ির কাছে আরশিনগর কবিতার ছোটো প্রশ্ন উওর || Barir Kache Arshinagar Kobitar Questions Answers

4- বাড়ির কাছে আরশিনগর কবিতাটির মূল উৎস কি?

• বাউল গীতিকা সংকলন 

• লোকসাহিত্য 

• লালন-গীতিকা 

• পল্লীগীতি

• উওর : লালন-গীতিকা 

5- 'আমি একদিনও না দেখিলাম তারে'- এখানে আমি কে?

• কবি স্বয়ং 

• পড়শি

• উভয়ই 

• ওপরের কেউ না 

• উওর : কবি স্বয়ং 

6- 'আমি একদিনও না দেখিলাম তারে'- কবি এখানে কাকে দেখতে চেয়েছেন?

• কবীর মনের মানুষকে

• কবির বন্ধুকে 

• কবির জীবন সঙ্গিনীকে 

• কবির গুরুকে

• উওর : কবীর মনের মানুষকে।

7- 'আমার বাড়ির কাছে আরশিনগর'- কবি এখানে বাড়ি বলতে কি বুঝিয়েছেন? 

• দালাল 

• নিজের দেহ

• নিজের মন

• কবির পাড়া

• উওর : নিজের দেহ

8- আরশিনগর বলতে কবি কী বুঝিয়েছেন?

• কবির গ্রাম

• কবির দেহ

• কবির মন

• কবির পাড়া

• উওর : কবির মন

9- আরশিনগর কবিতায় আরশি নগরে কে বাস বাস করত?

• কবীর মনের মানুষ

• কবির বন্ধু

• কবির জীবন সঙ্গিনী

• কবির পড়শি

• উওর : কবির পড়শি।

10- কবি যাকে পড়শী বলেছেন সে আসলে হলেন- 

• কবীর পরমাত্মা বা মনের মানুষ

• কবির বন্ধু

• কবির জীবন সঙ্গিনী

• কবির পিতা-মাতা

• উওর : কবীর পরমাত্মা বা মনের মানুষ।

11- আরশিনগর গ্রামকে কি ঘিরে রয়েছে?

• জলঙ্গ 

• অগাধ পানি 

• কুয়াশা 

• শূন্যতা 

• উওর : অগাধ পানি।

12- 'গ্রাম বেরিয়ে অগাধ পানি'- এই অগাধ পানি বলতে কী বোঝানো হয়েছে?

• বিরাট জলরাশি 

• মানুষের দুঃখ কষ্ট 

• মানুষের যাবতীয় বিষয়বাসনা

• বন্যার জল

• উওর : মানুষের যাবতীয় বিষয়বাসনা।

13- 'আমি বাঞ্ছা করি দেখবো তারি' কাকে দেখার ইচ্ছা প্রকাশ করা হয়েছে?

• কবীর পড়শিকে

• কবির বন্ধুকে 

• কবির জীবন সঙ্গিনীকে 

• কবির গুরুকে

• উওর : কবীর পড়শিকে।

14- আরশি শব্দটির অর্থ কি?

• গ্রাম 

• আয়না 

• পরমপুরুষ 

• আকাশ

• উওর : আয়না।

15- “ও তার নাই কিনারা”—এই কিনারা না থাকা যার ইঙ্গিত দেয়, তা হল-

• সীমাহীন বিষয়বাসনা

• নদীর অথই জলরাশি

• মানবজীবনের অনিশ্চয়তা

• রাষ্ট্রীয় ও সামাজিক অত্যাচারের তীব্রতা।

• উওর : সীমাহীন বিষয়বাসনা।

16- “নাই তরণী পারে”—‘তরণী’র অন্তর্নিহিত অর্থ হল—

• অগাধ জলরাশি পেরোনোর জলযান

• ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপনের ব্যবস্থা

• পরপারে যাওয়ার অবলম্বন

• আরাধ্যের কাছে পৌঁছোনোর বাধা অতিক্রমণের উপকরণ

• উওর : আরাধ্যের কাছে পৌঁছোনোর বাধা অতিক্রমণের উপকরণ।


বাড়ির কাছে আরশিনগর কবিতার ছোটো প্রশ্ন উওর || Barir Kache Arshinagar Kobitar Questions Answers


বাড়ির কাছে আরশিনগর কবিতার ছোটো প্রশ্ন উওর || Barir Kache Arshinagar Kobitar Short Questions Answers 

1- বাড়ির কাছে আরশিনগর কবিতা টির লেখক কে?

উওর : বাড়ির কাছে আরশিনগর কবিতার লেখক হলেন লালন ফকির।

2- পড়শী যদি আমায় ছুঁয়ে দিতে হয় তাহলে কি হতো?

উওর : পড়শী যদি আমায় অর্থাৎ কবিকে ছুঁয়ে দিতো তাহলে কবির সমস্ত যম-যাতনা দূর হয়ে যেত।

3- 'সে আর লালন একখানে রয়' সে বলতে কাকে বোঝানো হয়েছে?

উওর : সে বলতে কবির পড়শিকে বোঝানো হয়েছে।।

4- কবি আর কবির পড়শির মধ্যে কত যোজন ফাঁক রয়েছে?

উওর : কবি আর কবির পড়শির মধ্যে লক্ষ যোজন ফাঁক রয়েছে। 

5- বাড়ির কাছে আরশিনগর কবিতায় পড়শীর কি রূপ ফুটে উঠেছে?

উওর : লালন ফকির কবিতায় বলেছেন, তার পড়শি হলেন এমন একজন যার হস্ত-পদ-স্কন্ধ এবং মাথা কিছুই নেই। অর্থাৎ তিনি হলেন নীরাকার।।

6- “গ্রাম বেড়িয়ে অগাধ পানি”—অর্থ বুঝিয়ে দাও।

উত্তর: ‘গ্রাম’ কথাটি দেহভাণ্ড এবং ‘অগাধ পানি’ কথাটি বিষয়বাসনা অর্ধে ব্যবহার করে কবি বলেছেন সীমাহীন বিষয়বাসনা দেহকে ঘিরে আছে।

7-. “ও তার নাই কিনারা নাই তরণী পারে—”—এ কথার অর্থ কী? 

উত্তর: প্রশ্নের মন্তব্যটির প্রকৃত অর্থ হল ‘অগাধ পানি' রূপ মানুষের যে বিষয়বাসনা, তার কোনো সীমা নেই এবং তাকে অতিক্রমের কোনো ‘তরণী' বা অবলম্বন নেই।

8-. “ও তার নাই কিনারা নাই তরণী পারে—”—এখানে 'তরণী' কথাটির

আক্ষরিক অর্থ ও রূপকাৰ্থ কী কী? উত্তর : ‘তরণী’ কথাটির আক্ষরিক অর্থ নৌকা এবং কবিতায় এর রূপকাৰ্থ হল বিষয়বাসনা থেকে মুক্ত হওয়ার অবলম্বন।

9- “ও তার নাই কিনারা নাই তরণী পারে”—‘কিনারা’ না থাকার তাৎপর্য কী?

উত্তর : মানুষের বিষয়বাসনা সীমাহীন | তাই এর কোনো কিনারা নেই। 

10- লালনের মনের ‘বাঞ্ছা’ কী ছিল?

উত্তর : লালনের মনের ‘বাঞ্ছা' ছিল 'আরশিনগর'-এ বাস করা এবং তাঁর

পড়শিকে দেখা। 

11- “আমি কেমনে সে গাঁয় যাই রে।”—বক্তা সে গাঁয়ে যেতে পারছেন না। কেন?

উত্তর: অগাধ পানি গ্রামকে ঘিরে থাকায় এবং পার হওয়ার জন্য কোনো নৌকাও না থাকায় বক্তা সে গ্রামে যেতে পারেননি।

12-“আমি কেমনে সে গাঁয় যাই রে।”—এই গ্রামে গেলে বক্তার কী লাভ হত? উত্তর: এই গ্রামে গেলে বক্তা তাঁর ‘মনের মানুষ’ বা ‘পড়শি’-র সঙ্গে মিলতে পারতেন।


বাড়ির কাছে আরশিনগর কবিতার ছোটো প্রশ্ন উওর || Barir Kache Arshinagar Kobitar Questions Answers



আশাকরি, একাদশ শ্রেণির বাংলা লালন ফকিরের বাড়ির কাছে আরশিনগর কবিতার যেই কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ MCQ & SAQ প্রশ্ন উওর শেয়ার করা হয়েছে, তা তোমাদের কাজে লাগবে।।

Tags : একাদশ শ্রেণির বাড়ির কাছে আরশিনগর কবিতার MCQ & SAQ প্রশ্ন উত্তর | Class 11 Bengali Question Answer | Class 11 Bangali Notes | Class 11 Bengali Suggestion 2022 | ক্লাস 11 বাংলা বাড়ির কাছে আরশিনগর কবিতার প্রশ্ন উওর

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top