ভারতবর্ষ গল্পের MCQ PDF Download || ভারতবর্ষ গল্পের প্রশ্ন উত্তর pdf

0

 

ভারতবর্ষ গল্পের MCQ PDF Download || ভারতবর্ষ গল্পের প্রশ্ন উত্তর pdf
ভারতবর্ষ গল্পের mcq pdf download 

আজকের এই ব্লগে আমরা দ্বাদশ শ্রেণির বাংলা বা উচ্চ মাধ্যমিক বাংলা তৃতীয় অধ্যায় সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা ভারতবর্ষ গল্পের 30 টি MCQ প্রশ্ন উওর PDF তোমাদের সঙ্গে শেয়ার করবো। নিচে ভারতবর্ষ গল্পের mcq প্রশ্ন উত্তর pdf ডাউনলোড লিংক দেওয়া হল। 

ভারতবর্ষ গল্পের MCQ PDF Download || ভারতবর্ষ গল্পের প্রশ্ন উত্তর pdf 

1- ছোট বাজারটি কোথায় গড়ে উঠেছে?
• মাঠের ধারে
• পিচের সড়ক যেখানে বাঁক নিয়েছে
• বাঁশ বাগানের সামনে
• নদীর ধারে
• উওর : পিচের সড়ক যেখানে বাঁক নিয়েছে।


2- ভারত বর্ষ গল্পে গ্রামবাসীরা যেখানকার তৈরি জামা কাপড়, তা হলো -
• মুম্বাই 
• দিল্লি 
• আমেদাবাদ 
• পশ্চিমবঙ্গ
• উওর : আমেদাবাদ।


3- ভারত বর্ষ গল্পে কয়টি চায়ের দোকানের কথা রয়েছে?
• তিনটি 
• দুইটি 
• চারটি 
• একটি
• উওর : তিনটি


4-  বৃষ্টির সঙ্গে বাতাস জুড়ালো হলে তাকে বলা হয় -
• পৌঁষে বাদলা 
• ডাওর 
• ঝাঁপি 
• ফাঁপি
• উওর : ফাঁপি।


5- 'মাথার ওপর আর কোনো সালা নেই রে কেউ নাই' বক্তা কে?
• চায়ের দোকানদার 
• সেই বুড়ি 
• ভটচাজ মশাই 
• কোনো কোনো যুবক চাষি
• উওর : কোনো কোনো যুবক চাষি।


6- আজ না হোক কাল.... পাবেই।
• পয়সা
• ধারের টাকা 
• ক্ষেতের ধান 
• ক্ষতিপূরণ
• উওর : পয়সা।


7- বুড়ির গায়ে কি জড়ানো ছিল?
• কম্বল 
• কাঁথা 
• চাদর 
• লেপ

• উওর : কম্বল।


8- চায়ের দোকানে কখন বুড়ির আগমন ঘটেছিল?
• যখন চায়ের দোকান বন্ধ হয়ে যাচ্ছিল
• চায়ের দোকানে যখন সবাই তর্ক করছিল
• চায়ের দোকান যখন সবেমাত্র খুলেছিল।
• যখন চায়ের দোকান সম্পূর্ণ ফাঁকা ছিল।
• উওর : চায়ের দোকানে যখন সবাই তর্ক করছিল।।


9- 'তাকে দেখে সবাই তর্ক থামালো।'-কাকে দেখে?
• নিবারণ বাগদীকে দেখে 
• ভটচাজ মশাইকে দেখে
• ফজলু সেখকে দেখে
• সেই বুড়িকে দেখে
• উওর : সেই বুড়িকে দেখে।


10- 'তখন একজন জিজ্ঞেস করলো'- কাকে জিজ্ঞেস করা হয়েছিল?
• নিবারণ বাগদীকে  
• ভটচাজ মশাইকে 
• চায়ের দোকানদার কে
• সেই বুড়িকে 
• উওর : সেই বুড়িকে


11- 'সে কথায় তোমাদের কাজ কী বাছাড়া' - বক্তা কে?
• নিবারণ বাগদী
• ভটচাজ মশাই
• দোকানদার
• সেই বুড়ি
• উওর : সেই বুড়ি


12-  ভারতবর্ষ গল্পে সেই বুড়িকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে?
• টাট্টু ঘোড়ার সঙ্গে 
• মোষের সঙ্গে 
• শেয়ালের সঙ্গে 
• হাতির সঙ্গে 
• উওর : টাট্টু ঘোড়ার সঙ্গে।


13- 'লোকেরা চেঁচিয়ে উঠলো'- লোকেরা চেঁচিয়ে বলে-
• চায়ের পয়সা মিটিয়ে যাও
• সাবধানে পথ চলো
• মরবে রে নির্ঘাত মরবে বুড়িটা
• সাবধানে যেও
• উওর : মরবে রে নির্ঘাত মরবে বুড়িটা।


14- 'তোরা মর, তোদের শতগুষ্টি মরুক'- বক্তা কে?
• নিবারণ বাগদী
• ভটচাজ মশাই
• দোকানদার
• সেই বুড়ি
• উওর : সেই বুড়ি


15- চায়ের দোকান থেকে, বুড়ি যেখানে গিয়েছিল, তা হলো-
• বটতলায় 
• শ্মশান ঘাটে
• নদীর ধারে
• থানায়
• উওর : বটতলায়।


16- পউষে বাদলা সম্পর্কে যাদের পুরনো বচন আছে - 
• গ্রামের পণ্ডিতদের 
• গ্রামের ডাক পুরুষের 
• সেই বুড়ির 
• ধর্ম পণ্ডিতদের
• উওর : গ্রামের ডাক পুরুষের।


17- পউষে বাদলা সম্পর্কে গ্রামের ডাক পুরুষের যে পুরনো বচন আছে, তাতে বলা হয়- 
• শনিতে সাত, মঙ্গলে পাঁচ, বুধে তিন-বাকি সব দিন দিন
• শনিতে চার, মঙ্গলে পাঁচ, বুধে তিন-বাকি সব দিন দিন।
• শনিতে ছয়, মঙ্গলে নয়, বুধে তিন-বাকি সব দিন দিন।
• শনিতে হয়, মঙ্গলে তিন রয়, বুধে তিন-বাকি সব দিন দিন।
• উওর : শনিতে সাত, মঙ্গলে পাঁচ, বুধে তিন-বাকি সব দিন দিন।


18- ভারত বর্ষ গল্পের যেদিন বাদলা লেগেছিল, তা হলো- 
• সোমবার 
• মঙ্গলবার 
• শনিবার 
• বুধবার
• উওর : মঙ্গলবার।


19- যেখানে বুড়ির দেহ পাওয়া গিয়েছিল, তা হল- 
• চায়ের দোকানের সামনে 

• থানার সামনে 
• বটতলায় 
• নদীর ধারে
• উওর : বটতলায়। 


20- 'থানায় খবর দিয়ে কি হবে' বক্তা কে?
• চায়ের দোকানদার 
• গ্রামবাসীরা 
• চৌকিদার সাহেব 
• ভটচাজ মশাই
• উওর : চৌকিদার সাহেব।


21- 'নদীতে ফেলে দিয়ে এসো ঠিক গতি হয়ে যাবে' - বক্তা কে?
• চায়ের দোকানদার 
• গ্রামবাসীরা 
• চৌকিদার সাহেব 
• ভটচাজ মশাই
• উওর : চৌকিদার সাহেব।


22- বাজার থেকে থানার দূরত্ব কত ছিল?
• পাঁচ ক্রোস 
• ছয় ক্রোস 
• দুই ক্রোস
• নয় ক্রোস
• উওর : পাঁচ ক্রোস।


23- 'নির্ঘাত মরে গেছে বুড়িটা'- এই কথাটি কে বলেছিল?
• চৌকিদার সাহেব 
• জগা 
• নকড়ি 
• নিবারণ
• উওর : জগা।


24- বাজার থেকে নদীর দূরত্ব কত ছিল?
• পাঁচ মাইল
• ছয় মাইল
• দুই মাইল
• নয় মাইল
• উওর : দুই মাইল।


25- যিনি বুড়িকে শ্রী হরি বলতে শুনেছিলেন, তিনি হলেন- 
• ভটচাজ মশাই
• নকড়ি নাপিত 
• নিবারন বাগদি
• জগা
• উওর : ভটচাজ মশাই।


26-  যিনি এককালে পেশাদার লাঠিয়াল ছিলেন,তিনি হলেন - 
• ফজলু সেখ
• করিম ফরাজি
• চৌকিদার সাহেব
• নিবারণ বাগদী
• উওর : করিম ফরাজি।


27- 'তার পরই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য'- অদ্ভুত দৃশ্য টা কী?
• বুড়ির মরাটা নড়ছে 
• চৌকিদার সাহেব গায়েব হয়ে গেছে
• দুই দলের মধ্যে ঝামেলা শুরু হয়ে গেছে 
• বুড়ির মরাকে দেখে সবাই পালিয়ে যাচ্ছে
• উওর : বুড়ির মরাটা নড়ছে।


28- শেষ রোদের আলোয় সে দুরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল- কে আবছা হয়ে গেল?
• সেই বুড়ি
• করিম ফরাজি
• চৌকিদার সাহেব
• নিবারণ বাগদী

উওর : সেই বুড়ি।


29- সশস্ত্র জনতা ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে কেন?

•  মৃত ভাবা বুড়ি আবার জ্যান্ত হয়ে উঠেছে দেখে

•  দুই দলের মধ্যে ঝামেলা শুরু হয়ে গেছে

• বুড়ি মৃতদেহ নদীর জলে ভেসে গেছে

• বুড়ির দেহ গায়েব হয়ে গেছে

• উওর : মৃত ভাবা বুড়ি আবার জ্যান্ত হয়ে উঠেছে দেখে।


30- 'সবাই আবিষ্কার করল'- সবাই কী আবিষ্কার করল?

• বুড়ি বটতলায় নিঃসাড়ে পড়ে আছে

• বটতলায় একজন সন্ন্যাসী বাবা এসেছেন 

• বটতলায় বুড়ি চিৎকার করছে

• বটতলায় বুড়ি জ্ঞান হারিয়েছে

• উওর : বুড়ি বটতলায় নিঃসাড়ে পড়ে আছে।।


আশাকরি,ভারতবর্ষ গল্পের 30 টি MCQ প্রশ্ন উওর PDF তোমাদের কাজে লাগবে।।

Tags : উচ্চ মাধ্যমিক বাংলা ভারতবর্ষ গল্পের MCQ প্রশ্ন উত্তর |দ্বাদশ শ্রেণির বাংলা ভারতবর্ষ গল্পের প্রশ্নোত্তর | Class 12 Bengali Question Answer | WB Class 11 Bengali Suggestion 2023 | ক্লাস 12 বাংলা ভারতবর্ষ গল্পের প্রশ্ন উওর 2023 | 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top