![]() |
নীলধ্বজের প্রতি জনা কবিতার MCQ & SAQ প্রশ্ন উওর |
আজকের এই ব্লগে আমরা একাদশ শ্রেণির বাংলা ( wb class 11 Bengali Question Answer & Suggestion 2023 ) মাইকেল মধুসূদন দত্ত রচিত নীলধ্বজের প্রতি জনা কবিতার কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ MCQ & SAQ প্রশ্ন উওর তোমাদের সঙ্গে শেয়ার করবো। ক্লাস 11 বাংলা মাইকেল মধুসূদন দত্ত রচিত নীলধ্বজের প্রতি জনা কবিতার বড় প্রশ্ন উত্তর গুলি আগেই আমাদের ওয়েবসাইটে শেয়ার করা হয়েছিল। তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো।।
একাদশ শ্রেণির বাংলা নীলধ্বজের প্রতি জনা কবিতার MCQ & SAQ Question Answer 2023 || একাদশ শ্রেণির বাংলা প্রশ্ন উওর এবং সাজেশন 2023
1- নীলধ্বজের প্রতি জনা কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে?
উওর : নীলধ্বজের প্রতি জনা কবিতা টি মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্য থেকে নেওয়া হয়েছে।
2- বীরাঙ্গনা কাব্যে মোট কতগুলি পত্র রয়েছে?
উওর : বীরাঙ্গনা কাব্যে মোট 11 টি পত্র রয়েছে।
3- নীলধ্বজের প্রতি জনা কবিতাটি বীরাঙ্গনা কাব্যের কততম সর্গ?
উওর : নীলধ্বজের প্রতি জনা কবিতাটি বীরাঙ্গনা কাব্যের একাদশ তম সর্গ।
4- নীলধ্বজের প্রতি জনা কবিতাটি কোন ছন্দে লেখা হয়েছে?
উওর : নীলধ্বজের প্রতি জনা কবিতাটি অমৃতাক্ষর ছন্দে লেখা হয়েছে।
5- মহেশ্বরপুরির রাজা কে?
উওর : মহেশ্বরপুরির রাজা হলেন রাজা নীলধ্বজ।
6- মহেশ্বর পুরীর যুবরাজের নাম কি?
উওর : মহেশ্বরপুর যুবরাজের নাম হল প্রবীর।
7- নীলধ্বজের প্রতি জনা কবিতায় তার প্রতি কার পত্রের কথা বলা হয়েছে?
উওর ; নীলধ্বজের প্রতি জনা কবিতায় মহেশ্বর পুরীর রাজা নীলধ্বজের প্রতি প্রবীরের মা অর্থাৎ মহেশ্বর পুরীর জনার কথা বলা হয়েছে।
8- নীলধ্বজের প্রতি জনা পত্র কবিতায় মহাভারতের কোন উপাদানের কথা রয়েছে?
উওর : নীলধ্বজের প্রতি জনা পত্র কবিতায় মহাভারতের অশ্বমেধ পর্বের কথা রয়েছে।
9- রাজকেতু বলতে কী বোঝায়?
উওর : রাজকেতু বলতে রাজপতাকাকে বোঝায়।
10- নীলধ্বজের প্রতি জনা কবিতায় কাকে কিরীটি বলে সম্বোধন করা হয়েছে?
উওর : নীলধ্বজের প্রতি জনা কবিতায় অর্জুনকে কিরীটি বলে সম্বোধন করা হয়েছে।
11- জনা কিসের শোক কিসের মাধ্যমে নেভাতে চেয়েছিলেন?
উওর : জনা নিজের পুত্র প্রবীরের মৃত্যুশোক অর্জুনের রক্তের মাধ্যমে নেভাতে চেয়েছিলেন।
12- 'এইতো সাজে তোমারে'- কোন প্রসঙ্গে তাকে একথা বলা হয়েছে?
উওর : নীলধ্বজের প্রতি জনা কবিতায় মহেশ্বরপুর রাজা নীলধ্বজকে যুদ্ধ প্রস্তুতির প্রসঙ্গে একথা বলা হয়েছে।
13- “টুট কিরীটির গর্ব আজি রণস্থলে।”—‘কিরীটী' কে?
উত্তর: মাইকেল মধুসূদন দত্ত রচিত 'নীলফরজের প্রতি জনা' পত্রকবিতা থেকে প্রশ্নে উদ্ধৃত অংশটিতে 'কিরীটি' বলতে অর্জুনকে বোঝানো হয়েছে।
14-“অন্যায় সমরে গূঢ় নাশিল বালকে।”—মূঢ়' বলতে কার কথা বলা হয়েছে?
উত্তর: মাইকেল মধুসূদন দত্ত রচিত ‘নীলধ্বজের প্রতি জনা' পত্রকবিতা
থেকে প্রশ্নে উদ্ধৃত অংশটিতে ‘মৃঢ়’ বলতে অর্জুনের কথা বলা হয়েছে।
15- "ছায়, পাগলিনী জনা!”—জনাকে পাগলিনি বলেছেন কে?
উত্তর: মাইকেল মধুসূদন দত্ত রচিত 'নীলধবজের প্রতি জনা' পত্রকবিতায়
জন্য নিজেই নিজেকে পাগলিনি বলেছেন।
16- "দুঃখের কথা, হায় কব কারে?”—জনার কাছে এই দুঃখের কথা কী ছিল?
উত্তর: মাইকেল মধুসূদন দত্ত রচিত 'নীলধ্রুবজের প্রতি জনা' পত্রে জনার কাছে এই দুঃখের কথা হল পুত্রের হত্যাকারী অর্জুনের সঙ্গে স্বামী
নীলধ্বজের বন্ধুর।
17-"নাশ, মহেহ্ৰাস তারে!”—'মহেষ্বাস' শব্দের অর্থ কী?
উত্তর: মাইকেল মধুসূদন দত্ত রচিত 'নীলবজের প্রতি জনা' পত্রকবিতা
থেকে প্রশ্নে উদ্ধৃত অংশটিতে ‘মহেষ্বাস' শব্দের অর্থ হল মহাধনুর্ধর।
18- “ক্ষত্রিয়ধর্ম এই কি, নৃমণি?”—কোন্ কাজ ক্ষত্রিয়ধর্ম বিরোধী?
উত্তর : প্রশ্নোধৃত উত্তিতে পুত্রের ঘাতকের সঙ্গে নীলধ্বজের বন্ধুত্বকে ক্ষত্রিয়ধর্ম বিরোধী বলা হয়েছে।
19- “যবে দেশ-দেশান্তরে জনরব লবে/এ কাহিনি, কি কহিবে ক্ষত্রপতি
যত?”—এখানে কোন্ কাহিনির কথা বলা হয়েছে?
উত্তর : কবি মধুসূদন দত্ত রচিত ‘নীলধ্বজের প্রতি জনা’ পত্রকবিতা থেকে গৃহীত প্রশ্নোদ্ধৃত অংশে পুত্রহস্তা পার্থের সঙ্গে স্বামী নীলধবজের সখ্যের কাহিনির কথা বলা হয়েছে।
20- নীলধ্বজকে জনা কী করার জন্য আবেদন করেছেন?
উত্তর : মাইকেল মধুসূদন দত্ত রচিত ‘নীলধ্বজের প্রতি জনা’ পত্রকবিতায় নীলধবজকে জনা ক্ষত্রিয়ধর্ম এবং ক্ষত্রিয়কর্ম পালন করার জন্য আবেদন করেছেন।
আশাকরি, একাদশ শ্রেণির বাংলা ( wb class 11 Bengali Question Answer & Suggestion 2023 ) মাইকেল মধুসূদন দত্ত রচিত নীলধ্বজের প্রতি জনা কবিতার কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ MCQ & SAQ প্রশ্ন উওর তোমাদের কাজে লাগবে।।