নবম শ্রেণির বাংলা আবহমান কবিতার MCQ প্রশ্ন উওর || WBBSE Class 9 Bengali MCQ Question Answer & Suggestion 2023

0

 

নবম শ্রেণির বাংলা আবহমান কবিতার MCQ প্রশ্ন উওর || WBBSE Class 9 Bengali MCQ Question Answer & Suggestion 2023
আবহমান কবিতার MCQ প্রশ্ন উওর


আজকের এই ব্লগের মাধ্যমে আমরা নবম শ্রেণির বাংলা কবিতা ( WBBSE Class 9 Bengali Question Answer & Suggestion 2023 ) নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা আবহমান কবিতার অত্যন্ত গুরুত্বপূর্ণ 25 টি MCQ প্রশ্ন উত্তর তোমাদের সঙ্গে শেয়ার করবো।। পরবর্তীকালে ক্লাস 9 বাংলা নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা আবহমান কবিতার বড় প্রশ্ন উওর গুলো শেয়ার করবো।।


নবম শ্রেণির বাংলা আবহমান কবিতার MCQ প্রশ্ন উওর || WBBSE Class 9 Bengali MCQ Question Answer & Suggestion 2023 


1- ‘আবহমান' কবিতাটি কার লেখা?

• শঙ্খ ঘোষ 

• অমিয় চক্রবর্তী 

• জয় গোস্বামী

• নীরেন্দ্রনাথ চক্রবর্তী

• উওর : নীরেন্দ্রনাথ চক্রবর্তী

2-'আবহমান' কবিতাটির স্তবকসংখ্যা-

• ৫ 

• ৬ 

• ৭

• ৮

• উওর : ৭ 

3- 'আবহমান' শব্দের প্রকৃত অর্থ কী?

• আহ্বান

• চিরন্তন 

• আগমন

• ক্ষণকালীন

• উওর : চিরন্তন

4- যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া, এখানে যে-ভাবনাটি ব্যক্ত হয়েছে, তা হল— 

• বাড়ির উঠোনে গিয়ে দাঁড়াতে বলা হয়েছে 

• জীবনের উঠোনে গিয়ে দাঁড়াতে বলা হয়েছে 

• শৈশবের স্মৃতিভূমিতে গিয়ে দাঁড়াতে বলা হয়েছে 

• কোনোটিই নয় 

• উওর : শৈশবের স্মৃতিভূমিতে গিয়ে দাঁড়াতে বলা হয়েছে 

5- লাউমাচাটার পাশে। এখানে ‘লাউমাচা' হল- 

• বাঙালির চিরকালীন ঐতিহ্যের প্রতীক

•  বাঁশ-কঞ্চির তৈরি মাচা 

• যেখানে লাউ গাছ জড়িয়ে ওঠে 

• গ্রামে এরকম মাচা দেখা যায়

• উওর : বাঙালির চিরকালীন ঐতিহ্যের প্রতীক

6- লাউমাচাটি কোথায় আছে? 

• উঠোনে 

• বেড়ার পাশে

• ঘরের কোণে 

• রাস্তার পাশে

• উওর : উঠোনে

7- কবি যেখানে দাঁড়ানোর কথা বলেছেন, তা হলো— 

• চালতা গাছের পাশে

• কুমড়োমাচার পাশে

• লাউমাচার পাশে 

• পদ্ম বিলের পাশে

• উওর : লাউমাচার পাশে 

8-'ফুল দুলছে, ফুল, সন্ধ্যার বাতাসে। -এখানে যে-ভাবনাটি ব্যক্ত হয়েছে, তা হল- 

• সাধ্য বাতাসে ফুল দুলছে 

• ফেলে আসা শৈশবের স্মৃতি হাতছানি দিচ্ছে

• সন্ধ্যার বাতাস জীবনকে আন্দোলিত করছে 

• কোনোটিই নয়

• উওর : ফেলে আসা শৈশবের স্মৃতি হাতছানি দিচ্ছে 

9- কে এইখানে এসেছিল... বছর আগে। 

• দশেক

• অনেক

• দুয়েক

• কয়েক

• উওর : অনেক

10- “কে এইখানে ঘর বেঁধেছে....অনুরাগে।! – শূন্যস্থান পূরণ করো ।

• নিবিড় 

• গভীর

• গাঢ়

• উওর : নিবিড়

11- 'কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে'- তাদের এই ফিরে আসার কারণ—

• মাটিকে ভালোবাসা 

• মাটি আর হাওয়াকে ভালোবাসা 

• জলকে ভালোবাসা 

• কোনোটিই নয়

• উওর : মাটি আর হাওয়াকে ভালোবাসা

12- 'এই মাটিকে এই হাওয়াকে আবার ভালোবাসে।'—এখানে যে-ভাবনাটি প্রকাশ পেয়েছে, তা হল -

• বৃহত্তর জীবনের আহ্বানে মানুষকে তার শৈশবের বাসভূমি ছেড়ে চলে যেতে হলেও তাকে আবার সেখানে ফিরে আসতে হয়

• মাটি ও হাওয়াকে নতুন করে ভালোবাসে 

• এই মাটি ও হাওয়াকে ভালোবাসাই জীবনের ধর্ম 

• কোনোটিই নয়

• উওর : বৃহত্তর জীবনের আহ্বানে মানুষকে তার শৈশবের বাসভূমি ছেড়ে চলে যেতে হলেও তাকে আবার সেখানে ফিরে আসতে হয়

13- 'ফুরয় না তার কিছুই ফুরয় না.'—এখানে যে-ভাবনাটি প্রকাশ পেয়েছে, তা হল—

• পুরোনো দিনের গল্প ফুরোয় না

• নটে গাছের গল্প ফুরোয় না

• বর্তমানের কঠিন বাস্তবতার মধ্যেও বা হৃদয়ে বেঁচে থাকে শৈশবের নানা সুখস্মৃতি 

• কোনোটিই নয় 

• উওর : বর্তমানের কঠিন বাস্তবতার মধ্যেও বা হৃদয়ে বেঁচে থাকে শৈশবের নানা সুখস্মৃতি 

14- যে-গাছটি 'বুড়িয়ে ওঠে, কিন্তু মুড়য় না।'—

• নটে 

• শটি 

• পাট 

• বট

• উওর : নটে

15- 'ফুরয় না তার যাওয়া এবং ফরয় না তার আসা,'—এখানে যে-ভাবনাটি প্রকাশ পেয়েছে, তা হল— 

• মানুষের আসা-যাওয়ার শেষ নেই

• জীবনকে ভালোবাসে বলেই বারবার গিয়েও ফিরে আসে 

• মানুষ তার শৈশবকে ভুলতে পারে না বলেই, স্মৃতিভূমিতে বারবার ফিরে আসে 

• কোনোটিই নয় 

• উওর : মানুষ তার শৈশবকে ভুলতে পারে না বলেই, স্মৃতিভূমিতে বারবার ফিরে আসে 

16-'ফুরয় না সেই একগুঁয়েটার দুরন্ত পিপাসা।'—এখানে কোন্ পিপাসার কথা বলা হয়েছে—

• জলের পিপাসা

• দেখার পিপাসা 

• গ্রামে ফিরে আসার পিপাসা 

• শহরে চলে যাওয়ার পিপাসা

• উওর : গ্রামে ফিরে আসার পিপাসা 

17- মানুষটি সারাটা দিন আপন মনে মাখে—

• ঘাসের গন্ধ 

• ফুলের গন্ধ 

• রৌদ্রের গন্ধ

• ফলের গন্ধ

• উওর : ঘাসের গন্ধ 

18- 'আপন মনে ঘাসের গল্প মাথে,–এখানে যে-ভাবনাটি প্রকাশ পেয়েছে, তা হল – 

• সারাদিন ঘাসের ওপর নিজের খেয়ালে গড়াগড়ি খায় 

• সারাদিন নিজের খেয়ালে শৈশবের স্মৃতিভূমিতে বিচরণ করে

• সারাদিন ঘাসের গন্ধ প্রাণভরে নেয়

• কোনোটিই নয় 

• উওর : সারাদিন নিজের খেয়ালে শৈশবের স্মৃতিভূমিতে বিচরণ করে।

19- দুঃখ হয় না বাসি, — এখানে যে-ভাবনাটি প্রকাশ পেয়েছে, তা হল- 

• মানুষের জীবন দুঃখময় 

• দুঃখ মানুষের জীবনে সবসময় বর্তমান থাকে 

• শৈশব থেকে বিচ্যুত হওয়ায় মানুষের মনে বি যে-দুঃখের অনুভূতি জন্মায়, তা চিরকালই মানুষের মনে জেগে থাকে

• কোনোটিই নয়

• উওর : শৈশব থেকে বিচ্যুত হওয়ায় মানুষের মনে বি যে-দুঃখের অনুভূতি জন্মায়, তা চিরকালই মানুষের মনে জেগে থাকে

20- 'হারায় না তার বাগান থেকে.......হাসি। শূন্যস্থান পুরণ- 

• বকুল ফুলের 

• শিউলি ফুলের 

• কুন্দফুলের 

• উওর : কুন্দফুলের 

21- 'আবহমান' কবিতায় বাগান থেকে যা না হারানোর কথা বলা হয়েছে- 

• চাঁদের হাসি 

• রোধের হাসি

• কুন্দফুলের হাসি

• আলোর হাসি

• উওর : কুন্দফুলের হাসি

22- হারায় না তার বাগান থেকে কুন্দফুলের হাসি।'—এখানে যে-ভাবনাটি প্রকাশ পেয়েছে, তা হল -

• বাগানে ফুটে থাকা কুন্দফুল ঝরে পড়ে না

• মানুষ যতই কঠিন বর্তমানের মুখোমুখি হোক কি তার স্মৃতিপট থেকে কখনোই শৈশবের আনন্দময় দিনগুলি মুছে যায় না 

• বাগানে কুন্দফুল সবসময় ফুটে থাকে

• কোনোটিই নয়

• উওর : মানুষ যতই কঠিন বর্তমানের মুখোমুখি হোক কি তার স্মৃতিপট থেকে কখনোই শৈশবের আনন্দময় দিনগুলি মুছে যায় না।

23- 'তেমনি করেই.....ওঠে,'-শুন্য পুরণ - 

• চন্দ্র 

• সূর্য 

• গ্রহ 

• তারা

• উওর : সূর্য

24- আবার ফুটে আসে সাধ্য নদীর হাওয়া। এখানে যে-ভাবনাটি প্রকাশ পেয়েছে, তা হল - 

• সন্ধ্যাকালে নদীর খোলা বাতাস মাঝে মাঝে ছুটে আসে 

• সন্ধ্যাকালে নদীর ছুটে আসা হাওয়ায় শরীর শীতল হয়

• সান্ধ্যকালে নদীর স্নিগ্ধ বাতাসের মতোই বর্তমান জীবনের কঠিন বা বাস্তবতার মুহূর্তে শৈশবের নানা সুখানুভূতি আমাদের তৃপ্তি দেয়

• কোনোটিই নয়

• উওর : সান্ধ্যকালে নদীর স্নিগ্ধ বাতাসের মতোই বর্তমান জীবনের কঠিন বা বাস্তবতার মুহূর্তে শৈশবের নানা সুখানুভূতি আমাদের তৃপ্তি দেয়

25- দুরন্ত পিপাসা ফুরোয় না- 

• দস্যি ছেলেটির

• জেদি ছেলেটির

• একগুঁয়ে ছেলেটির 

• দুষ্ট ছেলেটির

• উওর : একগুঁয়ে ছেলেটির 


আশাকরি, নবম শ্রেণির বাংলা (wbbse class 9 Bengali Question Answer & Suggestion 2023 ) নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা আবহমান কবিতা থেকে যেই কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উওর শেয়ার করা হয়েছে, তা তোমাদের কাজে লাগবে।।

Tags : নবম শ্রেণির বাংলা আবহমান কবিতার mcq প্রশ্ন উওর | আবহমান কবিতার MCQ প্রশ্ন উত্তর | Class 9 Bengali Question Answer | Class 9 Bangali Notes | Class 11 Bengali Suggestion 2022 | ক্লাস 9 বাংলা আবহমান কবিতার ছোট প্রশ্ন উওর .

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top