![]() |
নবম শ্রেণির বাংলা ভাঙার গান কবিতার MCQ প্রশ্ন উওর |
আজকের এই ব্লগের মাধ্যমে আমরা নবম শ্রেণির বাংলা কবিতা (wbbse class 9 Bengali Question Answer & Suggestion 2023) কাজী নজরুল ইসলামের লেখা ভাঙার গান অত্যন্ত গুরুত্বপূর্ণ 25 টি MCQ প্রশ্ন উত্তর তোমাদের সঙ্গে শেয়ার করবো।। পরবর্তীকালে ক্লাস 9 বাংলা কাজী নজরুল ইসলামের লেখা ভাঙার গান কবিতার বড় প্রশ্ন উওর গুলো শেয়ার করবো।।
নবম শ্রেণির বাংলা ভাঙার গান কবিতার MCQ প্রশ্ন উওর || WBBSE Class 9 Bengali MCQ Question Answer & Suggestion 2023।
1- 'ভাঙার গান' কবিতাটি লিখেছেন—
• জসীমউদ্দীন
• বন্দে আলি মিঞা
• কাজী নজরুল ইসলাম
• শামসুর রাহমান
• উওর : কাজী নজরুল ইসলাম
2- ভাঙার গান' কবিতার মূল কাব্যগ্রন্থ হল—
• অগ্নিবীণা
• বিষের বাঁশি
• ভাঙার গান
• সিন্ধু হিন্দোল
• উওর : ভাঙার গান
3- ভাঙার গান' কবিতাটি লেখা হয়েছিল —
• ১৯২০ খ্রিস্টাব্দে
• ১৯২২ খ্রিস্টাব্দে
• ১৯২৪ খ্রিস্টাব্দে
• ১৯২১ খ্রিস্টাব্দে
• উওর : ১৯২১ খ্রিস্টাব্দে
4- ‘ভাঙার গান' কবিতায় ক-টি পঙক্তি আছে?
• ২৬টি
• ৩২টি
• ৩৩টি
• ৩০টি
• উওর : ৩২
5- 'ভাঙার গান' কবিতায় যে দেবতার কথা রয়েছে, তা হল-
• বিষ্ণ
• ব্রহ্মা
• মহাদেব
• কালী
• উওর : মহাদেব
6- ‘ভাঙার গান' কবিতায় যে-ঐতিহাসিক চরিত্রের প্রসঙ্গ এসেছে, তার নাম-
• মহাদেব
• প্রতাপ সিংহ
• সাজাহান
• হায়দার
• উওর : হায়দার
7- 'কারার' শব্দটির অর্থ কী?
• কারাগার
• কারুর
• রাজপ্রাসাদ
• বিচারালয়
• উওর : কারাগার
8- ‘কারার’ কপাট যা দিয়ে তৈরি, তা হলো -
• লোহা দিয়ে
• সোনা দিয়ে
• কাঠ দিয়ে
• পেতল দিয়ে
• উওর : লোহা দিয়ে
9- ভেঙে ফেল, কররে লোপাট'—এখানে 'লোপাট’ বলতে কবি বুঝিয়েছেন—
• নির্মূল করা
• চুরি করা
• অন্যত্র সরানো
• বন্ধ করা
• উওর : নির্মূল করা
10- ভাঙার গান কবিতায় কবি ভেঙে ফেলতে বলেছেন—
• জেলখানা
• পাষাণ-বেদী
• প্রাচীন প্রাচীর
• লৌহ-কপাট
• উওর : লৌহ-কপাট
11- রক্ত-জমাট পাষাণ-বেদী হল-
• বলিদানের
• আরাধনার
• শিকল-পুজোর
• উন্নয়নের
• উওর : শিকল-পুজোর
12- 'শিকল-পুজোর পাষাণ-বেদী।" -এখানে 'শিকল-পুজো’ বলতে কবি বোঝাতে চেয়েছেন-
• পরাধীনতা
• ইংরেজ শাসন
• ইংরেজ অপশাসনের
প্রতি পরাধীন দেশবাসীর আনুগত্য
• ইংরেজ অপশাসন
• উওর : ইংরেজ অপশাসনের
প্রতি পরাধীন দেশবাসীর আনুগত্য
13- 'বিষাণ' আসলে হল—
• বাদ্যযন্ত্র
• যুদ্ধাস্ত্র
• ডুগডুগি
• বিশেষ ধরনের অলংকার
• উওর : বাদ্যযন্ত্র
14- 'নিশান' শব্দটির অর্থ হল-
• নিশানা
• রাত্রি
• চিহ্ন
• পতাকা
• উওর : পতাকা
15- "ভগবান পরবে ফাঁসি।—কে ভগবানকে ফাঁসি পরাতে চান?
• শাসক
• জনগণ
• বিপ্লবী
• তরুন ঈশান
• উওর : শাসক
16- 'শিখায় এ হীন তথ্য কে রে?— তথ্যটি হল—
• গৌহ-কপাট ভেঙে ফ্যালা যায়
• ভগবানকে ফাঁসি দেওয়া যায়
• পাগলা ভোলাকে অবরুদ্ধ করা যায়
• দেশকে স্বাধীন করা যায়
• উওর : ভগবানকে ফাঁসি দেওয়া যায়
17- সর্বনাণী/শিখায়..... কী শিক্ষা দেয়?
• হীন তথ্য
• ঠিক তথ্য
• দীন তথ্য
• অর্থহীন তথ্য
• উওর : হীন তথ্য
18- হীন তথ্য' বলতে কবি এখানে বুঝিয়েছেন -
• ভুল খবর
• বিকৃত সংবাদ
• মিথ্যা ও বানানো কথা
• কোনোটিই নয়
• উওর : মিথ্যা ও বানানো কথা
19- কবি হেঁচকা টান দিতে বলেছেন-
• ভগবানকে
• প্রাচীন প্রাচীরকে
• মালিককে
• গারদগুলিকে
• উওর : গারদগুলিকে
20- ডাক ওরে ডাক/মৃত্যুকে ডাক জীবন পানে। এখানে যে-ভাবনাটি ব্যক্ত হয়েছে, তা হল-
• জীবনের পথে মৃত্যুকে প্রতিষ্ঠা করা
• জীবনের পরিবর্তে মৃত্যুকে বরণ করে নেওয়া
• জীবনকে সুন্দর করে গড়ে তোলার জন্য মৃত্যুকে বরণ করা
• কোনোটিই নয়
• উওর : জীবনকে সুন্দর করে গড়ে তোলার জন্য মৃত্যুকে বরণ করা
21- নাচে এই কাল-বোশেখি......-শূন্যস্থান পূরণ করো।
• যতসব বন্দি-শালায়
• সর্বনাশী শিখায়
• ভেঙে ফেল, কররে লোপাট
• কাটাবি কাল বসে কি?
• উওর : কাটাবি কাল বসে কি?
22- নাচে এই কাল-বোশেখি, কাটাবি কাল বসে কি?—এখানে যে-ভাবনাটি ব্যক্ত হয়েছে, তা হল-
• কাল-বোশেখি নাচছে এমন সময় কি বসে বসে সময় কাটাবে
• প্রতিবাদ আন্দোলন শুরু হয়ে গেছে, এখন ঘরে বসে থাকার সময় নয়
• ঝাল-বোশেখি ঝড়ে চারদিক বিপর্যস্ত, এমন সময় ঘরে থাকার দিন নয়
• কোনোটিই নয়
• উওর : প্রতিবাদ আন্দোলন শুরু হয়ে গেছে, এখন ঘরে বসে থাকার সময় নয়
23- 'নাচে ওই কাল বোশেখি', এখানে 'কাল-বোশেখি' হল—
• রুদ্র তান্ডবের প্রতীক
• প্রাকৃতিক দুর্যোগের প্রতীক
• সময়ের পদচিহ্ন
• মুক্তিকামী মানুষের বিদ্রোহ ও বিপ্লবের প্রতীক
• উওর : মুক্তিকামী মানুষের বিদ্রোহ ও বিপ্লবের প্রতীক
24-'নাচে ওই’–কে নাচে?
• সর্বনাশী
• মুক্ত স্বাধীন
• তরুণ ঈশান
• কাল-বোশেখি
• উওর : কাল-বোশেখি
25- ‘ভাঙার গান' কবিতায় কবি ভিত্তি নাড়িয়ে দিতে বলেছেন-
• ভীম কারার
• পাষাণ-বেদীর
• প্রাচীরের
• দুন্দুভির
• উওর : ভীম কারার
26- যত সব বন্দিশালায় ...কবি কী করতে বলেছেন?
• ধাক্কা মারতে
• জল ঢালতে
• আগুন জ্বালাতে
• গুঁড়িয়ে দিতে
• উওর : আগুন জ্বালাতে
আশাকরি, নবম শ্রেণির বাংলা (wbbse class 9 Bengali Question Answer & Suggestion 2023 ) কাজী নজরুল ইসলামের লেখা ভাঙার গান কবিতা থেকে যেই কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উওর শেয়ার করা হয়েছে, তা তোমাদের কাজে লাগবে।।
Tags : নবম শ্রেণির বাংলা ভাঙার গান কবিতার mcq প্রশ্ন উওর | ভাঙার গান কবিতার MCQ প্রশ্ন উত্তর | Class 9 Bengali Question Answer | Class 9 Bangali Notes | Class 11 Bengali Suggestion 2022 | ক্লাস 9 বাংলা ভাঙার গান কবিতার ছোট প্রশ্ন উওর