উচ্চ মাধ্যমিক বাংলা রূপনারানের কূলে কবিতার MCQ & SAQ প্রশ্ন উওর || WB Class 12 Bengali Question Answer & Suggestion 2023

0

 

উচ্চ মাধ্যমিক বাংলা রূপনারানের কূলে কবিতার MCQ প্রশ্ন উওর || WB Class 12 Bengali Question Answer & Suggestion 2023
উচ্চ মাধ্যমিক রূপনারানের কূলে MCQ & SAQ প্রশ্ন উওর

আজকের এই ব্লগে আমরা দ্বাদশ শ্রেণির বাংলা বা উচ্চ মাধ্যমিক বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রূপনারানের কূলে কবিতার ( wb class 12 Bengali Question Answer & Suggestion 2023 ) অত্যন্ত গুরুত্বপূর্ণ 16 টি MCQ & 15 টি SAQ প্রশ্ন উওর তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক বাংলা দ্বিতীয় অধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রূপনারানের কূলে কবিতার MCQ & SAQ Question Answer গুলো শেয়ার করা হলো। পরবর্তীতে আমরা দ্বাদশ শ্রেণির বাংলা রূপনারানের কূলে কবিতার বাকি বড় প্রধন উওর গুলো শেয়ার করবো।

উচ্চ মাধ্যমিক বাংলা রূপনারানের কূলে কবিতার MCQ & SAQ প্রশ্ন উওর || WB Class 12 Bengali Question Answer & Suggestion 2023


1- রূপনারান কূলে কবিতাটির লেখক হলেন- 

• জীবনানন্দ দাশ 

• মানিক বন্দ্যোপাধ্যায়ের 

• রবীন্দ্রনাথ ঠাকুর 

• কাজী নজরুল ইসলাম

• উওর : রবীন্দ্রনাথ ঠাকুর 

2- রূপনারানের কূলে কবিতার উৎস হল- 

• লিপিকা 

• চিত্রকূট 

• চকাচকী

• শেষ লেখা

• উওর : শেষ লেখা

3- কবিতায় রূপনারান নদীটি যার প্রতীক,তা হল-

• কবির বাসস্থান 

• বিশ্বসংসার 

• ঘুমন্ত পরী 

• কল্পনার জগত

• উওর : বিশ্বসংসার

4- 'রূপনারানের কূলে......'

• আমি ঘুমিয়ে ছিলাম 

• জেগে উঠিলাম 

• স্বপ্ন দেখিলাম 

• বাস্তব বুঝিলাম

• উওর : জেগে উঠিলাম 

5- রূপনারানের কবিতাটি লেখা হয়- 

• ১৯৪৮ খ্রিষ্টাব্দের ১৩ ই মে

• ১৯৪১ খ্রিষ্টাব্দের ১৩ ই মে

• ১৯৪৭ খ্রিষ্টাব্দের ১৩ ই মে

• ১৯৪৫ খ্রিষ্টাব্দের ১৩ ই মে

• উওর : ১৯৪১ খ্রিষ্টাব্দের ১৩ ই মে।

6- রূপনারানের কবিতাটির কোথায় লেখা হয়েছিল?

• জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে

• শান্তিনিকেতনের উদয়ন গৃহে

• বিশ্বভারতীতে

• কংগ্রেসের জাতীয় অধিবেশনে

• উওর : শান্তিনিকেতনের উদয়ন গৃহে।

7- কবি রক্তের অক্ষরে যা দেখেছেন, তা হল- 

• বিশ্বজগতের রূপ

• নিজের রূপ 

• শত্রুর রূপ 

• ভগবানের রূপ

• উওর : নিজের রূপ 

8- কবি জেগে ওঠে যা জানতে পারলেন,তাহলো- 

• এ জগৎ মিথ্যা নয় 

• এ জগৎ স্বপ্ন নয় 

• এ জগৎ কাল্পনিক 

• এ জগৎ মোহমায়ায় ভরা

• উওর : এ জগৎ স্বপ্ন নয়।

9-  কবি যেভাবে নিজেকে চিনেছেন, তাহলো-

• আঘাতে আঘাতে 

• ভালোবাসা পেয়ে 

• অন্যকে ভালোবেসে

• সাধণায়

• উওর : আঘাতে আঘাতে 

10- কবি যাকে ভালো বেসেছেন,তা হলো- 

• কঠিনকে 

• সহজকে

• বাস্তবকে

• কল্পণাকে

• উওর : কঠিনকে

11- 'সে কখনো করে না বঞ্চনা'- সে বলতে বোঝানো হয়েছে-

• কঠিনকে 

• সহজকে

• বাস্তবকে

• কল্পণাকে

• উওর : কঠিনকে

12- কবির কাছে সত্যের রূপ হল- 

• কঠিন

• সহজ

• দুর্বোধ্য 

• অজ্ঞেয়

• উওর : কঠিন

13- সত্য কঠিন হলেও সত্য যা কখনোই করেনা, তাহলো- 

• বিভ্রান্ত 

• বঞ্চনা 

• হতাশ 

• মোহগ্রস্ত

• উওর : বঞ্চনা

14- কবি কিভাবে সকল দেনা শোধ করতে চেয়ে ছিলেন?

• অন্যকে ভালোবেসে 

• নিজেকে ভালোবেসে 

• মৃত্যুর মধ্য দিয়ে 

• বিশ্ব জগতকে ভালবেসে

• উওর : মৃত্যুর মধ্য দিয়ে 

15- কবি যেখানে জেগে উঠেছিলেন, তা হল- 

• রূপনারানের কূলে 

• দামোদরের কূলে 

• কাবেরীর কূলে 

• গোদাবরীর কূলে

• উওর : রূপনারানের কূলে

16-  রূপনারানের কূলে কবিতাটি 'শেষ লেখা' কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা?

• 11 

• 12 

• 13 

• 14

• উওর : 11


1- 'জেগে উঠিলাম' -কে কোথা থেকে জেগে উঠলেন?

উওর : রূপনারানের কূলে কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং রূপনারানের কূলে জেগে উঠেছিলেন।

2- “জেগে উঠিলাম”—বক্তা জেগে উঠে কী দেখলেন? 

উওর : বক্তা রবীন্দ্রনাথ ‘রূপনারানের কূলে' জেগে উঠে দেখেছিলেন রক্তের অক্ষরে তাঁর নিজের রূপ।

3- “জানিলাম এ জগত/স্বপ্ন নয়।”—কীভাবে কবি একথা জেনেছিলেন?

উওর : কবি রবীন্দ্রনাথ যখন 'রূপনারানের কূলে' অর্থাৎ মানবসংসারে জেগে উঠেছিলেন তখনই জেনেছিলেন যে সে জগত স্বপ্ন নয়।

4- “জানিলাম এ জগত/স্বপ্ন নয়।"—যদি এ জগত স্বপ্ন না হয়, তবে কী?

উওর : কবি রবীন্দ্রনাথ 'রূপনারানের কূলে' জেগে উঠে জেনেছিলেন, যে জগতে তিনি ছিলেন তা স্বপ্ন নয়, তা আঘাত-সংঘাতে অতিমাত্রায় বাস্তব।

5- "রক্তের অক্ষরে দেখিলাম”—কে কী দেখলেন? 

উওর : কবি রবীন্দ্রনাথ 'রূপনারানের কূলে' কবিতায় রক্তের অক্ষরে দেখেছিলেন নিজের রূপ।

6- সত্য কঠিন হলেও কবি তাকে ভালোবেসেছিলেন কেন? 

উওর : সত্য কঠিন হলেও কবি তাকে ভালোবেসেছিলেন, কারণ সে কখনও বর্ণনা করে না।

7- “চিনিলাম আপনারে”—কে ‘আপনারে' চিনেছিলেন? 

উওর : 'রূপনারানের কূলে' কবিতায় কবি রবীন্দ্রনাথ স্বয়ং আপনাকে চিনেছেন।

8- কবি কীসের মূল্য লাভ করতে চেয়েছেন? 

উওর : কবি সত্যের দারুণ মূল্য লাভ করতে চেয়েছেন।

9- “চিনিলাম আপনারে"—এই চেনার স্বরূপ কী?

উওর : ‘রূপনারানের কূলে' কবিতায় কবি রবীন্দ্রনাথ যে নিজেকে

চিনেছিলেন তা আসলে সত্যের কঠিন অথচ যথাযথ স্বরূপকে বুঝতে পারা। 10- “সত্য যে কঠিন”—“সত্য কঠিন' বলতে কী বোঝ?

উওর : রবীন্দ্রনাথ 'রূপনারানের কূলে' কবিতায় সত্য কঠিন বলতে বুঝিয়েছেন যে, সত্য সবসময় অনুকূল নাও হতে পারে।

11- “সত্য যে কঠিন”–বক্তা সত্যের সঙ্গে কেমন আচরণ করেন?

উওর : রবীন্দ্রনাথ তাঁর 'রূপনারানের কূলে' কবিতায় সত্যকে

কঠিন জেনেও তাকে ভালোবেসেছেন। 12- “সে কখনো করে না বঞ্চনা” —বস্তা কে?

 উওর ; ‘রূপনারানের কূলে' কবিতায় “সে কখনো করে না বঞ্চনা” পঙক্তিটির বক্তা কবি রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং।

 13-“সে কখনো করে না বঞ্চনা”—এরূপ বলার কারণ কী?

 উওর : ‘রূপনারানের কূলে’ কবিতায় সত্য কখনো বঞ্চনা করে। বলে কবি মন্তব্য করেছেন কারণ, সত্য স্বপ্রতিষ্ঠিত কখনো তার রূপবদল ঘটে না।

14- “আমৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন”—এরূপ বলার কারণ কী?

উওর : মানবজীবনে অপ্রাপ্তির যন্ত্রণা, পারিপার্শ্বিক আঘাত ইত্যাদির তীব্রতাকে বোঝাতে গিয়েই রবীন্দ্রনাথ

‘রূপনারানের কূলে’ কবিতায় উদ্ধৃত কথাটি বলেছেন।

15- “সত্যের দারুণ মূল্য লাভ করিবারে”—সত্যের দারুণ মূল্য বলতে কী বোঝ?

উওর : রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘রূপনারানের কূলে’ কবিতায় সত্যের দারুণ মূল্য বলতে সত্যকে স্বীকার করার জন্য যে আত্মত্যাগের প্রয়োজন তার কথা বলেছেন।


আশাকরি, উচ্চ মাধ্যমিক বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রূপনারানের কূলে কবিতার ( WB Class 12 Bengali Question Answer & Suggestion 2023 ) যে কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ MCQ & SAQ প্রশ্ন উওর শেয়ার করা হয়েছে, তা তোমাদের কাজে লাগবে।।

Tags : উচ্চ মাধ্যমিক বাংলা রূপনারানের কূলে কবিতার MCQ & SAQ প্রশ্ন উত্তর | উচ্চ মাধ্যমিক রূপনারানের কূলে MCQ & SAQ প্রশ্ন উওর | WB Class 12 Bengali Question Answer | HS Bengali Suggestion 2023 | দ্বাদশ শ্রেণির বাংলা রূপনারানের কূলে কবিতার প্রশ্নোত্তর


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top