একাদশ শ্রেণির বাংলা নীলধ্বজের প্রতি জনা কবিতার MCQ প্রশ্ন উত্তর |
আজকের এই ব্লগে আমরা একাদশ শ্রেণির বাংলা কবিতা ( wb class 11 Bengali Question Answer & Suggestion 2023 ) মাইকেল মধুসূদন দত্ত রচিত নীলধ্বজের প্রতি জনা কবিতার কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উওর তোমাদের সঙ্গে শেয়ার করবো। মাইকেল মধুসূদন দত্ত রচিত নীলধ্বজের প্রতি জনা কবিতার বড় প্রশ্ন উত্তর গুলি আগেই আমাদের ওয়েবসাইটে শেয়ার করা হয়েছিল। তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো।।
একাদশ শ্রেণির বাংলা নীলধ্বজের প্রতি জনা কবিতার MCQ Question Answer 2023 || একাদশ শ্রেণির বাংলা MCQ প্রশ্ন উওর এবং সাজেশন 2023
1- নীলধ্বজের প্রতি জনা কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে?
• বীরাঙ্গনা কাব্য
• মেঘনাথবধ কাব্য
• ব্রজাঙ্গনা কাব্য
• তিলোত্তমাসম্ভব কাব্য
• উওর : বীরাঙ্গনা কাব্য
2- নীলধ্বজের প্রতি জনা কবিতাটি বীরাঙ্গনা কাব্যের -
• প্রথম পত্র
• একাদশতমপত্র
• দ্বাদশতম পত্র
• চতুর্থদশ পত্র
• উওর : একাদশতমপত্র
3- জনার পুত্রের নাম হলো-
• প্রবীর
• অভিমুন্য
• অশ্বথামা
• কর্ণ
• উওর : প্রবীর
4- প্রবীর যার হাতে নিহত হয়েছিলেন, সে হলো-
• যুধিষ্ঠির
• ভীম
• অর্জুন
• শ্রীকৃষ্ণ
• উওর : অর্জুন
5- 'নিভাইতে এ শোকাগ্নি ফাল্গুনীর লোহে'- ফাল্গুনী বলতে কাকে বোঝানো হয়েছে?
• শ্রীকৃষ্ণ
• ভীম
• যুধিষ্ঠির
• অর্জুন
• উওর : অর্জুন
6- 'নিভাইতে এ শোকাগ্নি ফাল্গুনীর লোহে'-লোহে কথার অর্থ কী?
• প্রতিশোধ
• রক্ত
• ন্যায়বিচার
• দুঃখ
• উওর : রক্ত
7- মহষ্বাস কথার অর্থ কি?
• মহারাজ
• মহারথী
• মহাবীর
• মহাধনুর্ধর
• উওর : মহাধনুর্ধর
8- পার্থকে রাহা নীলধ্বজ কী জ্ঞানে পূজা করেছিলেন?
• ব্রহ্মা
• ইন্দ্র
• নারায়ন
• শিব
• উওর : নারায়ন
9- যার পিতা ব্রাহ্মণ এবং জননী ধীবর- তিনি হলেন
• বিদুর
• দ্রোণাচার্য
• ব্যাসদেব
• কৃপাচার্য
• উওর : ব্যাসদেব
10- যে নদীর অপর নাম জাহ্নবী, সে হলো -
• গঙ্গা
• যমুনা
• ব্রহ্মপুত্র
• তিস্তা
• উওর : গঙ্গা
11- শাশুড়ির যোগ্য বধু হলেন-
• সত্যবতী
• কুন্তি
• দ্রৌপতী
• ইন্দিরা
• উওর : দ্রৌপতী
12- যার অপর নাম পাঞ্চালি,তিনি হলেন-
• সত্যবতী
• কুন্তি
• দ্রৌপতী
• ইন্দিরা
• উওর : দ্রৌপতী
13- যার কথা ভাবলে জনার হাসি আসে মুখে,সে হলো -
• সত্যবতী
• কুন্তি
• পাঞ্চালি
• ইন্দিরা
• উওর : পাঞ্চালি
14- 'কি কুছলে বধিল নরাধম তাহারে'- কাকে নরাধম বলা হয়েছে?
• কর্ণ
• অর্জুন
• শ্রীকৃষ্ণ
• ভীম
• উওর : অর্জুন
15- 'হায় পাগলিনী....'- পাগলিনী হলেন -
• জনা
• পাঞ্চালি
• কুন্তি
• সত্যবতী
• উওর : জনা
16- 'পুত্রহা রিপু...' রিপু কথার অর্থ কি?
• শত্রু
• মিত্র
• শুভাকাঙ্ক্ষী
• গুরুজন
• উওর : শত্রু
17- 'চন্ডালের পদধূলি ব্রাহ্মণের ভালে?- চন্ডাল ও ব্রাহ্মণ বলতে বোঝানো হয়েছে-
• শ্রীকৃষ্ণ ও অর্জুনকে
• অর্জুন ও রাজা নীলধ্বজকে
• রাজা নীলধ্বজ ও শ্রীকৃষ্ণকে
• শ্রীকৃষ্ণ এবং ব্যাসদেবকে
• উওর : অর্জুন ও রাজা নীলধ্বজকে
18- 'আশার লতা তাইরে ছিড়িলি'- আশার লতা বলতে যা বোঝানো হয়েছে-
• মায়ার বাঁধন
• ইচ্ছা-অনিচ্ছা
• ভালো-মন্দ
• ওপরের সবগুলোই
• উওর : মায়ার বাঁধন
19- যে মহারথী প্রথা ভঙ্গ করেছিল, সে হলো-
• অর্জুন
• ভীম
• কর্ণ
• শ্রীকৃষ্ণ
• উওর : অর্জুন
20- কৃতান্ত নগর হল-
• স্বর্গ
• নরক
• যমালয়
• কারাগার
• উওর : যমালয়
আশাকরি, একাদশ শ্রেণির বাংলা (wb class 11 Bengali Question Answer & Suggestion 2023 ) মাইকেল মধুসূদন দত্ত রচিত নীলধ্বজের প্রতি জনা কবিতার যে 20 টি অত্যন্ত গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উওর শেয়ার করা হয়েছে, যা তোমাদের কাজে লাগবে।।
Tags : একাদশ শ্রেণির বাংলা নীলধ্বজের প্রতি জনা কবিতার MCQ প্রশ্ন উত্তর | ক্লাস 11 বাংলা নীলধ্বজের প্রতি জনা কবিতার প্রশ্ন উওর |Class 11 Bengali Question Answer | Class 11 Bangali Notes | Class 11 Bengali Suggestion 2023