উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের MCQ প্রশ্ন উওর 2023 |
আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় বা উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক (WBBSE Class 12 Political Science Question Answer Chapter 2 In Bengali ) এর ঠান্ডা লড়াই অর্থ ও উৎপত্তির কারণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ 31 টি MCQ Question Answer তোমাদের সঙ্গে শেয়ার করবো। বাকি পোস্টে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী আন্তর্জাতিক সম্পর্ক অধ্যায়ের MCQ & SAQ প্রশ্ন উওর গুলো শেয়ার করবো। এবং তোমরা পরবর্তীতে আমরা উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান সহ আরও অন্যান্য বিষয়ের সমস্ত নোটস + অনলাইন মকটেস্ট আমাদের ওয়েবসাইট থেকেই পেয়ে যাবে।
উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের MCQ প্রশ্ন উত্তর 2023 | WB Political science Question and Answer in bengali class 12
1- ঠান্ডা লড়াই বলতে বোঝায়-
• প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়
• দ্বিতীয় বিশ্বযুদ্ধ
• যুদ্ধও নয় শান্তি ও নয়
• ভয়ংকর যুদ্ধ
• উওর : যুদ্ধও নয় শান্তি ও নয়
2- কত খ্রিস্টাব্দে ঠান্ডা লড়াইয়ের শুরু হয়েছিল?
• 1918 সালে
• 1945 সালে
• 1947 সালে
• 1939 সালে
• উওর : 1947 সালে।
3- কত খ্রিস্টাব্দে ঠান্ডা লড়ায়ের সমাপ্তি ঘটেছিল?
• 1947 সালে
• 1950 সালে
• 1963 সালে
• 1990 সালে
• উওর : 1990 সালে।
4- কোনদুটি দেশের মধ্যে ঠান্ডা লড়াই ছিল?
• সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্র
• সোভিয়েত ইউনিয়ন ও চীন
• মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপান
• সোভিয়েত ইউনিয়ন ও জার্মানি
• উওর : সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্র।
5- ঠান্ডা লড়াই শব্দটি সর্বপ্রথম প্রয়োগ করেছিলেন?
• গোর্বাচেভ
• জর্জ বুশ
• বার্নার্ড বারুচ
• ওয়াল্টার লিপম্যান
• উওর : বার্নার্ড বারুচ
6- কে সর্বপ্রথম ঠান্ডা লড়াই সম্পর্কে ধারণা দিয়েছিলেন?
• ট্রুম্যান
• জর্জ বুশ
• বার্নার্ড বারুচ
• ওয়াল্টার লিপম্যান
• উওর : ওয়াল্টার লিপম্যান
7- নিম্নলিখিত কোনটি পশ্চিম পশ্চিমী সামরিক জোট?
• NATO
• SEATO
• SAARC
• SAPTA
• উওর : NATO
8- নিম্নলিখিত কোনটি সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলির জোট?
• Warsaw
• SEATO
• SAARC
• SAPTA
• উওর : Warsaw
9- কোন রাষ্ট্রের উদ্যোগে NATO গঠিত হয়েছিল?
• মার্কিন যুক্তরাষ্ট্র
• সোভিয়েত ইউনিয়ন
• ইটালি
• পোল্যান্ড
• উওর : মার্কিন যুক্তরাষ্ট্র
10- কোন দেশের উদ্যোগে warsaw pact তৈরি হয়েছিল?
• মার্কিন যুক্তরাষ্ট্র
• সোভিয়েত ইউনিয়ন
• জার্মানি
• জাপান
• উওর : সোভিয়েত ইউনিয়ন
11- International Relations গ্রন্থের লেখক কে?
• জোসেফ ফ্র্যাঙ্কেল
• বাটন
• লিপম্যান
• ফিডম্যান
• উওর : বাটন
12- কত সালে ওয়ারশ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল?
• 1955 সালের 14 মে
• 1955 সালের 18 মে
• 1955 সালের 16 মে
• 1955 সালের 17 মে
• উওর : 1955 সালের 14 মে
13- কে সাম্যবাদ প্রতিরোধ নীতি ঘোষণা করেছিলেন?
• ট্রুম্যান
• বাটন
• লিপম্যান
• ফিডম্যান
• উওর : ট্রুম্যান
14- মার্কিন যুক্তরাষ্ট্র কবে থেকে মনেরো নীতি গ্রহণ করেছিল?
• 1821 সাল
• 1823 সাল
• 1923 সাল
• 1921 সাল
• উওর : 1823 সাল
15- কোন বছর কমিন্টার্ন বিরোধী চুক্তি স্বাক্ষরিত হয়েছিল?
• 1933 সালে
• 1935 সালে
• 1936 সালে
• 1940 সালে
• উওর : 1936 সালে
16- দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোন শক্তি বা জোট জয়লাভ করেছিল?
• অক্ষশক্তি
• মিত্রশক্তি
• ন্যাটো
• ওয়ারশ জোট
• উওর : মিত্রশক্তি
17- স্তালিন কার সঙ্গে অনাক্রমণ চুক্তি সম্পাদন করেছিলেন?
• মুসোলিনি
• চার্চিল
• রুজভেল্ট
• হিটলার
• উওর : হিটলার
18- কত সালে ইয়াল্টা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল?
• 1944 সালে
• 1935 সালে
• 1934 সালে
• 1945 সালে
• উওর : 1945 সালে
19- মার্কিন যুক্তরাষ্ট্র কত সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করেছিল?
• 1939 সালে
• 1940 সালে
• 1942 সালে
• 1945 সালে
• উওর : 1942 সালে
20- কোন বছর পটসডাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল?
• 1946 সালে
• 1962 সালে
• 1942 সালে
• 1945 সালে
• উওর : 1945 সালে
21- কোন বছর বার্লিন অবরোধ প্রত্যাহার করা হয়েছিল?
• 1949 সালে
• 1962 সালে
• 1942 সালে
• 1945 সালে
• উওর : 1949 সালে
22- ঠান্ডা লড়াইকে 'গরম শান্তি' বলে চিহ্নিত করেছিলেন-
• ওয়াল্টার লিপম্যান
• বার্নেট
• ফিডম্যান
• চার্চিল
• উওর : বার্নেট
23- ঠান্ডা লড়াই এর সঙ্গে সম্পর্কিত দেশগুলি হলো-
• ভারত ও সোভিয়েত
ইউনিয়ন
• চীন-পাকিস্তান
• মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন
• জার্মানি ও ভারত
• উওর : মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন
24- 1949 সালের জানুয়ারি মাসে 'কমেকন' গঠন করেছিল -
• মার্কিন যুক্তরাষ্ট্র
• সোভিয়েত ইউনিয়ন
• গ্রেট ব্রিটেন
• চিন
• উওর : সোভিয়েত ইউনিয়ন
25- সমাজতান্ত্রিক দেশ গুলি কোন জোট গঠন করেছিল?
• NATO
• CEATO
• Warsaw
• SAARC
• উওর : Warsaw
26- প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল-
• প্রথম বিশ্বযুদ্ধে
• দ্বিতীয় বিশ্বযুদ্ধে
• ঠান্ডা লড়াইয়ে
• ক্রুসেডের যুদ্ধে
• উওর : ঠান্ডা লড়াইয়ে
27- মূলত যে সঙ্কটকে কেন্দ্র করে ঠান্ডা লড়াইয়ের শুরু হয়েছিল, তা হল-
• সুয়েজ সংকট
• কোরিয়া সংকট
• বার্লিন সংকট
• কিউবা সংকট
• উওর : সুয়েজ সংকট
28- পৃথিবীতে ঠান্ডা লড়াই কত বছর স্থায়ী ছিল?
• 60
• 70
• 43
• 53
• উওর : 43 বছর
29- ট্রুম্যান কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন?
• মার্কিন যুক্তরাষ্ট্র
• গ্রেট ব্রিটেন
• ফ্রান্স
• সোভিয়েত ইউনিয়ন
• উওর : মার্কিন যুক্তরাষ্ট্র
30- কটি দেশের চুক্তির মাধ্যমে ন্যাটো গড়ে উঠেছিল?
• ১০
• ১২
• ৫১
• ২৫
• উওর : ১২
31- জর্জ মার্শাল কে ছিলেন?
• মার্কিন রাষ্ট্রপতি
• ব্রিটিশ প্রধানমন্ত্রী
• মার্কিন পররাষ্ট্র সচিব
• সোভিয়েত ইউনিয়নের পররাষ্ট্র সচিব
• উওর : মার্কিন পররাষ্ট্র সচিব
আশাকরি, দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় বা উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক অধ্যায় ( WBBSE Class 12 Political Science Question Answer Chapter 1 In Bengali ) থেকে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ 26 টি MCQ প্রশ্ন উওর শেয়ার করা হয়েছে, তা তোমাদের কাজে আসবে।।
Tags :